নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণচুড়া আগুন!

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ফুল পছন্দ করেনা এমন মানুষ হয়ত খুব কম আছে পৃথিবীতে। ছোট্ট বেলায় গোলাপ ফুল দেখলে খুব বায়না করতাম কিনে দেবার জন্যে।
কারো গাছে ফুল দেখার চাইতে সেটা আমার হাতে দেখতে বেশি পছন্দ করতাম। কখন যেন রঙ্গীন ফুলের প্রতি ছোট্টবেলার সেই টানটা হারিয়ে গেছে, টের পাইনি। মাদ্রাসা থেকে ফেরার পথে গোলাপ-রজনীগন্ধা ওয়ালার কাছ থেকে সুন্দর গোলাপের চাইতে সাদা রজনীগন্ধা-ই বেশি কিনেছি বলে মনে পড়ে। গোলাপের প্রতি, বিশেষ করে লাল গোলাপের প্রতি কেন যেন আমার তেমন টান নেই। আধ ফোটা গোলাপ দেখতে বেশ লাগলেও পুরো ফুটে গেলে আর ভাল লাগে না। আমার মনে হয় যত সুন্দর তত-ই অসুন্দর এই কথাটা গোলাপের ক্ষেত্রে খুব প্রযোজ্য।
আমার মায়ের গোলাপ


আবারো গোলাপ


এগেইন গোলাপ :P


সুন্দর সাদা মিষ্টি ঘ্রানের রজনীগন্ধা, ঝড়ে গেলেও কী সুন্দর লাগে দেখতে। আচ্ছা কামিনীর কথা-ই ধরি, ছোট্ট, ক্ষণস্থায়ী ফুল ফোটার আগেই যেন লুটিয়ে পড়ার জন্যে প্রস্তুত! গাছের ডালের চাইতে গাছ তলার মাটিই যেন তার বেশি পছন্দ। গাছ তলায় সাদা কামিনীর চাদর দেখতে কী অদ্ভুত সুন্দর, কী মোহনীয় তার ঘ্রান! বৃষ্টির পরে বা গভীর রাতে গলির মাথার বাড়ী থেকে বাতাসে ভেসে আসা কামিনীর ঘ্রান মাতাল করে দেয়। চুপচাপ একটানা কেবল এই ঘ্রান ভোগ করে যেতে পারি আমি। ভোগ বলছি এই অর্থে, ঊপভোগ নাকি কাউকে সাথে নিয়ে করতে হয়, আর ভোগ একাই করে। আমার কাউকে দরকার পড়েনা তখন। তবে উপভোগ এই অর্থে বলতে পারি তখন আমি এবং আমার আমি-কেই পছন্দ করি। যাই হোক ভোগ উপভোগের উপাখ্যান লিখবো না আর। তবে দু'একটা ছবি দেখাতেই পারি
একলা কামিনী


তবে দল বেঁধেও থাকে

হাসনাহেনা নামক একটি ফুল যে আছে সেটা অনেক সময় ভুলেই যাই অথচ ছোটবেলায় আমার মনে হয় বাসায় ফুলগাছ বলতে হাসনা হেনা-ই ছিল প্রথম ফুলগাছ। গ্রামে এই গাছটি সম্পর্কে একটি কথা প্রচলিত, সেটা হল হাসনাহেনার ঘ্রানে নাকি সাপ আসে। কথাটা কতটা সত্যি তা জানিনা, তবে সাপে আমার প্রচন্ড ভীতি আছে।
বারান্দার টবে দুটো বেলী ফুল গাছ ছিল। রাতের বেলা ফুল ফুটলে সারা ঘর ম ম করতো ঘ্রানে। সকাল বেলা মুঠো ভরে ফুল তুলে ঘরে রাখলে প্রায় সারাদিন ঘরে ঘ্রান থাকতো। সব অতীত কালে লিখছি কারন হাসনা হেনা বা বেলী কোন গাছ-ই আমার নেই অনেক বছর।

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পছন্দের ফুল কোনটি, অথবা যে কোন একটি নাম বলো, আমি পারবো না।
সাদা পাপড়ি কমলা ডাটির প্রান ভরানো, চোখ জুড়ানো শিউলির প্রেমে আমি কবে পড়েছি মনে নেই তবে এর সাথে পরিচয় সম্ভবত ক্লাস ফোরে থাকতে। আমার যদি একটি উঠোন ওয়ালা বাড়ী হয় তার এক কোনায় একটি শিউকি গাছ লাগাবো। সকাল বেলা সাদা-কমলা সুন্দরীরা গাছ তলায় লুটিয়ে থাকবে আর আমি তাদের যত্ন করে তুলে ঘরে নিয়ে আসবো। বাস্তবে না হোক ভাবনাতে ত দোষ নেই, আর ভাবনাটা যদি হয় নিজের একার, যেখানে বাগড়া দেবার কেউ না থাকে তাহলে তো কথাই নেই!

