নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!
এক ছিলো গ্রাম, নাম তার সবুজপুর। গ্রামের পরিবেশ ছিলো মনোরম। সেখানকার মানুষগুলো খুব পরিশ্রমী ও সরল। গ্রীষ্মের শুরুতে সবুজপুরের নদীর পানি কমে যায়, তখন কৃষকরা চিন্তিত হয়ে পড়ে। পানি না থাকলে ফসল ফলানো কঠিন হয়ে পড়ে।
সবুজপুরে একটি ছোট্ট বাজার বসে প্রতি বৃহস্পতিবার। বাজারের প্রধান আকর্ষণ ছিলো মাসুদ চাচার মাছ। তাঁর মাছের কদর ছিলো পুরো জেলায়। এক বৃহস্পতিবার সকালে মাসুদ চাচা বাজারে এসে দেখলেন, তাঁর সব মাছ মরে গেছে। নদীর পানি দূষিত হয়ে যাওয়ায় মাছগুলো টিকে থাকতে পারেনি।
মাসুদ চাচা খুব দুঃখ পেলেন। বাজারে আর কোনো ক্রেতা নেই। সবাই গ্রামের সমস্যার কথা জানে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন, তারা এই দূষণ বন্ধ করার জন্য কিছু করবেন। তারা গ্রামের সবাই মিলে নদীর পাশে একটি বড় সভা করলেন।
সভায় উপস্থিত ছিলেন এলাকার ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি গ্রামের সমস্যার কথা শুনে প্রতিশ্রুতি দিলেন, দ্রুত ব্যবস্থা নেবেন। গ্রামের ছেলেমেয়েরা ও গ্রামের বৃদ্ধ-বৃদ্ধারা সবাই মিলে নদী পরিষ্কার করার কাজ শুরু করলেন।
এই উদ্যোগ দেখে পাশের গ্রামের মানুষও এগিয়ে এলেন। সরকারি কর্মকর্তারাও এসে যোগ দিলেন তাদের সাথে। মাসুদ চাচা আবারও নদীতে মাছ চাষ শুরু করলেন।
এক বছর পর, সবুজপুরের নদী আবারও স্বচ্ছ হয়ে উঠল। মাছের চাষে সফল হলেন মাসুদ চাচা। গ্রামের কৃষকরা আবারও ফসল ফলাতে পারলেন।
সবুজপুর আবার তার আগের মতোই সবুজে ভরে উঠলো। গ্রামের মানুষগুলো আবারও হাসিমুখে দিন কাটাতে লাগলো।
০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬
নয়া পাঠক বলেছেন: এরকম হওয়ার প্রয়োজন দেখি। তার জন্য আমাদের সবাইকে প্রতিহিংসা ভুলে একজোট হতে হবে।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৩
মনামী বলেছেন: যতদিন শিক্ষিত সমাজের হাতে থাকবে দেশ
ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ মনামী, সুন্দর একটি কথা বলেছেন, তবে তাকে শুধু শিক্ষিত হলেই চলবে না, অবশ্যই ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝা ও তা মেনে চলার ক্ষমতা থাকতে হবে। তার বিবেক জাগ্রত রেখে তাকে কাজ করতে হবে, যোগ্যস্থানে যোগ্য লোক বসাতে হবে।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫০
রানার ব্লগ বলেছেন: যতদিন সু-শিক্ষিত সমাজের হাতে থাকবে দেশ । ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ রানার ব্লগ, সুন্দর কথা বলেছেন, সু-শিক্ষিত সমাজের হাতে দেশ রাখতে হবে। সমাজের সকল স্তরে আইনের সমান প্রয়োগ থাকতে হবে, যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে হবে।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭
করুণাধারা বলেছেন: কিছু নিঃস্বার্থ, নির্লোভ আর বিচক্ষণ মানুষ থাকলেই সবুজপুরের মতো সব গ্রামের মানুষ হাসিখুশি আনন্দে থাকতে পারবে।
০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করেছেন। আসলে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জবাদিহী করতে বাধ্য করতে পারলেই অনেকটা ইজি হবে ব্যাপারটা। আর ন্যয়ের পথে সকলকে চলতে হবে, আইন সবার জন্যই সমান করতে হবে, বিচার বিভাগ স্বাধীনসহ ছাত্ররাজনীতি বন্ধ করতে পারলেই আমাদের সামনে যথেষ্ট সুযোগ রয়েছে।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৩
মেঘনা বলেছেন: প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থাই সু-শিক্ষিত নাগরিক উপহার দিতে পারবে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬
নয়া পাঠক বলেছেন: সত্যিই তাই মেঘনা। সুন্দর একটি মন্তব্যের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা যদি সকল ক্ষেত্রে নিজের বিবেকের ব্যবহার সঠিকভাবে করি তবেই আমরা ভাল থাকতে পারবো।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে তাই হোক।