নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী তনুশ্রী দত্তের ৩৬তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩


তনুশ্রী দত্ত বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া। তিনি ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন। একই বছর মিস ইউনিভার্সের সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি শীর্ষ দশজন চূড়ান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন। 'আশিক বানায়া আপনে' দিয়ে আলোড়ন তুলেছিলেন এ অভিনেত্রী। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় তাঁকে ব্যাপক পরিচিত এনে দেয়।২০১০ সালে ‌'রক' ও 'অ্যাপার্টমেন্ট' নামে সর্বশেষ দুটি চলচ্চিত্রে দেখা যায় তনুশ্রীকে। এরপর তাকে আর তেমন কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। ২০১৮ সালের সেপ্টেম্বরে থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসাবে বসবাস করছেন। সম্প্রতি 'শক্তি দ্যা পাওয়ার' খ্যাত তারকা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনায় আসেন। বলিউড অভিনেত্রী এবং মডেল তনুশ্রী দত্তের ৩৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৮৪ সালের আজকের দিনে তিন ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্তের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

তনুশ্রী দত্ত ১৯৮৪ সালের ১৯ মার্চ ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি রক্ষণশীল বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বোন ইশিতা দত্ত একজন অভিনেত্রী এবং মডেলও। তিনি নিজ শহরের ডিবিএসএস ইংরেজি স্কুল এবং পুণে জুনিয়র কলেজে লেখাপড়া করেন। মডেলিং করার জন্য বিসিএমের প্রথম বছর শেষ করার পরই কলেজ থেকে বাদও পড়েন। কর্মজীবনে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে, তিনি হ্যারি আনন্দের একটি ভারতীয় পপ মিউজিক ভিডিও, "সাইয়ান দিল মিনা আনা রে" নামে একটি ভিডিওতে অভিনয় করেছিলেন। এটি একটি বিশাল জনপ্রিয় ছিল এবং পরবর্তীতে ২০০৩ সালে বেশ কয়েকটি স্টেজ শোতে অভিনয় করেছিল। ২০০৩ সালে, মুম্বাইয়ে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা তনুশ্রী দত্ত চ্যাম্পিয়ান হন। পরবর্তীতে তিনি মিস ইউনিভার্স ২০০৪ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন যা কোয়েটো, ইকুয়েডরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি শীর্ষ ১০ম চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে ছিলেন। ২০০৫ সালে তার বলিউডে আত্মপ্রকাশ ঘটে, চকলেট এবং আশিক বানায় আপনে চলচ্চিতে অভিনয়ের মাধ্যমে। আশিক বানায়া আপনে চলচ্চিটি বক্স অফিসে ব্যর্থতা ছিল কিন্তু এর সঙ্গীত অল টাইম ব্লকবাস্টার রেকর্ড করেছিল। তার অভিনীত ছবিঃ
১। আসিক বানায়া আপন, ২। চকোলেট, চকোলেট: ডীপ ডার্ক সিক্রেটস ৩। ভীরভাদ্রা (২০০৫)
৪। ভাগাম ভাগ, ৫। রাকীব: রিভাল্স ইন লোভে, ৬। ঢোল (২০০৬)
৭। রিস্ক, ৮। গুড বয়, ব্যাড বয়, ৯। স্পিড (২০০৭)
১০। সাস বহু অর সেনসেক্স (২০০৮)
১১। রামা: টি সাভিওর, ১২। থীরাধ ভিলাইয়াত্তু পিল্লাই (২০০৯)
১৩। রোক্ক, ১৪। অ্যাপার্টমেন্ট (২০১০)

