নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।
আগে গল্প শুনতাম আর পড়তাম যে মানুষ নাকি ভুল করে টুথপেস্টের বদলে সেভিং ক্রিম বা একটার বদলে আরেকটা দিয়ে ফেলে। যেমন একবার আমার এক খালাকে জিজ্ঞেস করলাম তোমার মাথায় এত্ত চুল! কি তেল দাও তুমি? সে আমাকে বলল যখন যা পাই, এমনকি সয়াবিন তেল ও। আমি বল্লাম যাব্বাবা সয়াবিন তেল মাথায় ! পরে ব্যাখ্যা করে বলে যে একবার নাকি ভুল করে সয়াবিন তেল মাথায় দিয়ে ফেলেছিল।
যাক সেই কথা আমি আজ সেরকম-ই কিছু ভুল-ভালের গপ্পো শোনাতে এসেছি।
কান্ডকীর্তি-১
আমার আব্বার মাথায় প্রচুর খুশকি। খুশকির যন্ত্রণায় অস্থির। ডাক্তার দেখিয়েও কাজ হয়নি। একবার আম্মাকে বলছেন তাঁর মাথার খুশকি নাকি চলে গেছে। কিভাবে গেল রহস্য উডঘাটন করতে গিয়ে যা বের হল তা খুব রসিয়ে রসিয়ে আম্মাকে আমাকে বললেল আর শুনে আমি তো সুন্দরবন থুক্কু 'থ' বনে গেলাম! কাহিনী হচ্ছে আব্বা আমার ফেসওয়াস দিয়ে মাথা ধুয়েছেন এবং সে দেখেছেন যে এতে তার খুশকি চলে গেছে (হাসতে হাসতে চোখ দিয়ে পানি পরার ইমো)।
কান্ডকীর্তি-২
আমার ছোট মামা একবার আমাকে বেশ ঝাড়ি মেরেই বলছেন, হ্যা কি ফেসওয়াস কিনছোস, তোর ফেসওয়াস ভাল না, ফেনা উঠে না। আমি আবারো সুন্দরবন যেতে যেতে 'থ' বনে চলে যাচ্ছিলাম। কোনমতে নিজেকে সামলে বললাম, কী কন! ফেসওয়াশ খারাপ হইবো ক্যান আর ফ্যানাই বা উঠবো না ক্যান! কোনটা দিছেন দেখান তো। বাথরুমে গিয়ে যা দেখালো তাতে হাসতে হাসতে শেষ। দেখলাম ফেসওয়াস মনে করে কন্ডিশনার লাগিয়েছেন মামা। ফেসওয়াসের মত-ই কন্ডিশনারও টিউবে। সামনে পেয়েছেন লাগিয়েছেন। পড়ে আর দেখেননি কি আছে ওতে। বললাম ভালই হইছে আপনের দাড়ি সিল্কি হবে। মামা বলেন, আমি আরো কই কিরে ফেসওয়াস ঘইসাই যাই ঘইসাই যাই খালি পিছলাই হয় ফেনা আর উঠে না!
কান্ডকীর্তি-৩
আম্মার এক খালাত ভাই, মানে আমাদের মামা। থাকেন ঢাকার বাইরে। উনি চাকরির পরীক্ষা দিতে মাঝে সাঝে আমাদের বাসায় আসেন বাসার কাছে সিট পড়লে। এরকম-ই একবার আমাদের বাসার কাছে সিট পড়েছে তাই আগের দিন রাতে এসেছেন। সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে বলছেন গোসলটা করেই যাই। তো উনি খুব ব্যাস্ততা নিয়ে ডাইনিং টেবিল থেকে একটা বোতল হাতে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। আমারো পরীক্ষা ছিল তাই নাস্তা করা, রেডি হওয়ার একটা তাড়া ছিল কিন্তু এর মাঝেই মনে হল মামা গড়বড় করে ফেলেছেন। বাথরুমের সামনে গিয়ে হাক দিয়ে বললাম মামা কি শ্যাম্পু নিয়ে ঢুকছেন? বললেন, হ্যাঁ। বললাম শ্যাম্পু বাথরুমেই আছে আপনে লোশন নিয়ে ঢুকছেন।
পাঠক বুঝতেই পারছেন গড়বড়টা কোথায় করেছেন। ডাভ শ্যাম্পু আর লোশনের বোতল প্রায় কাছাকাছি। উনি লোশনের বোতলকে ভেবেছেন এটাই বুঝি শ্যাম্পু।
কান্ডকীর্তি-৪
এতক্ষণ বাবা-মামাদের কান্ড বললাম এবার খোদ নিলুর কান্ডকীর্তি বলছি। ভাইয়ার সাথে কথা বলছি আর বেসিনের সামনে দাড়িয়ে ব্রাশ ধুচ্ছি দাঁত ব্রাশ করব বলে। ব্রাশটা ধুয়ে পেস্ট নেওয়ার বদলে কথা বলতে বলতে হ্যান্ডওয়াশের বোতল থেকে হ্যান্ডওয়াশ নিয়ে ফেলেছি ব্রাশে! নিয়ে আমি তব্দা খেয়ে গেলাম এটা কি করলাম ভেবে !
