নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় বলতে আপাতত দেয়ার মত কিছু নেই!
শিরোনামহীনের ৩টা গান ৩টা জেনারেশনকে রিপ্রেজেন্ট করে।জাহাজী জেনারেশন,আবার হাসিমুখ জেনারেশন,এই অবেলায় জেনারেশন। একজন শ্রোতার একটা ব্যান্ডের প্রতি ভালোবাসা বা আগ্রহ তৈরি হয় একটা গানের মধ্যমেই। এরপর ধীরে ধীরে সে বাকি গানগুলো আবিষ্কার করে। শিরোনামহীনের শ্রোতা তৈরির পিছনে এই তিনটা গানের ভূমিকা সবচেয়ে বেশি।আমি বলছিনা অন্য কোনো গান শুনে মানুষ শিরোনামহীনের ফ্যান হয়নি,কিন্তু রেশিও হিসেব করলে এই তিন গানের ধারে কাছেও অন্য গান টিকবেনা।
জাহাজী আর আবার হাসিমুখ নিয়ে কারো কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝেই এই অবেলায় নিয়ে কেউ কেউ কথা বলে। এখন এইটা আসলে কেন হয়?আমি একটু বোঝার চেষ্টা করেছি এবং আমার যা ফাইন্ডিংস তাই শেয়ার করছি।
এই অবেলায় নিয়ে যারা একটু নেতিবাচক কথা বলতে চায় এরা মূলত জাহাজী, আবার হাসিমুখ বা এইগানগুলোর সমসাময়িক অন্য কোনো গান শুনেই শিরোনামহীনের ফ্যান হইছে। তবে আমার ধারনা মূলত আবার হাসিমুখ শুনেই তারা ফ্যান হইছে। এই অবেলায় রিলিজ হওয়ার আগে আবার হাসিমুখই ছিলো শিরোনামহীনের সবচেয়ে জনপ্রিয় গান।আমার ধারনা লাস্ট কয়েক বছরে ধীরে ধীরে আবার হাসিমুখের জনপ্রিয়তাকে এই অবেলায় ছাপিয়ে গেছে। এবং এটাই মূল কারন। যারা আবার হাসিমুখ শুনে শিরোনামহীনের ফ্যান হইছে তাদের কাছে এইটা মাইনা নেওয়া কষ্টের। যারা জাহাজী শুনে ফ্যান হইছে তাদের কাছে জাহজীই সেরা।যারা আবার হাসিমুখ শুনে ফ্যান হইছে তাদের কাছে আবার হাসিমুখই সেরা,আমি নিজেও এই দলে।আর যারা এই অবেলায় শুনে ফ্যান হইছে তাদের কাছে এই অবেলায়ই সেরা।প্রথম ভালোলাগাকে অন্যকিছু দিয়ে রিপ্লেস করা যায়না।
এরসাথে মাইনর কিছু বিষয় কাজ করতে পারে যেমন আগের ভোকালের অনেক ফ্যানদের কাছেও ভালো না লাগতে পারে।তবে আমার মনে হয়না এই বিষয় এখন আর খুবই একটা কাজ করে।তবে এইটাও একটা স্বাভাবিক বিষয়ই।ধরেন আল্লাহ না করুক কোনো কারনে যদি ইসতিয়াক ভাই ব্যান্ডে না থাকোন এবং তার পরিবর্তে অন্য কেউ এই অবেলায় বা ইসতিয়াক ভাইর গাওয়া অন্য কোনো গান গায় তখনও যারা এইসব গান শুনে শিরোনামহীনের ফ্যান হইছে তাদের কাছেও মাইনা নিতে কষ্ট হবে।
এছাড়াও টিকটক টিকটক বলেও এই অবেলায়কে কেউ কেউ ডিমিন করার ট্রাই করে। ভাই বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে স্টুডেন্টরা চিৎকার করে এই অবেলায় গায় নাই। শুধু দেশেই না ভারতে,ফ্রান্সে,অস্ট্রেলিয়ায় সব যায়গায় একই চিত্র। সো আপনাদের এই প্রপাগাণ্ডা আর কাজ করেনা সুতরাং মাইনা নেওয়াই বেটার।
শিরোনামহীনের নতুন এলবামের বেশকিছু গান চলে আসছে,সামনে আরো আসবে।একটা এলবামের সবগুলো গান তো আর হিট হয়না, হয় ২/১ টা। হয়ত এখান থেকেই কোনো একটা গান শুনে শিরোনামহীনের নতুন নতুন শ্রোতা তৈরি হবে,ছাড়িয়ে যাবে এই অবেলায়কে।কিংবা হয়ত এসবের কিছুই হবেনা।তাতে কি আসে যায়। এই ছাড়িয়ে যাওয়া না যাওয়ার লড়াই চলতে থাকুক।
২| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪০
আজব লিংকন বলেছেন: শিরোনামহীনের ফ্যান হয়েছি, "হয় না" গানটা শোনার পর থেকে। এখনো পুরনো ৩ টা অ্যালবাম প্রায়ই শুনি। ছেলেবেলার একাংশের অনুভূতির অপর নাম শিরোনামহীন।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আমার ফেভারিট ব্যান্ড গুলোর একটি!ARTCELL সবার চেয়ে বেস্ট তার মধ্যে। এরপর শিরোনামহীন৷ তারপর অর্থহীন।