২০১০ সালের পর থেকে তাকে আর তেমন কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এদিকে তার হাত ধরেই ভারতে চলমান 'মি-টু' আন্দোলনের গোড়া পত্তন হয়। সম্প্রতি এই অভিনেত্রী অভিযোগ করে বলেন, ১০ বছর আগে একটি গানের দৃশ্যের শুটিং চলাকালে খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার তার সঙ্গে 'দুর্ব্যবহার' করেছেন। নুশ্রী দত্তের অভিযোগ, ২০০৯ সালে ’‌হর্ন ওকে প্লিজ’‌ ছবির সেটে অভিনেতা নানা পাটেকর তাঁকে হেনস্থা করেছিলেন। এই ছবিতে নানা পাটেকর ছিলেন মুখ্য ভূমিকায়। ২০০৯ সালে ‘‌হর্ন ওকে প্লিজ’‌ ছবিতে বিশেষ একটি গানে পারফর্ম করার জন্য তনুশ্রী দত্তকে নেওয়া হয়েছিল। কিন্তু তনুশ্রী পরে নানা পাটেকরের আচরণের জন্য ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন। তনুশ্রী জানান, বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের সকলেই জানেন নানা পাটেকর মেয়েদের সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেন, কিন্তু সব জানা সত্ত্বেও সকলে মুখে কুলুপ এঁটে থাকেন। তনুশ্রীর অভিযোগ ছিল, 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় নানা পাটেকর তার গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন এবং শ্যুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। ঘটনার পর বিশেষ রাজনৈতিক দলের গুণ্ডাদের দিয়ে তাঁর গাড়িতে নানা পাটেকর ভাঙচুর করান বলে অভিযোগ করেছিলেন তনুশ্রী। তিনি বলেন, ‘এটা ‌সকলেই জানেন যে মেয়েদের সঙ্গে খুব অসম্মান আচরণ করেন নানা পাটেকর। ইন্ডাস্ট্রির প্রায় সকলেই নানার এই আচরণ সম্পর্কে অবগত। তিনি অভিনেত্রীদের মারধর করতেন, তাঁদের শ্লীলতাহানি করতেন, মহিলাদের সঙ্গে তাঁর আচরণ অত্যন্ত বাজে। অথচ এটা এতদিন কেউ প্রকাশ্যে আনেনি।’‌এই বিতর্ক তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। এর জের ধরেই বলিউড দুনিয়া ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রে। নানা পাটেকরের পর এবার এক পরিচালকের বিরুদ্ধে বোমা ফাটালেন ৩৬ বছর বয়সী এ নায়িকা। নতুন বোমায় নিশানায় তুললেন বলিউডের এক পরিচালককে। তবে পরিচালকের নাম তিনি বললেনি। তনুশ্রী ওই সাক্ষাতকারে বলেন, ২০০৫ সালে 'চকোলেট' ছবির শুটিং চলাকালীন সময় তাকে হেনস্থা করা হয়। পরিচালক তাকে বলেন, জামা কাপড় খুলে ছবির অন্য দুই অভিনেতা সুনীল সেঠি ও ইরফান খানের সামনে গিয়ে নাচতে হবে। এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তনুশ্রী আরও বলেন, ওই পরিচালকের এই দাবির বিরোধিতা করেন ইরফান খান ও সুনীল শেট্টি। ইরফান খান সেই পরিচালককে জানিয়েছিলেন, 'প্রত্যেকেই জানে কী করতে হবে। তাই এসব কথা বলার কোনও প্রয়োজন নেই।' এমনটাই দাবি করেছেন তিনি। ‘চকোলেট’ ছবিটি পরিচালনা করেন বিবেক অগ্নিহোত্রী। তবে এবিষয়ে এখনও পর্যন্ত তিনি কোনও মন্তব্য করেননি।

২০১৪ সালের পর অলিখিতভাবে তনুশ্রী দত্তর বলিউডে কাজ বন্ধ হয়ে যায়। তার অপরাধ- সে স্পষ্টবাদী; আড়ালের যৌন হয়রানির কথা জনসম্মুখে প্রকাশ করে আলোচনার ঝড় তুলেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, হ্যাশট্যাগ মিটু অভিযোগে অভিযুক্ত কারও সঙ্গে কাজ করবেন না। সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য প্রস্তাব পাওয়া সত্ত্বেও কাজ করা হয়নি তার। ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেছেন, গত বছর একটা ছবিতে কাজ করার জন্য কথা হয়েছে। তারপর পরিচালকের নাম শোনার পর জেনেছেন, তিনি হ্যাশট্যাগ মিটু অভিযোগে অভিযুক্ত। তাই সেই ছবিতে আর কাজ করা হয়নি। তবে তিনি আশা হারাননি। তাইতো নতুন করে আবারও জেগে উঠতে চান। নতুন খবর চলচ্চিত্রে ফিরছেন তনুশ্রী দত্ত। এখন তিনি ফের বলিউডে কাজ করতে চান। ভক্তদের আশা, তনুশ্রী আবারও অভিনয় দিয়ে তাদের মন জয় করবেন। প্রায় অর্ধযুগ পর চলচ্চিত্রে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আলোচিত এই অভিনেত্রী কতটা চমক দেখাতে পারেন তাই এখন দেখার বিষয়। আজ বলিউড অভিনেত্রী এবং মডেল তনুশ্রী দত্তের ৩৬তম জন্মবার্ষিকী আজ। চলচ্চিত্র অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্তের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৬

প্রজ্জলিত মেশকাত বলেছেন: হা হা হা। সাহেব আর কতশ্রেনীর কতজনের জন্ম আর মৃত্যুবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানাবেন!! শুভকামনা রইল।

১৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যত জন জন্ম নিবে আর গুণী হবে
ততজনকে আমি শুভেচ্ছা জানাতে চাই।
মরে যদি কেউ যায় তার তরে
শ্রদ্ধা জানাতে বাধ নাই।

২| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: পোষ্ট টা ১ম বার দিয়ে মুছে ফেললেন।
ভালৈ করেছেন।
প্রথমবার ছবি গুলো বেশ উত্তেজক ছিলো।

১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবার খুশীতো আপনি জনাব ?
বিয়ে করার খায়েশ যখন আছে
ছবি উত্তেজক হলে ক্ষতি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.