নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

আমার মডেল বোন দুইটা :)

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

আমার দুই মামার বদৌলতে সর্বসাকুল্যে তিনটা মামাতো বোন। বড়টা সব সময় ধান্ধায় থাকে আমরা বাড়ী গেলে কার মোবাইলটা হস্তগত করবে। মোবাইল পেলে গেম খেলা আর ছবি তোলা হল তার কাজ। কিছুদিন আগে আম্মা একদিনের জন্যে বাড়ী গেলে তার মোবাইলের চার্জ শেষ করে ফটোগ্রাফী করে। মডেল বানিয়েছে ছোট দুই বোনকে। তো দেখাই আপনাদের সেসব কিছু ;)

১। মডেলের পোজটা খালি দেখেন :|





২। এই মাইয়ার কাছে যে কত্ত রকম পোজ আছে !





৩। বসে





৪। খাম্বা পোজ B-)



৫। খালি দাড়িয়ে থাকলে কি হয়? ;)





৬। একটু রং-ঢংও ত করতে হয়, নাকি ;) । লা...লালা...লা !:#P





৭। আমিতো দেখে অবাক। ভয় পায়না একদম ! :|





৮। কি করতেছে!





এবার একটু ভিন্ন ভাবে।

৯। দাদা ভাই কামরাঙা গাছে দোলনা বানায় দিসে, বুত্তোওওও? :D





১০। বসে বসে দোল খাওয়া পান্তাভাত। নতুন কিছু করতে হবে B-)





১১। আমি চরম ভাবে অবাক ৮ মাসের এই বুড়িটার একা বসে প্রচন্ড জোরে দোল খাওয়া দেখে



না দেখলে কেউ বিশ্বাস করবে না। কেউ যখন জোরে ধাক্কা দেয় ওকে খুব মজা পায় যা দেখে আমরাই ভয় পেয়ে যাই। আবার গতি কমে এলে নিজেই চেষ্টা করে শরীর-পা নাচিয়ে গতি বাড়াতে। খুব অবাক হয়েছি এটা দেখে যে দোল খাওয়ার এক পর্যায়ে পাশর যে রশি ধরে রাখে তা এক হাত থেকে ছুটে গেলেও অন্য হাত দিয়ে অন্যপাশের রশি ধরে ঠিক-ই ব্যালেন্স রাখে!



১২। জীবন্ত স্মাইলি। ঠিক যেনো কোলন ডি :D





আমার পিচ্চি পাচ্চা ভাই বোন গুলো কেন যে এত্ত তাড়াতাড়ি বর হয়ে যাচ্ছে। :(



উৎসর্গ: ডাইরেক্ট টু দ্যা হার্ট ভাইয়া, যিনি কয়েকদিন যাব আমাকে খুচিয়েই যাচ্ছেন নতুন লেখার জন্যে। লেখার কোন টপিক না পেয়ে শেষে মডেল বোনদের নিয়ে আসলাম। B-)

মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

মদন বলেছেন: :)

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

নীল-দর্পণ বলেছেন: :)

২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

মামুন রশিদ বলেছেন: পিচ্চির পোজ দেয়ার ইস্টাইল দেখে টাসকি খাইছি!

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

নীল-দর্পণ বলেছেন: আর বইলেন না :P

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: বাচ্চা সুন্দর কাচ্চা সুন্দর। মুক্তাফার চারিদিকে সর্বক্ষণ দেবশিশুরা ঘিরে থাকুক।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু হামা ভাই। :) কি কারনে জানি বাচ্চারা আমাকে পছন্দ করেনা তেমন ! :||

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ মডেল। খুব ভাল লেগেছে। সব বাচ্চাই সুন্দর। অথচ বড় হলে সবাই সুন্দর থাকে না। :)

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

নীল-দর্পণ বলেছেন: ঠিক বলেছেন সব বাচ্চাই অনেক বেশী সুন্দর থাকে :)

৫| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

মাহবু১৫৪ বলেছেন: :) :) :)

২য় টা বেশি কিউট

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

নীল-দর্পণ বলেছেন: ২য় পিক নাকি পিচ্চি?
বাচ্চারা যত ছোট থাকে তত কিউট :)

৬| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

কাফের বলেছেন: কিউট পোষ্ট
আমার পিচ্চি ২ ভাগিনা ১ ভাগিনি দিন শেষে বাড়ীতে নির্ভেজাল আনন্দে সময় কাটে এদের সাথে :)

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

নীল-দর্পণ বলেছেন: আমার ভাগিনা-ভাগিনি/ভাতিজা-ভাতিজি নেই। কবে যে ভাইয়া বিয়ে করবে আর ফুপি হবো। সেই আশায় দিন গুনি 8-| 8-| :P
ভাই-বোন আছে ছোট-ছোট। তবে গ্রামে গেলে/ঈদের সময় দেখা হয় ওদের সাথে

৭| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

দূষ্ট বালক বলেছেন: জটিল সব পোজ, পিচ্ছি নায়িকা ভাব B-) :D

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

নীল-দর্পণ বলেছেন: হা হা :P

৮| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: পোজ দেয়া বোনটা বড় হইয়া মডেল হবে মনে হয় :D

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

নীল-দর্পণ বলেছেন: আল্লাহ ই জানে :P

৯| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

সায়েম মুন বলেছেন: সেইরাম অবস্থা। পিচ্চির স্ট্যাইল দেখে হাসতেছি।

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

নীল-দর্পণ বলেছেন: :D :P

১০| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

বেকার সব ০০৭ বলেছেন: ১২ নাম্বা: সেইরাম হইছে

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

নীল-দর্পণ বলেছেন: ছবিটা সত্যিই দারুন। একদম কোলন ডি :D

১১| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

চানাচুর বলেছেন: দোল খাওয়া উনাকে পছন্দ হয়েছে :D

২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

নীল-দর্পণ বলেছেন: গুল্লু গুল্লু উনাকে পছন্দ না হয়ে কি উপায় আছে :D। সবার মন জয় করে নেন উনি :)

