নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

কলার মোচার দারুন স্বাদের মচ মচে চপ B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আফটার সাচ আ লং টাইম নীলু ইজ ব্যাক উইথ ইয়াম্মী-টেস্টি-ক্রিস্পি চপ। ;)B-)

অনেক দিন যাবত কোন রান্নাবান্নার পোষ্ট দেই না। আজ আম্মা বিকেলের নাস্তায় এমন একটা জিনিস খাওয়ালেন, খেয়ে আমি পুরা ফিদা। বানিয়েছেন আম্মা। রেসিপি জেনে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।



ওহ! বলাই হয়নি কিসের রেসিপি। রেসিপি হল কলার মোচার চপ। আগে যারা খেয়েছেন তারা একটু মিলিয়ে দেখুন। আর যারা খাননি তাদের বলছি, অবশ্যই অবশ্যই অবশ্যই খেয়ে দেখুন প্লিজ!



আসুন কথা কম কাজ বেশী করি।



উপকরণ:

১। কলার মোচা : বেছে কুচি করে কাটা ১ কাপ পরিমান

২। আতপ / পোলাওয়ের চাল: ১ কাপ (ভিজিয়ে পানি ঝড়িয়ে ব্লেন্ড করা)

৩। গরম মশলা গুড়া : ১চা চা

৪। পেঁয়াজ দেশী পেঁয়াজ কুচি (মাঝারি সাইজের) : ৪-৫ টা

৫। রসুন কুচি (দেশী রসুন) : ৩-৪টা

৬। মরিচ কুচি : ইচ্ছে মতন

৭। ইলিশ মাছ ব্লেন্ড করা : ২ পিস

৮। লবন: পরিমান মত

৯। তেল: ভাজার জন্যে

প্রণালী:

কলার মোচা সামান্য লবন দিয়ে হালকা ভাপ দিয়ে নিন। আম্মা পোলাওয়ের চাল নিয়েছিলেন। চালের সাথে মাছ দিয়ে একটু পাতলা করে ব্লেন্ড করে নিন। তবে পানি পানি করে ফেলবেননা। এবার মোচার কুচি গুলোর সাথে সব উপকরন দিয়ে মেখে নিন। পুরো মিশ্রনটা এরকম ঘন হবে যেনো চামচ দিয়ে তেলে দিতে হয়।

এবার তেল গরম করে তাতে একটু একটু করে দিয়ে মাঝারি আঁচে মচমচে করে ভেজে তুলুন। ব্যাস হয়ে গেলো কলার মোচার চপ। খেতে যে কি মজা হয়েছিলো। নিজেই ট্রাই করুন। আমি কিছু বলবোনা।



** কেউ চাইলে ইলিশ মাছের বদলে চিংড়ি মাছও দিতে পারেন।



মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রাতুল_শাহ বলেছেন: আমাদের সবাইকে একদিন দাওয়াত দিয়ে খাইয়ে দিয়েন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নীল-দর্পণ বলেছেন: আল্লাহ চাহেন তো হতেও পারে একদিন। তার আগ পর্যন্ত ওয়েট করা কি ঠিক হবে? লেট করলেই মিস হচ্ছে যে ;)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জুন বলেছেন: সেদিন বাজারে কলার মোচা দেখলাম । কে কুটবে কে বাটবে চিন্তা করে আর কিনলাম না । বাসায় ইলিশ মাছও আছে । এখন নীল-দর্পনের রেসিপি পড়ে আফসোস :(

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

নীল-দর্পণ বলেছেন: জিনিসটা কুটাবাছা আসলেই অনেক ঝামেলা। নরমালি আমাদর বাসায় এতদিন ডাল দিয়ে রান্না হতো। আমার তেমন ভাল লাগত না। তবে এটা যে এত স্বাদের খাবার। আজকের আগে বুঝিনি।