আরেকটি ভাললাগার ফুল গন্ধরাজ। নানার বাড়ীতে টিনের চালের উপর উঠে যাওয়া গন্ধরাজ গাছ দেখেছি ছোটবেলা থেকে। গন্ধরাজে সম্ভবত লাল লাল বীজ হয়, ছোট্টবেলায় ফুলের চাইতে লাল বীজের প্রতি আগ্রহটা বেশি ছিল মনে হয়। গন্ধরাজ নাম মনে হলেই মনে হয় টিনের চাল ছুঁয়ে যাওয়া ফুলে ফুলে ভরা গাছ যায় নিচে কলতলা। কী জানি কেন মনে হয় এটা। হয়ত নানা বাড়ীতে এটা দেখি তাই। বৃক্ষমেলা থেকে একবার এক গন্ধরাজ গাছ কিনেছিলাম। কয়েক বছর ছিল সেটা। সে যে কী আগ্রহ আর অপেক্ষা ছিল গাছটি নিয়ে। বছরে একবার কয়েকদিন ফুল দিতো। নতুন কুড়ি বের হলে মনটা চনমন করে উঠত এই বুঝি কলি এল এই বুঝি কলি এলো, কিন্তু না হতাশ করে দিয়ে সেই কুড়ি পাতায় রুপ নিতো! ভাল-ই ফুল দিয়েছিল গাছটা।

সব সাদা ফুলের গল্প বলছি, রঙ্গীন ফুল কী তাহলে আমার অপছন্দ ! ঠিক অপছন্দ কিনা জানি না তবে ফুল বললেই আমার চোখে প্রথমেই সাদা ফুল ভেসে ওঠে। নীল আকাশ আমার খুব পছন্দ , নীল রং ও। নীল অপরাজিতা ছিল আমার বারান্দায় এক সময়। চমৎকার একটি ফুল। যেমন মোহনীয় রং তেমনি লক্ষ্মী তার স্বভাব। ফুল দিতে কার্পণ্য করবেনা, আমাকে হতাশ করেনি কখনো।
অপরাজিতার ছবি মোবাইলে আতিপাতি করে খুজেও পাওয়া না গেলেও,
নয়নতারা নয়নে পরে গেল, উপেক্ষা করি কী করে !


জন্ম থেকে মৃত্যু (ফটোগ্রাফার : আমার ভাইয়া)


আমি যে কেবল সাদা ফুল-ই দেখি বা পছন্দ করি তা কিন্তু নয়। রঙ্গীন ফুলের নাম বললে আমার চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণচুড়া। মনে হয় যেন দাউদাউ করে জ্বলছে সবুজ গাছে গাঢ় লাল এই ফুলটি। গ্রীষ্মের কাঠফাটা রোদেও আমি হাটতে রাজী আছি যদি রাস্তার দুপাশে কৃষ্ণচুড়ার সারি থাকে। বাড়ীর গেটে একটি কৃষ্ণচুড়া লাগানোর খুব ইচ্ছে হয়। মনে হবে যারা আসবে যাবে সবাইকে লাল গালিচা বিছিয়ে অভ্যর্থনা জানাচ্ছে সব সময়।
কৃষ্ণচুড়া নামটা মনে হলেও মনে হয় যেন দাউদাউ করে জ্বলছে, অথচ ফুলটি দেখতে তো সেরকম ভয়ংকর নয়, তাহলে কেন এমনটা লাগে!
কিছু সমীকরণ থাকে যার সমাধান হয় না। কিছু কষ্ট থাকে যা বোঝানো যায় না কাউকে। কিছু ব্যাপার থাকে যা কারো সাথে শেয়ার করা যায় না, কখন-ই না। ভেতরটা কেবল দাউদাউ করে জ্বলতে থাকে, ঠিক যেন কৃষ্ণচুড়ার মতন! এই আগুন নিভে যায় না কখনো, হয়ত কখনো কমে যায় তখন কৃষ্ণ বর্ণের কয়লা হয় তবে সেটা জ্বলন্ত-ই থাকে। জ্বলুক না হয় কিছু কৃষ্ণচুড়া আগুন!
ছবি কৃতজ্ঞতা ব্লগার জুন বুবু


অনেক হল ফুল উপাখ্যান। কষ্ট করে এসেছেন, পড়েছেন, সহ্য করেছেন আমার বকবকানি। খালি মুখে ত যেতে দিতে পারি না। সামান্য কিছু পানীয় ;)
লাল চা; অবশ্যই আমার হাতে বানানো B-)


লাল পানির ব্যাবস্থাও আছে ;)


তো হয়েই যাক? !:#P

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


"ফুল পছন্দ করেনা এমন মানুষ হয়ত খুব কম আছে পৃথিবীতে। "

-আমি তা'হলে সংখ্যা লঘুদের দলে!

