নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।
একটা সময়ে সারাক্ষন ব্লগিং করাটাই ছিল নেশা, ধ্যান-জ্ঞান । বকা কম খাইনি এই ব্লগে পড়ে থাকার জন্যে। ভাইয়ার চোখকে ফাঁকি দেয়ার চেষ্টা করে চুরি করে করেও ব্লগে এসেছি । লেখালেখির প্রবল আগ্রহ থেকেই এসেছিলাম ব্লগে। একপর্যায়ে সেটা নেশা হয়ে দাড়িয়েছিল। আমার কত বিকেল গড়িয়ে যে সন্ধ্যা হয়েছে এই ব্লগে পড়ে থেকে তার হিসেব নেই। কিন্তু সে সব-ই অতীত হয়ে গেছে।
মনে হচ্ছে ফিকে হয়ে গেছে ব্লগের নেশা। লিখতে পারিনা এখন আর আগের মত। এমনও সময় ছিলো চলতে ফিরতে যা ঘটতো তা নিয়েই লিখে ফেলতে পারতাম। এখন দু'দিন তিন দিন বা দিনের পর দিন ভেবেও পাইনা কি লিখবো, কিভাবে লিখবো। পুরনো সেসব পড়ে আফসোস করি আর শান্তনা দেই নিজেকে।
এই না লিখতে পারাটাও একটা যন্ত্রনা। অসহ্য যন্ত্রনা এটা। ব্যাপারটা এমন ঠান্ডা লেগে গলা ভেংগে গেলে গলা দিয়ে কোনই আওয়াজ বের হয়না। তখন কাউকে গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে হাজার চেষ্টা করেও যেমন বোঝানো যায় না! খুব কষ্টকর সে সময়টা। এই না লিখতে পারাটাও আমার কাছে সেরকম কষ্টকর।
একদম ফাঁকা সব। একটা সময় প্রচন্ড হতাশায় ডুবে ছিলাম তখনো থেমে যায়নি লেখা লেখি। কষ্ট পেতে পেতে সেটাকেই স্বাভাবিক ধরে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি কষ্ট পাওয়া বা কষ্টের অনুভুতিটাই বরং এখন বেশী ভাল লাগে। পৈশাচিক এক আনন্দ আছে এতে, সেটা যে না বুঝে তাকে বোঝানো যাবে না। আবার কখনো ভেংগে পড়তাম। সেটাতেও এক ধরনের আনন্দ আছে। এখন মনে হয় কোনটাই নাই আগের মতন। একদম ফাঁকা। অনুভূতিহীন!
জীবনের কিছু কিছু হিসাব আছে যা মেলাতে পারলাম না। কিছু কিছু প্রশ্ন আছে ধোঁয়াশার মাঝে ঘুর পাক খায়। হয়ত সেগুলো সেখানেই থাকবে। থাকুক সেসব। স্বপ্ন নাকি বড় দেখতে হয় তাহলে যা চাওয়া হয় তা না পেলেও কিছুটা হলেও পাওয়া যায়। কিন্তু আমি এখন আর সে কথা মানতে নারাজ। স্বপ্ন যত বড় হবে তার ধাক্কা তত বেশী হবে, না পাওয়ার কষ্ট তত বাড়বে। তাই এখন আর তেমন চাওয়া নেই। চাওয়া কম থাকলে নাকি জীবনটা সহজ হয়, তখন যা পাওয়া যায় তাতেই খুশী থাকা যায়। দেখি সে পথেই হেটে.....।
কোথা থেকে কোথায় চলে গেলাম! অপ্রাসঙ্গিক কথা কেন বলছি। আসলে লিখতে বসার আগে হুড়মুড় করে মনে হয় সব মনে হয় সব বলি। কিন্তু বসার পড়ে আর খুজে পাইনা কী লিখবো, কী বলবো।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
নীল-দর্পণ বলেছেন: স্বপ্ন দেখলেই ভেংগে যায়....কি দরকার......
