নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
দেশপ্রেমিক ! (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
দেশ প্রেমিকের ধ্বজাধারী দেশের এ হাল কেন?
সহজ সরল মানুষেরে বিষের ছুরি হানো!
চায়না যারা বিশাল বিত্ত চায় দু'মুঠো ভাত
তাদের বুকে তীর হেনেছো যেমন করে ব্যাধ।
বুঝি আমি! কি চাও তুমি, দেশ বাঁচানোর নামে,
মারছো তাদের দেশটা গড়ে যাদের রক্ত ঘামে!
ক্ষান্ত দাও পুড়ে মারা, দেশটা বাঁচাও আগে,
যদিও তাতে কম পড়ে যায় একটু তোমার ভাগে !
দেশ বাঁচানোর অযুহাতে পরীক্ষা যে বন্ধ!
কেন তোমরা অবুঝ এত, হয়ে গেছো অন্ধ?
লেখা পড়া বাদ দিলে কী বাঁচবে আমার দেশ,
মুখশটাতে ঢেকে আছে তোমার আসল বেশ।
লেখা পড়া কাজ কর্ম দেশের জেনো প্রাণ,
বন্ধ হলে এসব কিছু যাবে দেশের মান।
ভালো কর দেশের তরে খুলে তোমার মুখোশ
হোকনা তাতে ভাগীদাররা তোমার উপর নাখোশ।
সবার আগে দেশটি আমার সে যে সবার মাতা,
মায়ের গায়ে লাগলে আঘাত করতে পারি যা-তা।
সময় আছে সামলে চলো দেশের হবে ভালো,
তা না হলে চুন কালিতে মুখটি হবে কালো।
২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য উৎসর্গীকৃত
প্রকাশ কালঃ ঢাকা
২ ফেব্রুয়ারি'২০১৫
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ
বঙ্গভূমির রঙ্গমেলায়
মন্তব্যের জন্য
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
ফাহিমুল ইসলাম বলেছেন: চমৎকার
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ফাহিমুল ইসলাম সুন্দর
মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে চমৎকার একটি কবিতা।