নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কষ্ট থেকে পরিত্রাণ, দুঃখের অবসান এবং যাবতীয় প্রয়োজন পূরণের জন্য আমরা কী করতে পারি, তার চমৎকার সমাধান দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহপাক বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন, আয়াত নং ৬০} আর রাসুলে আরাবি (সাঃ) আরও বলেন, যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না তার ওপর তিনি ক্রুদ্ধ হন। (ইবনে মাজাহ শরিফ, হাদিস নং ৩৮২৭)। আল্লাহর ক্রোধের শিকার হওয়া তো দূরের কথা তা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহতায়ালার রহমতে সিক্ত হওয়ার মূল্যবান হাতিয়ার দোয়া। রাসুলে পাক (সাঃ.) বলেন, দোয়াই হলো ইবাদতের মগজ। (তিরমিজি শরিফ, হাদিস নং ৮৭৪৬) যে কাজগুলো আল্লাহতায়ালা তার বান্দাদের থেকে বেশি বেশি কামনা করেন, সেসবের অন্যতম প্রধান আমল দোয়া। আষাঢ়ের প্রবল বর্ষণের মতো রহমত আসতে থাকে ওই ব্যক্তির উপর যে নীরবে-নির্জনে তার মনিবকে ডাকে ব্যাকুল হয়ে। আল্লাহপাক বলেন, তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের রবকে ডাকাে। (সুরা আ'রাফ, আয়াত নং ৫৫) তা্ই আসুন না,,,, আল্লাহর কাছে এভাবে একটু চাই । ইনশাহআল্লাহ কবুল হয়ে গেলে আর কিসে আটকাবে!
.
°°হে আল্লাহ! আমার এমন কোন গোনাহ বাদ রেখোনা যা তুমি ক্ষমা করবেনা, এমন কোন দুশ্চিন্তা ও বিপদ রেখোনা যা তুমি দূর করবেনা, এমন কোন ঋন রেখোনা যা তুমি পরিশোধ করবেনা, দুনিয়া ও আখিরাতের এমন কোন প্রয়োজন বাদ রেখোনা যা তুমি পূর্ন করবেনা।
°°হে আল্লাহ! তুমি প্রত্যেক অপারগ ও অক্ষমের দোয়া শুনো এবং প্রত্যেক রুগ্ন ব্যাক্তিকে স্বাস্থ্য দান করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির গোনাহ মাফ করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির তওবা কবুল করে থাকো। তোমার এইসব নেয়ামতের কেউ প্রতিদান দিতে পারেনা। আর কোন প্রশংসাকারীর প্রশংসা তোমার প্রশংসার হক আদায় করতে পারেনা।
°°তুমি আমার সব আকাংখার শেষ প্রান্ত! তুমি আমার সব অভিযোগের সর্বশেষ শ্রবনকারী!
°° এখন ঘটুক বা পরে, কিন্তু আমার সাথে যাই ঘটুক, সব কিছুর জন্য তোমার কাছে কল্যান ও মংগল কামনা করছি।
.
°°আমি যা জানি এবং যা জানিনা, সব অনিস্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি।
°°আমি তোমার কাছে ঐ সব কল্যান ও সৌন্দর্য কামনা করছি, যা তোমার কাছে, তোমার বান্দা ও তোমার প্রেরিত নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন।
.
°°হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাইছি। প্রত্যেক ওইসব কাজ ও কথা আমল করতে তৌফিক চাইছি, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে।
.
°°আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইছি। দূরে থাকতে চাইছি সে সব কথা, কাজ ও আমল থেকে, যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে।
.
°°হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যেন তুমি আমার শরীরকে জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ না করো।
.
°°আমি তোমার কাছে দোয়া করছি, আমার সম্পর্কে তোমার সব মীমাংসাকে তুমি কল্যানকর বানিয়ে দাও...... তুমি যা কিছু মীমাংসা করবে তার সব পরিনাম আমার জন্য মংগলজনক করে দাও।
.
°°তুমি আমার সব গোনাহ এবং ইচ্ছা ও অনিচ্ছাকৃত সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে দাও..... আমার অন্তরের ক্রোধকে দূর করে দাও।
°°আমি তোমার কাছে সঠিক হিতাহিত জ্ঞ্যানবুদ্ধি ও প্রজ্ঞা কামনা করছি। তোমার কাছে তওবা করছি। তুমি আমার তওবা কবুল করে নাও। আমাকে তোমার প্রতি আকৃস্ট করে দাও। আমার হৃদয়কে প্রাচুর্যমন্ডিত করে দাও এবং যা কিছু আমাকে দান করেছো তাতে বরকত ও সাফল্য দান করো।
.
