নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কবি হবো! (ছড়া)

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮



কবি হবো! (ছড়া)

নূর মোহাম্মদ নূরু



ভাবছি আমি কবি হবো,

কেনো যে তা পারছিনা?

হবেই হবে এই ভাবনায়

খাতা কলমও ছারছিনা।



সকাল থেকে সন্ধ্যা নিশি

লিখে আমি যাচ্ছি তাই,

সুধী জনে বললো দেখে

কবিতা না- যাচ্ছে তাই।



মনে বড় কষ্ট আমার,

ভাবছি কী করা যায়,

নেট ঘেটে সামুর সাথে

বন্ধুত্বটা হয়ে যায়।



হেথায় দেখি পাতি পুতি

অনেক কবির সমাহার,

মনটাকে কই হতাশা তুই

করনা এবার পরিহার।



কবি হওয়া ব্লগেতে

এমন কোন ব্যপার না,

ডানে বামে না তাকিয়ে

যা ইচ্ছা তা লেখে যা।



তোর কবিতা স্মরণীয়

থাকবে হয়ে এখানে,

দেমাগে তোর পা দু’খানি

নামবেনা আর জমিনে।



ছন্দ মিলের বালাই নাই,

না থাকুক মিল অন্তরায়,

সবাই তোকে নোবেল দিবে

যদিও তা কাজের নয়।



তাই বলি মন লিখতে হলে

বেশী পড় যতো পারো

তা নাহলে কবি তোমার

হাত হবে যে নড় বড়ো।



নড় বড়ে কাঁচা হাতে

কবি হওয়া যায়না ভাই,

তাইতো আমি কবিতাকে

জানিয়ে দিলাম গুড বাই।




প্রকাশকালঃ

ঢাকাঃ ১৮ মার্চ ২০১৫ ইং

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ ছন্দময় কবিতা।++

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়
ছড়ায় ++ দেবার জন্য

২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
ছন্দময় কবিতা পড়ে খুব ভালো লাগল ।
কবির প্রতি অভিন্দন র'ল ।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রেজাউ করিম
কবিতা ভালো লাগার জন্য।
শুভেচ্ছা জানবেন

৩| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৬

অর্বাচীন পথিক বলেছেন: খুব সুন্দর ছন্দের কবিতা নুর ভাই।
আপনার কবিতার কথা অনুসারে আমিও কিন্তু "পাতি কবি"

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু
সবখানে আপনার স্বরব উপস্থিতির জন্য।
আপনি মোটেই কোন পাতি কবি নন।
চমৎকার লেখেন আপনি, পড়েন ও বেশী।
সুতরাং ভয় পাবেন না আমার মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.