নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গদ্য ফর্মাটে কাকবিষয়ক একটি অাধুনিক কাকবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭



কাকবিতা

নূর মোহাম্মদ নূরু



কাকটা প্রতিদিন ভাবে তাকে নিয়ে,

কবি কোন এক দিন কবিতা লিখবে।

কবি কখনোই তাকে নিয়ে কবিতা লিখে না,

বড়ই বেখেয়াল সামনে বই মেলে সে!



কাক টার এখন খুব মন খারাপ,

আজকেও কবি কবিতা লিখল না ।

কার্নিশে থাকতে ভাল লাগছে না,

উড়ে গিয়ে বসলো টেলিফোনের তারে।



পায়ের নিচে কথা ভেসে যায় ইথারে ইথারে

প্রেমিকা প্রেমিককে বলে আই লাভ ইউ

জবাবে প্রেমিক বলে আই মিস ইউ

কাক তার কচুও বোঝে না । উড়ে যায় কাক



মনের দুঃখে এবার বসলো গিয়ে একটা

বিদ্যুতের ট্রান্সফরমারের তারে ।

বজ্রপাতের সাথে বৃষ্টি পড়তে শুরু করেছে।

হঠাৎ বিকট একটা শব্দ, বিদ্যুতের ঝলকানি!



শব্দ শুনে কবি বেরিয়ে এলেন, দেখলেন

বিদ্যুতের তারে একটা কাক করুন ভাবে ঝুলে আছে ।

কবির বড্ড কবিতা লিখতে ইচ্ছে হল ।

লিখতে শুরু করলেন কবি....।




'' ঝুলন্ত মৃত কাকটার মত

আমিও মৃত কবি হয়ে যাই

একদম নিস্পাপ নিথর

অর্থহীন কবিতার মাঝে ''




রচনাকালঃ ঢাকাঃ ১০ ফেব্রুয়ারি ২০১৫ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

আরণ্যক রাখাল বলেছেন: কবিতা পড়ে হাসি পাচ্ছে কেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আরণ্যক রাখাল
আমারও খুব হাসি পায় নব্য কবিদের গদ্য কবিতা পাঠে,
আমিও কাকের মতো কচুও বুঝিনা,
তবে কাকের করুণ মৃত্যুতে আমিও মর্মাহত।
সমবেদনা কাকবি ও তাদের কবিতার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.