নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
নোভেল করোনা ভাইরাস
নূর মোহাম্মদ নূরু
নতুন আতংকের এক নাম নোভেল করোনা।
ভাইরাস বলে জানি যাকে ধরে ছাড়েনা।
চীন থেকে উঠে এসে রাজ করে বিশ্বময়,
জানিনা কখন জানি যম এসে হানা দেয়।
রক্ষা নাই নিস্তার নাই যাকে ছোঁয় করোনা,
পিতা পুত্র পরিবার কেউ কাছে ঘেষেণা।
লাশ হলো প্রিয়জন বিদেশেতে বিভূয়ে,
কিযে ব্যাথা বুকে বাজে প্রীয়জন হারায়ে।
কত শত মারা যাবে লাশ হবে বেশুমার,
আছে কেউ ধরাধামে করোনাকে রুখিবার?
হিংস্রতার তাণ্ডবে বিরাণ হবে জনপদ,
দেশ থেকে দেশান্তরে ছুটছে যে সে শ্বাপদ।
বিশ্বেময় ছড়িয়েছে ঘাতক নোভেল করোনা
গজব সৃষ্টি কর্তার, এটা অনেকেই মানেনা।
সাস্তি এ যে মানবের অসীমের অবাধ্যতার,
সময় আছে এখনও ভুল ত্রুটি সুধিবার।
পানা চাও খোদার কাছে মাগো তার রহমত,
ক্ষমা করে দিতে পারে যদি পাতো দুই হাত।
ফিরিয়ে নাও করোনা গজব তুমি দিও না,
দয়াময় করোনা যেন মোদের ক্ষতি করেনা।
প্রকাশকালঃ ঢাকা, ৯ মার্চ ২০২০ ইং
আসুন করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে আমরা নিম্নোক্ত দোয়াটি পাঠ করি ও যত পারি শেয়ার করি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক লিংক
[email protected]
০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে অশিক্ষিত ভাতিজা !
কেমন আছো তুমি? সহজে মনের
ভাব প্রকাশের চেষ্টা!
২| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৭
আতঙ্কিত মানুষ বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি।
০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ সবাইকে আসমানী, জমিনী ও
বায়বীয় গজব থেকে হেফাজত করুন।
আমিন
৩| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী ।
০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ আলি ভাাই
লেখাটি পড়ার জন্য। সবাই
করোনা ভাইরাস থেকে
হেফাযতে থাকুক।
৪| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী কবিতা।
০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই
কবিতায় মন্তব্য প্রদানের জন্য।
ভাইরাস থেকে সকলে নিরাপদে থাকুন।
৫| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
টিকা ও ঐষধের জন্য অপেক্ষা করতে হবে, এখন চেষ্টা করতে হবে যাতে, সংক্রমণ কম হয়।
০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদিও চীন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বিজ্ঞানী নতুন করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনে কাজ শুরু করেছেন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেলে তিন মাসের মধ্যে মানবদেহে এই টিকার পরীক্ষা চালানো সম্ভব হবে। তিনমাস খুব লম্বা সময় তাইনা? !!
যুক্তরাষ্ট্র ভিত্তিক বায়োটেকনোলজি বিনিয়োগকারী প্রতিষ্ঠান লংকার ইনভেস্টমেন্ট এর প্রধান নির্বাহী ব্রাড লংকার বলেছেনঃ
"একটি টিকা বা প্রতিষেধক সফলভাবে বের করে আনা বেশ জটিল কাজ। সাধারণত এর জন্য অনেক সময় ও অর্থ দরকার হয়," ।
৬| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:২৮
ইসিয়াক বলেছেন: কবিতা ও দোয়ার জন্য অনেক ধন্যবাদ নুরু ভাই।
০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইসিয়াক ভাই
আল্লাহর কাছে প্রার্থনা করুন পৃথিবীর সকল
মানুষ যেন করোনার হিংশ্র থাবা থেকে মুক্ত
থাকে।
৭| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৬
ᬧ বলেছেন: দারুন প্রকাশ । আল্লাহু আমাদের এই কঠিন রোগ থেকে হেফাজত করুন ।
০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি নামে ডাকবো আপনাকে বুঝিনা,
তবে আপনার প্রার্থনা কবুল হোক
মহান আল্লাহর দরবারে। আমিন
৮| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূর,
কিছু টাইপো থাকলেও আন্তরিক কবিতা।
ভয় পেলে চলবেনা, আতংকিত হওয়া যাবেনা। সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধিতে।
০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহমেদ জী এস ভাই আপনাকে ধন্যবাদ কবিতায়
মন্তব্য প্রদানের জন্য। শুধু টাইপো নয় অনেক যায়গায়
ছন্দপতনও ঘটেছে দৃষ্টিকটু ভাবে। নিজ গুনে ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি।
৯| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সূরা দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না মুরুব্বী।
১০ ই মার্চ, ২০২০ রাত ১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহর উপর থেকে আস্থা হারাবেন না।
সুরায় যখন বলা হয়েছে এই আয়াত দিয়ে
করোনা থেকে মুক্তি পাওয়া যাবে, তখন
অবশ্যই অবশ্যই করোনা থেকে বাঁচা যাবে।
কারন কোরানের আয়াত মিথ্যা হতে পারেনা।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৩
আতঙ্কিত মানুষ বলেছেন: সুন্দর প্রকাশ