নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কাঠাঁলের মর্ম বেদনা
নূর মোহাম্মদ নূরু
আজকে আমি বলবো শুধু কাঠাঁল নিয়ে কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।
আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঠাঁলের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?
আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঠাঁল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
কাঠাঁল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঠাঁল কাঠ ফার্নিসারে ইচেছ তাকে পাবার।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঠাঁল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।
চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঠাঁল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।
প্রকাশ কালঃ
ঢাকাঃ সোমবারঃ ২৬ মে, ২০১৪ ইং
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লেখোয়াড়
জীবনী বাদ নয় বরং জীবনের সাথে কবিতা ছড়া!!
ছড়া কবিতা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সুতরাং
উপেক্ষা করা কী সমীচীন হবে?
২| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫
সুমন কর বলেছেন: মজা এবং ভালো লাগল।
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো লাগার জন্য।
শুভেচ্ছা সুমন'দা
৩| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩২
কাবিল বলেছেন: চমৎকার, ভাল লাগল।
এই তো এমন মাঝে মধ্যে কবিতা লিখলেও ভাল লাগে।
আশা করি-----------
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই
কথা দিয়েছিলাম মাঝে মাঝে কবিতা লেখার,
অঙ্গীকার পুরণ করলাম। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০১
লেখোয়াড়. বলেছেন:
জীবনী বাদ দিয়ে ছড়া-কবিতা??
তা হোক...... ভাল লাগল।