নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আগুনের চলে যাওয়াতে চাঁদাবাজীর পোয়াবারোঃ একটি রম্য রচনা!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০


বিজ্ঞ ব্লগার আগুন চৌধুরী আর ব্লগে লিখবেন না বলে ঘোষণা দিয়েছেন। কারন তিনি তার প্রাপ্য সম্মন পাননি বলে তার ধারণা। ব্লগে কে থাকবে , কে থাকবেনা সেটা তার নিজস্ব ব্যাপার। এতে ব্লগের কিছু আসে যায়না। কারণ কোন কিছুই কখনো শূণ্য থাকেনা। প্রকৃতি বোধ হয় শূণ্যতা পছন্দ করেন না। তাই প্রকৃতি শুণ্যস্থানকে আর কিছু না হোক বায়ু দিয়ে ভরে দেন। যার কোন রং, আয়তন, ওজন নাই। প্রতিয়মান হচ্ছে আগুন চৌধুরীর শূণ্যস্থানও ভারে গেছে তেমন বায়ু দ্বারা। আগুন চৌধুরী অনেক দিন ব্লগে ছিলেন। আমরা তার সহ-ব্লগার। তার চলে যাওয়াতে (বিশেষ করে আমি) আমরা মর্মামহত। তার পরেও তাকে ফিরে আসবার বা চলে না যাওয়ার অনুরোধ করিনাই। কারণ সবার মান সম্মানবোধ ব্যারোমিটারের একটি দাগে নিস্ক্রিয় থাকেনা। ব্যক্তি বিশেষ মান সম্মানের পারদ ওঠা নামা করে। আমার আঁতে যতটুকুতে না ঘা লাগে অন্য জনের তার থেকে কমেও ঘা লাগতে পারে। সে যাহোক আগুন চৌধুরী ফিরে আসুক বা না আসুক, কিংবা লিখুক বা না লিখুক আর তা নিয়ে কে নাচন কোদন করুক তাতে আমার কিছু আসবার যাবার কথা নয়। তবে কথা থাকে সেখানে যেখানে অহেতুক বা উদ্যেশ্যমূলকভাবে আমার নামটি জড়িয়ে যায়। আমি বলছিনা আমার নামটি স্পর্সকাতর! বা ভাসুরের নাম যা প্রয়োজন ছাড়া নেওয়া যাবেনা। তবুও যখন উস্কানি! দেওয়া জন্য নামটি ব্যবহার করা হয় তখন কিছু না বললে বিনা যুদ্ধে মেদিনি ছেড়ে দেবার সামিল হয়ে পড়ে। তাই আবশ্যকীয় ভাবে এই রম্য লেখার অবতারণা।

একটা গল্প বলি। এক রাজা তার তিনকন্যাকে তিন জন যুবরাজের সাথে বিয়ে দিলেন। তারা বিয়ের পরে শ্বশুর বাড়ির আরাম আয়েশ আর মুখরোচক মি্ষ্টি পায়েশ খেয়ে নিজের দেশের বাড়ি ঘরের কথা ভুলেই গেলেন। রাজা বিরক্ত হলেন, কিন্তু জামাই ত্রয়ের মোটা বুদ্ধির কারণে তাদের মোটা চামড়ায় তা দাগ কাটতে পারলোনা। রাজা জামাইদের এহেন আচরণে চিন্তিত হয়ে রাজবাড়ি থেকে তাদের তাড়াবার জন্য তার বিজ্ঞ পরামর্শকের পরামর্শে এক অভিনব পদ্ধতি প্রয়োগ করলেন। প্রথম দিনে চিরাচরিত খাবার অষ্ট ব্যঞ্জন থেকে ঘৃত প্রত্যাহার করলেন। ব্যাস আর যায় কোথায় ! বড় জামাই ভাবলেন তাকে অপমান করা হয়েছে। তাই তিনি ওই দিনই প্রতিবাদ করে শ্বশুর বাড়ি ত্যাগ করলেন! রাজা দেখলেন ওষুধে কাজ হয়েছে। তবে অন্য দু জামাই এই অপমান গায়ে না মেখে দিব্যি শ্বশুরের অন্ন ধ্বংশ করতে লাগলেন। রাজা্ এদের এই নির্লজ্জতার কারণে মর্মাহত। তিনি আবার নতুন পথ খুঁজতে লাগলেন। পরামর্শকের পরামর্শে রাজা এবার তার দুই জামাইকে তাড়াবার জন্য আহার থেকে এবার পায়েশ বন্ধ করে দিলেন। মেঝ জামাই এবার বুঝলেন তাকে অপমান করা হচ্ছে। তিনি তার পরদিন শ্বশুর বাড়ি ত্যাগ করলেন। কিন্তু ছোট জামাই এ্ই অপমান গায়ে মাখলোনা আর শ্বশুব বাড়ি ছাড়ার চিন্তাও করলোনা।