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: মনতব্য করার জন্য লগইন করা। একটা ভাললাগা দেয়া ও কমেন্ট করা।
শেষে একজনকে বলি, তোমার চোখে পড়বে কিনা জানিনা যদিও এই প্লাটফর্মেই আছো। কি দরকার ছিলো বলতো.....
তার দৃষ্টিগোচর হোক বা না হোক আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমার ভিতর অনেক লেখা চক্রাহারে বাড়ছে তার পরিমাণ সত্যি লিখে কি হয়!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫
নীল-দর্পণ বলেছেন: হমম..... তার চোখে হয়ত পড়বে, হয়ত পড়বেনা। পরলেও বুঝবে না। তাকে কি.....
যতদিন পারেন লিখতে থাকেন। লেখনী শক্তি যাতে থেমে না যায় চেষ্টা করেন।
ধন্যবাদ কবি
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: ধুর ভালো লাগেনা কিছু :/
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩
নীল-দর্পণ বলেছেন: সত্যি-ই
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২
ভারসাম্য বলেছেন: কী দরকার ছিল! ... :-<
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩
নীল-দর্পণ বলেছেন: কোন-ই দরকার ছিল না
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
জুন বলেছেন: একে বলে রাইটার্স ব্লক । শুনেছিলাম এমন এক অবস্থা কাটিয়ে উঠার জন্য লেখক হুমায়ুন আহমেদ তার স্ত্রী সহ বন্ধু বান্ধবের এক বিশাল বাহিনী নিয়ে কই জানি ভ্রমনে গিয়েছিল। আর সেখানেই এটা কেটে গিয়েছিল।
অনুসরন করে দেখতে পারেন হু আ কে নীল-দর্পন
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
নীল-দর্পণ বলেছেন: হা হা হা....কি যে বলেন না। কোথায় আগরতলা কোথায় খাটের তলা। হুমায়ুন আহমেদের ঠিক হয়েছে বলেই কি আমার হবে। উনি তো ঘাঘু লেখক ছিলেন। আর আমি....
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
হাসান মাহবুব বলেছেন: ঠিক হয়ে যাবে মুক্তাফা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
নীল-দর্পণ বলেছেন: কি জানি....আপাতত তো মনে হচ্ছে না
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১
আমিনুর রহমান বলেছেন:
হুদাই হতাশা কে ডাকাডাকি করিস কেন! সব ঠিক হয়ে যাবে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
নীল-দর্পণ বলেছেন: তাই যেনো হয় দাদা
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: লিখতে না পারার যন্ত্রণা থেকেই একটা লিখা হয়ে গেলো ! দেখবেন হুট করে কলম চলা শুরু হয়ে যাবে !
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
নীল-দর্পণ বলেছেন: হমম খারাপ বলেননি। দেখা যাক কি হয়....
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
শামীম সুজায়েত বলেছেন: কথায় কথায় বলা হয়ে গেলো অনেককিছু। এটাই ব্লগিং। এটাই বুঝি লেখক হয়ে ওঠার পাঠশালা।
ভাল থাকবেন। সুযোগ পেলে ঢু মেরে আসতে পারেন : Click This Link
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
নীল-দর্পণ বলেছেন: ভাল থাকবেন আপনিও
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: একই রকম
ইচ্ছাকৃত নাকি দৈব বলতে পারছি না।
অচলাবস্থা কেটে যাক!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
নীল-দর্পণ বলেছেন: অচলাবস্থা কেটে যাক!
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
শীলা শিপা বলেছেন: আগে যে কমেন্ট করলাম সেটা কই?????
ঠিক হয়ে যাবে আপু। চিন্তা করো না। আগের মত করে মনে যা আসে তাই লিখতে থাক।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
নীল-দর্পণ বলেছেন: কি জানি আমিতো কোন কমেন্ট পাইনি অথবা ডিলেটও করিনি! নেট/সামুর প্রবলেম মনে হচ্ছে!
আগের মত করে মনে যা আসে তাই ত লিখতে পারিনা...সমস্যা এখানেই! দেখা যাক.....
