নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর হাজী মোহাম্মদ মোহসীন। শুধু দানশীলতা নয়, আরবি ফরাসি-উর্দু ও ইংরেজি ভাষায় এবং ইতিহাস বীজগণিতে তাঁর অগাধ পাণ্ডিত ছিল। অনাড়ম্বর জীবনযাপনের অধিকারী হাজী মোহাম্মদ মেহসীনের মনোবৃত্তি আমাদের আজকের ভোগবাদী সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।বিশাল সম্পত্তির আয় চিরকুমার মোহসিন নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় না করে দীন-দুঃখীর দুঃখ মোচনের জন্য ব্যয় করেছেন। বাংলাদেশের বিভিন্ন শহরে বিশেষ করে কলকাতার সীমানাবর্তি এলাকাগুলোতে তিনি অনেক সম্পতি আহলে বাইতের অনুসারী শীয়াদের নামে ওয়াক্বফ করে গেছেন। হুগলী-ঢাকা-চট্টগ্রাম-যশোর প্রভৃতি স্থানের শিক্ষা প্রতিষ্ঠানে বহু অর্থ দান করেছেন। মৃত্যুর ছয় বছর পূর্বে ১৮০৬ সালে একটি তহবিল গঠন করে ধর্ম ও জনহিতকর কার্যে সম্পত্তি দান করেন। মোহসীন তহবিলের অর্থে ‘হুগলী মোহসিন কলেজ’ (১৮৩৬), হুগলী দাতব্য চিকিৎসালয় (১৮৩৬) এবং হুগলরি নতুন ইমামবাড়া (১৮৪৫) স্থাপিত হয়। মোহসিন তহবিলের বৃত্তির অর্থ দিয়ে হাজার হাজার ছাত্রের উচ্চশিক্ষালাভের প্রসার ঘটে। আজ দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের ২৮৫তম জন্মবার্ষিকী। ১৭৩২ সালের আজকের দিনে তিনি ভারতে জন্মগ্রহণ করেন। শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
মোহাম্মদ মোহসীন ১৭৩২ সালের ৩ জানুয়ারী ভারতের পশ্চিম বাংলার হুগলীতে এক সম্ভ্রান্ত মুসলীম ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইরানের ইসপাহান প্রদেশের মানুষ এবং শীয়া সম্প্রদায়ের লোক । তার পিতার নাম হাজী ফাইজুল্লাহ এবং মাতার নাম জয়নাব খানম। এটি ছিলো জয়নব খানমের দ্বিতীয় বিবাহ। তার প্রথম স্বামী আগা মোতাহার বিশাল ধন সম্পত্তির মালিক ছিলেন পরে যার মালিক হন তার একমাত্র কন্যা মন্নুজান খানম। মন্নুজান ও মোহসীন পারিবারিকভাবে ক্বোরআন, হাদিস সম্পর্কে বিষদ জ্ঞান লাভ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য মোহসীন মুর্শিদাবাদ গমন করেন। ইতি মধ্যে মোহসীনের পিতার মৃত্যু হলে তিনি তার সৎবোন মন্নুজান যত্নে বড় হন। ১৭৬৭ সালে মন্নুজানের বিয়ে হলে মোহসীন বিভিন্ন দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। তিনি এশিয়ার বিভিন্ন দেশ যেমন ইরাণ, ইরাক, তুর্কি ভ্রমন করেন। তিনি মক্কা, মদিনা, কারবালার প্রান্তর ও কুফাসহ অনেক পবিত্র নগরী ভ্রমন করেন। হ্জব্রত পালন করার পরে তিনি হাজী মোহাম্মদ মোহসীন নামে পরিচিতি লাভ করেন।
(ঢাকা বিশ্ববিদ্যালয়েও হাজি মুহাম্মাদ মহসীন হল)
ভ্রমন শেষে হাজী মহসীন দেশে ফিরে আসেন। ইতিমধ্যে মন্নুজান বিধবা হন। মহসীন তখন সৎ বোন মন্নুজানের সাথে থাকতেন এবং তার নবাব স্টেট দেখাশুনা করতেন। উল্লেখ্য হাজী মোহাম্মদ মোহসীনের মাতা জয়নব খানমের প্রথম স্বামী আগা মোতাহার হুগলি, যশোহর, মুর্শিদাবাদ ও নদীয়াতে বিশাল স্থাবর ও অস্থাবর ধনসম্পত্তি রেখে যান। ১৮০৩ সালে সৎ বোন মন্নুজান পরলোক গমন করেন। এরপর সংসার ধর্মে চির উদাসীন মহসীন আরো বৈরাগী হয়ে যান। এই সময় মুলত দান করেই তিনি সময় কাটাতেন। তার মৃত সৎ বোন মন্নুজানের বিশাল সম্পত্তি জনগনের সেবার জন্য উইল করে দেন। তাঁর দানের টাকায় বহু পরিবার চলত। তার আর্থিক সহয়তায় ইমামবারা, মহসীন কলেজ তৈরি হয়। এখনও হুগলিতে মহসীন ফান্ড আছে। সেখান থেকে ছাত্রছাত্রীরা সাহায্য পেয়ে থাকনে। শিক্ষাব্রতী সমাজসেবক হাজী মোহাম্মদ মোহসীন ১৮১২ খৃষ্টাব্দের ২৯ নভেম্বর পরলোক গমন করেন। বাংলার একজন দানবীর মানুষ হিসাবে খ্যাত হাজি মুহাম্মদ মহসীন মানুষের কল্যাণে বহু কাজ করেছেন। এখনও মহসীনের নামে বহু শিক্ষালয় আছে। চট্টগ্রামে হাজী মুহাম্মদ মহসিন কলেজ, খুলনার হাজী মহসীন কলেজও ও ঢাকা বিশ্ববিদ্যালয়েও হাজী মুহাম্মাদ মোহসীনের নামে ছাত্রাবাস আছে।
