নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আজব দুনিয়া
নূর মোহাম্মদ নূরু
দুনিয়াটা আজব বড় ভেবে চিন্তে দেখি
যাদের ভাবি প্রাণের সুহৃদ আসলেতে মেকি।
কথা কার্য আলাপ যাহাই করি তােদের সাথে
পানের থেকে চুন খসিলে চলে অন্য পথে।
আপন স্বজন ভাবো যাদের তারা হলে বৈরী
বেঘোরেতে প্রাণটা নিতে কারণ করে তৈরী।
মৃত্যুর পরে দূরে রবে্ তোমার সব স্বজন।
কাদের তরে রেখে যাবে তোমার এত ধন
ভাই বন্ধু পুত্র জায়া যাদের ভা্বো আপন'
ভাগে একটু কম পরিলে পাবেনা তাদের মন।
আপন স্বজন ভাবি যাদের তারা হলে বৈরী
বেঘোরেতে প্রাণটা নিতে কারণ করে তৈরী।
পরের ধনের পাহারাদার একটি বার ভাবো
কেন তুমি এত সম্পদ অন্যায় ভাবে লভো?
ক্ষমতার জোরে কেড়ে নিছো অপরের ধন
এসব্ কাজে কখনো নিয়েছো তার প্রাণ।
সময় থাকতে একবার তুমি পরকালকে স্মরো
বুঝবে সবি যদি তুমি মরার আগে মরো।
সৃষ্টকর্তা মহান অতি বান্দা যদি ডাকে
পাহাড় সমান পাপ হলেও মাফ করিয়া থাকে।
তাইতো বলি সময় থাকতে লহ আল্লাহর নাম
দুনিয়াতে করে যাও যত পূণ্যের কাম।
মন্দ কাজে বাধা দাও সত্য পথে চলো
সবার কাছে আজি আমার এই মিনতি রলো।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
প্রকাশ কালঃ ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২০ইং
২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: আজব আসলে দুনিয়া না। আজব হলো মানুষ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা জন্মের পর থেকে মৃত্যু-ভাবনা নিয়ে চিন্তিত থাকে, ইহা অসুখী জাতির অন্যতম লক্ষন।
করোনা থেকে দুরে থাকেন, বেহেশতে সীটের অভাব হবে।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৪
জগতারন বলেছেন:
অসাধারন কবিতা!!!
খুব ভাল লেগেছে।
"অক্ষরগুলো বাকা করে দেওয়ার মানে বুঝলাম না।
বাকা অক্ষর পড়া বিরক্তিকর।"
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে অনেক দিন দেখিনা; কিন্তু কেন?
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১
কামরুননাহার কলি বলেছেন: সালাম নিবেন, অনেক দিন পর আপনার লেখা পড়লাম। কোথায় ছিলেন এতো দিন।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গ্রামে গিয়ে এই উপলব্ধি হলো।ভাবলাম গ্রামের কিছু ভাল কথা শুনাবেন।