নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ফিরতে হলো হৃদয়হীন সেই ইট পাথরের শহরে, জীবনের প্রয়োজনে

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৬


‘যেতে নাহি দিব। যেতে নাহি দিব। '
সবে কহে ‘ যেতে নাহি দিব '। তৃণ ক্ষুদ্র অতি
তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী
কহিছেন প্রাণপণে ‘যেতে নাহি দিব '।
আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব-নিব,
আঁধারের গ্রাস হতে কে টানিছে তারে
কহিতেছে শত বার ' যেতে দিব না রে '।

এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে
সব চেয়ে পুরাতন কথা, সব চেয়ে
গভীর ক্রন্দন — ‘যেতে নাহি দিব '। হায়,
তবু যেতে দিতে হয়, তবু চলে যায়

চলিতেছে এমনি অনাদি কাল হতে।
শাপলা ফুলের স্বর্গরাজ্য সাতলা
কবি গুরুতে শুরু আর তারই মাঝে শেষ হলো আমার এক মাসের জন্মভূমের সফর। গত নভেম্বর মাসের ২৭ তারিখ শুক্রবারে শীতের রাতে ঢাকার গাবতলী থেকে গ্লোবাল নামক এক যাত্রী বাহী বাসে সওয়ার হয়ে নানা চড়াই উৎরাই পার হয়ে ভোর ৩টা ৪৫ মিঃ বরিশালের গৌরনদী উপজেলার পয়সার হাটে অবতরণ। অভিষ্ঠ লক্ষ্য বরিশালের উজিরপুর উপজেলার শাপলা ফুলের স্বর্গরাজ্য্ আমার জন্মভূমি সাতলা।
/Barishal বরিশালের উজিরপুরে বিলাঞ্চলে অসংখ্য লাল, সাদা আর নীল রংয়ের শাপলা
অনেক দিন যাওয়া হয়না সেখানে। প্রায় ৬ বছর পরে ফিরে এলাম মা ও মাটির টানে। এত দিন থাকার ইচ্ছা বা প্রস্তুতি কিছুই ছিলোনা। ভেবে ছিলাম সপ্তাহ খানেক থাকবো। কিন্ত মানুষের সকল চাওয়া পাওয়ার নিস্পতির এখতিয়ারতো সৃষ্টিকর্তার! তাই দিনে দিনে সপ্তাহ এবং মাসও কেটে কেলো স্বজনদের আন্তরিক আতিথিয়তা ও ভালোবাসায়।

আমাদের সাতলার সাপ্তাহিক বাজার

(গ্রামেও লেগেছে শহরের ছোঁয়া)
নিজের বাড়ি. মামা বাড়ি, খালা বাড়ি. বোনের বাড়িতে স্বগীয় স্বাদ লাগা পিঠে পায়েস আর নদীর তাজা মাছ উদর পূর্তি করে মুক্ত বিহঙ্গের মতো উড়তে উড়তে পার হয়ে গেল পুরো একটি মাস।

তার পরেও স্বজনদের আবদার আর কটা দিন থাকুন না।
প্রলয়সমুদ্রবাহী সৃজনের স্রোতে
প্রসারিত-ব্যগ্র-বাহু জ্বলন্ত-আঁখিতে
দিব না দিব না যেতে ' ডাকিতে ডাকিতে
হু হু করে তীব্রবেগে চলে যায় সবে
পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে।

