নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আষাঢ়ে মানে অদ্ভুত, মিথ্যা, অলীক। আষাঢ় মাসের অলস মুহূর্তের গল্পের আসর থেকেই আমাদের দেশে ‘আষাঢ়ে গল্প’ প্রবাদটির সৃষ্টি হয়েছে এমনটা মনে করা হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষা অভিধানে ‘আজাইড়া’, ‘আজাড়া’ (আজাড়ে অর্থ অবিশ্বাস্য), অদ্ভুত, অমূলক, অহেতুক ইত্যাদি শব্দের ব্যবহার আছে। ফারসি অভিধান অনুসারে ‘আযার’ বা ‘আজার’ শব্দ থেকে ‘আজুরে’ বা আজাড়ে শব্দ এসেছে। আর এই আজাড়ে গল্প থেকেই ‘আষাঢ়ে গল্প’ কথাটির সৃষ্টি। পাঠকের জন্য আজ তেমনি একটি আষাঢ়ে গল্প।
এক ছিল ঘটক। তার এলাকায় তার ঘটকালির খুব নামডাক ছিল। অচল মেয়ে আর হদ্দবোকা ছেলেকে কথার শান দিয়ে সে এমন উপযুক্ত আর নানা গুণে গুণান্বিতা করে ছাড়ত যে বরপক্ষ ভাবতো এমন একখানা রত্ন হাতছাড়া হয়ে গেলে সে-যে সারা জীবনের জন্য আফসোসের ব্যাপার হবে। আর হাদারাম ছেলেকে কথার গয়নায়, অলঙ্কৃত করে এমনভাবে বর্ণনা করতো যে, তাতে মনে হতো পাত্র সুপুরুষ, চালাক-চতুর এবং স্মার্ট। আর এমন রূপবান, গুণবান আর বুদ্ধিমান ছেলের সঙ্গে যে কোন মেয়ের বিয়ে হওয়া এক ভাগ্যের ব্যাপার।
এই ঘটক প্রবর একবার এক বিয়ের ঘটকালি করছিল। এক কন্যাদায়গ্রস্ত পিতা আগে দুজন ঘটক ধরেও তার মেয়ের বিয়ের কোন সুরাহা করতে পারেননি। অবশেষে তিনি মোটা টাকার বিনিময়ে এই বিখ্যাত ঘটককে নিয়োগ করলেন তার মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করে দিতে।
ঘটক কাজটা নিলেন এবং কন্যার পিতার কাছ থেকে তথ্যাদি জেনে নিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়েকে পার করে দেবার দায়িত্ব আমি নিলাম। কাজের লোকের থাকে হাতযশ। আর ঘটকের চাই মুখযশ। কথায় দুনিয়া চলে। আর ঘটকের কথায় ছেলেমেয়ে বিকায় (বিক্রি হয়)। আল্লাহতালাহ্ আমার শুধু চাপার জোর দেয়নি। আমি চাপাবাজি করি না-ওসব হলো গোঁয়ার গোবিন্দের কাজ। আমি কম কথায় কাজ সারি। তবে যা বলি তা মোক্ষম এবং মানুষের মনকে বশ করে দিতে পারি। কেউ কেউ বলে : ‘আমি নাকি কূটনীতিকের মতো কথা বলে মানুষকে আকৃষ্ট করি। একথাটা আংশিক সত্য। আমি কথায় যুক্তির খেলা খেলি। মানুষ তাতেই কাত হয়ে যায়। তো, যে মেয়ের বিয়ের ঘটকালি করছিলাম তাতেও সফল হয়ে গেলাম।
বরপক্ষের তাড়া ছিল। তাই দেখাদেখির ঝামেলায় তারা যেতে চাইলেন না। আমি পাকা ঘটক। আমার কথাকেই তারা শিরোধার্য করলেন। ছেলের বাবা আমাকে মাত্র দুটো প্রশ্ন করলেন, এক, মেয়ে বিয়েতে রাজি তো? আমরা জোরজবরদস্তির বিয়েতে নেই!
আমি (ঘটক) বললাম : রাজি মানে, এক পায়ে খাড়া।।
বরের পিতা : বিয়ের ব্যাপারে এতো যে মন-উচাটন, লজ্জাশরম আছেতো?
আমি : কত্তা, কি যে কন, মেয়েকে পেটে বোমা মারলেও চোখ তুলে কোন দিকে তাকায় না।
ছেলের বাপ : বেশ, বেশ, তা হলে আমাদের অমত নেই। শুভ কাজ শেষ করে ফেল।
শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিন্তু পরদিনই ছেলের বাবা অগ্নিশর্মা হয়ে ঘটকের বাড়িতে হাজির। তাদের নিম্নোক্ত কথাবার্তা হলো : ছেলের পিতা : (ঘটকের উদ্দেশে) মিথ্যাবাদী, জোচ্চোর। আমার সঙ্গে এমন প্রতারণা!
