নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
পাগল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
পাগল কোথায়? কেবা পাগল
ভাবছি বসে নির্জনে,
কোথায় গেলো পাগল পাবো
নগর কিংবা দূর বনে।
আমি পাগল তুমি পাগল
পাগল ভরা দুনিয়া,
কোন পাগল খোঁজো তুমি
কওনা আমায় খুলিয়া।
রঙ্গে ভরা বঙ্গ দেশে
পাগলে গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে
লজ্জাতে যা্ই মরিয়া।
পাগল আছে হরেক রকম
ভাবে শুধু নিজেকে,
নিজের কথা ভেবে ভেবে,
বাড়ায় নিজের পুঁজিকে।
গদির লোভে কেউবা পাগল
মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়
আতঙ্ক দেশ জুড়িয়া।
এই পাগল আর সেই পাগলে
ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে
জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগল ঠাই পেতে চায়
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে
ঘাপটি মেরে সবসময়
সাদা মনে খুঁজলে তারে
তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে রঙ্গমেলায়
হয়না কভু তার থাকা।
অন্তরের চোঁখ খুলে গেলে
দেখতে পাবে তার দেখা।
প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ২৩ মার্চ ২০১৫ইং
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু
সেই পাগলের সন্ধান করি
যে হবে পারাপারের কান্ডারী
২| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
আবদুর রব শরীফ বলেছেন: গদির লোভে কেউবা পাগল
মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়
আতঙ্ক দেশ জুড়িয়া।
একদম সঠিক, কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে ৷
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: খুব মজার।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
অর্বাচীন পথিক বলেছেন: বাহ বাহ পাগলের জন্য এত ছন্দ নুর ভাই
খুব ভাল লাগলো ছন্দের কবিতা