যেতে নাহি দিব হায়/তবু যেতে দিতে হয়/তবু চলে যায়'_ জীবনের এই কঠিন সত্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অনেক আগেই। তবুও মায়ার বাঁধন ছিঁড়তে চায় না মানুষ। প্রিয়জনকে ছেড়ে থাকতে চায় না একটি মুহূর্তও। ছোট ছোট নাতি নাতনি আর ভাতিজাদের বজ্রকণ্ঠের ঘোষণা যেতে নাহি দিবো! 'শত বাধা ছিন্ন করে অবশেষে আমার বিদায় লগ্ন ঘনিয়ে এলো। গত ২৭ ডিসেম্বর আমার এক ছোঁট ভাইয়ের চার চাক্কার বাহনে করে ফিরতে হলো হৃদয়হীন সেই ইট পাথরের শহরে জীবনের প্রয়োজনে। পথে শিমুলিয়া ফেরী ঘাট হয়ে মাওয়া প্রান্তে আসলাম পদ্মা সেতুর নিচ দিয়ে। ভাঙ্গা থেকে শিমুলিয়া এবং মাওয়া থেকে বুড়গঙ্গা পর্যন্ত রাস্তা ছিলো বাংলাদেশের গর্ব করার মতো সড়ক। সাতলা বিল সর্ম্পকে বিস্তারিত জানুন
জানি আপনারা আমার জন্য উদ্বিগ্ন ছিলেন! কেউ কেউ অশুভ চিন্তাও করে ছিলেন। তবে শত্রুর মুখে ছাই দিয়ে আমি বহাল তবিয়তে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি জাদিদ ভাইয়ের কাছে। তিনি আমার খোঁজ নিয়ে ছিলেন। সবাই ভালো থাকুন। করোনা থেকে সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নিরাপদে ফিরে আসার জন্য মোবারকবাদ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৬

কালো যাদুকর বলেছেন: আপনার ভ্রমন আনণ্দের হয়েছে যেনে আমরাও আনন্দিত হলাম। অনেকেই আপনার ব্যাপারে খোজ নিচ্ছিলেন। ভাল থাকুন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: বহু দিন পর আপনি এলেন!!!
আমরা তো আপনার কথা ভেবে ভেবে হয়রান। শেষে জাদিদ ভাই এর মাধ্যমে জানলাম আপনি গ্রামে আছেন।
চাঁদগাজী আপনাকে নিয়ে পোষ্টও দিয়েছেন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৫

ঢুকিচেপা বলেছেন: আপনি ভালোভাবে ফিরে এসেছেন তাতেই খুশি।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: আমার শ্বশুর বাড়ি বরিশাল।
সে শুধু গ্রামে যেতে চায়। প্রতিমাসে দুইবার যায়। না যেতে পারলে তার ভালো লাগে না।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। আনন্দ হচ্ছে।

ব্লগে একটা নিয়ম করার দরকার। কেউ কোথাও গেলে জানিয়ে যাবে। তাহলে আর চিন্তা হবে না।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৮

আল ইফরান বলেছেন: ওয়েলকাম ব্যাক টু দ্য জাংগল, নুরু ভাই।
আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক না হলেও আপনার নাতিদীর্ঘ অনুপস্থিতিতে উদ্বিগ্ন ছিলাম। আশেপাশে অনেক মুরব্বীকে চলে যেতে দেখলাম এই করোনার সময়। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে হিফাজত করুন। আশা করি জন্ম-মৃত্যু সংক্রান্ত আপনার পোস্ট আবার পুর্নোদ্যমে শুরু হবে।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি নাকি আমড়া উৎসবে গিয়েছিলেন?

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকদিন ছিলেননা সামুতে।
ভালো ছিলেন, সুস্থ ছিলেন জেনে ভালো লাগলো।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



উজিরপুর যাওয়া-আসার কথা বলতে রবী ঠাকুরের কবিতা লেগেছে; লন্ডন গেলে শেক্সপিয়ারের সনেট চালাটে হবে, মনে হচ্ছে!

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২৩

নূর আলম হিরণ বলেছেন: শুভ আগমন।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



আপনাকে নিয়ে দেয়া চাঁদগাজীর একটি পোষ্টে জেনেছিলাম
আপনি বরিশাল গিয়েছেন দেশের বাড়ীতে । বুজেছিলাম দেরী
হবে আপনার ফিরতে কারণ -
"আইতে শাল যাইতে শাল এর নাম বরিশাল "
যাহোক মাস কাভার করে সহিসালামতে সুস্থ দেহে সুস্থ মনে
আমাদের মাঝে ফুরফুরা কবিতার আমেজে ফিরে এসেছেন
দেখে ভাল লাগল ।
আমাদের জন্য কিছু কবিতা আর শাপলাবিলের ভিডিও লিংকসহ
অনেক সচিত্র খবর নিয়ে এসেছেন দেখে ভাল লাগল । শাতলা
বিলের উপর লিংকগুলি ফলো করে শাপলা বিলের মনোরম দৃশ্য
দেখলাম । এলাকাটি একটি উভোগ্য পর্যটন এলাকা হিসাবে গড়ে
উঠার জন্য অপার সম্ভাবনাময় । এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