ঘটক : ছিঃ ছিঃ কি সব বলছেন। আমিতো এক বিন্দুও মিথ্যা বলিনি।
ছেলের পিতা : মেয়ের যে একটা পা নেই তা বলনি কেন?
ঘটক : সে দোষ আপনার। আপনি কি আমাকে জিজ্ঞাসা করেছেন? বিয়ের কথাবার্তার সময়, বরপক্ষ কনেকে হাটিয়ে দেখে, কথা বলিয়ে দেখে, চুল খুলিয়ে দেখে। আপনার ছেলে তা করেনি। এখন আমার দোষ কেন হবে? মেয়েদের খুঁত বলতে নেই। তবু সততার খাতিরে, আমি বলেছি : মেয়ে এক পায়ে খাড়া। দু পা থাকলে সে কষ্ট করে এক পায়ে খাড়াতে যাবে কেন? বিচক্ষণতার অভাবে আপনারা ঠকেছেন। এতে আমার দোষটা কোথায়?
বরের পিতা : মেয়ে যে অন্ধ তাওতো বলোনি? এটা কি প্রতারণা নয়?
ঘটক : আপনাদের একেবারেই সংসার-বুদ্ধি নেই। আমি এমন পর্যন্ত বললাম যে, পেটে বোমা মারলেও মেয়ে চোখ তুলে তাকায় না। পেটে বোমা মারতে চাইলেই তো চোখ তুলে তাকিয়ে যেদিকে বিপদ নাই মেয়ে সেইদিকে ছুটবে। এ থেকেও কি আপনারা বুঝলেন না যে মেয়ে আন্ধা। এখন নিজেদের ব্যাক্কলেপনার দায় আমার ওপর চাপাতে এসেছেন। আপনাদের মতো রামবোকাদের কপালে এর চেয়ে ভাল বউ জুটবে এটা কেমন করে আশা করেন? (সংগৃহীত)
২। আষাঢ়ে গল্প সিরিজের ২য় গল্পঃ কাঁঠাল খাওয়ার বাজি
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুঝতে পারছি খুব ভালো বউ জুঠেছে
হাসান ভাই। তাই বলে আপ্নি বোক তা
বলছিনা। তবে অতি চালাকের গলায় দড়ি!
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুঝতে পারছি খুব ভালো বউ জুঠেছে
হাসান ভাই। তাই বলে আপ্নি বোক তা
বলছিনা। তবে অতি চালাকের গলায় দড়ি!
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইষৎ পরিবর্তিত।পড়ে মজাই পেলাম।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ নুরুল ইসলাম ভাই
বর্তমানে সব মজাই উঠে যাচ্ছে ন!!
কিছুতেই আর মজা পা্ইনা। সবাই
খালি ক্যাচাল করে। ধর্ম নিয়েও ক্যাচাল।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। বেশি হাসলাম এ কারণে, এ কৌতুকটা আমি শুনেছি খুব ছোটোবেলায়, ১৯৮০ সালেরও আগে হবে। তবে, গল্পটায় ছেলেরও একটা অংশ আছে। ছেলে কেমন? বলার কিছু নাই অর্থাৎ, ছেলে বোবা, কথা বলতে পারে না। তাতে ছেলে আর মেয়ের বাপের শোধবোধ হয়ে যায়। এতদিন পর পড়ে বেশ মজা লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আগের দিনে ঘটকালি একটা পেশা ছিল। আজকের দিনে অমনটা নাই, যদিও ঘটক পাখি আছেন
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকে ধন্যবাদ সোনাবীজ ভাই মজা পাওয়ার জন্য । গ্রামবাংলায়
এমন কত শত মজার গল্প আছে অথচ আমরা তার সন্ধান না করে মুখ গোমরা
করে থাকি। আগে ঘটকের বিপুল জনপ্রিয়তা থাকলেও বর্তমানে বাণিজ্যিকি করনের ফলে
ঘটকের নাম শুনলে ভয় লাগে।
আপনার গল্পটি হয়তো এমন ছিলোঃ
গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করে ছিল। মেয়েটি খোঁড়া, ছেলেটি কানা।
কনেপক্ষ পাত্র পক্ষ গোপালের মুখের কথায় উপর নির্ভর করেই বিয়ে পাকাপাকি করে
ফেলেছিল। কনেপক্ষ জানে না যে বর কানা, আবার পাত্রীপক্ষ জানে না যে মেয়ে খোঁড়া।
গোপারের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারে নি। সব কাজ
গোপালের উপরই ছেড়ে দিয়েছে।
নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রকক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন, কনেপক্ষের
লোকেরা জানতেই পারেনি যে, বর কানা। বরকে কানা দেখলে কোন বাপ মেয়েই দিত না।
এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরষ্কার
বাবদ টাকা দিল। গোপাল তা মুখটি চেপে নির্বিবঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল।
এদিকে কন্যাপক্ষের লোক এল। মেয়েটি যে খোঁড়া পাত্রপক্ষের লোকেরা জানিতেই পারেনি,
কি বল গোপাল! এই বলে কন্যাপক্ষের লোকেরা গোপালকে কিছু পুরষ্কার দিল।
দুপক্ষের কাছে মোটা বকসিস পেয়ে পুলকে গোপাল মনে মনে হাসতে হাসলে বলল, আপনারা
মহাশয় ব্যক্তি। তাহলে সব কথা খুলে বলি শুনুন, আপনার মেয়েটি খোঁড়া আর বরও কানা।
এতে অবশ্য দুপক্ষের চিন্তা ভাবনা করার কোনও কারণই নেই।
গোপালের কথা শুনে বর পক্ষের আক্কেল গুডুম। বললেন, অ্যাঁ, বলো কি। পাত্রী খোঁড়া? আগে
এ কথা আমাদের বলেননি কেন?