অন্য সময় চিরুনী ধোয়ার সময় এটা করি। চিরুনি ধোয়ার ব্রাশ ভিজিয়ে পরে হ্যান্ডওয়াশ নিয়ে চিরুনি ধুই। বুঝলাম ঐদিনও আমার মাথায় হ্য়ত সেটাই ঘুরছিল যে আমি দাঁত ব্রাশ করবো না চিরুনি ধুবো।
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
নীল-দর্পণ বলেছেন: আমিও এসব মনে করে মজা পাই
২| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৩১
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল
০২ রা মে, ২০১৭ রাত ৯:০৫
নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:১২
ওমেরা বলেছেন: আপনার লিখা পড়ে ছোট বেলার কথা মনে হল । আমার দাদী আমাদের বাসায় এসেছে তো প্রতিদিন সকাল বেলা কেউ না কেউ তার ব্রাশ ভিজা পাচ্ছে , বল্লে ও কেউ গুরুর্ত দিচ্ছে না কারন আমাদের বাসায় তখন এমন নেই যে আরেক জনের ব্রাশ ব্যাবহার করবে । আমার আপুর দাঁত ব্রাস করতে গিয়েছে তার ব্রাশ ভিজা ও পানের গন্ধ আসছে তখন সে দাদী কে বলছে ,দাদী তুমি কি এই ব্রাশ দিয়ে দাঁত মেঝেছ? তখন দাদী বলে হু মাঝছি ! এই ঘটনা আমার দাদী প্রতিবার ই ঘটাত ।
০২ রা মে, ২০১৭ রাত ৯:০৭
নীল-দর্পণ বলেছেন: হা হা হা...আপনার এই ঘটনা পড়ে আমার চোখের সামনে একটা দৃশ্য ভাসছে সেটা হল , পান চিবুতে চিবুতে দাদী নির্বিকার ভংগীতে বলছেন হু মাঝছি তাতে কী হইসে!
৪| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
চানাচুর বলেছেন: এই তো কিছুদিন আগের ঘটনা। আমি আব্বু আম্মুর সাথে খুব ঝগড়া করছিলাম। তখন আমার একটা অপারেশন হয়েছিল তাই তারা চাইছিলোই না আমি ঢাকা ফিরি। আমি তখন ঝগড়া করতে করতে এবসেন্ট মাইন্ডে ব্রাশের উপর টুথপেস্টের বদলে ফেসওয়াশ দিয়ে ব্রাশ করা শুরু করেছিলাম
১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
নীল-দর্পণ বলেছেন: হা হা হা…আচ্ছা ফেসওয়াস আর পেস্ট নাহয় যায়,দুইটাই ফেনা উঠে। স্কুলে এক ম্যাডাম এদিন বলছিল উনি নাকি পায়ে লাগানোর ক্রিম দিয়ে দাঁত ব্রাশ কর ফেলেছেন। মনেও হয়েছে যে ফেনা উঠছেনা কেন !
আমার কথা মনে যখন হল তখন খেয়াল করবেনা! রাতের বেলা উনার বোন যখন পায়ে লাগায় তখন বুঝতে পারে আসল কাহিনী!
৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি একবার ফেয়ার এন লাভলী দিয়া দাঁত মাঝছি! অতি অখাদ্য বস্তু!!!
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
নীল-দর্পণ বলেছেন: ওটা ত অখাদ্য-ই
৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
কালীদাস বলেছেন: নারীবাদী পোস্ট অসহায় পুরুষ মানুষের লুশন/ক্রিম চিনতে পারার সীমাবদ্ধতা নিয়া ভেটকানির জন্যই আপনের নসিবে পেস্টের জায়গায় হ্যান্ডওয়াশ আছিল বাইদ্যাওয়ে, জিনিষটা দাঁত পরিষ্কার করে কেমুন?
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
নীল-দর্পণ বলেছেন: হা হা হা...আমি তো অসহায় না তাই হ্যান্ডওয়াশ মুখ পর্যন্ত যায় নাই।
৭| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: চার চারটে মজার কান্ডকীর্তির ঘটনা জেনে ব্যাপক বিনোদিত হ'লাম!
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩
নীল-দর্পণ বলেছেন: আপনাদের বিনোদিত করতে পেরে আমিও আমোদিত।
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
৮| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১
কালীদাস বলেছেন: সকালে নাস্তা খাওয়ার পর আনমাইন্ডফুলি হ্যান্ডওয়াশ দিয়ে থালাবাসন ধুয়ে ফেলেছিলাম আজকে গভীর চিন্তায় ছিলাম সকালে একটা কোড নিয়ে
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১
নীল-দর্পণ বলেছেন: হা হা হা আরো বেশি মজার ঘটনা হতো যদি দাঁতমেজে ফেলতেন।
আমি কিন্তু সাবান দিয়ে দাঁতমেজে দেখেছিলাম কেমন লাগে পরীক্ষা করতে।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৭ দুপুর ১:৫০
আহমাদ সালেহ বলেছেন: মজা পেলাম ভাই