নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারাচ্ছন্ন বাস্তবতা

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

=হ্যালো
=> কোথায় তুমি ?
=বাইরে আছি, গাড়ীর শব্দ শুনতে পাচ্ছো না?
=> কোথায় যাচ্ছো?
=> তুমি কি সব জায়গায় যাওয়ার সময় আমাকে বলে যাও, আমি কেন কৈফিয়ত দিবো তোমাকে?
= অনেক পাকনা হয়ে গেছো!
=> সেটা আরো আগেই হওয়ার দরকার ছিলো, তাহলে তোমার সাথে তাল মেলাতে পারতাম আর এখন এই দিন দেখতে হতো না।
যাগগে নিজের কাজে বের হয়েছি। তোমার হানিমুন কেমন হলো?
= প্রমান ছাড়া আজেবাজে কথা বলো না
=> আমি যদি যেদিন প্রমান দেবো হাতে নাতে দেবো এবং সব কিছুর ফয়সালা জায়গায় দাড়িয়ে করে আসবো।
= ঠিক আছে করো যা পারো

****************************************

ফোন রেখে গাড়ীর জানালা দিয়ে তাকিয়ে দশ বছর পেছনের সময়ে চলে যায় নিশা। পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিলো শান্তর সাথে। বিয়ের পরে আস্তে আস্তে প্রকাশ পায় শান্ত-ভদ্র চেহারার আড়ালের শান্তর আসল রুপ। মদ ও পরনারীর প্রতি আসক্ত প্রচন্ড ভাবে। অনেক চেষ্টা করেও নেশা ফেরাতে পারেনি শান্তকে। এর মাঝেই কোল জুড়ে আসে একমাত্র মেয়ে নুসাইবা। ভেবেছিলো মেয়ের মুখের দিকে তাকিয়ে হয়ত এবার ভাল হয়ে যাবে। কিন্তু না, কুকুরের লেজ নাকি বারো বছর সোজা নলের ভেতর রাখলেও সোজা হয়না কখনো। দু'বছর একটু ভাল থাকলেও পরে যেই সেই । বাহ্যিক ভাবে অশান্তি পারিবারিক ভাবে মেটানোর চেষ্টা করা হলেও মানসিক যে অশান্তি সেটা নিশা কাকে বলবে? কিভাবে বাবা-মা বা শ্বশুর বাড়ীর লোকদের বলবে যে শান্ত তাকে শারীরিক ভাবে অপমানিত করে প্রতিনিয়ত। পর্ণে আসক্ত শান্তকে কোন ভাবেই বোঝাতে পারেনা সেসব ছবির মেয়েরা মডেল আর নিশা একজন সাধারন মেয়ে, তাদের মতন হওয়া নিশার পক্ষে সম্ভব নয়!
নুসাইবার জন্মের সময় শান্তর নির্দেশ ছিলো নরমাল ডেলিভারি করানো যাবে না এতে নাকি নিশার ফিজিক্যাল সোন্দর্য নষ্ট হয়ে যাবে! কথাটা শুনে নিশার দুনিয়া কেঁপে উঠেছিলো! নিশার কোন কথা-যুক্তি মানতে নারাজ ছিলো শান্ত। ভাগ্য ভাল ছিলো হসপিটালে যাওয়ার পরে ডক্টর বলেছেন সিজারিয়ান দরকার হবে না। তাৎক্ষনিক নিশা বেঁচে গেলেও যার ঝাল প্রতি মুহুর্তে মেটায় শান্ত। পুরোপুরি সাইকো একটা লোক!

গাড়ীর হর্ণে ধ্যান ভংগ হয়ে যায় নিশার। বাস্তবে ফিরে আসে।
ফোন বের করে কল দেয় শান্তর বড় বোনের বরের কাছে
=> হ্যালো নাজিম ভাই, কেমন আছেন?
= ...........
=> শুনলাম সে নাকি রেণু আপার বাসায় আছে, আপা আমাকে ফোন দিয়েছিলো। বললো বউ নিয়ে-ই এসেছে। খুব জোর করে আপা রেখেছে। আমি খুব ভোরে গেলে নাকি পাবো। আপনার কি মনে হয় অত ভোরে গেলে পাবো?
=..................
=> সে জন্যেই তো ভয় হচ্ছে, কিন্তু হাতে নাতে ধরতেই হবে আমাকে, আমাকে সে চ্যালেন্জ করেছে। প্রমান দিতে পারলে নাকি শাস্তি যা দেবো মেনে নেবে।
এখন যেতে পারলে ভাল হতো কিন্তু সম্ভব না। আছে ভাই আমি কাল সকালেই পৌছে যাবো।