রাজা আবার তার পরামর্শকের দ্বারস্থ হলেন। সব শুনে পরামর্শক সিদ্ধান্ত দিলেন এ্ই বেহায়া জামাইকে তাড়াতে উত্তম মধ্যম দেওয়া ছাড়া কোন বিকল্প নেই। কার্যত হলোও তাই। রাজার নির্দেশে বেহায়া জামাইকে উত্তম মাধ্যম দিয়েই বিতাড়িত করা হলো। ব্লগে তেমন কিছু জামাই আছে যাদের পাতে ঘি না পড়লে ব্লগ ত্যাগ করে আবার কাউকে ছোট জামাতার মতো। কাউকে ব্রহ্মাস্ত্রআবার কাউকে বরুনাস্ত্রে পরাস্ত্র করতে হয় !!

সামু আগুন চৌধুরীকে একখান নোটিশ পাঠিয়ে ছিলো। অর্থাৎ তার পাত থেকে ঘি তুলে নিয়েছিলো! ব্যাস !! তিনি অপমান বোধ করায় ব্লগ নামক শ্বশুর বাড়ি ছাড়লেন। অথচ এমন শত নোটিশ, ব্যান খেয়েও অনেকে দিব্যি বহাল তবিয়তে শ্বশুরবাড়ি দখল করে আছেন। তাদের মান সম্মানের ব্যারো মিটার নির্ণয় ন জানি!! তারপরেও আশির্বাদ সবাই থাকুক দুধে ভাতে!!

কৈফিয়তঃ আমার অদ্যকার অখাদ্য রম্যটিকে কেউ অযাচিতভাবে নিজের কাধে নিয়ে আমাকে অভিসম্পাত করবেন না।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

লেখার কোন সূত্র নাই, সূত্র উল্লেখ করা হলোনা তাই!

মন্তব্য ৫৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




দুঃখিত! আপনার লেখা পড়ে মজা পাইনি। ইহা রম্য হয় নাই। তাই মজা পাওয়ার জন্য ফ্রিজ থেকে আপাতত মিষ্টি খেয়ে নিচ্ছি।


০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে মজা দিতে না পারা আমার ব্যর্থতা!
শীতের দিনে মিষ্টি পছন্দ না করে খেঝুর গুড়ে
ভিজানো চিতই পিঠা বেছে নিতে পারতেন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আর যা ই হোক অনল চৌধুরী/আগুন চৌধুরীকে নিয়ে ব্লগ জমে উঠেছে। দীর্ঘ বিরতির পর ব্লগে এসে সেই ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতো প্রাণবন্ত সামুকে দেখছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাঝে মাঝে একটু ব্যতিক্রম না হলে
সব কিছু পানসে হয়ে যায়। গেলাম না হয়
একটু নাড়িয়ে !! আপনাকে ধন্যবাদ ইমতিয়াজ ভাই

