নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ব্লগ ভাবী জন্মদিনে গেছে বাপের বাড়ি,
এমন দিনে ভাইয়ের সাথে দিলেন কেন আড়ি?
ভাইটি আমার ঘরে একা শুয়ে কাটায় দিন,
ঘুমের ঘোরেও বিরহে তার বুক করে চিন চিন !!
ব্লগেতে জানি সবাই তাদের সুখের পরিবার
হাসি খুশি সদাই থাকে মুখ করেনা ভার!
ডানা কাটা পরী ঘরে পরী যে তার নাম।
খুশি তাকে রাখতে গিয়ে ঝরায় মাথার ঘাম।
এমন দিনে ভাইটি একা পরীও নাই সাথে
আদর করে কেইবা তাকে অন্ন দিবে পাতে!!
ভাবীর সাথে পরী গেছে বিরাণ লাগে ঘর।
এত দিনের ভালোবাসা কেন করে দিলো পর।
কিবা এমন কারণ ছিলো তাহার রাগের পিছে
খুঁজতে গিয়ে অবাক হলাম কথা যে নয় মিছে।
ভাবীর কথা জন্ম দিনে খাবে বাসায় ব্লগের সব ভাই,
ভাইটি কথায় সায় দিলোনা, বলে এত টাকা নাই!!
ভাবী বলে ব্লগের সাবাই ভাবী বলে ডাকে
দেবর ভাসুর দাওয়াত না করে সে কেমনে ঘরে থাকে !!
থাকো তুমি ঘরে একা সাথে যাবে পরী
আসবো সেদ্নি্ যবে তুমি বলবে আমায় সরি!!
এমনি কেরে দিন যে গেলো রাতও হলো পার,
এদিক ওদিক দুুদিকেতেই বন্ধ যে আহার।
ভাইকে বলি বলে দাও্না দাওয়াত তুমি দিবে
আমাদের ভূরিভোজে ভাবী শান্তি পাবে।
হয়তো তোমার কষ্ট হবে খরচা হবে মেলা
তার পরেও ঘুঁচে যাবে ভাবীর মনের জালা।
পরী আবার হাসবে সুখে তোমাদেরই মাঝে
জানিনা পরের বারে কে মরে কে বাঁচে!!
বয়স হয়েছে মাঝে মধ্যে বকা ঝকা করি
তাই বলে কি আমার সাথে দিতে হবে আড়ি?
ভালোবাসি সবাইকে আমরা ব্লগে যারা আছি
এমনি যেন সুখে দুঃখে সবার মনে বাঁচি।
রচনাকালঃ ৭ মার্চ, সুরভী ভাবীর জন্মুদিন্
উৎসর্গঃ ব্লগ ভাবী
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক লিংক
[email protected]
০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আরও দারুণ হবে যখন দাওয়াত পাবেন
আরা কব্জি ডুবিয়ে খাবেন।
২| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাবী বলে ব্লগের সাবাই ভাবী বলে ডাকে
দেবর ভাসুর দাওয়াত না করে সে কেমনে ঘরে থাকে !!
..................................................................................
ব্লগের ভাবীর দাওয়াত পাই নাই,
০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই পাইবেন,
আমাদের দাওয়াত না দিলে
তিনি আর ঘরেই ফিরবেন না বলে
জানিয়েছেন। আমাকে অবশ্য আগেই
দাওয়াত দিয়েছেন। আপনারাও পাবেন
সবুর করেন।
৩| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: সুরভি রাগ বা অভিমান করে যায় নি।
কোনোদিন যায়ও নি। যাবেও না।
সুরভির যে বোন (জমজ) ইটালি থাকে, সে বাংলাদেশে এসেছে।
তার সাথে দেখা করতে গিয়েছে।
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শালীকে দেখতে দুলা ভাইয়ের টানে না কেন মন
শালীর চেয়ে কেইবা আছে এমন আপন জন?
বিদেশ থেকে আসলো শালী কত কিছু নিয়া
দূলা ভাইকে দেখতে কাঁদে তাহার হিয়া।
কি কারনে দুলাভা্ই এত পাষাণ হলো
সেই কথাটি আজকে তুমি খোলা খুলি বলো!!
৪| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ঘরে আমার খাওয়া দাওয়া বন্ধ না।
মা আছে, ভাবী আছে, ছোট ভাইয়ের বউ আছে।
এমন কি বুয়া আছে।
তারা যদি কেউ না থাকতো তাহলে হয়ত হোটেলে খেতে হতো।
ব্লগের সবাই মিলে আমার বাসায় আসেন। মুরুব্বী আপনি সবাইকে একত্রিত করে নিয়ে আসুন আমার বাসায়। তাতে আমি এবং সুরভি খুব খুশিই হবো।
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন একটা উপলক্ষ্য ছাড়াকি আসা যায়?
একটা সুযোগ ছিলো ভাবীর জন্ম দিন!!