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নীল-দর্পণ বলেছেন: সেই অপেক্ষায় আছি
ধন্যবাদ
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
আমি ইহতিব বলেছেন: ঘুমুতে গেলে মাথায় অনেক কিছু ঘুরে। দিনের বেলা আর মনে আসেনা। আপনার এই যন্ত্রণা শীঘ্রই দূর হয়ে যাক এই দোয়া করি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নীল-দর্পণ বলেছেন: ঘুমুতে গেলে মাথায় অনেক কিছু ঘুরে। দিনের বেলা আর মনে আসেনা। ঠিক বলেছেন
ধন্যবাদ অনেক
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সায়েম মুন বলেছেন: আমার কথাগুলোই তো লিখলেন। আমিও কিছু লিখতে পারছি না। আই মিন গপ টপ। কোবতে টোবতে এখনও কিছুটা আসে। বাট গপের ক্ষেত্রে কোন কূল কিনারা নাই।
শুভকামনা মুক্তাফা!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
নীল-দর্পণ বলেছেন: আর বইলেন না। আপনে তো তাও লিখতে পারেন কিছু। আমার মাথায় কিছুই আসেনা। না গপ না নরমাল লেখা (কবিতাতো পারি না তাই কল্পনাও করিনা ওসব)
শুভকামনা আপনার জন্যেও মুন ভাইয়া
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সায়েম মুন বলেছেন: সজাগ থাকলে মুরগীর স্যুপ দিয়ে পাস্তা রেসিপিটা একটু যদি বলতেন... বহুত উপকৃত হতাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
নীল-দর্পণ বলেছেন: স্যুপ দিয়ে পাস্তা ! আমি তো জানিনা
১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
মামুন রশিদ বলেছেন: আবার লেখালেখি শুরু করে দেন আপু ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
নীল-দর্পণ বলেছেন: দেখি.....
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
একজন আরমান বলেছেন:
কষ্ট পেতে পেতে সেটাকেই স্বাভাবিক ধরে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি কষ্ট পাওয়া বা কষ্টের অনুভুতিটাই বরং এখন বেশী ভাল লাগে। পৈশাচিক এক আনন্দ আছে এতে, সেটা যে না বুঝে তাকে বোঝানো যাবে না। আবার কখনো ভেংগে পড়তাম। সেটাতেও এক ধরনের আনন্দ আছে। এখন মনে হয় কোনটাই নাই আগের মতন। একদম ফাঁকা। অনুভূতিহীন!
মনের কথাগুলো বলেছেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
নীল-দর্পণ বলেছেন: কিচু কিচু ক্ষেত্রে সবার মনের কথাই একরকম হয়...অনেকটাই, মিলে যায়...
ভাল থাকবেন, নিজের মতন করে।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
ভিয়েনাস বলেছেন: লেখালেখি তো এমনি । জোর করে একটা শব্দও আপনি লিখতে পারবেন না আবার হুট করে লেখার মুড চলে আসে
দূর হোক সকল হতাশা। হাত খুলে লিখতে থাকুন............
শুভ কামনা রইলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
নীল-দর্পণ বলেছেন: ঠিক বলেছেন। জোর করে একটা শব্দও লেখা যায় না। আবার মাথায় অনেক কিছু ঘরছে, লিখতে পারছিনা সময় সুযোগের অভাবে সেটাও খুব যন্ত্রনাদায়ক!