গোপাল বললে, নইলে মানাবে কেন দাদা? না মানালে আমরাই যে বদনাম। আমি তো কারও
কাছে বদনাম শুনতে রাজি নই। এখন, আপনাদের আর কারোর কিছু বলার থাকলো না।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩২
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।মজা পাইলাম।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজা পা্ইছেন তার কৃত্ত্বি আপনার আমার না।
মনটা এখনো সজীব আছে তাই মজা পেলেন!
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি পাকা ঘটক। এভাবে কয়জনের জীবন যে বরবাদ করেছেন আল্লাহ্ মালুম
২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি নিজের ঘটকালি ছাড়া্ আর কারো
ঘটকালি করার সুযোগ পাই নাই!! তাই
বরবাদ শুধু আমার জীবন অন্যের না !!
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাাহ
কাল অফিস ফেরার পথে এক ঘটক ভাই তার কার্ড ধরায় দিলেন হাতে হাহাহা
আমি ভাবতাছি ছেলেকে এত তাড়াতাড়ি বিয়া করামু কিনা
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপা আমারতো মনে হয় ঘটক আপনাকেই পাত্রী ঠাউরেছে !!!
ঘরের বেটাতো আপনাকে অনেক জ্বালায় দেখবেন নাকি
আর একবার লাক ট্রাই করে !!!
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: আপনার রসবোধ আমাকে মুগ্ধ করে মুরুব্বী।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার রসবোধ আগের থেকে অনেক ভোতা হয়ে গেছে
এখন শুধু হুল ফুটাই। বিশেষ করে ধর্ম নিয়ে কেউ ব্যঙ্গ করলে।
আপনাকে ধন্যবাদ খানসাব মন্তব্য করার জন্য।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৮
পদ্মপুকুর বলেছেন: মা.হাসান বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, বোকা লোকদেরও ভালো বউ জোটে। চালাক লোকদের কপালে কেমন বউ জোটে যদি জানাতেন [/sb
কথা ঠিক!
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মা. হাসান ভাই ভাগ্যবান পতি
তিনি তার অভিজ্ঞতার ঝুলি
ভরে ফেলেছেন ভালো ও গুণবতী
ভাবী দিয়ে। তবে আমার মনে হয়
না তিনি বোকা মানুষ। এটা তার বিনয়!!
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৩
মনিরা সুলতানা বলেছেন: ঘটনা যে ঘটায় সেই ঘটক।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর অঘটন যে ঘটায় ?
অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী)
তিনি অঘটন-পটিয়সী.
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ নুরু ভাই,
ট্রাই করন যায় আরেকবার
ঘটনা মন্দ হতো না হাহাহাহা
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে দোষ দিয়ে লাভ নাই আপা
ছোড বড় সকলেই বিয়ার কথা শুনলে
আর না করতে পারেনা। তবে একখান
কথা এবার কিন্তু আগে ভাগেই বলে রাখবেন
মাছ কিনে আনলে হবেনা কুটেও দিতে হবে !!
আগের ভুল এবার শুধরে নিবেন কিন্তু !!
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বোকারা চালাক, চালাকরা বোকা, সুন্দররা অসুন্দর, অসুন্দররা সুন্দর পায়। অনেক ক্ষেত্রেই তাই মনে হয়।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার দুঃখ লাগে যখন দেখি সুন্দরী স্মার্ট মেয়রা
যখন আউলা ঝা্উলা, গাজায় দম দেয়া ছেলেদের
সাথে লটর পটর করে। দেশে এত সুন্দর স্মার্ট ছেলে
থাকতে কেন বোগাস ছেলেদের পছন্দ করে কে যানে !!
