নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ঔষধের বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ২০১১ সালে অনুমোদিত প্যারাসিটামল, পায়োগ্লিটাজন ও রসিগ্লিটাজন জাতীয় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এইস সফট, নাপা সফটসহ বিভিন্ন কোম্পানির উৎপাদিত ৫১টি ওষুধের নিবন্ধন বাতিল করেছে। ১৩ আগস্ট ২০১৫ ইং ঔষধ নিয়ন্ত্রণ কমিটির ২৪৪ তম সভায় ৫১টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ঔষধ গুলো হলোঃ রেনাটার প্যারাডট ট্যাবলেট, পায়োগ্লিন ৩০ ট্যাবলেট, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এইস সফট ট্যাবলেট, টস-৩০ ট্যাবলেট, টস-৪৫ ট্যাবলেট, সেনসুলিন ২ ট্যাবলেট, বেক্সিমকো ফার্মার নাপা সফট ট্যাবলেট, পায়োগ্লিট ৩০ ট্যাবলেট, পায়োগ্লিট ৪৫ ট্যাবলেট, ড্রাগ ইন্টারন্যাশনালের ফিভিমেট ট্যাবলেট, পায়োজেনা ৩০ ট্যাবলেট, রোমেরল ২ ট্যাবলেট, দ্য একমি ল্যাবরেটরিজের ফাস্ট-এম ট্যাবলেট, বায়োফার্মার এসিটা সফট ট্যাবলেট, অপসো স্যালাইনের জিসেট ট্যাবলেট, অপসোনিন ফার্মার রেনোমেট ট্যাবলেট, পাইলো ৩০ ট্যাবলেট, এসকেএফ’র টেমিপ্রো ট্যাবলেট, বায়োফার্মার প্রিগলেট ৩০ ট্যাবলেট, ইউনিমেড এন্ড ইউনিহেলথ’র একটোস ৩০ ট্যাবলেট, এরিস্টোফার্মার গ্লুকোজন ৩০ ট্যাবলেট, গ্লুকোরস ৪ ট্যাবলেট, এসিআই লিমিটিডের ডায়াট্যাগ ৪৫ ট্যাবলেট, জেনারেল ফার্মাসিউটিক্যালসের রসিগ্লিট ২ ট্যাবলেট, রসিগ্লিট ৪ ট্যাবলেট, এরিস্টোফার্মার গ্লুকোরস ২ ট্যাবলেট, ডেল্টা ফার্মার রসিট-৪ ট্যাবলেট, মিল্লাত ফার্মার পায়োট্যাব ৩০ ট্যাবলেট, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পায়োডার ৩০ ট্যাবলেট, কেমিকো ফার্মাসিউটিক্যালসের ওগলি ৩০ ট্যাবলেট, ট্যাজন-৪ ট্যাবলেট, ডক্টরস কেমিক্যালের পায়োজন ৩০ ট্যাবলেট, অ্যালকো ফার্মার পায়োলিট ৩০ ট্যাবলেট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও লাইসেন্সিং অথোরিটি (ড্রাগস) মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষকে এসব ঔষধ নিজস্ব চ্যানেলের মাধ্যমে বাজার থেকে প্রত্যাহার করে তার পরিমাণসহ অধিদপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী ওষুধ নিয়ন্ত্রণ কমিটির ২৪৪তম সভায় বলা হয়, প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম এর সঙ্গে ডিএল মেথিওনিন ১০০ মিলিগ্রাম কম্বিনেশন পদটিতে মেথিওনিনের পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকির বিষয়ে বেশ কিছু তথ্য টেকনিক্যাল সাবকমিটির সভায় উপস্থাপিত হলে সদস্যরা বিষয়টি বিস্তারিত আলোচনা করেন।
রেজিস্ট্রেশন বাতিলকৃত এই ৫১টি ওষুধের উৎপাদন, ক্রয়-বিক্রয়, বিতরণ, মজুদ ও প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে। নিজে সচেতন হন এবং অন্যদেরকেও সচেতন করুন।
সূত্রঃ Bangladesh Directorate General of Drug Administration (DGDA) has banned 51 tablet medicines
২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
সুন্দর মন্তব্যের জন্য।
সচতেনতার বিকল্প নাই।
২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭
তারছেড়া লিমন বলেছেন: ভাইরে শুধু নাপা/এইচ তে প্যারাসিটামল আছে অন্য কম্পাউন্ড নাই ......... শুধু প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম এর সঙ্গে ডিএল মেথিওনিন ১০০ মিলিগ্রাম যেই ঔষুধ এর সাথে আছে সেই গুলো বাতিল করেছে।
২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ লিমন
আসলে এটা বিজ্ঞ ডাক্তারদের জানা,
আমরা আমজনতা অত কি বুঝি !!
্
৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৮
তপ্ত সীসা বলেছেন: নাপা এইস বাতিল হয়নাই ভায়া, নাপা এইস সফট বাতিল হইছে। আপনার পোস্ট বিভ্রান্তি ছড়াবে
২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিভ্রান্তির কোন অবকাশ নাই!!
সূত্রে ৫১টি ওষূদের বিস্তারিত
লিষ্ট দেওয়া আছে। সচেতন হোন,
নিরাপদ থাকুন।
৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
তিক্তভাষী বলেছেন: শুধু প্যারাসিটামল এবং প্যারাসিটামলের সাথে ক্যাফেইনযুক্ত ঔষধ চালু আছে। তারছেড়া লিমন যেমন বলেছেন: প্যারাসিটামলের সঙ্গে মেথিওনিনযুক্ত ঔষধগুলো বাতিল করা হয়েছে।
২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুম!!
ঠিক বলেছেন।
বাতিলকৃত ওষুধের
বিস্তারিত বিবরণ সূত্রে
উল্লেিুখত লিংক দেখা যেতে পারে।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ অবস্থা!
আমজনতাতা মূখস্ত অষুদ বলতে নাপা এউসই বোঝে!!
আর ফার্শেসীর মালীকরা অতটা সৎ হয়নাই- যে আর বেচবে না!!!!
মানুষের যাবার পথ কই!!!
টিভি মিডিয়া ওয়ালাও ব্যাপক প্রচারনায় নামে নাই!!!! কার স্বার্থে! এরচে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু আর কি হতে পারে!!! এটা বারবার সংবাদ, নাটিকা, ফিলার নানা আইটেম হিসাবে প্রচার হওয়া দরকার।