গৌরনদীর দই, একবার পাইলে আর একবার কই’ মনে করেছিলাম দই কিছু হয়ত পাওয়া যাবে এ পোষ্টে :)
ভোজন বিলাসীদের ভোজন-রসনার ঘোষকলা পূর্ণ করতে বরিশালের গৌরনদীর দইয়ের জুড়ি মেলা ভার।

বছর ত্রিশেক পুর্বে বার কয়েক গৌরনদী গিয়েছিলাম । যতবারই গিয়েছিলাম ততবারই গৌরনদীর বিখ্যাত দই
নিয়ে এসেছিলাম ।

এখন গৌরনদীর দই এর কেজি প্রতি দাম কত জানতে ইচ্ছে করে ।
শুনেছি বর্তমানে নানা কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। দুধের চড়া দাম, ঘর ভাড়া, বিদ্যুত বিল,
জ্বালানি, কর্মচারীদের বেতনসহ নানা কারণে ব্যয় বৃদ্ধি পাওয়ায় গৌরনদীর দই ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
তাই সহজ শর্তে ঋণ বিতরণ, দুধের বাজার, ডেইরি ফার্ম স্থাপন নাকি এখন জরুরি হয়ে পড়েছে তাদের জন্য।

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ-বিভূঁইয়ের বাঙাল মুল্লুকে যে দইয়ের এতো সুনাম, তার কিছু খবর আছে কিনা
তা খুঁজছিলাম আপনার পোষ্টে ।
সাতলার হাটবাজারের উপর আপনার পোষ্টে দেয়া লিংকটা কাজ করছেনা । লিংকটা সংশোধন করে দিলে
দেখতে পারতাম । এই করুনাকালীন সময়ে সেখানকার মানুষের অর্থনৈতিক জীবনের অনেক হালচাল
জানা যেতো সেই বাজারের দৃশ্য দেখে ।

আমার সর্বশেষ পোষ্ট পরশ পাথর প্রাপ্তি ৪র্থ পর্ব পোষ্টে ময়মনসিহ গীতিকার সংগ্রহকারী হিসাবে "চন্দ্রশেখর দে"
প্রসঙ্গ কথায় আপনার কথা স্মরণ করেছিলাম সেখানে ।

যাহোক, এখন হতে পৃথিবীর সকল বিখ্যাত মনিষিদের কথা নিয়মিত জানতে পারব আপনার কাছে ।

শুভেচ্ছা রইল

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দাদা আপনার চমৎকার দীর্ঘ মন্তব্যের জন্য।
সময় স্বল্পতার কারনে বিস্তারিত জানান দেয়া গেলনা।
সুযোগ পেলে পরবর্তীতে গৌরনদীর দই, আর উজিরপুরের
বিখ্যাত নিতাইয়ের কাঁচা গোল্লা নারকেল নাড়ু,আমড়া
,বরিশালের শশী মিষ্টি সর্ম্পকে লিখব। দা কাচিও বাদ যাবেনা।

বিঃ;দ্রঃ সাতলা বাজারের লিংকটি কাজ করছে এখন

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০৭

অধীতি বলেছেন: নিরাপদে ফিরে আসায় ভাললাগা।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৬

নেওয়াজ আলি বলেছেন: আসসালামুলাইকুম । কেমন আছেন

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪৪

অনল চৌধুরী বলেছেন: দলীয় কার্যালয়ের সামনে লাউ কেনো?

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা
যে লাউ সেই কদু
যাকে যার ভালো লাগে
তার সব কিছুই মধু !!

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৩

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ভাইয়া।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৫

মেহেদি_হাসান. বলেছেন: আপনি ফিরে এসেছেন এজন্য ভালো লাগছে।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৫

রাসেল বলেছেন: Most welcome. Waiting for your post.

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢাকা শহরে আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্রামের প্রকৃতির কোন ছবি দিলেন না। ওখানে মাস্ক পড়ার প্রচলন নাই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.