নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বিপন্ন মানবতা (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
গরুর গোস্ত খাবার জন্য খুন করলি মুসলমান।
তোর কাছে কী বড় হলো মানুষ থেকে পশুর জান?
সৃষ্টি কর্তা সবার উপর মানুষেরে দিয়েছে স্থান।
তার তরে যে সবই সৃজন বুঝলিনারে অভাজন।
গরু খাওয়া ধর্ম মতে মুসলমানের নিষেধ নাই,
তোমরাওতো মাংস ভোজী খাচ্ছো যা পাচ্ছ তাই।
পশু, পাখী, মুরগী পাঠা তোমার যখন বারণ নাই
গরু খেলে মুসলমানের দোষটা কোথায় বলো ভাই?
জীবে দয়া করা ভালো বলেছে তা পাক কোরআন।
মানুষ তবে নয় কীরে জীব পশু হলো তার'চে মহান?
পশুর জন্য মানবতা! মানুষ হলো নাজেহাল।
শেষ বিচারে জানিস কি তু্ই করবে খোদা তোর কী হাল?
উৎসর্গঃ ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে মোহাম্মদ আখলাককে গরুর গোস্ত খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়
সূত্রঃ গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা!
প্রকাশকালঃ ঢাকাঃ ৮ অক্টোবর ২০১৫ ইং ২৩ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে বিদ্রোহী ভৃগু
চমৎতকার মন্তব্যের জন্য।
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
অন্ধবিন্দু বলেছেন:
জনাব নূর মোহাম্মদ,
মানবিক একটি কবিতা লিখেছেন। এমন ঘটনা আর না ঘটুক-এই প্রার্থনা করি।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: এমন ঘটনার পূনরাবৃত্তি ঘটুক তা কেউই চাইবেনা,
খোদ ভারতেও এর বিরু্দ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে।
ধন্যবাদ অন্ধবিন্দু আপনাকে মন্তব্যের জন্য।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩
হাবিবুর রাহমান বাদল বলেছেন: ধন্যবাদ, সুন্দর কবিতার জন্য। আর ধিক্কার জানাই মানুষ নামের সেই সব পশুদের প্রতি যারা গো মাংস খাওয়া অপরাধে মানুষ হত্যা করে অথচ সেই মাকে (গরু) নিয়ে ব্যবসা করে।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মায়ের (গাভী) চামড়ায় জুতা বানিয়ে পরতে দ্বিধা নাই,
বিশ্বের ১ নং গরুর গোস্ত রফতানী হওয়ায় গর্বিত, অথচ
মুসলমানে গরুর গোস্ত খেলে তাদের মায়ের অসম্মান হয়!!
ধিক সেই নরাধমকে যারা পশুকে মানবের উর্ধ্বে সম্মান
দিতে বৃথা চেষ্টা করে।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারতের নগ্ন হিন্দু মৌলবাদের আগ্রাসনের চূড়ান্ত নোংরা রুপ এই হত্যাকান্ড!
অথচ তারা মিথ্যাই ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ায়!
তাদের বোধোদয় হোক।