নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
গল্প পড়ে আমরা অনেক আনন্দ ও অনেক কিছু শিখতে পারি। তবে গল্পের মধ্যে যে গল্প গুলো থেকে আমরা নৈতিকতার বিষয়ে শিখে থাকি তাই শিক্ষনীয় গল্প। এ গল্প গুলির মাধ্যমে আমরা আমাদের নৈতিক চরিত্রকে সুন্দর করতে পারি। এসব গল্পের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে - প্রতিটা গল্পেই শিক্ষনীয় কিছু মেসেজ থাকে। আর গল্পের আকারও বেশ ছোট, যাতে অল্প সময়েই বলে ফেলা যায়। সেই রকম কিছু শিক্ষণীয় গল্প নিয়ে সাজানো আমার শিক্ষামূলক গল্প সিরিজ। শিক্ষামূলক গল্পের আগের পর্বঃ
১। মা-বাবাকে ভালো বাসুনঃ শিক্ষনীয় গল্প-১
২। মিথ্যার কাছে পরাভূত সত্য (শিক্ষণীয় গল্প-২)
৩। পর্দার উপকারিতাঃ শিক্ষামূলক গল্প-৩
৪। ধার্মিক মাছঃ শিক্ষামূলক গল্প সিরিজের ৪র্থ গল্প
৫। এক ধার্মিক স্বর্ণকারঃ শিক্ষামূলক গল্প -৫ঃ
৬। রুপকথার রাজা এবং মূর্খ বাঁদরের বাঁদরামীঃ নীতি কথার গল্প-৬
৭। নাস্তিক নাপিত ও আস্তিক খদ্দেরঃ শিক্ষামূলক গল্প সিরিজের ৭ম গল্প
৮। অপাত্রে দয়ার পরিনাম
বছরের শেষ দিনে আজ এই সিরিজের ৯ম গল্পঃ সন্তানের প্রতি পিতার ভালোবাসাঃ
সন্তানের প্রতি পিতার ভালোবাসাঃ
একদিন ৬০/৭০ বছর বয়সী এক বৃদ্ধ পিতাও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল।
হঠাৎ সেখানে একটি কাক এসে বসলো, তার পিতা জিজ্ঞেস করলেন, “এটা কি ?”
পুত্র বলল – “এটি একটি কাক ।”
কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন , “এটা কি ?
পুত্র বলল – “আমি তো কেবলি বললাম এটা একটা কাক ।”
একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, “এটা কি ?” এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই
কর্কশ গলায় বলল ,”এটা একটা কাক, এটা একটা কাক।”
এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন “এটা কি ?” এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের চোটে,
কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে বলল্, “তুমি কেন বার বার আমাকে একি কথা জিজ্ঞেস করছ ?
আমি তো তোমাকে বহুবার বললাম, এটা একটা কাক,এটা একটা কাক, চোখ নেই তোমার?
বুঝতে পার না ?” বৃদ্ধ পিতা কোন কথা বললেন না, হেঁটে হেঁটে চলে গেলন।
একটু পর ফিরে এলেন একটা ডায়রি সাথে নিয়ে । তিনি তার পুত্র কে বললেন “এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে ।”
“আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম। হটাৎ একটা কাক এসে বসলো ।
আমার ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করলঃ “এটা কি?”
আর আমি ২৩ বার উত্তর দিলামঃ
“এটা একটা কাক। ” তাকে প্রতিবার উত্তরদেবার সময় তাকে, গভীর ভালবাসায় জড়িয়ে ধরে ছিলাম ।
আমার পুত্র আমাকেএকি প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি ।”
পুত্রের চোখের কোনে জল জমতে শুরু করল।পুত্র ডায়রিটা বন্ধ করে গভীর ভালবাসায়সতার পিতাকে জড়িয়ে ধরলো । আর ধরা গলায় বললঃ “Sorry Baba”.
শিক্ষণীয়ঃ অনেক সময়ই আমরা আমাদের বাবা – মায়ের সাথে খারাপ ব্যাবহার করি, উচু গলায় কথা বলি ।
কখনো কি ভেবে দেখেছেন কি পরিমান ভালবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য ?
পৃথিবীর কোনকিছু দিয়ে কি তাদের এই ঋণশোধ করা সম্ভব ? পিতা-মাতার প্রতি যেমন সন্তানের দায়িত্ব রয়েছে ঠিক
তেমনি সন্তানেরও পিতা মাতার প্রতি দায়িত্ব অৃপরিসীম।
আল্লাহ পাকের কাছে ঐ ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তদ্রুপ ঐ সন্তানও আল্লাহ পাকের নিকট উত্তম যে সন্তান তার পিতা মাতার নিকট উত্তম। আমাদের সন্তানদের এমন শিক্ষায় বড় করা উচিত যেন তারা আমাদের বৃদ্ধ বয়সেও কাছে টেনে নিবে ঠিক যেমনটা আমরা তাদের ছেলে বেলায় বুকের সমাঝে আগলে রাখতাম।
]গল্পটির চিত্ররূপ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষেল ভুলো মন। সময়ের পরিক্রমায়
অতীত ভুলে যায়। তাই অকৃতজ্ঞ কিছু
মানুষকে তার অতীতকে স্মরণ করে দিতে আমি
এই গল্পিটিকে সম্পাদনা করছি। আপনিকি
আপনার নিজের অতীত স্মরন করেন?
