নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মুজিববর্ষে এ মিনতি (ছড়া)
নূর মোহাম্ম্দ নূরু
আশা ছিলো মুজিববর্ষে
কাটাবো দিন মনের হরষে।
সুখে রবো সবাই মিলে
কিন্তু চোট পেলাম দিলে।
নয়ন মেলে যেদিক তাকাই
কারোর মনে শান্তি যে নাই।
করোনাতে উথাল পাথাল
দেশ বুঝি যায় রসাতল!!
কেমন যাবে আগামী দিন
বাজবে কি আর সুখের বীণ?
দাম বেড়ে যায় চাল ও ডালে
ভাঁজ পরে যায় সবার ভালে।
মুক্তির পথ না্ইকো জানা
চোখ থাকিতে হলাম কানা।
দেখিনা যা দেখিতে চাই
পদে পদে গঞ্জনা পাই।
যেদিন যায় সেদিন ভালো
আগামীটা ভীষণ কালো।
দিব্য চোখে দেখিতে পাই
ভালো কোন খবরও নাই।
আল্লাহ তুমি রহম করো
সোনার দেশটা সোনায় ভরো।
করোনা নাও উঠিয়ে এবার
ঘুচাও মনের কষ্ট সবার।
মুজিববর্ষে এ মিনতি
ঘুচিয়ে দাও মনের ভীতি
তুমি ছাড়া নাইযে গতি
তোমাতে হোক সবার মতি।
প্রকাশকালঃ ঢাকা ১৮ মার্চ ২০২০
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক লিংক
[email protected]
১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাড়কষা আবার কি জিনিস !!!
আমার জানামতে " পবিত্র কোরানে আল্লাহ তায়ালা মাকরসা সম্পর্কে আলোচেনা করেছেন একটি সুরার নাম সুরা আনকাবুত আর আনকাবুত অথ হল মাকড়সা। সুরা আনকাবুতের ৪১ নং আয়াতে এরশাদ করেন যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারীরূপে গ্রহণ করে,তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়।আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরইতো অধিক দুর্বল,যদি তারা জানত।”সূরা আনকাবুত-৪১
অনেক সময় স্ত্রী মাকড়সা নিজ ঘরে তার পুরুষ সাথীকে খেয়ে ফেলে।
আর সে স্ত্রী মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। শত শত ক্ষুদে বাচ্চা। ক্ষুদার্থ বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পরই খাদ্যের দরকার হয়। কিন্তু মা মাকড়সা বাচ্চাদের ছেড়ে খাবার আনতে যেতে পারেনা এই ভয়ে যে কেউ এসে বাচ্চার কোন ক্ষতি যদি করে। নিরুপায় মা মাকড়সা শেষমেশ নিজ দেহটাকে বাচ্চাদের খাদ্য বানায়। বাচ্চারা খুটে খুটে মায়ের দেহ খেয়ে একসময় চলে যায় যার যার পথে। পেছনে পড়ে থাকে মায়ের শরীরের খোলস।
২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৪
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভালো থাকুন। সতর্ক থাকুন।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
শুভকামনা
১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ইসিয়াক
্আপনরর জন্যও শুভকামনা।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
৩| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:২৫
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধতা জানাইতেছি।
প্রিয় ব্লগার নূরু সাহেব ভালো কবিতাও লিখেন।
১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ জাগতারন।
আপনার মুগ্ধতার জন্য আমার কৃতজ্ঞতা।
৪| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৫
নেওয়াজ আলি বলেছেন: প্রতিটি পাড়ায়,মহল্লায় এবং গ্রামে দলমতের উদ্ধে উঠে টিম গঠন করা দরকার , এই টিম সাধারণ জনগণকে সচেতন করবে। আর কোন প্রবাসী থাকলে উনাকে জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিতে হবে ।
১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উসামাহ ইবনু যায়দ (রাঃ) থেকে, তিনি সা’দ (রাঃ)-এর কাছে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ যখন তোমরা কোন্ অঞ্চলে প্লেগের বিস্তারের সংবাদ শোন, তখন সেই এলাকায় প্রবেশ করো না। আর তোমরা যেখানে অবস্থান কর, সেখানে প্লেগের বিস্তার ঘটলে সেখান থেকে বেরিয়ে যেয়ো না। । ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৪)
৫| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: পোষ্ট ভালো হয়েছে।
ভালো লিখেছেন।
১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খান সাহেব
এতদিন ক্ই ছিলেন?
৬| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৯
নিভৃতা বলেছেন: এক রাশ মুগ্ধতা!
আল্লাহই একমাত্র ভরসা।
আল্লাহ সবার সহায় হোন।
১৯ শে মার্চ, ২০২০ রাত ১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিভৃতা আপু আপনাকে ধন্যবাদ
আল্লাহ আমাদের সহায় হবেন
এই প্রত্যাশা আমাদের সবার।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
মাড়কষার বাচ্চারা মা'কে খেয়ে ফেলে