°°আমি তোমার কাছে সুদৃঢ় ঈমান, স্বাস্থ্য, সম্পদ, সাফল্য ও সন্তুষ্টি চাইছি। পবিত্র জীবন ও সম্মানজনক মৃত্যু চাইছি।
.
°°আমার জন্য, মা-বাবা ও পরিবারের জন্য, আপনজন ও বন্ধুবান্ধবদের জন্য অনুগ্রহ ও ক্ষমা, সঠিক জীবন ও দৃঢ় ঈমান, অফুরন্ত নেয়ামত ও বরকত চাইছি।
°° হে আল্লাহ! আমার দেশের জন্য তোমার কাছে বরকত, সজীবতা ও শ্যামলতা, শান্তি ও নিরাপত্তা কামনা করছি।
------আমীন
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার উপর সান্তি বর্ষিত হোক।
আল্লাহ ছাড়া আনুগত্য পাওয়ার মতো আর কেউ নেই, তিনি বাদশাহ,
অতি পবিত্র, শান্তির আধার, নিরাপত্তাদাতা, রক্ষক, সবার ওপর বিজয়ী,
নিজ হুকুম প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান এবং প্রবল পরাক্রমশালী।
সবকিছুর ওপর ক্ষমতাশালী এবং ক্ষমতার নিরঙ্কুশ মালিক।
তাই তার কাছে পানাহ চাই
বিশ্বব্যাপী চলমান ক্ষমতার দ্বন্দ্বে নিপতিত গোষ্ঠী বা সরকারপ্রধানরা
ক্ষমতাকে আল্লাহ প্রদত্ত নিয়ামত মনে না করাই সব অনিষ্টের মূল।
মনে রাখবেন, পৃথিবী এখন গতিময়; এগিয়েছে বেশ। এর পরও
ক্ষমতাসীনরা নিজেদের মনোভাব শাসক দৃষ্টিভঙ্গির বাইরে ফেলতে
পারেনি। তারা জনগণের বন্ধু হতে পারেনি।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু ধার্মিকদের এই জিনিসটাই খারাপ লাগে।
সারাজীবন আকাম-কুকাম ঘুষ দুর্নীতি পরের জমি ভাইয়ের জমি দখল, মানুষের মাথায় বারি দিয়ে টাকার পাহাড় বানানো, এরপর বৃদ্ধ বয়েসে তাওবা করে হজ। ব্যাস।
সাত খুন মাফ!
৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কালবৈশাখী ভাই, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, যে গোনাহ করার পর দেরি না
তরে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। মুসলিম বান্দার পাপ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তা
আমলনামায় লেখেন না, বরং নির্ধারিত সময় অপেক্ষা করেন। পবিত্র কোরআনে আাল্লাহতায়ালা বলেনঃ
‘আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে,
সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা নিসা : আয়াত ১১০)
সুতরাং নিরাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৪০
রাজীব নুর বলেছেন: আমি আল্লাহর কাছে কিছুই চাই না। কারন আল্লাহ কিছু দেয় না।
এবং আমি বেহেশতে যাবো না। আমি স্বেচ্ছায় দোজকে যাবো।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল বা প্রেরিত পুরুষ
এটি হলো ইমানের মূল ভিত্তি। ইসলাম এই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে
পরকালে জান্নাতের সান্নিধ্য পেতে হলে আল্লাহ এবং রসুুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত
জীবন বিধানে অটল থাকতে হবে। এখলাসের সঙ্গে একমাত্র সর্বশক্তিমান আল্লাহপাকের সন্তুষ্টির
উদ্দেশ্যে সব ইবাদত পালন করতে হবে। আল্লাহ ও তার রসুলের পথকে যারা আগ্রহ্য করবেন
তাদের কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪২
রাবেয়া রাহীম বলেছেন: আমীন ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুম্মা আমিন আপু।
সবার কল্যান হোক।
আাল্লাহ সবাইকে হেফাজত করুন।
আমিন
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
আপনি আল্লাহের কাছে করোনার টিকা চাইলে ভালো হতো।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোভিড-১৯ বৈশ্বিক মহামারি। দুনিয়াতে কখনো কখনো
মহামারি আসে মানুষকে পরীক্ষার জন্য। আবার কখনো কখনো অবাধ্য মানুষকে
শাস্তি দিতে। সে মহামারির কবলে পড়ে জীবন ও সহায়-সম্পদ হারান অপরাধী
কিংবা নিরপরাধ সব মানুষ। কুরআনুল কারিমে এমন আজাবকে (মহামারি)