*********************************
= হ্যা মাহতাব, তোমার ভাইয়া তো রেণু আপার বাসায় উঠেছে তোমার নতুন ভাবীকে নিয়ে।
=> ..............
= আরে না না আমি অনুমান করে বলছি না, সিওর আমি। সে তো আমাকে চ্যালেন্জ করেছে, হাতেনাতে ধরতে পারলে সে নাকি যেকোন শাস্তি মেনে নেবে।
=> ................
= কি করবো বল তো ? জায়গায় দাড়িয়ে সম্পর্ক শেষ করে আসবো।
=>........
= না ভাই তোমাদের তো অনেক জ্বালালাম। আমি তোমাদের কিছুই দিতে পারিনি। নতুন ভাবী আসবে, সে অনেক ভাল হবে।
=>......
= আচ্ছা রাখি কাল তাহলে রাণু আপার বাসায় দেখা হচ্ছে। থেকো তাহলে।

************************************
= আবার কেন ফোন দিয়েছো?
=>..........
= আমি কোথায় তা দিয়ে তোমার কি দরকার। ঢাকা আসতে পারো নিশ্চিন্তে, আমি মা'র বাড়ী যাচ্ছি।
=> ........
= তুমি বললে আসবো না! সেকি বলছো। ইনফ্যাক্ট তোমার সাথে শেষ বারের মতন দেখা হওয়াটা আমার তো জরুরী।
=>........
= ওকে হ্যাভ আ নাইস টাইম উইথ ইওর নিউ হানী, বাই।

******************************

ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছে নিশা। কাল শান্তর বড় বোনের বাসায় গিয়ে হাতে নাতে ধরবে শান্তকে নতুন বিয়ে করা বউয়ের সাথে। এবং সেখানেই ডিভোর্স দিয়ে সব সম্পর্ক শেষ করে আসবে। এভাবে আর চলতে পারে না। ড্রাইভারের কথায় সম্বিৎ ফিরে পায় নিশা। ব্যাগ নিয়ে নেমে ফ্ল্যাটের দিকে পা বাড়ায়। আজকের রাতটাই শেষ রাত এই ফ্ল্যাটে



গল্পটা আরো বর্ণনামুলক করা উচিত ছিলো। কিন্তু ধৈর্য্যে কুলায়নি। তার চেয়ে বড় কথা চেয়েছিলাম পাঠকের উপর ছেড়ে দিতে। সব সময়তো পাঠকরা পরেই যান। এবার নাহয় পড়ার সাথে সাথে নিজের মত করে একটু ভেবে নেবেন।

======================
শিরোনাম কৃতজ্ঞতা: স্বপ্নবাজ অভি

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

শীলা শিপা বলেছেন: এমন যেন কখনো কারো জীবনে না হয়!!! এমন সম্পর্ক বা এমন সম্পর্কের সমাপ্তি দেখতে চাই না... :(

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

নীল-দর্পণ বলেছেন: কিন্তু নির্মম সত্যিটা হলো মানুষের জীবন এমনো হয়!

তার পরেও মন থেকে চাওয়া কারো যাতে এমন আর না হয়

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

পাখা বলেছেন: গল্পে কিছুটা বাস্তবতার ছোয়া আছে..
পোস্টে +++

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

নীল-দর্পণ বলেছেন: বাস্তবতা থেকেই নেওয়া। সামান্য কিছু নিজের মত সাজিয়েছি শুধু!

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মামুন রশিদ বলেছেন: খুব দুঃখজনক! সম্পর্কগুলো এভাবেই ভেঙ্গে যায় । গল্পের নাম থেকেই কাহিনী বোঝা গিয়েছে । ভালো লিখেছেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

নীল-দর্পণ বলেছেন: লিখেছি হয়ত ভাল কিন্তু যাদের জীবনে ঘটে যায় এসব তাদের জন্যে......

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন: Plus dilam. Gop valo lagse :)

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

নীল-দর্পণ বলেছেন: হাচানি!

