নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আমাদের সমাজে আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধ এই শব্দগুলো অহরহ ব্যবহৃত হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে এগুলোর প্রকৃত অর্থ ও তাৎপর্য না জেনেই শব্দগুলো ব্যবহার করে থাকি। সাধারণের কাছে মূল্যবোধ ও নৈতিকতার পার্থক্য নজরে পড়ে না। আমরা দুটোকে এক মনে করি। কিন্তু বিষয় দুটি সম্পূর্ণ আলাদা এবং সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। মূল্যবোধ সামাজিকভাবে নির্দিষ্ট আবর্তে বিদ্যমান। যা শুধু স্থান ভেদে পরিবর্তিত হয়। নীতি থেকে বিচ্যুত জীবন কখনো নৈতিকতা সম্পন্ন জীবন হতে পারে না। তাই গভীর তাৎপর্যবাহী শব্দগুলোর ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সুখের দিশারী অথবা সমস্যাসৃষ্টিকারী আচার-আচরণ কীরকম হবে তার ইঙ্গিত দেয় নৈতিক মূল্যবোধের নির্দেশিকা সমূহ। কতিপয় মানুষ মনে করেন যে- আমাদের প্রচুর ধনসম্পত্তি ও ক্ষমতা থাকলেই জীবন সফল। কিন্তু আমরা সেসব পেলেও সন্তুষ্ট হই না এবং এগুলি হারানোর ভয়ে সবসময় আতঙ্কে থাকি। আমরা যত বেশি পাই, বিশেষ করে অপরকে বঞ্চিত করে যখন পাই, আরও বেশী শত্রুর সৃষ্টি করি। আমাকে কেউ পছন্দ করে না- এমন কথা যখন কেউ বলবে না, তা হবে সফল জীবন। আমরা যদি বহু মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারি এবং মানুষ যদি আমাদের উপস্থিতিতে সুখী হয়, তবে সেটি হল সফল জীবন। সেক্ষেত্রে আমাদের কত টাকা ও ক্ষমতা আছে তা বিচার্য্য নয়। যাই ঘটুক না কেন আমরা মানসিক সহায়তা পাবো। আর তা সেসবের মোকাবিলায় শক্তি যোগাবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে জনপ্রিয় কথাশিল্পী আনিসুল হক একবার বলেছিলেন, বুয়েটের কোনো এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হয়েছিল চাকরি জীবনে তাদের মধ্যে কে কে ঘুষ খাবে? উত্তরে ৯০ শতাংশ শিক্ষার্থী হাসতে হা বোঝা যাচ্ছে, সুযোগ পেলে তারাও হয়তো ঘুষ হাতছাড়া করবে না। ধরে নেয়া হয়, দেশের মেধাবী শিক্ষার্থীরাই বুয়েটে পড়ার সুযোগ পায়, তারাই যদি ঘুষ নেয়ার মতো গর্হিত কাজকে স্বাভাবিক মনে করে, তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে আমরা তাদের কী শিক্ষা দিচ্ছি?
মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে বড় পার্থক্য হল, মানুষ নৈতিকতাসম্পন্ন জীব, অন্য প্রাণী তা নয়। ন্যায় আর সত্যের পথ অনুসরণ করে অন্যের ক্ষতি না করে যতটুকু সম্ভব উপকার করা, অপরের কল্যাণ করা প্রতিটি নৈতিকতাসম্পন্ন মানুষের কাজ। নৈতিকতার মধ্যেই লুকিয়ে আছে সততা, মহত্ত্ব, ন্যায়পরায়ণতা, আদর্শবাদিতা। লোভ-লালসা, উচ্চাভিলাষ ও বিবেচনাহীন জৈবিক কামনা মানুষকে অসৎ পথে পরিচালিত করে। ফলে সমাজ ও দেশ ধ্বংসের দিকে এগিয়ে যায়। কিন্তু আমরা নৈতিকতা আর মূল্যবোধকে এক করে সত্যিকারের নৈতিকতা থেকে দূরে সরে পাশ্চাত্যের সামাজিক মূল্যবোধ আঁকড়ে ধরে নৈতিকতা বিসর্জন দিয়ে নৈতিক মূল শিক্ষা থেকে এক ধরনের বন্য জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ার মধ্যে সার্থকতা খুঁজছি। ভিক্টোরিয়ান যুগের শিক্ষা দর্শনে Spare the rod spoil the child নীতির প্রচলন ছিল। তখন মনে করা হতো কঠোর অনুশাসনের মধ্যে না রাখলে শিশু-কিশোররা পথভ্রষ্ট হয়,পড়াশোনায় অমনোযোগী হয় এবং ভালো করে পাঠ আত্মস্থ করতে পারে না। কিন্তু সময়ের বিবর্তনে শিক্ষা সম্পর্কে এ ধরনের কঠোর চিন্তাভাবনা দূর হয়েছে। পরিবারে মা-বাবার সঠিক নির্দেশনা পেলে একটি শিশু ছোট থেকেই ভালোভাবে বেড়ে ওঠে। আর পরিবারে মা-বাবা যদি শিশুর বিকাশকালে তার আবেগ, মন, আচরণ সম্পর্কে অপরিপক্ব থাকে, তাহলে সেই পরিবারে শিশুর বিপথগামিতার আশঙ্কা থাকে বেশি। বাবা-মা, বা পরিবারের অন্য সদস্যদের অসদাচরণ, মিথ্যাচার, দুর্নীতিপরায়ণতা, ভারসাম্যহীন ব্যবহার শিশু-কিশোরকে বিপথগামী করে তোলে। প্রতিটি ধর্মেই রীতি, নৈতিকতা ও মূল্যবোধের কথা বলা হয়েছে অত্যন্ত গুরুত্ব সহকারে। কারণ মানবজীবনের উন্নয়নে ও মানবকল্যাণের সব বিষয়ের প্রধান নির্ণায়ক হল নীতি ও নৈতিকতা। নীতি-নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি সহজবোধ্য গল্প আছে। আমার বিশ্বাস অনেকেরই এ গল্পটি জানা। যাদের জানা নাই তাদের জন্য গল্পটি সংযোজন করলাম।
গরিব একটি ছেলে কোনো অবস্থাপন্ন লোকের বাড়িতে কাজ করত। ঘরদোর মোছা থেকে শুরু করে অনেক কিছুই ছিল তার নিত্যদিনের কাজ। একদিন কাজ করার সময় নির্জন ঘরে অনেক সুন্দর ও মূল্যবান দ্রব্যসামগ্রীর মধ্যে একটি সোনার ঘড়ির প্রতি তার নজর পড়ে।
সে ঘড়িটি হাতে নেয়। আহা, হীরাখচিত কী সুন্দর ঘড়ি! মূল্যবান ঘড়িটি ছিল গৃহকর্তার খুবই শখের বস্তু। ঘড়িটির প্রতি তার লোভ হল, একবার হাতে নেয়; পরক্ষণেই আবার জায়গা মতো রেখে দেয়। লোভ ক্রমে বাড়তে থাকলে মনস্থির করে সে ঘড়িটি চুরি করবে।
কিছুক্ষণের মধ্যেই তার বোধোদয় হল যে লোভ সংবরণ করতে না পেরে ঘড়িটি নেওয়া মানে চোর হওয়া। চুরি করে ধরা পড়া মানে শাস্তি পাওয়া, শাস্তি ভোগ করা। আর আমি চুরি করে মানুষের হাত এড়িয়ে যেতে পারলেও ঈশ্বর তো একজন রয়েছেন।
মায়ের কাছে অনেকবার শুনেছি যে আমরা তাকে দেখতে পাই না বটে; কিন্তু তিনি সবখানে বিরাজমান এবং সবকিছুই প্রত্যক্ষ করছেন। তার অগোচর বা অজানা কিছুই নেই।
এসব বলতে বলতে তার মুখ মলিন হল এবং সারা শরীর কেঁপে উঠল। তখন সে ঘড়িটি যথাস্থানে রেখে দিয়ে বলতে লাগল- লোভ করা খুবই মন্দ কাজ, লোকে লোভ সংবরণ করতে না পারলেই চোর হয়। আমি চোর হব না। চোর হয়ে ধনী হওয়ার চেয়ে সৎপথে থেকে গরিব থাকা অনেক ভালো।
তাতে চিরকাল নির্ভয়ে ও সুখে থাকা যায়। চুরি করতে চাওয়াতেই আমার এত মনোযন্ত্রণা হল, চুরি করলে না জানি আরও কী হয়। এই বলে সেই সুবোধ, শান্ত, সচ্চরিত্র ও গরিব ছেলেটি আগের মতো স্বাভাবিক হয়ে ঘরদোর পরিষ্কারে মনোনিবেশ করল।
গৃহকর্তা এ সময়ে পাশের ঘরে থেকে ছেলেটির সব কথা শুনতে পেয়েছিলেন। তিনি পরিচারিকার মাধ্যমে ছেলেটিকে তার সামনে ডেকে পাঠান। সস্নেহে তিনি জিজ্ঞেস করলেন, ‘তুমি কী কারণে আমার ঘড়িটি নিলে না?’
