নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক, অর্থনীতিবিদ ও গবেষক আনু মুহাম্মদের ৬৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০


বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় পরিচিত লেখক আনু মুহাম্মদ। বাম রাজনৈতিক আন্দোলনের কর্মী। বৈষম্যের বিরুদ্ধে সাম্যের কথা বলেন তিনি। তিনি বলেন, সম্পদের সুষম বণ্টনের কথা। ধর্মের নামে সাম্প্রদায়িক বিষবাষ্পের মূলেই আঘাত করেন তিনি। আধুনিকতার মোড়কে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ অর্থনীতির এ অধ্যাপক। মার্কসবাদের কঠিন তত্ত্বকথা আর ‘রাজনৈতিক অর্থনীতি’র জটিল ধাঁধাও তার বর্ণনায় সরল হয়ে হাজির হয় শ্রমজীবী, দরিদ্র জনসাধারণের কাছে। তিনি একজন শিক্ষক।বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। এছাড়াও তিনি অনলাইন পত্রিকা মেঘবার্তার সম্পাদক। আজ এই কৃতি ব্যক্তিত্বের ৬৪তম জন্মবার্ষিকী। ১৯৫৬ সালের আজকের দিনে তিনি জামালপুরে জন্মগ্রহণ করেন। শুভ জন্মদিন অধ্যাপক আনু মুহাম্মদ।

আনু মুহাম্মদ। পুরো নাম আনিসুর রহমান। আনু তার ডাক নাম। দেশ-বিদেশে তার পরিচয় আনু মুহাম্মদ হিসেবে। ১৯৫৬সালের ২২ সেপ্টেম্বর জামালপুরে জন্মগ্রহণ করেন। তবে আনু মুহাম্মদের বেড়ে ওঠা ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ায়। সাত ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ঢাকা কলেজ থেকে আইএসসি পাসের পর তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগরে ১৯৭৬-৭৭ সালে। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। তার শিক্ষকতার গণ্ডি ক্লাসরুমের বাইরেও বিস্তৃত বহুদূর। পড়িয়েছেন নৃবিজ্ঞানেও। ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি। উইনিবেগ ও মনিটোবায় ভিজিটিং প্রফেসর ছিলেন। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলেন ভিজিটিং স্কলার (১৯৯৩)। কমিউনিস্ট জগতের কিউবা ও ভেনিজুয়েলায় সফর করেছেন তিনি। হুগো শ্যাভেজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। সাম্রাজ্যবাদের কড়া সমালোচক এই অধ্যাপক মনে করেন, ‘মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বা শিক্ষার চেয়ে সমরাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জামের পেছনে পৃথিবীর সম্পদ ব্যয় হয় বেশি। প্রতি বছর ৯০০ বিলিয়ন ডলার খরচ হয় এ খাতে। আর এর ৬০ ভাগ অর্থাৎ ৬০০ বিলিয়ন ডলার খরচ করে একা আমেরিকাই। এর বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা। ২০০৯ সালে দুইটি বহুজাতিক কোম্পানির সঙ্গে জাতীয় তেল সম্পদ উত্তোলনের বিষয়ে চুক্তির উদ্যোগ নেয় সরকার। ‘জনস্বার্থবিরোধী’ সেই চুক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হন আনু মুহাম্মদ। ২০১১ সালে তাকে আটকও করা হয়েছিল। বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধের বই: বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন (১৯৮৩), বাংলাদেশের সমাজ, সময় ও মানুষের লড়াই (১৯৯০), বাংলাদেশের অর্থনীতির চালচিত্র (২০০০), উন্নয়নের রাজনীতি (২০০৬) ইত্যাদি। ব্যক্তিগত জীবনে আনু মুহাম্মদ বিবাহিত। তার স্ত্রী শিল্পী বড়ুয়াও ছিলেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদরে ৬৪তম জন্মবার্ষিকী আজ। শিক্ষক, অর্থনীতিবিদ ও গরেষক আনু মুহাম্মদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৩

জাহিদ হাসান বলেছেন:

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ জাহিদ ভাই
জন্মুদিনে শুভেচ্চা জানাের জন্য।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬

শেরজা তপন বলেছেন: আমার প্রিয় এই মানুষটার জন্মদিনে ফুলাল শুভেচ্ছা- আর আপনাকে ধন্যবাদ ভাই নুর মোহাম্মদ নুরু

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ তপন দাদা
অর্থনীতিবিদ আনু মুহাম্মদের জন্মবার্ষিকীতে
শুভেচ্ছা জানানোর জন্য।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি একজন প্রকৃত দেশপ্রেমিক বুদ্ধিজীবী। এ কারণে ওনার উপর অনেকবার সরকারের খড়গ নেমে এসেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য
আপনাকে ধন্যবাদ সাচু ভ্রাতা !!

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনি যতটা সহজ বলছেন অতটা সহজ ও লিখে না। বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন বইটা ভালোই কঠিন। এক অনুচ্ছেদ পড়ে আরেক অনুচ্ছেদে গেলে ভুলে যায় আগে কি পড়েছি :(
জন্মদিনের শুভেচ্ছা

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ
আমার ব্লগে আসবার জন্য। ধন্যবাদ আরো
অর্থনীতিবিদ আনু মুহাম্মদের জন্মবার্ষিকীতে
শুভেচ্ছা জানানোর জন্য।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ মোগো দেশের জামাই

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শিক্ষক, অর্থনীতিবিদ ও গরেষক আনু মুহাম্মদের জন্মবার্ষিকীতে
.......................................................................................
রইল আমার ফুলেল শুভেচ্ছা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল
অর্থনীতিবিদ ও গবেষক আনু মুহাম্মদের
জন্মবার্ষিকীতে আপনার ট্রেডমার্ক কৃত
মন্তব্যের জন্য

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জনগনের স্বার্থ নিয়ে অনেক বছর ধরে আন্দোলন করছেন।নির্যাতনও ভোগ করেছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নির্যাতনন ভোগ না করলে জনতার মনে
স্থান করে নেওয়া যায়না। আপনাকে ধন্যবাদ

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধাবনত ফুলেল শুভেচ্ছা বহুমুখী প্রতিভার অধিকারী মাননীয় শিক্ষক মহাশয়কে।
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা প্রিয় নুরু ভাইকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ পদাতিক দাদা
বহুমুখী প্রতিভার অধিকারী
অর্থনীতিবিদআনু মুহাম্মদের
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও আমাকে
ধন্যবাদ জানানোর জন্য।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫২

এমএলজি বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ভালো লাগার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.