অনাড়ম্বর জীবনযাপনের অধিকারী হাজী মোহাম্মদ মোহসীনের ২৮৫তম জন্মবার্ষিকী আজ । শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ধমনী আপনার প্রশ্নের জন্য,
জ্বি হা চট্র্রগ্রামের এই কলেজটি ৮৭৪ খ্রিষ্টাব্দে দানবীর হাজী মুহাম্মদ মহসিন এর "মহসিন ফান্ড" এর অর্থায়নে একটি মাদ্রাসা ( চট্টগ্রাম মাদ্রাসা) হিসেবে এ কলেজ প্রতিষ্ঠিত করা হয়।তখন থেকেই এটি একটি সরকারি প্রতিষ্ঠান। ১৯২৭ খ্রিষ্টাব্দে "চট্টগ্রাম মাদ্রাসা"কে "চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ" নামকরণ করে এর কার্যক্রম উচ্চমাধ্যমিক পর্যন্ত উন্নীত করা হয় এবং পরে ০৯/০৫/১৯৭৯ খ্রিষ্টাব্দে "চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ" ও "চট্টগ্রাম সরকারি ইন্টারমিডিয়েট কলেজ"কে একত্রিত করে "হাজী মুহাম্মদ মহসিন কলেজ" নামে নামকরণ করা হয়। ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে ডিগ্রী(পাস) কোর্স, ৯৬-৯৭ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) কোর্স, ৯৩-৯৪ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব, এবং ৯৬-৯৭ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব প্রবর্তন করা হয়। বর্তমানে এ কলেজে "উচ্চমাধ্যমিক", "স্নাতক (সম্মান)", "স্নাতক(পাস)", "মাস্টার্স প্রথম পর্ব" এবং "মাস্টার্স শেষ পর্ব" পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের ২৮৫তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দেশ প্রেমিক,
দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের জন্মবার্ষিকীতে
শুভেচ্ছা জানানোর জন্য।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের ২৮৫ তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আবুহেনা ভাই,
শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর
হাজী মোহাম্মদ মোহসীনের
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১
কামরুননাহার কলি বলেছেন: আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করবো।
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক আছে, আমি উত্তর দিবো জানা থাকলে!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১
কামরুননাহার কলি বলেছেন: হাজী মুহাম্মদ মহসীন কখনো বিয়ে করেননি কেনো। এর রহস্য কি ছিলো।
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দানবীর মুহম্মদ মোহসীনের জীবনী ঘেটে যেটুকু জেনেছি তা হলোঃ
তার বড় বোনের বিয়ের পর ৩৫ বছর বয়সে শুরু হলো তার দেশ ভ্রমণ। যখন
প্রথমে তিনি পায়ে হেঁটে চলে এলেন মক্কায়। পালন করলেন হজ। তারপর
মক্কা থেকে আবার যাত্রা শুরু করলেন ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া, মিসরের পথে।
ঘুরে বেড়াতে লাগলেন এক দেশ থেকে আরেক দেশে। মুসলিম দেশগুলো তিনি ঘুরে ঘুরে
দেখতে লাগলেন। এমন করে কেটে গেল সাতাশ বছর। ৩৫+২৭=৬২বছর পার করে
স্বদেশে ফিরে এলেন। এই বয়সে বিয়ে করে সংসার পাততে তার আর মন চাইল না
বলেই বিয়ের পিড়িতে বসেন নি তিনি।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮
নিতাই পাল বলেছেন: ইতিহাস অতীত সাক্ষী বহন করে। অতীতের ঘটনাবলি ইতিহাসের পাতায় আছে বলেই, আমরা ইতিহাস ঘেঁটে পাচ্ছি। বলছি, লিখছি, শিখছি,শেখাচ্ছি।