ধন্যবাদ অনেক
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
মাহবু১৫৪ বলেছেন: আসলেই। আগের সেই দিনের মত আর লিখতে ইচ্ছে করে না। কেন জানি মনে হয়, লেখা আমাকে দিয়ে হবে না। কোন লেখা খুজে পাই না।
আমার আশেপাশের পরিচিত জনদের হতাশা কিংবা কষ্টে আছে দেখলে নিজের কাছেই খারাপ লাগে। তোমার হতাশগ্রস্ত জীবন হয়ে উঠুক আনন্দময় সেই কামনাই করি।
স্বপ্ন সবসময় বড়ই দেখতে হয় ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
নীল-দর্পণ বলেছেন: আমি আবার মানতে পারিনা লেখা আমাকে দিয়ে হবে না। ভাল লেখা না হোক আমার রেগুলার পঁচা-ঘচা লেখাগুলোতো লিখবো....মাঝেসাঝে তাও পারিনা। খুব খারাপ লাগে তখন।
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জুন বলেছেন: একে বলে রাইটার্স ব্লক । শুনেছিলাম এমন এক অবস্থা কাটিয়ে উঠার জন্য লেখক হুমায়ুন আহমেদ তার স্ত্রী সহ বন্ধু বান্ধবের এক বিশাল বাহিনী নিয়ে কই জানি ভ্রমনে গিয়েছিল। আর সেখানেই এটা কেটে গিয়েছিল।
অনুসরন করে দেখতে পারেন হু আ কে নীল-দর্পন
আমিও এটাই বলতে চেয়েছিলাম...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
নীল-দর্পণ বলেছেন: হা হা....আমি তো হু আ'র মাপের লেখক নই
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা খুব বুঝা যাচ্ছে, দর্পণ'পা আপনি বুড়া হয়ে যাচ্ছেন!
ব্যাপার না, একবার লেখা শুরু করতে করলে আসতেই থাকবে।
শুভ কামনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
নীল-দর্পণ বলেছেন: খারাপ বলেননাই... মেঘে মেঘে বেলা তো আর কম হল না। পাঁচ বছর তো হতেই চললো, আর কত !
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
হুপফূলফরইভার বলেছেন: জীবনের সব অদ্ভুত সমীকরন, কখনো তার হিসেব মেলেনা। হিসেব মিলাতে চাওয়ার কোন মানেও হয়না। জীবন যখন যেখানে যেমন তেমন করেই চলুক না। শান্ত, দ্রুপদি, নৃপতি বিধানে আপন গতিতেই চলুক না।
অতপর? তারপর?
শব্দ দিয়ে বাক্য সাজাই
কল্পনাতে গল্প
কতকথন ভাবনাতে ঠাই
লিখি খুবই অল্প
ভাবনাখানা এমনি করেই..
কি আসে যায় বিষয় খুজে
লিখে বিশাল পোস্ট
তারচে ভাল আপন মনে
রাধুন গল্পের রোস্ট
এটা খেরোখাতা
লিখুন মনে যা আসে তা?
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
নীল-দর্পণ বলেছেন: কি আসে যায় বিষয় খুজে
লিখে বিশাল পোস্ট
তারচে ভাল আপন মনে
রাধুন গল্পের রোস্ট
হা হা হা....গল্পের রোষ্ট! ভাল বলেছেন। কথাটা পছন্দ হয়েছে খুব
২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০
মাহমুদা সোনিয়া বলেছেন: সেইম হেয়ার!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
নীল-দর্পণ বলেছেন:
২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: আরে তুমিতো ব্লগে লেখার জন্য লেখা খুঁজে পাও না, আর আমি ফেসবুকে স্ট্যাটাসই দিতে পারি না। কত কি ঘটে আশে পাশে, সেসব নিয়ে দিনে চার/পাঁচটা স্ট্যাটাস দিলে এতদিনে সেলিব্রেটি হয়ে যাইতাম। কিন্তু আফসুস ফেসবুকে বসে হোমপেজ স্ক্রল করতে করতে আবার লগ আউট করার টাইম হয়ে যায়। স্ট্যাটাস দেয়া হয় না।
ব্যাপার না নীলু, ঠিক হয়ে যাবে। ততদিন অনেক অনেক পড়ো আর প্রাণ খুলে কমেন্ট করো। হ্যাপি ব্লগিং
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
নীল-দর্পণ বলেছেন: হা হা হা....ভাল বলেছো আপু । সত্যিই তো তোমার স্ট্যাটাস দেখিনা অনেক দিন।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, বড় স্বপ্ন দেখতে হবে!