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

সোজা কথা বলেছেন: পড়ে ভালো লাগল।আমি মনে করি নিজের বউকে মডেলদের মত বানাতে চাওয়া বুদ্ধিপ্রতিবন্ধীতা ছাড়া আর কিছুই না ।সম্পর্কের বিচ্ছেদ ঘটানোই সবচেয়ে যুক্তিযুক্ত।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

নীল-দর্পণ বলেছেন: বউকে মডেলদের মত বানাতে চাওয়া বুদ্ধিপ্রতিবন্ধীতা ছাড়া আর কিছুই না খুব খাটি একটা কথা বলেছেন। শুধু বুদ্ধি প্রতিবন্ধিতা না। বুদ্ধি প্রতিবন্ধিদের জন্যে একটা মায়া থাকে। এদের প্রতি প্রচন্ড ঘৃনা ছাড়া আর কিছুই না

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

সুমন কর বলেছেন: মনে হলো, দুম করেই শেষ হয়ে গেল!! B:-) আরো একটু বিস্তারিত হলে ভাল হত।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

নীল-দর্পণ বলেছেন: কিছু এডিট করেছি। কেন বিস্তারিত লিখিনি সেটা বলেছি

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

আকাশদেখি বলেছেন: আসলে সম্পর্কগুলো আজকাল কেমন জানি খাপ ছাড়া হয়ে গেছে....
নিজের কোনো দায়বদ্ধতা নেই সংসারে....। নিজের ইচ্ছামত চলে শুধু নিজেকে শেষ করা নয়, সাথে সাথে একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ কে শেষ করে দেয়......।

ভালো লাগেছে গল্পটা

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নীল-দর্পণ বলেছেন: সম্পর্কগুলো আজকাল কেমন জানি খাপ ছাড়া হয়ে গেছে...


নিজের ইচ্ছামত চলে শুধু নিজেকে শেষ করা নয়, সাথে সাথে একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ কে শেষ করে দেয়......

সহমত

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মনে হল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি দেখছি । রীতিমতো রেসিং কার চালানোর মতো করে গল্পটা লিখেছেন । চরিত্রগুলোকে আরেকটু মায়া মমতা দিয়ে তৈরি করে , অ্যাই মেন্ট ডিটেলস আরও অন্তর্গত হলে ভালো হতো । এতো তাড়াহুড়ো কেনও গল্পে??

আর এমন ভেঙ্গে যাওয়া আর কারও যেনও না হয় এই কামনা করি ।


শুভেচ্ছা । ভালো থাকবেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

নীল-দর্পণ বলেছেন: তাড়াহুড়োর কারনটা শেষে জবাবদিহি করলাম আপনাদের অভিযোগের প্রেক্ষিতে। কষ্ট করে শেষ অংশটুকু একটু পড়ুন ।

ধন্যবাদ :)

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: অনেক বড় বড় ব্যাপার নিয়ে ভাবতেসো ইদানিং মুক্তাফা।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নীল-দর্পণ বলেছেন: মুক্তাফা আগের সেই ছোট্টটি নেই। বড় হচ্ছে যে ;) :P

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

লেখোয়াড় বলেছেন:
বেঁচে থাকতে কোন সম্পর্ক কখনো শেষ হয় না। কেবল সম্পর্কের পরিবর্তন হয়। কখনো কাছাকাছি কখনো দুরে দুরে। যে কোন ভাবে সম্পর্ক থেকেই যায়।

শুভকামনা নীল-দর্পণ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নীল-দর্পণ বলেছেন: হয়ত ঠিকই বলেছেন। সম্পর্ক শেষ হয় না।

ধন্যবাদ। ভাল থাকবেন আপনিও

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: সমস্যা হল এইসব নষ্ট নোংরা পার্ভার্টদের বাইরে থেকে চেনা যায় না। দেখতে এরা আপনার আমার মতই সাধারণ X(( X(( X((

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

নীল-দর্পণ বলেছেন: দেখতে এরা আপনার আমার মতই সাধারণ

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

মেঘ মেয়ে বলেছেন: হঠাৎ করেই শেষ হয়ে গেল গল্প। মনে হচ্ছে যেন ২য় পর্ব আছে।
যাই হোক, ভালো লিখেছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

নীল-দর্পণ বলেছেন: কেন হঠাৎ করে শেষ হয়েছে তার কারন দর্শালাম শেষে :)

ধন্যবাদ

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

বেঈমান আমি. বলেছেন: শান্ত তাকে শারীরিক ভাবে অপমানিত করে প্রতিনিয়ত। পর্ণে আসক্ত শান্তকে কোন ভাবেই বোঝাতে পারেনা সেসব ছবির মেয়েরা মডেল আর নিশা একজন সাধারন মেয়ে, তাদের মতন হওয়া নিশার পক্ষে সম্ভব নয়!

কি বুঝাইলেন?বুঝলাম ঠিক। :-B

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নীল-দর্পণ বলেছেন: পর্ণ ছবির মডেল-মেয়েরা দেখতে & কাজে যেমন স্বাভাবিক-সাধারন একজন মেয়ের পক্ষে কি সেরকম হওয়া সম্ভব??