ঝামেলা হলেও ট্রাই করে দেখুন একদিন :)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রাতুল_শাহ বলেছেন: এই একদিন কোনদিন আসবেনা।

ধৈর্য্যের অনেক গুণ, লোকে বলে ঢিলা। তাই ওয়েট করতে কোন প্রবলেম নাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

নীল-দর্পণ বলেছেন: আগে চপটা একদিন করে খেয়ে ঢেকুর তুলতে তুলতে তার পরে শান্তু মতন ওয়েট করেন ;)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার এই চপতো আসলে শুধু কলার মোচার চপ না। এর নাম হওয়া উচিত ইলিশে পোলাও মোচা চপ !! B-) B-)

গতকাল আমাদের এক ছোট ভাই ডাউনলোড করা টিভি নাটক দেখছিল। সেখানে এক লোক ডেউয়া পোলাও রান্না করে বলছিল এটা খেলে নাকি ৪০ বছর পর্যন্ত মনে থাকবে! আপনার এই ইলিশে পোলাও মোচা চপ খেলে কত বছর মনে থাকবে?? :P :P :D :D

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

নীল-দর্পণ বলেছেন: ইলিশে পোলাও মোচা চপ !! হা হা খারাপ বলেননি ;)

কত বছর মনে থাকবে জানিনা। তবে সত্যিই খুব মজার ছিলো ;) :)

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

ধরো মারো কাটো বলেছেন: দারুন... নিশ্চয় টেষ্ট করে দেখবো।

আপনাকে নিমন্ত্রন জানাই, আসুন, খেয়ে যান... :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

নীল-দর্পণ বলেছেন: টেস্ট করলে জানাবেন কেমন লাগলো :)

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মাছ যদি নাই দেই?? চিংড়িতে অবশ্য সমস্যা নেই!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

নীল-দর্পণ বলেছেন: মাছ না দিলে মনে হয় সুন্দর ফ্লেভারটা আসবেনা। ইলিশ ভাল না লাগলে চিংড়িটা দিন (ব্লেন্ড করে দিলে ফ্লেভার ভাল আসবে)

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

সপ্নাতুর আহসান বলেছেন: পড়ে মনে হচ্ছে খুব টেস্টি হবে। খেতে ইচ্ছে করছে খুব। হা হা হা

ভাগ্যিস আমার ভাগিনা ব্লগ পড়তে পারে না, পারলে আপনার ব্লগ তার অনুসরণে থাকত আর পোস্ট পড়ে আমার বোনের মাথাটা খাইত। সেই সাথে আমার নিকটা হারাইতাম। নকশার রেসিপি কোন রকম পড়ে তাতেই ছবি দেখেই মা আর নানীর পিছনে দৌড়াদৌড়ি করে এটা বানাও, ওটা রান্না কর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

নীল-দর্পণ বলেছেন: হা হা....ভাগিনাকে একটা নিক খুলে দিন প্লিজ। ;)
তার সাথে মনে হচ্ছে আমার খুব ভাল জমবে B-) :P

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

মামুন রশিদ বলেছেন: আহ, রিয়েলি ইয়াম্মী-টেস্টি-ক্রিস্পি হবে :| B-)


১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

নীল-দর্পণ বলেছেন: সত্যিই ;) B-)

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

বাবুনি সুপ্তি বলেছেন: :) কিছুদিন ধরে কলা গাছ (মানে কলা, কাচা কলা, মোচা, আর কচুর উপরেই আছি ) যাক এর সাথে আরেকটা রান্নার উপায় পাওয়া গেল :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

নীল-দর্পণ বলেছেন: হা হা...ট্রাই করলে বলো আপু, কেমন লাগল :)

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

েবনিটগ বলেছেন: :#) :#) :#)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

নীল-দর্পণ বলেছেন: :D :D

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: মাই গড!!!