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: বহু ব্লগার ব্লগ ছেড়ে চলে গেছেন। রাগ-অভিমানে। এটা দুঃখজনক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ খানসাব আপনার আন্তরিক মন্তব্যের জন্য।
ব্লগ যেহতু কারো শ্বশুর বাড়ি নয় তাই রাগ অভিমানের
মূল্য এখানে নাই বললেই চলে, তবে যারা তা মনে করে
তাদের রাগ অভিমান থাকতেই পারে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোষ্টে তথ্যসুত্র দরকার নাই। যে পোস্টে দরকার সেই পোষ্টে সঠিকভাবে দিলেই হবে। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক দিক নির্দেশনা দেবার জন্য।
আপনার নেক নজর সবার প্রতি সমভাবে বর্ষিত হোক। আমিন

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আগুন সাহেব যদি এই পোস্ট পড়েন তাহলে তিনিতো কষ্ট পাবেন...!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কষ্ট পাবার কিছু্ই নাই
সবাই কি আর সমান ভাবে
জামাই আদর আশা করতে পারে!
নাকি তা ঠিক হবে ?

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩

নেওয়াজ আলি বলেছেন: ফাগুন মাসে আগুন চৌঃ ফিরে আসেন আপনি

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাদের সবার প্রত্যাশা তাই
ফিরে আসুন ভাই।
কারণ ভার্চুয়াল জগতে
আবেগের কোন মূল্য নাই।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে তাহলে আগুন লেগে গেছে.....তার দীপশিখায় এখন ব্লগ সরগরম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওলটপালট করে দে মা লুটে পুটে খাই!!
মাঝে মাঝে মেধ্যে একটু ওলট পালট হলে
মন্দ হয়না। তবে যারা ওলট পালট করে
দেবার ক্ষমতা রখতো তারা এখন নির্বাসনে
তাই ছন্দ পতন হয়না। তার পরেও সরগরম
হোক আমাদের ব্লগ যে কোন ছল ছুতায়!
ভালো থাকবেন পদাতিক চৌধুরী ভাই
এক এক চৌধুরী গেছে আপনাকে না হারাই।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘর জামাইয়ের চেয়ে ভালো জামাই আর নাই। কোন ব্লগারের অবস্থা তৃতীয় জামাইয়ের মত যেন না হয় এই কামনা করছি। তবে আমার মনে হয় ব্লগে এমন দুই একজন প্রবীণ ব্লগার আছেন যাদের সাথে তৃতীয় জামাইয়ের মতো আচরণ করলেও ওনারা যাবেন না। আপনি ভাববেন না যে আপনাকে উদ্দেশ্য করে বলেছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাকে তৃতীয় জামাই ভাবলেও ক্ষতি নাই!!
প্রবিণতের চামড়া একটু কম অনুভূতিশীল
সহজে সাড়া পাওয়া যায়না। তবে সবাইকে
ওই পথ মাড়াতে হবে এটাই সান্তনা !!

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে..... আপাতত যাচ্চিনা। তবে আপনার এই মাইর এর ভয় যে মনে ডর লাগে নুরু ভাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা ডারোনোর কিছু নাই
তব যদি গত্যান্তর না থাকে
তা হলে ঘি পর্যন্ত্ই যেন
থাকে।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



রাজার মন্ত্রী রাজার স্বভাবের কথা জেনেই কোন রাজ কুমারীর সাথে প্রণয়ে আবদ্ধ হননি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উত্তরটি কি প্রাসাঙ্গিক !!
অব্শ্য এটাই আপনি করে থাকেন।
অর্থাৎ অপ্রাসাঙ্গিক ভাবেই আপনি
লেখায় মন্তব্য করে হুল ফুুটাতে চেষ্টা
করেন। যেমন আপনার অনল চৌধুরীতি নিয়ে
লেখায় আমাকে ইঙ্গিত করে আমার স্থুল বুদ্ধির
প্রমাণ করতে চেয়েছেন। এই পড়ন্ত বযসে আপনার
এধরনের উদ্ভট মন্তব্য আপনার সাথে মানানসই নয়।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " উত্তরটি কি প্রাসাঙ্গিক !! ... এই পড়ন্ত বযসে আপনার এধরনের উদ্ভট মন্তব্য আপনার সাথে মানানসই নয়। "

-বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, উহাকে পড়ন্ত কেন বলছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাই যদি হতো তা হলে
৫৯ বছরে চাকুরী থেকে
রিটায়ার্ড করে দিতো না।
অভিজ্ঞতার কারনে তাদেরকে
আরো বেশী দিন ধরে রাখতো সরকার।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৭

মেহেদি_হাসান. বলেছেন: ব্লগ জমে উঠেছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শীতে একটু জমলে মন্দ হয়না, কি বলেন ?