ছেলেটি হতবুদ্ধি হয়ে গেল, কোনো জবাব দিতে পারল না; কেবল মাথানত করে করুণ দৃষ্টিতে গৃহকর্তার মুখের দিকে চেয়ে রইল। ভয়ে তার সর্বাঙ্গ আড়ষ্ট হল, চোখে পানি ছল ছল করছে।
তাকে এরূপ দেখে গৃহকর্তা সস্নেহে বললেন, ‘তোমার কোনো ভয় নেই, তুমি এমন করছ কেন? আমি তোমার সব কথা শুনেছি এবং শুনে তোমার প্রতি কী পরিমাণে সন্তুষ্ট হয়েছি তা মুখে প্রকাশ করতে পারব না। তুমি গরিবের সন্তান বটে; কিন্তু আমি কখনও তোমার মতো সুবোধ ও ধর্মভীরু ছেলে দেখিনি। ঈশ্বর অল্প বয়সেই লোভ সংবরণ করার যে শক্তি তোমাকে দিয়েছেন সেজন্য তাকে প্রণাম কর ও কৃতজ্ঞতা জানাও।’ অতঃপর তিনি ছেলেটির মাথায় হাত বুলিয়ে তার হাতে কিছু টাকা দেন এবং বলেন, ‘এখন থেকে তোমার আর ঘর পরিষ্কার ইত্যাদি নীচ কাজ করতে হবে না। তুমি বিদ্যাভ্যাস করলে আরও সুবোধ ও সচ্চরিত্রবান হতে পারবে। আমি তোমার লেখাপড়া ও যাবতীয় খরচ বহন করব।’ নিজ হাতে তিনি ছেলেটির চোখের পানি মুছে দিলেন।
গৃহকর্তার মুখে এমন সব কথা শুনে ছেলেটির চোখ দিয়ে আনন্দাশ্রু বইতে থাকে। পরদিন সে বিদ্যালয়ে ভর্তি হল এবং নিজ চেষ্টায় অল্পদিনে লোকসমাজে বিদ্বান, চরিত্রবান ও ধর্মপরায়ণ বলে গণ্য হয়ে সুখ-স্বাচ্ছন্দ্যে সংসারযাত্রা নির্বাহ করতে লাগল।
দুঃখের সাথে বলতে হয় আমাদের চারদিকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও উন্নতির কোনো সীমা-পরিসীমা না থাকলেও নীতি ও মূল্যবোধের দিক দিয়ে আমরা বেশ পিছিয়েই রয়েছি।
আজকাল মূল্যবোধ শব্দেরও ব্যাপক ব্যবহারও লক্ষ্য করা যায়। এই শব্দের অর্থ মানুষের আচরণ পরিচালনকারী নীতি ও মানদণ্ড। মানুষের আচরণের মানদণ্ড বিশ্বাস ও নীতির ওপর নির্ভর করে। পৃথিবীর সব মানুষের বিশ্বাস একই হয় না। একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ ইসলামের আদর্শিক বিশ্বাসের ভিত্তিতেই মূল্যবোধ নির্ণয় করে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তি অপরকে সম্মান প্রদর্শনের জন্য সালাম দিয়ে থাকে। অপর দিকে, অন্য ধর্মের মানুষেরা তাদের নিজ নিজ ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অপরকে সম্মান প্রদর্শন করে থাকে। ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষেরা নিজেদেরকে ‘স্রষ্টার প্রতিনিধি’ বলে মনে করে থাকে। সে কারণে স্রষ্টার দেয়া ইসলামী বিধানের আলোকে তার মূল্যবোধের বিকাশ ঘটে। স্রষ্টার প্রতিনিধি হিসেবে মূল্যবোধের ধারক ও বাহক কখনো স্রষ্টার বিধানের বাইরে জীবনকে পরিচালিত করতে পারে না। মানুষ সামাজিক জীব। বাঁচতে গেলে আমাদের অপরের সহায়তার প্রয়োজন। এ শুধু সদ্যজাত শিশু বা সেবা কেন্দ্রের জরাগ্রস্ত বৃদ্ধের কথা নয়, বরং জীবনভর আমাদের অপরের সেবা যত্ন প্রয়োজন হয়। ভালবাসা ডোরে বাধা বন্ধুত্ব থেকেই আমরা মানসিক ভরসা পাই এবং সেটাই জীবনকে পরিপূর্ণ করে তোলে। যাদের সঙ্গেই আমাদের দেখা হোক না কেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করে তুলতে চাই সামর্থ । নৈতিকতার গভীর বিশ্বাস সেই সামর্থ দেয়। আজকাল মূল্যবোধ শব্দের ব্যাপক ব্যবহারও লক্ষ করা যায়। এই শব্দের অর্থ মানুষের আচরণ পরিচালনকারী নীতি ও মানদণ্ড। মানুষের আচরণের মানদণ্ড বিশ্বাস ও নীতির ওপর নির্ভর করে। পৃথিবীর সব মানুষের বিশ্বাস একই হয় না। একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ ইসলামের আদর্শিক বিশ্বাসের ভিত্তিতেই মূল্যবোধ নির্ণয় করে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তি অপরকে সম্মান প্রদর্শনের জন্য সালাম দিয়ে থাকে। অপর দিকে, অন্য ধর্মের মানুষেরা তাদের নিজ নিজ ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অপরকে সম্মান প্রদর্শন করে থাকে। ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষেরা নিজেদেরকে ‘স্রষ্টার প্রতিনিধি’ বলে মনে করে থাকে। সে কারণে স্রষ্টার দেয়া ইসলামী বিধানের আলোকে তার মূল্যবোধের বিকাশ ঘটে। স্রষ্টার প্রতিনিধি হিসেবে মূল্যবোধের ধারক ও বাহক কখনো স্রষ্টার বিধানের বাইরে জীবনকে পরিচালিত করতে পারে না।
বর্তমান সমাজে নানারকম দুর্নীতির অনুপ্রবেশ ঘটায় নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। জাতীয় জীবনের সর্বস্তরে দুর্নীতির ব্যাপক প্রভাব রয়েছে। কোনো রকম অন্যায়ই যেন আজ অপরাধ বলে বিবেচিত হয় না। নীতিভ্রষ্ট মানুষ নিজেকে অপরাধী বা হীন বলে গণ্য করে না। দুর্নীতির মাধ্যমে বিত্তশালী হয়েও সংকোচবোধ করে না, বরং অর্থের অহংবোধে গৌরবান্বিত হয়। সুস্থ, চরিত্রবান ও আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সকল প্রকারের অপরাধ নির্মূল করা ছাড়া গত্যন্তর নেই। দেশ ও জাতির সার্বিক কল্যাণের স্বার্থে জাতীয় জীবন থেকে সামাজিক মূল্যবোধের অবক্ষয় দূর করার উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। সমাজের সর্বস্তরের দুর্নীতির অবসান ঘটাতে নৈতিকতা চর্চা প্রয়োজন। সমাজ জীবন থেকে অনৈতিকতা ও মূল্যবোধহীনতা দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এর মোকাবেলা করতে হবে। সাধারণ জনগণকে নৈতিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। সর্বোপরি আপামর জনগণের মধ্যে সচেতনতার জোয়ার সৃষ্টির প্রয়োজন হবে। সমাজে, দেশে, রাষ্ট্রে ও জাতিতে সব প্রকার বিভেদ, অন্যায়-অবিচারের অবসান ঘটাতে হবে। অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে। প্রশাসনিক কাজে নীতিবোধ জাগিয়ে তুলতে হবে। একথাও স্মরণ রাখতে হবে যে, সুন্দর, সফল, কল্যাণকর ও সুখী সমাজ গঠন করার জন্য কেবল বৈষয়িক শিক্ষা নয়, ইসলামের নৈতিক শিক্ষা ও আদর্শ অনুসরণ করতে হবে। কারন একটা দেশ, জাতির জন্য নীতি, নৈতিকতার গুরুত্ব অপরিসীম। কারণ সুখের চাবিকাঠি হল নীতি,নৈতিকতা ও মূল্যবোধ।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নুরুলইসলা ভাই
মানবিক না হলে মানুষ আর যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য থাকে না।
আবার যন্ত্রও অমানবিক লোক থেকে অধিকতর শ্রেয়। তাই উন্নত
জাতি হতে হলে অমানবিক নয়, যন্ত্রও নয়, বরং যন্ত্র থেকে
অধিকতর ভালো ও যন্ত্রকে নিয়ন্ত্রণ করার মানবিক
সক্ষমতা থাকতে হয়। নীতি নৈতিকতা না
থাকলে মানবিক হওয়া যায়না।
দেশেই আছি গত রাতে ঘুমের ব্যঘাতের
কারনে একটু বেশী রাত জাগা হয়েছে।
ভালো থাকবেন।
২| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২০
অনল চৌধুরী বলেছেন: ব্যাতিক্রম ছাড়া বাংলাদেশের প্রতিটা শিশু একেকটা অসৎ নীতিহীন ও বক-ধার্মিক হয়ে বেড়ে উঠে।
এজন্য দেশেরও কোনো উন্নতি নাই।
১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ্
এর দ্বায়ভার কার ?