মনে হচ্ছে মহা মজাদার মচমচে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

নীল-দর্পণ বলেছেন: সেঈঈঈরকম মচমচে হয়েছে আপু :#)

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

মাহবু১৫৪ বলেছেন: দারূণ

প্রিয়তে নিলাম

কিন্তু কলার মোচা পাবো কই এখানে? /:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

নীল-দর্পণ বলেছেন: তার জন্যে দেশে আসতে হবে ;)

দেখেন বাঙ্গালী কোন দোকানে পাওয়া যায় কিনা। পাওয়া গেলেও ঝামেলা আছে, আপনার মনে হয় এত ঝামেলা পোষাবেনা। সুতরাং দেশে ফেরা অপেক্ষাই....

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: একটা ছবি দিবেন না???????????


অন্তত দেখতাম খাবারটা কেমন.........

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

নীল-দর্পণ বলেছেন: ভুলেই গিয়েছিলাম ছবিটা দিতে। দিলাম ছবি :)

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

তন্দ্রা বিলাস বলেছেন: একটা ফটু তো শেয়ার করতে পারতেন :( বানাইতে না পারলেও দেইখা শান্তি পাইতাম। :)

আমাদের কিন্তু কলার বিশাল বাগান আছে :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

নীল-দর্পণ বলেছেন: ছবি অ্যাড করে দিলাম।

বাহ ভালইতো, তবে তো শুধু বাগান থেকে আনবেন আর খাবেন ;) :P

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

তানভীর আরিফ বলেছেন: ভাই, খেতে ইচ্ছে করছে খুব।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

নীল-দর্পণ বলেছেন: মোটামুটি সহজ আছে। বাসায় রাঁধুনীর হাতে রেসিপিটা ধরিয়ে দিন ;)

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ রেসিপি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

নীল-দর্পণ বলেছেন: আসলেই :)

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

ড. জেকিল বলেছেন: চপ তো খাইনাই, কিন্তু ভাজি খেয়েছি ......... গত রমজানে । :D

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

নীল-দর্পণ বলেছেন: ভাজির চাইতে চপ ই মজা ;)

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


একদিন দাওয়াত দিন চলে আসি খাওয়ার জন্য ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

নীল-দর্পণ বলেছেন: অবশ্যই যে কোন দিন দাওয়াত ;)

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

স্বঘোষিত মিসির আলী বলেছেন: ফুপু কলার মোচা খাইতে মুঞ্চায় :(( :((

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

নীল-দর্পণ বলেছেন: ভাতিজা বাসায় রাঁধুনী যে তআরে তেল দাও, চপ খাইতে ;)

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

ভিয়েনাস বলেছেন: কার কাছে যে খাওয়ার জন্য আবদার করি তাই ভাবছি /:) নীলু মনি একদিন দাওয়াত করলেই তো মজাদার ইয়াম্মী জিনিসটা খেতে পাই। বেশি কিছুর আয়োজন দরকার নেই শুধু চা আর কোলার মোচার চপ হলেই আমি খুশি :D

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

নীল-দর্পণ বলেছেন: হা হা....ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে হবে। তবে তত দিন ওয়েট না করে আপুই যদি ট্রাই করে তাহলে ভাল না ? ;)

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এইবার ঈদে ছুটিতে বাসায় গেলে ট্রাই করা হইপে ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

নীল-দর্পণ বলেছেন: বাহ! বুদ্ধিমানের কাজ। ;) আর দেখেনতো সবাই বলছে আমি নাকি বানিয়ে খাওয়াবো। :( আমিই তো অন্যজনের বানানোটা খাই :P

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

ভিটামিন সি বলেছেন: চাল কি ব্লেন্ড করা যায়? আগে জানতাম না আমি। কলার মোচার / থোড়ের যে দাম, ওরে মায়ের খালা রে, ১টা ৪ ডলার।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

নীল-দর্পণ বলেছেন: ব্লেন্ড করা যাবে না কেন! পানি ছাড়া দিলে গুড়া হবে আর একটু একটু করে পরিমান মত পানি দিয়ে করলে তরল হবে ।
এত দাম!