সেটাতেতো দুই জনে রইলেন দুই দিগন্তে।
দিনক্ষণ ঠিক করুন আমরা আসবো
নয়তো এসে দেখবো বাসায়
এত্ত বড় এক তালাে ঝুলছে!!
৫| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: ব্লগ ভাবি আবার কি জিনিস?
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৫০
সোহানী বলেছেন: শুভ জন্মদিন ব্লগ ভাবী B
সোহানী আপু নাম দিয়েছে তাকে ব্লগ ভাবী
তার কাছে আমাদের একটাই শুধু দাবী ।
মাংশ পোলাও পায়েস খাবো শেষে খাব পান
খাওয়ার পরে আয়েস করে করবো গুনগান।
৬| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ ভাবি আবার কি জিনিস?
..................................................................
চমৎকার প্রশ্ন জবাব দিন ।
সম্ভবহলে আবার কবিতায় বলুন ।
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা কি হাতের মোয়া চাইলে তাকে পাওয়া যায়
কবিতা যে অমূল্য ধন সাধনা করলে ধরা দেয়।
আশা করি উত্তর পেয়েছেন ভাই
৭| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব, পাঠে মুগ্ধ হলাম।
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
মুগ্ধ হবার সব কৃতিত্ব আপনার।
৮| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৯
ইসিয়াক বলেছেন: বাসায় নেট সমস্যার কারণে একটু দেরী হয়ে গেলো নুরু ভাই।
খুব সুন্দর কবিতা। সুরভী ভাবীর/বোনের জন্মদিন ৭ মার্চ ।
তারিখটা একটু এডিট করে দেন প্লিজ।
শুভকামনা।
০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে ইসিয়াক
খান সাহেবের শালীর জন্মদিনওতো
একই দিনে। তাই বেচারা হিমশিম খাচ্ছে
কারটা রেখে কারটা পালন করবে !!
৯| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগভাবীর জন্য শুভকামনা। আর আপনাকে অশেষ কৃতজ্ঞতা ।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময়ের পরিক্রমায় সুরভী ভাবী আজ ব্লগ ভাবী হয়ে উঠেছেন।া
তবে এর সমস্ত কৃতিত্ব খান সাহেবের। তার ঐকান্তিক প্রচেষ্টায়
সুরভী ভাবী আর ব্লগ ভাবী। সমান্ কৃতিত্ব সোহানী আপুর, তিনিই
তার এ নাম করণ করেন। উভয়কে শুভেচ্ছা
১০| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুরভী ভাবী ব্লগ ভাবী থেকে জাতীয় ভাবী হয়ে উঠছেন।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি হিংসে হয় !!
আমরা আশা করি ক্রমান্বয়ে
আজকের ব্লগ ভাবী আগামীর জাতীয় ভাবী!!
১১| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৪ নং মন্তব্যে দেখলাম দাওয়াত চালাচালি হচ্ছে।
নুরু ভাই আমাকে ছাড়া নুর ভাইয়ের বাসায় যাবেন এমন মনে হয়না।
যাক ব্লগ ভাবির জন্মদিনে অনেক শুভ কামনা। সাথে উনার আনন্দময় দাম্পত্য জীবন কামনা করছি।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান ভাই যতই চাপাচাপি করুক আমি আপনাদের না নিয়ে
কখনোই যাবেনা। ভাবীর মনোবাসনাও তাই, তিনি সবাইকে
দাওয়াত দিবে কিন্তু খান ভাই একটু কৌশল করে এড়িয়ে যেতে
চাচ্ছেন। যে দ্বায়িত্ব নিতে চায় তাকে দিচ্ছেনা আবার যে না করছে
তাকে সে জোর করছে বিষয়টা চাতুর্যের !!
আমিও খান ভাইয়ের সুখী দাম্পত্য জীবন
প্রত্যাশা করছি।
১২| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: ৪নং এর উত্তর- শালী নিয়ে আমার কোনো আদ্যিক্ষেতা নেই।
৫ নং এর উত্তর- আপনি আমার বাসায় আসুন। পায়েস পোলাউ আরো যা যা খাবেন খেয়ে যান কোনো অসিবিধা নাই। আপনি আমার বাসায় এলে আমি খুশি হবো। প্রচন্ড খুশি হবো।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ্যাহ্যা সমস্যা আছেতো শালীকে নিয়ে আদিক্ষ্যেতা করলে !!
কখন না যানি বলে বসে
" দুলা ভাই দুলা ভাই ওআমার দুলা ভাই চলোনা সিনেমা দেখিতে আজেই যাই ... সিনেমার নাম নাকি তোমাকে চাই, তোমাকে চাই"
১৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা লিখতেও আপনি দূর্দান্ত।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে,
লিখি হয়তোবা ছাইপাস
তবে তা বের হয় কেউ খোঁচা দিলে।
এমনিতে রস বের হয় না ।
১৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গুড।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নট অনলি গুড
ইট ইজ ভেরী গুড !!
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৩
মুজাহিদুর রহমান বলেছেন: ওয়াও, দারুণ !!!