না বোঝার কিছু নেই।

হয়ত বোঝাতে পারিনি তাও আপনাকে। আমার ব্যর্থতা স্বীকার করে নিলাম

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অন্ধকারাচ্ছন্ন বাস্তবতা , ভাবতেই কেমন জানি লাগে !

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

নীল-দর্পণ বলেছেন: সত্যি-ই ভাবলেই কেমন যেনো লাগে!

অন্ধকারাচ্ছন্ন বাস্তবতা উপমাটা পছন্দ হয়েছে। গল্পের হেডিংটা চেন্জ করে ওটা দিচ্ছি। এটা-ই উপযুক্ত
কৃতজ্ঞতা জানবেন :)

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

রক্ত পলাশী বলেছেন: ”স ম প র ক” এভাবেই দুরে সরে যাচেছ.....।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নীল-দর্পণ বলেছেন: হমম...সত্যিই

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

শুঁটকি মাছ বলেছেন: ব্যাপারগুলা খুবই বাস্তব!!!!!!ভাল লিখছ আপু!!!!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

নীল-দর্পণ বলেছেন: হমম। খারাপ লাগে এসব দেখলে

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: একদম বাস্তব ঘটনা , প্রতিনিয়তি এইরকম ঘটনা ঘটছে আমাদের চারপাশে। আপু ধন্যবাদ আপনাকে খুবই বাস্তব ঘটনা জানানোর জন্য।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

নীল-দর্পণ বলেছেন: শুধু জানালেই ত হবে না। জেনে আমাদর এসব থেকে শিক্ষা নিতে হবে।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

আমিনুর রহমান বলেছেন:




ভালো লিখেছিস। বাস্তব চিত্র জানি তারপর কেন যে এইসব শুনলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় :(

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

নীল-দর্পণ বলেছেন: দাদা ঐ দিনের পর থেকে মাঝে মাঝে-ই মনে পড়ে মহিলাটির কথা....কি অবস্থা হয়েছিল পরে....

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: তারপর কি হল? সে কি হাতে নাতে ধরতে পারলো

শান্ত লোকটা আসলেই একটা বদ লোক

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

নীল-দর্পণ বলেছেন: সেটা জানতে হলেতো আরেক পর্বের জন্যে অপেক্ষা করতে হবে....

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকে, স্নিগ্ধ শোভন পড়ার জন্যে

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯

মাহবু১৫৪ বলেছেন: আমি খেয়াল করেছি গল্প লিখতে গিয়েই তুমি ধৈর্য্য রাখতে পারো না। :P গল্পটা আরো বড় করতে পারতা। তবে বেশ ভাল লেগেছে

++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

নীল-দর্পণ বলেছেন: পাঠক মনে মনে বড় করে নিক ;)
সত্যিই আমার ধৈর্য্য একেবারেই থাকে না! মাঝ পথে এসে মনে হয় কখন শেষ করবো! এর পরের বার থেকে একবারে লিখবো না। টাইম নিয়ে চেষ্টাকরবো লিখতে।

কমেন্টটার জন্যে ধন্যবাদ। কেন বুঝতেই পারছেন আশাকরি ;)

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

খোলা বাতাস বলেছেন: দুম করে শেষ হয়ে যাবে ভাবিনি । ভাল লাগল । তবে মনটা খারাপ লাগছে,কেন সম্পর্কগুলো এমন সূতো ছেড়া হয়ে যায় ??? :( :( :(

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

নীল-দর্পণ বলেছেন: কেন সম্পর্কগুলো এমন সূতো ছেড়া হয়ে যায়..... কেন যে হয়...

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

সায়েম মুন বলেছেন: গল্পটা আরো বর্ণনামুলক করা উচিত ছিলো। #:-S

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

নীল-দর্পণ বলেছেন: হুহ কুপিপেস্ট কুমেন্ত :P

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

যুগল শব্দ বলেছেন: ভালো লাগলো, চালিয়ে যান.।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ যুগল শব্দ আপনাকে

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

বৃশ্চিক রাজ বলেছেন:
ঘুরে গেলাম দেখা হবে আবারও।

শুভেচ্ছা। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন অনেক অনেক :)

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

কালীদাস বলেছেন: বেশি পারফেক্ট ছুটু গফ হয়া গেচে :P আরেকটু বড় করলে আরও কিছুক্ষণ পড়াশুনা করতে পারতাম :|

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

নীল-দর্পণ বলেছেন: হাহা....অল্প সময়েই কী পড়লেন দেখিতো...পরীক্ষা নেই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.