নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় বলতে আপাতত দেয়ার মত কিছু নেই!
ত্রিশ বছর পরে এই নদীর ধারে। গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালাম।সেই পুরনো বাতাস,পুরনো গন্ধ! তবুও বুক ভরা হাহাকার।ঐযে সেবার সব ভাসিয়ে নিয়ে গেলো। তারপরেও কিভাবে যেন বেঁচে গেলাম।আগে এখানে বসে চোখ বন্ধ করে নিশ্বাস নিলেই বুকটা ভরে যেতো। চেষ্টা করে দেখবো একবার?চোখ বন্ধ করে নিশ্বাস নিতেই মনে হলো দম বন্ধ হয়ে যাচ্ছে,বাতাসে লাশের গন্ধ! নদীর দিকে তাকাতেই মনে হলো নদী বিদ্রুপ করে বলছে "আমি জানতাম তোকে ফিরতেই হবে আমার কাছে"।
এর মধ্যেই মা ধাক্কা দিয়ে বলছে,"কিরে হারামজাদা আর কত ঘুমাইবি?গাঙ্গের ধারে গরু বান্ধা আছে লইয়ায় হকালে,আসমানে ম্যাঘ করছে ডাঁওর আইবো"।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: বেশ তো!
আরও স্বপ্ন দেখা হোক।
হ্যাপি ব্লগিং।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৩
এ এইচ এম নাঈম বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: হা হা হা-----