নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আমরা অনেক সময় লোভের বশবর্তী হয়ে কিছু ভুল বা বোকামী করে থাকি। যার জন্য অনেক ব্শেী খেসারত দিতে হয়। তেমনি একটি গল্প এখানে উপস্থাপন করা হলো যেখানে ভদ্রলোককে একটি ছোট ভুল করার কারণে বিশাল খেসারত দিতে হয়ে ছিলোঃ
এক ভদ্রলোকের একটি দামী গাড়ি কার পার্কিং থেকে চুরি হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির হদিস পেলেন না।
তবে দুই দিন পর হারানো গাড়িটাকে আগের জায়গায় দেখে অবাক। হারানো বাহন ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে দৌড়ে গাড়ির কাছে গেলেন। ড্রাইভিং সিটে একটা মুখবদ্ধ খাম। খুলে দেখলেন ভেতরে দেওয়া চিরকূটে লেখা, “মায়ের শরীর হঠাত্ খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু একে তো রাত, তার ওপর ছুটির কারণে কোনো গাড়ি না পাওয়ায় আপনার গাড়ি ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। ”
বিনীতি ভঙ্গিতে আরো লেখা রয়েছে, “আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। গাড়িতে যত পেট্রল ছিল, সব আগের মতো আছে। তা ছাড়া আপনার গাড়ির খারাপ তালাটাও ঠিক করে দিয়েছি। গাড়ি ব্যবহারের বিনিময়ে আপনার ও আপনার পরিবারের জন্য ১০টা সিনেমার টিকিট দিলাম।
এই চিঠির খামের মধ্যেই সেগুলো পাবেন। টিকিটগুলো আগামীকালের, নাইট শো। আমি জানি, আপনার বাসার কাজের মেয়েসহ আপনারা ১০ জন। আপনাদের খাবারের জন্য রাখা আছে সিনেমা হলের ফুড কোর্টের ভাউচারও (বিল পরিশোধিত)। সিনেমা দেখার পর যা ইচ্ছা খেয়ে নেবেন। ”
সব শেষে আবারো বিনীত অনুরোধ, “আমার অনন্যোপায় অপরাধের জন্য ক্ষমা করে দেবেন!”
১৫ লাখ টাকা দামী গাড়িটা ফেরত পাওয়ায় পরিবারের সবাই ভীষণ খুশি। পরদিন উপহার পাওয়া টিকিট নিয়ে চলে সবাই গেল সিনেমা দেখতে। ছবি দেখা শেষ করে মনের মতো স্পেশাল চিকেন-রাইস-কফি-আইসক্রিম খেয়ে বের হল সবাই; কিন্তু গাড়ি তো নেই পার্কিংয়ে।
আবারো চুরি হলো গাড়িটা!?
উপায় না পেয়ে ট্যাক্সি ডেকে বাড়ি ফিরে তারা দেখলো, ফ্ল্যাটের দরজা ভাঙা। ঘরের সব দামি জিনিস, আসবাবপত্র, নগদ টাকা, গয়না চুরি হয়ে গেছে। ক্ষতি প্রায় কোটি টাকা।
বাইরে টেবিলে একটি খাম পড়ে আছে।
তাতে লেখা, “সিনেমা কেমন দেখলেন? গাড়িটা আবার চুরি করে নিয়ে গেলাম। আপনি কেন গাড়ির লক আর চাবি বদলাতে ভুলে গেলেন? ওদিকে বাসা একেবার ফাঁকা রেখে কেউ সিনেমা দেখতে যায়? দেখলেন তো, এতটুকু বোকামির জন্য কত বড় ক্ষতি হয়ে গেল।।।।
এ গল্প থেকে আমারা কি শিক্ষা পেলাম !!
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য !!
আমরা সামন্য স্বার্থ কিংবা লোভের কারনে
এমন বড় ভুল করে বসি যার মাশুল সারাজীবন
ভরে আমাদের দিতে হয়। রাষ্ট্রীয় ভুলের মাসুল
গুনতে হয় দরিদ্র জনগোষ্ঠির !
২| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬
সামিয়া বলেছেন: চোরকে কখনোই বিশ্বাস করতে নেই
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোরকে বিশ্বাস করুন আর নাই করুন
তাতে চোরের কিচ্ছু আসবে যাবেনা।
আর সে চুরি করাও ছাড়বেনা। তবে
চোর যাতে চুরি করার সুযোগ না পায়
সে দিকে খেয়াল রাখতে হবে। কােরো
বোকামীর জন্য চোর সব কেড়ে নেবে
আর আপনি চোরকে দুষবেন এটা যুক্তি
যুক্ত হবে না। নিজের কপাল চাপড়ানোর
আগে নিজের বুদ্ধিকে সান দিতে হবে আর
লোভ ছাড়তে হবে। তাতেই রক্ষা পাওয়া যাবে।
৩| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
গাড়ী কেনা ঠিক হবে না!
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার যে গাড়ী মার্ক মারা
তা সারা বিশ্ব জানে । এই
চান্দের গাড়ী চোরের ওস্তাদেও
নিবার সাহস পাইবোনা !!
নিশ্চিন্তে থাকেন !
৪| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
আল-ইকরাম বলেছেন: নূরু ভাই, বেশ লিখেছেন। এখানে আমাদের শিক্ষনীয় বিষয় হচ্ছে যে, কোনো কাজই বিবেচনাহীন ভাবে করা উচিত নয়। বিবেচনাহীন কাজের পরিণতি কতোটা ভয়াবহ হতে পারে তা আপনার লেখনীর শেষার্ধে দ্বীপ্ত মান। আমার ব্লগে আসার আমন্ত্রণ রইল।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ইকরাম ভাই
চমৎকার মন্তব্য করে যবনিকা টেনেছেন।
আসলেই আমাদের যথা সমযে বিচক্ষণতার
সাথে সকল কর্ম করা উচিত এবং লোভের লাগাম
টানা দরকার সঠিক সময়ে। তা না হলে যে ক্ষতি
হবে তার মাশুল দিতে হবে সারা জীবন।
৫| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
মনিরা সুলতানা বলেছেন: আম্রা আবার কি শিখব , দেখ পড়ে কিছুই শিখি না আমরা। আমাদের কে এভাবে নিঃস্ব হয়ে শিক্ষা নিতে হয়।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন মনিরা আপু
আমরা মানুষকে উপদেশ দিতে
ভালবাসি, উপদেশ গ্রহণ করতে নয়।
তাই আমাদের জন্য শেষে থাকে শুধু
হতাশা ও দীর্ঘশ্বাস !!
৬| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা শিক্ষা পেলাম সিনেমা দেখা না জায়েজ কাজ তাই আবার ধরা খেয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সিনেমার সাথে হেভী খানাদানার এন্তেজামও ছিলো!!
তবে এক ফোটা চোনা যেমন এক বালতি দুধকে
নষ্ট করে তেমনি সিনেমা খাবারের আয়োজনকে
শোকে পরিণত করলো!!
৭| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Copy.
paste.
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসলেই আপনি অনেক বিচক্ষণ মানুষ।
আপনার কাছে আমার জ্ঞান নস্যি !!
৮| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫২
জাফরুল মবীন বলেছেন: হা হা হা..... এটাকে চুরি বলা যাবে না ভাই।এটা হচ্ছে চরম শিক্ষা দেওয়ার গুরু দক্ষিণা!
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মবীন ভাই আমি চোর মহাশয়ের কৃতিগাঁথা এখানে
তুলে ধরিনি। আমিতো তাকেই উদ্যেশ্য করেছি যিনি সামান্য
খানা পিনার লোভে এত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিলেন।
চোরতো চুরি করবেই এটা তার পেশা
মাশুল তারাই দিবে লোভ যাদের নেশাা !
৯| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: বোকামী আমি সবচেয়ে বেশি করি।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য !!!
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমরা জাতীয়ভাবে অনেকটা সেইরকম কিসিমের নয় কি??