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গত বুধবার বিকেল থেকে জ্বরগ্রস্ত ;) জ্বরের মুখে কলার মোচা খুব ভালো লাগলো ;)

কলার মোচা যেমন সুস্বাদু, কলাগাছের ভারালিটা আরও বেশি মজার। যে গাছে মোচা বের হয়েছে, সে গাছের কাণ্ডের ভেতরে মোচার যে অংশটা থাকে তাকে আঞ্চলিক ভাষায় আমরা ভারালি বলি। ভারালি ভাজির স্বাদ কচুভাজির সাথে তুলনীয়।

বাজারে এখন কলার মোচা কিনতে পাওয়া যায়। কয়েক মাস আগে আমি ২টা মোচা কিনেছিলাম ;)

ভারালি ভাজি আর মোচার তরকারি আমি ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যস্ত ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

নীল-দর্পণ বলেছেন: আমাদের এলাকায় ও ভারালি বলে। ভারালিটা আমার খাওয়ার খুব ইচ্ছে। আমাদের এলাকায় তেমন প্রচলন নেই বলে আম্মাকে বললে নাক সিটকাবে। তাই আর সাহস পাইনা বলতে। :(

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

শীলা শিপা বলেছেন: এটা আগে কখনো খাওয়া হয় নি...আর বানানোর কষ্ট আমারে দিয়ে হবে না...মনে হয় আমার ভাগ্যে নাই :( :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নীল-দর্পণ বলেছেন: আহাহা...কি বলো আপু! এক কাজ করো, শোন। একদিন অফিস থেকে ফেরার পথে কিনে নিয়ে যাও বাসায়। তার পরে আন্টিতো জিজ্ঞেস করবেন কেন এনেছো? তার পরে তুমি মন খারাপ করে বলবে খুঊঊব খেতে ইচ্ছে করেছিলো চপ, কিন্তু বানানতে এত কষ্ট যে আসলে খাওয়াই হবেনা। এনে ভুলই করলাম। :( দেখো আন্টি ঠিক ঠিক বানিয়ে ;)

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: দারুন! আমার তো খেতে ইচ্ছে করছে এখনি :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নীল-দর্পণ বলেছেন: বাসায় রান্নার দ্বায়িত্ব যার তাকে শিগগিরি বলুন :)

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

হাসান মাহবুব বলেছেন: মনে হচ্ছে বেশ ভালো হবে খেতে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

নীল-দর্পণ বলেছেন: সত্যিই হামা ভাই, দারুন ছিলো খেতে :D

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

নাইট রিডার বলেছেন: কলার মোচার চপ খাইনি , ভর্তা খেয়েছি----তেতুল দিয়ে, বেশী করে মরিচ মাখিয়ে। অসাম টেস্ট।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

নীল-দর্পণ বলেছেন: হমম...চপ ও টেস্টি অনেক। সুযোগ করে খেয়ে দেখবেন :)

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

স্বপনচারিণী বলেছেন: দারুন এক জিনিস দিলেন। উপকরণও সহজ। অবশ্যই ট্রাই করবো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

নীল-দর্পণ বলেছেন: কেমন লাগল জানাবেন :)

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

বড় বিলাই বলেছেন: এহ্! এটা তো মাছের চপ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নীল-দর্পণ বলেছেন: মোচার ও মাছের ও :P

৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: একদিন দাওয়াত করে খাওয়ান। :) তাহলে বুঝবো কেমন মচমচে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

নীল-দর্পণ বলেছেন: আমার বাসায় আসতে আসতে তো মচমচে থাকবেনা। সো নিজের বাসায় ই ;)

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: কলার মোচা তো তিতা লাগার কতা??

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

নীল-দর্পণ বলেছেন: নাহ তিতা লাগবে কেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.