নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমনভাবে হেরে যাবো যে, তুমি জিতেও পস্তাবে!!!

অনুপম বলছি

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫

আমি ব্লগার হইছি! বলেছেন: আই এম জিপিএ ফাইভ এখন জেন-জি নাম ধারণ করেছে। জাষ্ট চুপচাপ দেখে যান। অনেক বিনোদন আছে সামনে।

২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২

অনুপম বলছি বলেছেন: আই এম জিপিএ ফাইভ মানেই ম্যা-ধাবী।

২| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১

নতুন বলেছেন: কিছু মানুষের খেয়ে দেয়ে কাম কাজ নাই তারা অনেক সময় খবর অতিরন্জিত করে।

মেট্রোরেল ৩৫০ কোটি দিয়ে চালু করলে বড় উন্নয়ন হতো, বেশি টাকা লুট হতো, আরো অনেক কাহিনি করা যেতো।

এখন ১.৫ কোটি দিয়ে চালু করেছে, কিছু জিনিস ক্রয় করে চলতে থাকলে বড় উন্নয়নটা দেখা যাবেনা কিন্তু কম খরচে কাজটা ঠিকই হবে।

আর কিছু মানুষ আয়ামী সরকার চলে যাওয়া তে বেকার তাই তারা বর্তমানর সরকার খুত ধরতেই সময় নস্ট করে।

আশা করি দুই দলই ভালো কাজে নিজেদের ব্যস্থ রাখবে।

২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

অনুপম বলছি বলেছেন: আপনারা আগেও ভালো ছিলেন কারণ মানুষের দানে খাওয়া দাওয়া করতেন বাজার করে খেতে হইতোনা।
এখন তো আরো ভালো আছেন কারণ লুটপাট করে বেশি বেশি খাচ্ছেন বাজার করে তো আর খাওয়ার অভ্যেস নাই তাই গরীবের কষ্ট বুঝবেন না।

৩| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৬

আমি নই বলেছেন: আপনারা যখন বলেন সামনে আরো বিনোদন আছে, শান্তিপ্রিয় জনগন তখন সত্যি ভয় পায়, না জানি কোন অপকর্মের প্লান করতেছেন।

পল্লীবিদ্যুৎের স্যাবোটাজকারীদের মত সকল পর্যায়ের স্যাবোটাজকারীদের শাস্তীর আওতায় আনতে না পারলে সরকার কিছুই কন্ট্রোল করতে পারবেনা।

৪| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

আজব লিংকন বলেছেন: বিহাইন্ড দ্যা সিন হচ্ছে, অন্য ষ্টেশনের যন্ত্রপাতি ও মালামাল এনে ওখানে স্থাপন করা হয়েছে।
আশ্চর্য!!! সত্যি কি তাই...!!! প্রমাণ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.