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে বাসি মাংস খেতেও টেস্টি। কিন্তু নুরু ভাই মনে যে কু ডাক ডাকতেছে। তিনটি চরিত্র।দুটি আপনার পক্ষে সম্ভব। যদিও এই বয়সে আর ওসবে কান দেবেন না বলেই মনে হয়। আবার আমি ভুলও হতে পারি। হেহেহে
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা বাসি গোস্ত খেতে মজা হলেও বুড়া
লাউ কিন্তু মজা না। কে পয়সা দিয়ে বুড়া
লাউ কিনবে বলেন ? তবে আমার পক্ষে
একটাও সম্ভব্ না। এক পায়ে দাঁড়াতে
পারিনা, আবার বোমা ফোটার আগেই
সটকে পড়ি !!
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০০
নেওয়াজ আলি বলেছেন: এখন শরৎ কাল কাঁশফুলের গল্প লিখবেন। মাঝে থাকবে ঘটকালি ।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই বয়সে কাঁশফুলের বনে লদকা লদকির
গল্পকি শোভা পায়। কবি ইসিয়াক ভাই এটা
ভালো পারে। খালি ডুবে যেতে চায় !!!
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
আখেনাটেন বলেছেন: মজার আষাড়ে গল্প.......
তবে এখন কি এরকম ঘটক আছে..........? দুপক্ষের পিডানিতে দফারফা হওয়ার কথা....।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেই কারণেই এখন আর ঘটক দেখতে পাওয়া যায়না।
ভালো হলে বলে আল্লাহ করেছে আর মন্দ হলে ঘটক বেটাকে
পেদানী দেয় !!
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না নূরু ভাই। গোপাল ভাঁড়ের এ গল্পটা আগে শুনেছি বলে মনে পড়লো না। ছোটোবেলায় আমার এক কাকার কাছে শোনা গল্পটা হলো আপনি যেটা বললেন, অনুরূপ।
- ছেলে কেমন? ছেলে দেখাইবেন না?
ঘটক - ছেলে খুব ভালো। ছেলের দেখার কিছু নাই।
-মেয়ে কেমন? মেয়ের ব্যাপারে বলেন কিছু?
ঘটক- মেয়ের ব্যাপারে আর কী বলুম? সবই ভালো। মেয়ের বলার কিছু নাই।
যথারীতি বিয়ে হয়ে গেলো। বিয়ের পর দেখা গেল ছেলে অন্ধ আর মেয়ে বোবা। ঘটককে চার্জ করা হলে ঘটক ব্যাখ্যা দিল - আমি তো আগেই বলেছিলাম - ছেলের দেখার কিছু নাই, মানে সে অন্ধ। আর মেয়ের বলার কিছু নাই, মানে সে কথা বলতে পারে না, অর্থাৎ বোবা আমার কাকা অবশ্য আরো রসালো ভাষায় গল্পটা বলেছিলেন।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে আবারো ধন্যবাদ সোনাবীজ ভাই
ঘটকদের নিয়ে এমন বহু মজার গল্প ছড়িয়ে
ছিটিয়ে আছে। যা এখনও হাসির খোরাক যোগায়।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগলো।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসু মামুর ভালো লাগা মনে বিশাল ব্যাপার।
ধন্যবাদ মামু !!
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আগেও পড়েছিলাম। এখন আবার পড়েও মজা পেয়েছি
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজা পাওয়া এখন দুঃস্প্রাপ্য হয়ে গেছে
তার পরেও মজা পাওয়ার জন্য
ধন্যবাদ সায়মা আপু।
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার রসবোধ আগের থেকে অনেক ভোতা হয়ে গেছে এখন শুধু হুল ফুটাই। বিশেষ করে ধর্ম নিয়ে কেউ ব্যঙ্গ করলে। আপনাকে ধন্যবাদ খানসাব মন্তব্য করার জন্য।
রসবোধ ভোতা হতে দিবেন না।
আর ধর্ম নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের হুল ফুটানোর দরকার নাই। তাদের ভালোবাসবেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব নুর বলেছেনঃ আর ধর্ম নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের হুল ফুটানোর দরকার নাই। তাদের ভালোবাসবেন।
আমিতো ভাই মহামানব না !! আমার রাগ, কষ্ট, দুঃখ সবই আছে। তাই সবাইকে ভালোবাসতে পারিনা। সাধারণ মানুষ যেমন হয়।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৪
মা.হাসান বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, বোকা লোকদেরও ভালো বউ জোটে। চালাক লোকদের কপালে কেমন বউ জোটে যদি জানাতেন