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৩

মা.হাসান বলেছেন: আগুন চৌদ্রি বলয়াছিল সে নাকি মটুকে আদালতের বারান্দায় নিল ডাউন করিয়া রাখিবে । ইহা শুনিয়া বড় আশা করিয়া বসিয়া আছিলাম দেখিবো বলিয়া, কিন্তু মা আমার সাধ না মিটিলো...।

আপনি ব্লগে পুরান লোক। আলেকজান্ডার পেনড্রাইভকে দেখিয়াছেন। নমস্য লোক ছিলেন। আমার দেখার সৌভাগ্য হয় নাই। কোনো এক পোস্টে পাঁচশতের উপর মাইনাস খাইয়া লজ্জায় ব্লগ ত্যাগ করিয়াছেন। মাইনাস ফিরিয়া আসিলে এইরূপ অনেক আলেকজান্ডার বো ই পালাইয়া যাইবেন।

তবে সকলের লজ্জা বোধ সমান নহে। মডু খাতা হইতে নাম কাটিয়া দিলে ভিন্ন নামে অনেকেই ফিরিয়া আসেন। এই সব চাঁদাবাজদের হাত হইতে জাতির রেহাই নাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একদম খাটি কথা কইছেন স্যার !!
নদীতে থেকে কুমীরের সাথে বিবাদে
জড়ায় নির্বোধ !! আগুনের গোলা
বরুনাস্ত্রে নির্বাপিত করা হোক!

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫২

জগতারন বলেছেন:
আমি মর্মর্মাহত যদি
অনল চৌধুরী সত্যিই এখান থেকে চলিয়া যাইয়া থাকেন।
অনল চৌধুরী একজন মেধাসম্পন্ন, প্রজ্ঞাবান ও নির্মোহ লেখক।
আমি তার যতগুলি লিখা পড়িয়াছিলাম, প্রত্যেকটি লিখাই ছিল দূরদৃষ্টিসম্পন্ন মেধাবী লিখা। এমন আরও একজন মেধাবী লেখকের কথা এই মূহর্তে আমার মনে হইতেছে তার নিক নাম; অর্ক। এই সমসে লেখক এই ব্লগ থেকে চলিয়া যাওয়া খুউবই দুঃখজনক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই সেফ এক্সিট প্রত্যাশা করে
সে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক না কেন!
অপমানিত হয়ে বাঁচার চেয়ে মানসম্মান
নিয়ে মরাও শ্রেয়। সবাই তার প্রাপ্র সম্মানটুকু
পাক, সেই প্রত্যাশা আমাদের সবার।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার ভাবনা চিন্তা সীমিত।তাই কি লিখিতে কি লিখিয়া ফেলিবো কোন ঠিক নাই।জমাইতে গিয়া আবার নিজেই জমিয়া না জান!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটা আপনার বিনয় !! আপনি হলেন ব্লগের বট বৃক্ষ !!
তবে আমি ভয় পাইনা যদি জমে যাই !!
আপনারা টানিয়া তুলিবেন সে বিশ্বাস
করতেই পারি, কি বলেন !!

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

রানার ব্লগ বলেছেন: - বাটন ফিরিয়ে আনা হোক! একমত মা হাসান এর সাথে।

উনি শীতকালীন নিদ্রায় গেছেন, অগ্নী তো তাই শীতে কষ্ট হয় ওনার। গরম পরলেই স্বমহিমায় উদ্ভাসিত হবেন। /:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মা হাসান ভাইয়ের সাথে আমিও একমত।
অনল দাদা সহ যারা প্রস্থান করেছেন তারা
সবাই ফিরে আসুক সেই প্রত্যাশায় রইলাম।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: আমি মনে প্রানে চাই অনল চৌধুরী ফিরে আসুক।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমারও প্রত্যাশা তাই
ফিরে আসুক চলে যাওয়া সবাই।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৬