ভয় করার কথা বলা হয়েছে-
‘তোমরা এমন শাস্তি থেকে দূরে থাক, যা বিশেষভাবে তোমাদের মধ্যে যারা জালিম,
(শুধু) তাদেরকেই আক্রমণ করবে না। আর জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর।’
(সুরা আনফাল : আয়াত ২৫)
সুতরাং আল্লাহর গজব থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ- হে আল্লাহ! মহামারি করোনা থেকে আপনি পুরো জাতিকে হেফাজত করুন। আপনিই সেরা আরোগ্য ও নিরাপত্তা দানকারী। যেভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবি-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস্আলুকাল আ-ফিয়াতা ফিদ-দুন্ইয়া ওয়াল আখিরাহ।' (তিরমিজি)
অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে দুনিয়া এবং পরকালের সার্বিক নিরাপত্তা ও প্রশান্তি প্রার্থনা করছি।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আল্লাহর কাছে চাইলে আমাদের প্রিয় ব্লগার চাঁদগাজী রাগ করবেন। হা হা হা.......। যাহহোক ওনার ধর্মের প্রতি কোন বিশ্বাস নেই। উনি নাস্তিকতাকেরই বেছে নিয়েছেন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: গাজীসাব নাস্তিক কিনা আমার জানা নাই
তবে নাস্তিক, কাফের, মুনাফেক বা মুরতাদ হওয়ার স্বাধীনতা
আল্লাহ মানুষকে দিয়ে রেখেছেন। দুনিয়াটা মুমীনদের জন্যে
একটা পরীক্ষাগার। পরকালে স্বর্গ নরকের সৃষ্টিও তো সে কারনেই।
আল্লাহর নবীকে কাফের, মুনাফেকেরা অনেক অত্যাচার করেছেন।
তিনি তা সহ্য করেছেন এবং ধৈর্য্য ধারন করেছেন। আল-কোরআনে বলা হয়েছে,
‘আপনি কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা
করুন ও আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ কার্যনিবার্হীরূপে যথেষ্ট। (৩৩:৪৮)
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২১
চাঁদগাজী বলেছেন:
দেশ প্রেমিক বাঙালী বলেছেন, " আল্লাহর কাছে চাইলে আমাদের প্রিয় ব্লগার চাঁদগাজী রাগ করবেন। হা হা হা.......। যাহহোক ওনার ধর্মের প্রতি কোন বিশ্বাস নেই। উনি নাস্তিকতাকেরই বেছে নিয়েছেন। "
-আমি নাস্তিক নই; তবে, আল্লাহ মানুষের জন্য কোন অবস্হায়, কিছুই করেন না, এটা আমার পর্যবেক্ষণ; মানুষ আল্লাহের জন্য সবকিছু করেন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব, প্রত্যেক মানুষের অনেক স্বপ্ন থাকে। থাকে স্বপ্নপূরণের চেষ্টা।
কিন্তু দুনিয়াতে কারও সব স্বপ্নপূরণ হয় না। আর স্বপ্নপূরণ না হলে অথবা
কাজের ইচ্ছামতো ফল না পেলে মানসিক অবসাদের সৃষ্টি হয়, এটাই হতাশা।
ইসলামের নির্দেশনা হচ্ছে, স্বপ্নপূরণে ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না।
ব্যর্থতার পরই আসবে সফলতা। যেমনিভাবে রাত পোহালেই আসে দিন।
ব্যর্থতায় মর্মাহত লোকদের সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন,
তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ করো না। তোমরাই বিজয়ী হবে
যদি তোমরা মুমিন হও। (সূরা আলে ইমরান : ১৩৯)
এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা
ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
(সূরা বাকারা : ১৫৩)। আর আল্লাহতায়ালা যাদের সঙ্গে আছেন, তাদের দুঃখ-কষ্ট
ঘায়েল করতে পারে না।তাই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরশা রাখু্ন।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ প্রিয় ব্লগার, মহান মুক্তিযোদ্ধা ও সিনিয়র চাঁদগাজী আল্লাহ তো আর আকাশ থেকে নেমে এসে আমাদের কিছু দেবেনা আমাদের পরিশ্রম করে অর্জন করতে হবে।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব দ্বিধায় আছেন!