শিশু মানবজাতির অতীব গুরুত্বপূর্ণ অংশ।
প্রতিটা শিশুই জন্ম গ্রহণ করে নিস্পাপ হয়ে।
শিশুরা নিষ্পাপ, শিশু পবিত্রতার প্রতীক।
পারিবারিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও
উন্নয়নের জন্য প্রয়োজন শিশুদের আদর্শ
মানুষ হিসেবে গড়ে তোলা। সভ্যতার উন্নয়নে
বিশ্বনাগরিক সৃষ্টিতে শিশুদের প্রতি দায়িত্বশীল ও
যত্নবান হতে হবে। হলেই তারা সুনাগরিক হিসেবে
বেড়ে উঠবে। তাদের উপর অযথা দোষ চাপেযে
পার পাওয়া যাবেনা।
৩| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২৪
রামিসা রোজা বলেছেন:
ভালো লাগলো আপনার লেখার সাথে ভারসাম্যপূর্ণ ছোটগল্প
এর উদাহরণ । নিজের মূল্য নিজেকেই নির্ধারণ করতে হবে
নয়তো বাকিরা বিনামূল্যের পসরা বানিয়ে দিবে । তাই ,
নিজেকে নিজের সম্মান করা শিখতে হয় সবার আগে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্টের জন্য ।
১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আত্মসম্মান সারাজীবনের অভিজ্ঞতার আলোকে তৈরি হয়।
অতীত অভিজ্ঞতাগুলো যদি ইতিবাচক হয়, তাহলে আপনার
মধ্যে উচ্চ আত্মসম্মানবোধ তৈরি হবে। আর যদি নেতিবাচক হয়,
তাহলে নিম্ন আত্মসম্মানবোধ তৈরি হবে। যদি আপনার দায়িত্বগুলো
সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আত্মসম্মানবোধ বেড়ে যাবে।
তবে আত্মসম্মানবোধ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে।
৪| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনার উদাহরণ:
কাজের ছেলেটি ইশ্বরের কথা মনে করে ঘড়িটি নেয়নি; সে না নেয়াতে পুরস্কার কি পেলো, টাকা, ঘড়ি; নাকি পড়ালেখার সুযোগ?
আরেকটি দিক দেখেন, যদি সবাই পড়ালেখার সুযোগ পেতো, ঘড়ি চুরির উদাহরণই দেয়া লাগতো না। এটা আপনার মাথায় ঢুকবে কিনা, সেটাই আমার সন্দেহ। আপনি সামাজিক নীতি, আরচন, নৈতিকতা, মুল্যবোধ, ইত্যাদির উপর লিখতে চেয়েছেন; কিন্তু এগুলো কিসের উপর নির্ভর করে, সেটা আপনি বুঝেন বলে মনে হয় না।
১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: কাজের ছেলেটি ইশ্বরের কথা মনে করে ঘড়িটি নেয়নি; সে না নেয়াতে পুরস্কার কি পেলো,
টাকা, ঘড়ি; নাকি পড়ালেখার সুযোগ?
কাজের ছেলেটি কি পুরস্ককার পেল এই সহজ কথাটি আপনার উর্বর মস্তিস্কে না ঢোকারই কথা!