রেজওয়ান ইসলাম বলেছেন: ব্লগে রাজা টা কে?বাস্তবে রাজা সেই হয় যে রাজার ছেলে বা যে নতুন দেশ জয় করেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রুপকথার রাজা
রাজা হয়েই আসে
তাকে রাজ্য জয় করে
রাজা হতে হয়না। তবে
রাজা হলে রাজ্য জয় করে,
রাক্ষসের সাথে যুদ্ধ করে ইত্যাদি ....
ব্লগের রাজা যার অসীম ক্ষমতা ...............

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:১২

ডাব্বা বলেছেন: সবাই 'অনলে পুড়িয়া গেল'।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডাব্বা ভাই আপনার জন্য আপনার প্রিয় গানটি উপহার দিলাম।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১০

নূর আলম হিরণ বলেছেন: উনি ফিরে আসুক আরো শক্তিশালী হয়ে।পোস্ট লিখুক, পোস্টে মন্তব্য করুক।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যদি কেউ যুদ্ধে হেরে যায় সে
পুনরায় শক্তি সঞ্চার করে বীরের
বেশে ফিরে আসে অথবা চিরতরে
হারিয়ে যায়। আগুন আবার আসুক
আগুনের মতো জঞ্জাল দাহ্য শক্তি নিয়ে।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনল ভাই এর জ্বালাময়ী মন্তব্য আশা করছি, যদি ফিরে আসনে.............।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুক না.........

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন: ফিরে আসুন অনল চৌধুরী ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


অনল দাদা আপনার পুণআগমনের
প্রত্যাশায় আমরা সবাই।

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
কত মন্তব্য এসে জমা হয়ে আছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ খানসাব
প্রতি মূহুর্তের খবরাখবার নেবার জন্য।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

এম. হাবীব বলেছেন: প্রিয় ব্লগার অনল চৌধুরী ফিরে আসুক..

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাদেরও প্রত্যাশা তাই
অনল'দা ফিরে আসুন।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২২

রানার ব্লগ বলেছেন: অনলে দেখছি দাবানল লেগে যাচ্ছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ থেকে প্রমাণিত হয় আমরা
একে অপরকে কতটা মিস করি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগুনের দাবানলথেকে উদয় হবে
এক ফনিক্স পাখি, আমরা সেই প্রতিক্ষায়।

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১০

অনল চৌধুরী বলেছেন: You have bled with Wallace now bleed with me
হলিউডের বিদ্রুপাত্মক,বর্ণবাদ ও আগ্রাসনবিরোধী চলচ্চিত্র-৩

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কি তাই ধারণা !!

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

জিকোব্লগ বলেছেন:



অনল চৌধুরীর কথানুসারে ২০১৮তে সুলাইমানি ব্যান খাবার পরে
আবার ফিরে এসেছে। ব্লগারদের হাইপ্রেসার নেওয়ার দরকার নাই।

আগুন জ্বালানোর জন্য তিনটি উপাদানের প্রয়োজন পড়ে - অক্সিজেন,
জ্বালানী এবং তাপ। ব্লগে এই তিনটি উপাদান-ই যথেষ্ট পরিমানে আছে।
কাজেই, স্বভাবতই অনল চৌধুরী ব্লগে ফিরে আসবে। না ফিরে আসলে
তার নামই শুধু অনল চৌধুরী, কিন্তু বৈশিষ্ট্যে না; যার সম্ভবনা কমই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনল'দা আমরা চাই
সত্যিই আপনি ফিরে আসুন।
বিরোধী দল না থাকলে দেশের
উন্নতি আশা করা যায়না।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭

কালো যাদুকর বলেছেন: অনল সাহেব এসেছেন, খুবই ভাল লাগছে। আশা করি উনি লিখে যাবেন এখানে।

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনল দাদার আগমনে আমরা সবাই খুশীূ
আশা করি ব্লগের পরিবেশ সহনীয় হবে
সবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.