ভালো লিখেছেন। লেখককে ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ নিতাই'দা
জন ল্যাক হন নামের এক দার্শনিক
বলেছিলেন
সুতরাং আমাদের অতীত জনতে হবে আমাদের ভবিষ্যতের প্রয়োজনে।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ফুলেল শুভেচ্ছা। স্রষ্টা যেনো উনাকে ভালো রাখেন।
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ জুনায়েদ ভাই
ভালো লাগলো আপনার প্রার্থনা।
আপনার উপরেও শান্তি বর্ষিত হোক
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমার জন্য আবার কষ্ট করে আপনেকে লিখতে হলো।
তবে একটি কথা আমার মাথায় ঘুরপাক খায়। থাক সেটা বলার দরকার নাই।
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধনবাদ কলি আপু,
সমস্যা নাই কোন,
তবে আপনার মাথায় যে কথাটি ঘরপাক খাচ্ছে
তা প্রকাশ করলে আমিও কিছু জানতে পারতাম।
কারণ জনার কোন শেষ নাই।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
সাইন বোর্ড বলেছেন: নিজের উপার্জিত অর্থ থেকে দান করতে পারলে অারো ভালো লাগত...
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা ঠিক,
তবে যা পেয়েছেন অযাচিতভাবে
তাই দান করেছেন মুক্ত হস্তে।
এটাও কম ত্যাগ নয়।
ধন্যবাদ সাইনবোর্ড
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩
তারেক_মাহমুদ বলেছেন: এই সব মহান ব্যাক্তিদের মনে রাখা আমাদের কর্তব্য
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই মনে রাখা কর্তব্য।
গুণীরা সব সময় অনুকরণীয়।
ভালো থাকবেন তারেক ভাই।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক,দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে লেখার জন্য।
ভালো লাগলো আপনার লেখা।
আমি মহসিন কলেজ,চট্টগ্রামের ছাত্র ছিলাম।
আবারো ধন্যবাদ, আপনার সুলেখনীর জন্য।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আরাফআহনাফ
ভালো লাগলো আপনি চট্টগ্রামের
মহসিন কলেজ ছাত্র ছিলেন যেনে।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩
কামরুননাহার কলি বলেছেন: বিয়ে করাটা তো ফরজ কাজ। সেটা কি তিনি কখনোই বুজতে পারেননি। হয়তো পারেননি। আপনার প্রথম মন্ত্যব্যে যেটা দেখলাম যে তিনি বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করেছেন। তাতে বুঝা গেলো যে তার হয়তো জিনিসটি মাথায় আসেনি।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কলি আপু,
আমরা সকলেই অবগত যে,
বিয়ে একটি সামাজিক বন্ধন। ইসলাম নারী-পুরুষের মধ্যে সুন্দর ও
পবিত্র জীবনযাপনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওযার ব্যবসস্থা করেছে।
বিয়েই হচ্ছে যৌন পবিত্রতা সংরক্ষণ ও যৌন ক্ষুধা নিবারণের সবচেয়ে
বড় উপায় ও মাধ্যম। কোনো কোনো আলিমের মতে, বিয়ে করা ওয়াজিব।
তবে কারো মনে যদি স্ত্রীর হক আদায় করতে না পারার ধারণা প্রবলতর হয়,
তাহলে সেমতাবস্থায় বিয়ের ফাঁদে নিজকে জড়ানো শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় অর্থাৎ মাকরূহ।
বরং স্ত্রীর হক আদায় করতে না পারার ব্যাপারে যে- ব্যক্তি স্থির নিশ্চিত, তার পক্ষে বিয়ে করা হারাম।
এখন কোন কারণে তিনি বিয়ে করেন নি তা একমাত্র আল্লাহ ভালো জানেন।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪
আবু সায়েদ বলেছেন: এই মহান পুরুষের জন্য আমরা গর্বিত।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই আমরা গর্বিত হাজী মোহাম্মদ মোহাসীনের
বদন্যাতার জন্য। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আমিন-
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬
জাহিদ অনিক বলেছেন:
ছোটবেলায় পড়েছি- হাজী মুহম্মদ মুহসিনের ঘরে চোর এসেছিল- তিনি চোরকে কিছুই বলেন নি।
উনি মহৎ- আর আমি সেই চোর- নিজেকে চোর ভাবতাম।
হাজী মোহাম্মদ মোহসীনের ২৮৫ তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
ধন্যবাদ আপনাকে
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জাহিদ অনিক
দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ছোটবেলা তার গল্প শুনেছিলাম মার মুখে।
তারপর আমার ইচ্ছা ছিল হাজী মো। মহসীন হবো।
এই ইচ্ছাটা আমার এখনও আছে।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
এখনো তার মতো হবার ইচ্ছাকে
স্বাগত জানাই। ইচ্ছা থাকলে উপায় হয়।
তাঁর আদর্শ আপনার মধ্যে বিরাজিত হলেই
আপনি হবেন দানবীর।
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া সেটা আল্লাহই জানের । আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন। আমিন।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যাবদ,
আল্লাহই ভালো জানেন,
তবে আমার মনে হয় আপনি
কিছু একটা জানেন যা প্রকাশ করছেন না।
যাদি র্কিছু মনে না করেন তা হলে সবার জনানার
জন্য বলতে পারেন নিঃসঙ্কোচে
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪
কামরুননাহার কলি বলেছেন: না ভাইয়া আমার মনে কিছুই বিরাজ করছেনা। আপনি আমাকে অনেক ভালো কিছু তথ্য দিয়েছে এটাতেই আমি খুশি। আমার যখন অনেক কিছু জানা না থাকে তখন আমি মানুষকে প্রশ্ন করি। জানিনা তারা আমার উপর কতটা বিরক্ত হয়। আর আজ আমিও আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করে বিরক্ত করে ফেলেছি। এই জন্য আমাকে অনেকে বলে তুমি বুঝো কম হাহাহাহ।
ভাইয়া কিছু মনে করবেন না।
তবে সামনে আরো জানতে চাবো হাহাহাহাহ। তখন বিরক্ত হলোও জিজ্ঞাসা করবো, হাহাহাহা।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ভালো লেগেছে আপনার জানতে চাওয়ার আকাঙ্খা।
আমার কাছে কেউ কোন প্রশ্ন করলে আমি আমার সাধ্যমতো
তার উত্তর দেবার চেষ্টা করি। বিরক্ত হবার কোন কারণ নাই।
আপনার জানতে চাওয়াকে স্বগত জানাই। ধন্যবাদ,
ভালো থাকবেন।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও............
ভালো থাকবেন ।
আমার আজকের পরবর্তী লেখায় আমন্ত্রণ
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
কামরুননাহার কলি বলেছেন: অবশ্যই ।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
কাবিল বলেছেন: শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের ২৮৫তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
কেমন আছেন নূরু ভাই?
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
শামচুল হক বলেছেন: শিক্ষাব্রতী ও সমাজসেবক দানবীর হাজী মোহাম্মদ মোহসীনের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৩
তপোবণ বলেছেন: লেখাটি বেশ আগ্রহ নিয়ে পড়লাম। জানলাম অনেক তথ্য। তাঁর স্মরণে লিখার জন্য আপনাকে সাধুবাদ জানাই। ভালো থাকুন।
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: ছেলেবেলা থেকে 'দাতা মুহসিন' 'টাকা দেবে গৌরী সেন' এসব শুনতে অভ্যাস্ত হলেও, তাদের নিয়ে লেখা খুব একটা পাওয়া যায় না। আপনি হাজী মুহাম্মদ মুহসীনকে নিয়ে লিখেছেন, তাঁর জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন, আবার আমাদেরও ব্যাপারটা অবহিত করেছেন।
ধন্যবাদ, কৃতজ্ঞতা ও সাধুবাদ আপনার অবশ্যই প্রাপ্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
ধমনী বলেছেন: চট্টগ্রামের মুহসীন কলেজ ও কি তাঁর নামে?