আমি করি, সবার করা উচিৎ।
২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সন্তানকে কিভাবে শিক্ষা দিবেন যদি বুঝতেই না পারেন সন্তান কিসে বিরক্ত হয় কিসে খুশি হয়।সন্তানকে মানুষ করতে হলে শিশু মনের সাইকোলজি বুঝতে হবে।
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাইজান
আল্লাহ তা‘আলা পিতা-মাতার সঙ্গে তার সন্তানদের বাল্য জীবনের ভালবাসার ন্যায়ই
সারা জীবন তা মযবূত ও বহাল রাখার আদেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন,
আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে
কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ
করতে ও তার দুধ ছাড়াতে লেগেছে ত্রিশ মাস। অবশেষে সে যখন শক্তি-সামর্থ্যের
বয়সে ও চল্লিশ বছরে পৌঁছেছে, তখন বলতে লাগল, হে আমার পালনকর্তা!
আমাকে সামর্থ্য দাও, যাতে আমি তোমার নে‘মতের শুকরিয়া আদায় করতে পারি,
যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার
পসন্দনীয় সৎকাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ কর, আমি তোমারই
অভিমুখী হ’লাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম’ (সুরাঃ আহক্বাফ ১৫)।
সুতরাং সর্বাবস্থায় পিতা-মাতার প্রতিই সন্তানের দায়িত্ব ও কর্তব্য সর্বাধিক।
যে পিতা-মাতার কারণে একজন সন্তান পৃথিবীতে ভুমিষ্ঠ হয়। রাব্বুল আলামিন
আল্লাহ তায়ালা পিতা-মাতার মর্যাদা অনেক উপরে দিয়েছেন। এখানে তার
সাইকোলজি বোঝার অবকাশ নাই
৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর গল্প।
পৃথিবী সুস্থ হোক। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খানসাব
শুধু নববর্ষে নয় প্রতিটি দিনই
হোক আপনার জন্য সুখ ও শান্তিময়।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
৪| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৮
ঢাকার লোক বলেছেন: নুরু ভাইয়ের গল্পের চিত্ররুপ! এ ভিডিও টা যখন প্রথম দেখি আফসোস হয়েছিল, আমার বাবা মা কেউ জীবিত থাকতে যদি দেখতে পেতাম! আপনাদের যাদের বাবা মা বা তাঁদের একজনও যদি জীবিত আছেন তারা ৫ মিনিটের ভিডিওটি একবার হলেও দেখবেন!ধন্যবাদ।
https://youtu.be/xWJq1SvgWQ0
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ঢাকার লোক। আসলে
আমরা দাঁত থাকতে দাঁতের মর্যদা
বুঝিনা। মা, বাবাসন্তানের জন্য এক
অমূল্য নেয়ামত। আমাদের অমূল্য ধন এবং
পরম শ্রদ্ধার পাত্র। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন,
‘তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত কর না এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার কর।’
(সুরাঃ বনি ইসরাইল : ২৩)।
আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
কোনো ব্যক্তির সর্বোত্তম সৎ কাজগুলোর অন্যতম কাজ হলো তার পিতার অবর্তমানে
পিতার বন্ধু-বান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার এবং সদাচরণ করা। (মুসলিম)।
আপনার লিংকের জন্য ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: শিক্ষণীয় গল্প পড়লাম। সন্তান বড় হলে সন্তানের উচিত পিতামাতাকে খুশি রাখা। যারা পিতামাতা হারিয়েছেন তাদের উচিত এই দোয়া করা ;
'রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা' ( অর্থ - "হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করুন, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন "
পিতামাতার উচিত সন্তানের জন্য এই দোয়া করা - রব্বি হাবলি মিনাস সলিহিন ( অর্থ - হে আমার রব! আমাকে সৎ, কর্মপরায়ণ সন্তান দান করুন )। সূরা : আস-সাফফাত, আয়াত : ১০০
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই
দীর্ঘ দিন পরে আপনার মন্তব্য পড়ে প্রীত হলাম।
পিতা মাতার যেমন সন্তানদের প্রতি দ্বয়িত্ব রয়েছে
তেমনি সন্তানদেরও রয়েছে পিতা মাতার প্রতি কর্তব্য।
পবিত্র কোরআন সর্বাবস্থায় এবং সব বয়সেই পিতা-মাতার
সঙ্গে সদ্ব্যবহার করা ওয়াজিব ঘোষণা করেছে।
পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলে বলা হয়েছে,
'তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাকে ছাড়া অন্য কারও
ইবাদত করো না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে
কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে
তাদেরকে 'উহ্' শব্দটিও বলো না, তাদেরকে ধমক দিও না এবং তাদের
সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো। তাদের সামনে ভালোবাসার সঙ্গে, নম্রভাবে
মাথা নত করে দাও এবং বলো- হে প্রভু, তাদের উভয়ের প্রতি রহম করো,
যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন (সূরা বনি ইসরাইল, আয়াত ২৩ ও ২৪)।
তাই আজ যে সন্তানের যৌবনকাল তারও একদিন বার্ধক্যে পৌঁছাতে হবে।
বার্ধক্যে বৃদ্ধাশ্রম যেন কারও পিতা-মাতার ঠিকানা না হয়।
কোনো সময় পেরেশানি অথবা অসাবধানতার কারণে
কোনো কটু কথা বের হয়ে গেলে এ জন্য তওবা করতে হবে। এবং
সাধ্যানুযায়ী পিতা-মাতার সুখ-শান্তির জন্য আল্লাহতায়ালার কাছে দোয়া করতে হবে।
৬| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুঃখিত। ভুলবশত আমার আগের মন্তব্যে একটা imoticon চলে এসেছে।
০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে।
৭| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা প্রিয় নুরু ভাই আপনাকে। গল্পটা ভীষণই সুন্দর।
ভালো থাকুন সবসময়।
০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ পদাতিক দাদা।
ইংরেজী নতুন বছরের প্রতিটি দিন
কাটুক আনন্দে। সবার জন্য শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছে!
এত পুরাতন গল্পকে আপনি সম্পাদনা করেছেন? আপনি নতুন কিছু খুঁজে পাচ্ছেন না?