নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় বলতে আপাতত দেয়ার মত কিছু নেই!
আমি আসলে চাই জামাত ক্ষমতায় আসুক।কেন চাই সেই আলাপ আরেকদিন করবো।আজকে একটু স্কুলের সময়ের স্মৃতিচারণ করি।
আমরা কালাম স্যারের কাছে প্রাইভেট পড়তাম।তো স্যার মাঝে মাঝে আমাদের অংক করতে দিয়া ভিতরের রুমে যাইতেন।কাজ শেষ কইরা আইসা দেখতেন আমাদের পিটানোর জন্য যে বেত রাইখা গেছিলেন সেই বেত নাই।কেউ বলতে পারেনা বেত কই গেছে।প্রায়ই এমন হয়।পরে একদিন স্যার কেমনে যেন বুইঝা ফেলছিলেন আমরা কারা বেত সরাই।আসলে পোলাপান করতো কি বেত ভাইঙ্গা ব্যাগে রাইখা দিতো আর ছুটি শেষে যাওয়ার সময় ফালাইয়া দিত।পরে স্যার যখন বুইঝা ফেলছেন তখন ভিতরের রুমে গেলে আমাদের কাউরে দ্বায়িত্ব দিয়া যাইতেন বেত দেইখা রাখার।এরপর থেকে আর বেত হারায় না।এমনেই বললাম আরকি, এই ঘটনার সাথে আমার জামাতকে ক্ষমতায় দেখতে চাওয়ার কোনো যোগসূত্র নেই।
২| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২০
সৈয়দ কুতুব বলেছেন: আমি আপনাকে ক্ষমতায় দেখতে চাই।
৩| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৩
আজব লিংকন বলেছেন: শুনেছি ১৯৭১ সালে জামাত চেয়েছিলো পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের অংশ হয়ে থাক। এও শুনেছি তাদের হাতে নির্মম ভাবে খুন হয়েছিল অসংখ্য মুক্তিকামি মানুষ। তাদের পূর্ণ চেষ্টার পরেও আফসোস! তা হয়নি। মানুষের কত চাওয়া অপূর্ণ থেকে যায়। আপনার এই ইচ্ছে পূর্ণ হলে হয়তো তাদের অতৃপ্ত আত্মা শান্তি পাবে। এবং বাংলাদেশের জন্য শহীদ হওয়া, ইজ্জত হারা অগণিত মানুষের আত্মদান বিফলে যাবে।
যদি পারেন, এমনকি আরকি, ১৯৭১ সালে জামাত-এর ভূমিকা নিয়ে কিছু লেইখেন। আমারো এই লেখা পড়ে মনে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে আপনার কোন যোগসূত্র নেই!
নোট : এটা একটা আলোচনা, দয়াকরে ব্যক্তিগত আক্রমণ ভাবেন না।
৪| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৪
বিদ্রোহী পুরুষ বলেছেন: জনপ্রতিনিধিত্ব আর শিক্ষকের বেত তো এক জিনিশ না।
মাথা থেকে হাসিনার বাপের দেশ ন্যারেটিভ দূর করুন, লজিক ফিরে আসবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: শিক্ষক কেন নির্মমভাবে বেত দিয়ে প্রহার করবে ছাত্রদের। মায়া দয়াহীন শিক্ষক আমাদের দরকার নাই। আমাদের সমাজে কিছু খারাপ প্রথা ছিল। এগুলি এখন কমেছে। এই জাতির শিক্ষকরা এখন বুঝতে পেড়েছে, অল্প বয়সী বাচ্চাদের বেত দিয়ে মারা ভালো কাজ না। এটা বুঝতে এতো শতাব্দী কেন লাগলো এটা জানার আমার খুব ইচ্ছা।