আপনি নিয়ন আলোর ঝলকানিতে কাঁচকে হীরে ভেবে হীরাতে অবহেলা করছেন। ছেলেটির
নীতি,নৈতিকতা ও মূল্যবোধ ছিলো বলেই মূল্যবান ঘড়িটি অবজ্ঞা করতে পেরেছিলো যা আপনি
পারতেন না। যেমন হাজার হাজার মুক্তিযোদ্ধারা তাদের নৈতিকতা বিলীন করে পরের উমেদারী
করেন না।
৫| ১০ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুখের চাবিকাঠি হল নীতি,নৈতিকতা ও মূল্যবোধ।
..............................................................................
একমত হতে পারলামনা ,
আজকাল মাপকাঠি একেক স্হানে একেক রকম ।
আপনার যা বিশ্বাস অন্যর তা অনাস্হা !
চলমান বিশ্ব আগের কক্ষপথে নাই ।
..............................................................................
১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বপ্নের শঙ্খচিল আসলে সুখের চাবিকাঠি হল নীতি,নৈতিকতা ও মূল্যবোধ
আপেক্ষিক বিষয। কিসে কার মূল্যবোধ বাড়ে তা মানুষে মানুষে ডিফার করে।
কেউ কাউকে অপমান করে তুচ্ছজ্ঞান করে নিজেকে দামী মনে করে আবার
কেউ নীববে অপমান সহ্য করে নিজের নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করে।
৬| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৯
এম ডি মুসা বলেছেন: অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়
১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীতি ও মূল্যবোধ লালন করতে
অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়
৭| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: " নীতি-নৈতিকতা এবং মূল্যবোধ " - এ তিন সুখের চাবিকাটি ,সহমত।
একজন মানুষের মাঝে এ গুনগুলি বিদ্যমান থাকলে সে কখনো খারাপ কাজ করবেনা ।আর সুখের সংগা একেকজনের নিকট একেক রকম।তারপরেও তারাই সুখী হতে পারে যারা সুখ খুজে নিতে পারে বা যার মাঝে পরিমিতিবোধ আছে এবং অল্পতে তৃপ্ত।
১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোহামমদ কামরুজজামান ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ সহজ কথাটি
সহজ করে বুঝবার জন্য। তবে অনেকে্ই
এই সহজ কথাটি বুঝতে চায়না।
৮| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: বর্তমান সমাজ থেকে নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে গেছে। একদম হারিয়ে গেছে। ফিরিয়ে আনা সম্ভব না।
১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
্আমার ধারণা কোন কিছুই অসম্ভব নয়।
ইচ্ছে করলে নীতিবান হলে সব কিছুই
পুনরুদ্ধার করা সম্বভ।
পপরিয়ে আনা
৯| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৭
নেওয়াজ আলি বলেছেন: নীতি ও নৈতিকতা সিনিয়য়র সিটিজেন চিনে বর্তমানে যুব সমাজকে বললে হা করে দেখবে
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্দ বলেন নাই
এটাইবর্তমান সময়ের বাস্তবতা
১০| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৪
অনল চৌধুরী বলেছেন: আমি বলেছি শিশুরা নৈতিকতাহীন হয়ে বেড়ে উঠে। এর কারণ বড়রা। শিশুদের উপর দোষ চাপালাম কোথায়?
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারনটা আগের মন্তবব্যে বলেন নাই
তাই খটকা লেগে ছিলো। ধন্যবাদ
ক্লিয়ার করার জন্য।
১১| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩২
রাজীব নুর বলেছেন: আপনি এখনও বোকার স্বর্গে বাঁশ করছেন।
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের কখনোই হতাশায় ডুবে যাওয়া অথবা
ব্যর্থতাকে মেনে নিয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
আমাদের উচিত আশাবাদী ও উদ্যমী হওয়া। কেবল
তখনই আমাদের মানসিকতার পরিবর্তন আমরা
বুঝতে পারব, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে
এবং জীবনকে নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারব।
আমি আশা হারাতে চাইনা কারন আমি আশাবাদী মানুষ ।
১২| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: উত্তম প্রবন্ধ, অত্যন্ত প্রেরণাদায়ক।
পোস্টে প্রথম ভাল লাগাটি রেখে গেলাম। + +
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ আহসান ভাই।
লেখাটি আপনার ভালো লেগেছে যেনে
প্রীত হলাম।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবকিছু হওয়া দরকার মানবিক।নীতিই বলেন আর নৈতিকতাই বলেন মানবিক হলে আর কোন সমস্যাই থাকবেনা।
আপনি কি এখন বাংলাদেশের বাইরে আছেন।ঢাকায় রাত ২,৩৬ এতো রাতে জেগে থাকার কথা না।