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নীল-দর্পণ বলেছেন: আমি কোন দলে , কোন্দলে =p~

আচ্ছা ফুল না হয় পছন্দ না, পানীয়ও কি পছন্দ না? ;)

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: নীল-দর্পণ ,




কৃষ্ণচুড়া আগুন! শিরোনাম হলেও কৃষ্ণচুড়ার দেখা কিন্তু পাইনি । যা পেয়েছি তাও অনেক সুন্দর ।
ফুল ভালো বাসেনা, এমন কেউ নেই পৃথিবীতে । হয়তো কম ভালোবাসে , কিন্তু বাসে !

আপনার ছবিতে প্রলুব্ধ হয়ে নিজের বারান্দা বাগান থেকে নিজের তোলা কিছু ছবি দেয়ার লোভ সামলানো গেলোনা ----




১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

নীল-দর্পণ বলেছেন: এখানে যা দিয়েছি সব নিজের তোলা ছবি একটা বাদে। কৃষ্ণচুড়া ছিল না।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর ফুলগুলোর জন্যে। :)

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

দীপঙ্কর বেরা বলেছেন: খুব সুন্দর

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

ওমেরা বলেছেন: ওহ্ আপুরে কত সুন্দর ফুল !! আমাদের এখানে অনেক ধরনের ফুল আছে কিন্ত কোন সুবাশ নেই ।

অনেক ভাল লাগল আপু ।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

নীল-দর্পণ বলেছেন: সুবাস ছাড়া ফুল কেমন যেন লাগে! "ফুল" শব্দটা মনে হলেই নাকে আসবে সুবাস…

ধন্যবাদ আপু আমার ব্লগবাড়ীতে বেড়াতে আসার জন্যে :)

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো সুন্দর হয়েছে+

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

নীল-দর্পণ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

মলাসইলমুইনা বলেছেন: ----
"ফুল দেখিবার চক্ষু যার রহে,/ সেই যেন কাটা দেখে / অন্য নহে নহে "
(এটা কিন্তু সত্যি কবিতা | নামজাদা কবির, আমার নয় !)

কাঁটা দেখার ভয়ে ফুলের কাছ থেকেও দূরে সরে সরে থাকা | তাও এলাম বন্ধুর বাড়ি | সুন্দর | আমাদের কংক্রিটের শহরে এখনো যে মানুষ ফুলের গাছ লাগায় আর তাতে দেশের এতো সমস্যা ভুলে ফুল ফুটতে আসে জেনে খুবই ভালো লাগছে | ফুলেল শুভেচ্ছা রইলো পোস্টে |

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

নীল-দর্পণ বলেছেন: দেশের এত্ত এত্ত সমস্যার মাঝেও ফুল ফোটে এখনো।
সত্যি একটা কথা বলি চুপি চুপি কাউকে বলবেন না (বন্ধু বলেই বলছি) ;)
আমি ফুলগাছের থেকে শাক সবজির গাছ লাগাতে বেশি পছন্দ করি :P

৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল আপনার ফুলেল পোস্ট! :)

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

নীল-দর্পণ বলেছেন: অনেক দিন পরে...ভাল আছেন নিশ্চই ? :)

ধন্যবাদ আসার জন্যে

৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

আখেনাটেন বলেছেন: বেশ লিখেছেন ছবিসহ।

ফুল কে না ভালোবাসে? (ব্যতিক্রম চাঁদগাজী ভাই ;) )

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

নীল-দর্পণ বলেছেন: ব্যতিক্রম দু'এক জন না থাকলে ভাল লাগেনা কিন্তু :P
ধন্যবাদ :)

৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন: হুম ফুল ও পছন্দ না লাল চাও না! :-<

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩০

নীল-দর্পণ বলেছেন: তাইলে লাল পানি…… ;)

১০| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। ভাল আছি। আপনি কেমন আছেন?

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

নীল-দর্পণ বলেছেন: আমিও আছি আলহামদুলিল্লাহ ভাল

১১| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: কামিনীর নাম ও ঘ্রাণ, দুটোই সুন্দর। গন্ধরাজের গন্ধেও রাজার ভাব আছে।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

নীল-দর্পণ বলেছেন: ঠিক বলেছেন।
ধন্যবাদ মন্তব্যের জন্যে । ভাল থাকবেন ।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

জুন বলেছেন: অনেক ভালোলাগলো জীবনের টুকিটাকি গল্প নীল-দর্পন। আমার তোলা গাছ সহ কৃষ্ণচুড়ার ছবিটি আমিই দিয়ে গেলাম আপনাকে।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক অননেক ধন্যবাদ এত চমৎকার একটা ছবি দেওয়ার জন্যে। এখন মোবাইলে আছি তাই পারছি না। ল্যাপটপে বসে এই ছবিটা পোস্টে এডিট করে দেব । :)

১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

চানাচুর বলেছেন: বান্ধবী আমার কথা ভেবে ১ কাপ দুধ চায়ের ব্যবস্থাও করলা না /:)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

নীল-দর্পণ বলেছেন: আছে বান্ধবী আছে ওটা স্পেশাল তাই সবার সামনে দেই নাই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.