১২| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

চানাচুর বলেছেন: ১১ নং এর উনাকে আরকি!! :D :D

২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নীল-দর্পণ বলেছেন: বুঝছি :)

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বারো নাম্বার ছবিটা মন ভালো করে দেওয়ার মতো একটা ছবি । পিচ্চিগুলা খেলনা হয়ে ঘিরে থাকুক আজীবন আপনার পাশে , ফু দিয়ে দিলাম । :P :P

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনার ফু টা যাতে কাজে লাগে :D

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
:) :) :) :)

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

নীল-দর্পণ বলেছেন: :) :)

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: দারুণ মডেল। ছবিগুলো দারুন।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

নীল-দর্পণ বলেছেন: আপনার মডেলটাও (প্রো পিকের) কিন্তু অননেএএক মিষ্টি :)

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

শীলা শিপা বলেছেন: ছোট বোনদের এমন পোজ দেখে ভাবছি বড় বোনের ছবিগুলো কেমন হবে!!! সেগুলা দেখাবা না?? ;) ;)

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

নীল-দর্পণ বলেছেন: সেগুলো দেখাই-ই কিন্তু পর্দা-টর্দা কত্তকি সামনে চলে আসে তআি ভাল দেখা যায়না ;) :P

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

অ্যানোনিমাস বলেছেন: হা হা, দারুণ !!

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

নীল-দর্পণ বলেছেন: সত্যি-ই পিচ্চিগুলা সব সময়-ই দারুন। :)

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:





:) :D B-)

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

নীল-দর্পণ বলেছেন: :)

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩

ইলুসন বলেছেন: ছোট বাচ্চা দেখতে এমনেই অনেক ভাল লাগে।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

নীল-দর্পণ বলেছেন: হমম সত্যিই :)

২০| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাই যেই স্টাইলিস পছন্দ হইছে

শুভ কামনা
পিচ্চিটার জন্য :)

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

নীল-দর্পণ বলেছেন: আজকাল পিচ্চিদের স্টাইল দেখলে মাথা নষ্ট হয়ে যায় :P
ভাল থাকবেন :)

২১| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: দেখতে হবেনা বোনটা কার? তুমিও কি ঢংগী ছিলা ??

তবে মডেলের মডেলিং ভালোই লাগলো নিলু।

শেষের বাবুটার স্বর্গীয় হাসিটা ভালো লাগলো। আমার আবার বাবুদের এমন হাসির মুখে ঠোট লাগাতে ভালো লাগে মানে মুখেমুখ লাগিয়ে চুুমু।

নিলু পোষ্ট কি আমার জন্য দিসো?
আমাকে উৎসর্গ করা উচিৎ ছিলো।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২

নীল-দর্পণ বলেছেন: বাচ্চাদের ধরে ইচ্ছেমতন চটকাতে ভাল লাগে আমার B-))

সত্যিই, আপনার খোচাখুচিতেই পোষ্ট দিয়েছি উচিত ছিলো আপনাকে উৎসর্গ করার (ভুলে গেছি) :P

তবে ঠিক করে দিলাম। এবার পোষ্টের শেষ দেখেন ;)

২২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমাকে করা প্রথম উৎসর্গিত পোষ্ট তাও আবার আমার খুব প্রিয় ও আদরের ব্লগার বোন থেকে পাওয়া যাকে আমি খোচাতে ভালোবাসি ধন্যবাদ নিলু।

ভালো থেকো

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

নীল-দর্পণ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। মাঝে-সাঝে খোঁচাবেন ;) :P

২৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :3 মডেল সিউর!!!

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নীল-দর্পণ বলেছেন: খেক :P

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: . তোমাকে আমি বহু বছর যাবত খোচা দিয়েই আসছি হাহাহা সেটা অব্যহত থাকবে আমাককে দাওয়াত করে তোমার হাতের রান্না খাওয়া পর্যন্ত বুঝেছো?

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নীল-দর্পণ বলেছেন: হা হা হা....অক্কে অক্কে একদিন হয়ত ইনশাআল্লাহ হবে ;)

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

চটপট ক বলেছেন: স্বাভাবিকতায় অসাধারণত্ব :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

নীল-দর্পণ বলেছেন: :) :)

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

অপ্রচলিত বলেছেন: আপনার মামাতো বোনগুলো তো অসম্ভব কিউট! বিশেষ করে ছোটটা ;) । গাল টিপে আদর করে দিতে ইচ্ছে করছে খুব :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

নীল-দর্পণ বলেছেন: :) :)

২৭| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৪

অতৃপ্ত অনুভূতি ! বলেছেন: সুন্দর..................... ইয়ে....... বাচ্চারা আমাকে খুব লাইক করে।...........
আমার মনটা এখনো বাচ্চা বাচ্চা কিনা.........:)

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩

নীল-দর্পণ বলেছেন: আমাকে কেন যেন বাচ্চারা তেমন একটা লাইক করেনা। এমনকী একেবারে ২/৪ দিনের বাচ্চা যারা কাউকেই চেনেনা এখনো তাদেরও কোলে নিলে কেন যেনো কেঁদে দেয় ! :|

২৮| ০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বড় বিলাই বলেছেন: piccigulare etto etto ador. Bilaitareo.

২৬ শে জুন, ২০১৫ সকাল ৯:১৬

নীল-দর্পণ বলেছেন: :) তোমার সিংহ মামার জন্যেও অননেক আদর ও ভালবাসা। কেমন আছে সিংহ মামা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.