নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমিও একদিন !! (একটি পঞ্চপদী গদ্যরীতির না-কবিতা)

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬


আমিও একদিন
নূর মোহাম্মদ নূরু

আমিও একদিন বড় কবি হবো। বিশাল অশ্বত্থবৃক্ষের ন্যায়
চারিদিকে ঝুলে থাকবে অজস্র কবিতার ঝুড়ি। ছোট শিশুরা
মনের হরষে যেমন দোল খায় সেই ঝুড়িতে, তেমনি অজস্র
পাঠক পড়ন্ত বিকেলে প্রেয়সীর আচলে মাথা রেখে পাঠে তাকে
মুগ্ধ করার চালাবে অনন্ত কোশেষ ময়ূর যেমন পেখম তুলে নাচে।

কবি মনে কতইনা আজব খেয়াল বাসা বাধে তার গাছ পাথর নাই
কখনো রোদ কখনো বৃষ্টি লুকোচুরে করে র মনের আঙ্গিনা জুড়ে।
রাম ধনুর সাত রঙ্গ কেলি করে তার কবিমনের নীল গগনে। আমিও
তেমনি খেই হারিয়ে খাবি খাই কবিতার অথৈ সাগরে, কখনো বা
পরিশ্রান্ত হয়ে ডানা ঝাপটাই অকূল সমু্দ্রে নীড় হারা পাখির মতো।

জানি আমার কবিতা আমাকে রেহাই দিবেনা অস্ফুট এ যন্ত্রনা থেকে
নিভু নিভু প্রদিপের মতো অহর্নিশি দগ্ধ করবে ভুমিষ্ট না হওয়ার আক্রোশে।
তাই জিদ চেপে রাখি আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই আামিও একদিন.....
যেদিন আমাকে নিয়েও লেখা হবে মানপত্র। গুনীজনেরা সভা সেমিনারে
তুষ্টি কথায়, বড় বড় বিশেষণে আমার ললাটে একে দিবে রাজটিকা।

স্বপ্ন উবে গেল !! যখন বেরসিক মাছিটা নশ্যাত করে দিলো আমার
দিবা স্বপ্ন। বড় কবি হবার ইচ্ছাটা চুরমার হয়ে খসে পড়লো আসমান
থেকে পপাত ধরনী তল। আমার এ কবিতা খানি তাই পাবেনা উষ্ণতা
শীতে কিংবা শীতল বারি উষ্ণতায়। অংকূরে বিনষ্ট হবে না ফোটার যন্ত্রণা
নিয়ে নিষ্ঠুর এ পৃথিবীতে অযত্নে অবহেলায়। তাই কবিতা তোমার ছু্টি।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর কবিতা
কবিকে শুভকামনা

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপু পাম দিয়া কাম নাই,
পঁচা তাই পাঠক নাই
কবিতাকে গুডবাই!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: কবি হওয়ার দরকার নাই মুরুব্বী।
সিড়ি হোন। যেন আপনাকে বেয়ে মানুষ উপরে উঠতে পারে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি তো জানি বটবৃক্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.