নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

তাল কাটা হরতাল (ছড়া)

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১



তাল কাটা হরতাল (ছড়া)

নূর মোহাম্মদ নূরু



গাড়ি ঘোড়া সবই চলে নাই কিছু বন্ধ,

হরতাল আছে কিনা মনে জাগে দ্বন্ধ।

দিলে আগে হরতাল কার ছিলো সাধ্য

গাড়ি করে ডেকে আনে অসুখেতে বৈদ্য।



হরতাল একদা ছিলো বড় সানদার,

ভোতা হয়ে গেছে আজ যত ছিল তার ধার।

বারে বারে ব্যবহারে ম্রিয়মা্ন হরতাল,

বড় ব্যাথা লাগে দেখে এই তাল কাটা হরতাল।



এখন তো হরতালে সবই চলে ঠিক ঠিক,

যারা ডাকে হরতাল তার তরে শত ধিক।

হরতাল ডেকে যারা ঘরে থেকে ঘুম যায়,

অপমান হরতালের তারাইতো করে দেয়।



সেই দিন ফিরে চাই দাবী করে হরতাল

তানা হলে সব কিছু করে দেবে বাঞ্চাল।

হরতাল ভোতা আজি শুনতে যে চাইনা,

আমরাতো আমাদের ডাকতে কইনা!



আজে বাজে অযুহাতে দিয়োনাকো হরতাল,

তানা হলে হরতালের কেটে যাবে সব তাল।

মূলমন্ত্র বাহু বল বলে শোনো হরতাল,

বহু বলের অভাবে মারা গেছে হরতাল।




প্রকাশকালঃ

ঢাকাঃ ০২ এপ্রিল ২০১৫ ইং

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হরতালের কুলখানিটা কবে ;)

=p~ =p~ =p~ =p~

ছড়ায় +++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চলতি মাসের ২৮ তারিখ কুলখানির দিন নির্ধারণ করা হয়েছে,
স্বাবান্ধব আপনি আমন্ত্রিত তবে ১৮ এর নিচে অর্থাৎ যারা নাবালক তাদের
সঙ্গে না আনাই নিরাপদ!! পোস্টে একগুচ্ছ +++ এর জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: !:#P

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
:-P :P =p~

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

অর্বাচীন পথিক বলেছেন: কি কইতাম !!!

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছুই বলার নাই আপু,
বারে বারে একই অস্ত্র
ব্যবহার করলে তার
কর্মক্ষমতা কমে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.