দোদেল বান্দা কলেমা চোর
না পায় বেহেশত না পায় গোর
এ কথা শুনেছি বহুবার। দোনামোনা থাকলে হয় না।
ঈমানে দোনামোনা চলে না। ইবাদতই হোক আর চুরিই
হোক, নিয়ত হতে হয় কঠিন। নিয়ৎ বাঁধতে হয় এক মনে।
এক দিলে, এক মনে, এক নিয়ত করে নামতে হয় পথে।
এক মনে একটা, আরেক মনে আরেকটা করলে একটাও হয় না।
ধর্মই হোক আর সংসারই হোক, কল্ব লাগবে সাচ্চা। না হলে ফাঁকি থেকে যায়।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদেরকে করোনা হতে মুক্ত করুন। আর এই ব্লগের ইসলাম বিদ্বেষীদের আল্লাহ হেদায়েত দিন ,
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন !!
আপনার দোয়া কবুল হোক
মহান আল্লাহর দরবারে।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার লেখা ও স্মৃতিকাতরায় যে নাড়ীর টান
তা যেন আমাদের সবার হৃদয়ে থাকে অম্লান।
--ভালো থাকুন, সুস্থ্য থাকুন--বেশি বেশি ব্লগ লিখুন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই
কুশল কামনা করার জন্য।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪
মেহেদি_হাসান. বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নুরু স্যার
আল্লাহ আপনার আশা পূরণ করুন,করোনা হতে আমাদের মুক্ত করুন। পরিবার সবাইকে নিয়ে ভালো থাকুন।
আপনার জন্যে শুভকামনা।
৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ঘন্যবাদ মেহেদি_হাসান ভাই
আপনার উপর সান্তি বর্ষিত হোক। বিেশ্বের
সকল মানুষ নিরাপদে থাকুক।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৪
নেওয়াজ আলি বলেছেন:
হোক মৌলিক অধিকার নিশ্চিত । শুভেচ্ছা ও ভালোবাসা ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নেওয়াজ ভাই আমরা কি জানি আমাদে
মৌলিক অধিকার কি ?
অনেকেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি
মৌলিক অধিকার বলে থাকলেও এগুলো হচ্ছে
জীবনধারণের মৌলিক উপকরণ। মৌলিক অধিকার নয়।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময় ও পরিবেশ অনুকূলে
থাকলে আমি সবার মন্তব্যের উত্তর
দেবার চেষ্টা করি। আপনাকেও ধন্যবাদ।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর ফিরে এসে পোস্ট দিয়েছেন ভাল হলো। আপনার খোজে চাদগাজী সাহেব পোস্ট দিয়েছিল ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব খুবই স্বজ্জন ব্যক্তিত্ব
কেউ ্আড়ালে গেলে তিনি
তাকে ডেকে তুলেন। তিনি
তুলনা বিহীন!
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২২
নতুন নকিব বলেছেন:
আপনাকে না পেয়ে কিছু দিন চিন্তিত ছিলাম। পরে অবশ্য জানতে পেরেছিলাম যে আপনি গ্রামের বাড়ি ছিলেন। যাক, আপনাকে দেখে ভালো লাগছে। চাঁদগাজী ভাই সম্ভবতঃ সবচেয়ে বেশি একাকীত্ব ফিল করেছেন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদেরকে চিন্তায় ফেলার জন্য
আন্তরিকভাবে দুঃখিত! তবে
আমি বেশ মজাতেই ছিলাম।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনার সুস্থভাবে ফিরে আসার জন্য আল্লাহর নিকট শুকরিয়া এবং পোস্টের জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে তওফিক দিন বেশী বেশী তার নিকটে চাইবার এবং সঠিক পথে জীবন অতিবাহিত করার।
৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন।
আপনার প্রার্থনা কবুল হোক
মহান আল্লাহ পাকের দরবারে।
১৭| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে আল্লাহ! আমার দেশের জন্য তোমার কাছে বরকত,
সজীবতা ও শ্যামলতা, শান্তি ও নিরাপত্তা কামনা করছি। ------আমীন
..................................................................................
আশাকরি নববর্ষে সবাই ভালো থাকবেন, আমিন ।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানাই।
১৯| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: ভাত খাওয়া বেদাত
রসুলের আরবে কেউ
ভাত খাইতো না, খাইতো খেজুর আর যবের রুটি
২০| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪৯
কালো যাদুকর বলেছেন: আমিন।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খুব ভাল যায়গায় চেয়েছেন।সবাই যদি আপনার মতো চাইতো তবে রাষ্ট্রের কোন দায়িত্বই থাকতো নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব নেয়ার।