নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

ঈদের গপসপ :D আর সামান্য খাবার দাবার ;)B-)

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৭

এলাকার রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। এখন ভীড় সব বাস-লঞ্চ টার্মিনাল এর রেল স্টেশন এ। হাজার হাজার মানুষব্যাগ-বোচকা হাতে কাঁধে ছুটে চলেছেন, যাদের সাথে বাচ্চা থাকেন তাদের কর্তার জন্যে আমার বেশ মায়া হয়। বেচারার কাঁধে তো বিশাল ব্যাগ থাকেই কোলে আবার বাচ্চাকেও নিতে হয়! :| আমরা যখন ঈদে গ্রামে যাই তখন নিজেকে মনে হয় রিফুজি। হাজার হাজার রিফুজি ঢাকা ছাড়ছে। :P সবার গন্তব্য একটাই, তা হল বাড়ী। তবে এবার ঈদে বাড়ী যাওয়া হচ্ছেনা আর তাই শহরের এই ফাঁকা রুপটা ঈদের কয়েকদিন মোটামুটি এনজয় করব (যদিও ঈদে কোথাও ঘুরতে যাইনি কখনো) এইবার ঈদে ভেবেছিলাম ঢাকা থাকার মনে হয় তেমন কোন কারন নেই গ্রামে যাওয়া হবে। প্রতিবার ঈদে বাড়ী যাওয়া নিয়ে একটু আপত্তি থাকলেও এবার মনে মনে চেয়েছিলাম যেতে। কারনটা হল তিন মামাতো বোন। মেঝো মামার দুই কন্যার সাথে গতবারও ঈদ করলেও ছোটমামার ছোট্ট গুটলু কন্যাটার সবার সাথে এটাই প্রথম ঈদ। যাইহোক যাওয়া হয়নি কি আর করা।



ছোট বোন গুলোকে নিয়েই একটু স্মৃতিচারণ করি। মেঝো মামার বড় মেয়ে হল হানিয়া, যে আমাদের সবার আদরের হানু। সিক্সে পড়ে। একটু বড় হয়ে গেছে তাই ওকে আপাতত বাদ দেই। ছোট্ট দুজনের গল্পই বলি।

ছোট্ট সাদিয়া, প্রথম আমাদের কাউকে একেবারেই পছন্দ করেনি কিন্তু হুট করেই সবার সাথে মেশা শুরু করে দিয়েছে। হানিয়ার মতই ফুপ্পি (আমার আম্মা) তো তার জানের জান। ফুপ্পিরও জানের জান তার তিন ভাতিজি। আমিতো মাঝে মাঝে হিংসাই করি আমাদের ফুপুর কাছ থেকে এর এক কানাকড়ি আদরও পাইনি বলে। :P

শবেবরাতের আগে আম্মা সাদিয়া আর তাবাসসুমের (ছোট মামার মেয়ে, আমাদের নতুন অতিথি) জন্যে জামা কিনে পাঠিয়েছে। দুজন-ই জামা পরেছে সাদিয়া নাকি পিচ্চিটাকে কোলে নিয়ে দুলে দুলে বলে, "হুমায়রা (তাবাসসুম বলতে পারেনা) জানো ফুপ্পি আমাদের কিসের জামা দিসে, ফুপ্পি আমাদের শবেবরাতের জামা দিসে" :| হুমায়রাও নাকি হেসে কুটিকুটি। আম্মার তো মাথায় হাত, দিলো ঈদের জামা পিচ্চি বলছে শবেবরাতের। আর সে তার ফুপ্পিকে ফোন দিয়ে অভিযোগ করে, "হুমায়রার জামা সুন্দর, আমার জামা পসা, আমারে পসা জামা দিসো এই জামা পড়বোনা" । :| হলোতো এইবার, আগে কেনার ফল! কি আর করা আবার রোজার মাঝে দুজনের জন্যেই জামা কিনে পাঠিয়েছে আম্মা। এবারের জামা গুলো খুব পছন্দ হয়েছে। এমনিতে হুমায়রা হল সাদুর জানের জান কিন্তু আবার হিংসাও করে। সেদিন নাকি হুমায়রার জন্যে কে জামা পাঠিয়েছে সেই জামা দেখে কান্নাকাটি ওর জন্যে কেন দিল না। শেষে অনেক কষ্ট করে নাকি পিচ্চির জামা নিজের গায়ে ঢুকিয়ে ফেলেছে! :|

আম্মাকে এর মাঝে ফোন দিয়ে বলে, "তুমি আছোনা কেনো?তোমার গাছে ছব পেয়ারা আমি নিয়ে গেছি" । পিচ্চিগুলার কথার জন্যে এত মায়া লাগে। :) তবে ছেলে পিচ্চিগুলা হল পাজি। ;):P

যাই হোক অনেক গল্প হল এবার আসুন সাদু আর হুমায়রার সাথে পরিচয় করিয়ে দেই :)



হুমায়রা বুড়ি, এখনো কথা বলা শেখেনি তবে ফুপ্পির দেয়া নতুন জামা পড়লে নাকি খুব খুশি হয় :)





আর সাদু বুড়ি আজ আপনাদের শেখাবে কিভাবে দাঁত ব্রাশ করতে হয়। সবাই মনযোগ দিয়ে শিখবেন এবং এভাবেই ব্রাশ করবেন কিন্তু ;)

প্রথমেই ই ই ই করুন (দেখতে হবে না আপনার দাঁত আছে কিনা ;) )





তার পরে লক্ষী বাবুর মতন এভাবে :)





শুধু সামনে ব্রাশ করলেই চলবে? আশে-পাশে করতে হবে না? ;)



এবার একটু ভেতরের দিকেও ত ভাল করে করতে হবে, নাকি?





এভাবে সুন্দর করে করতে হবে



দাঁত ব্রাশ শেষ সোনার বাংলাদেশ। :) এবার একটু বাংলালিংক এর অ্যাড এর পোজ B-)



সাদুবুড়ি আর হুমায়রা বুড়ির গল্প শেষ। ঈদের রান্না অনেক দেরী তবে আসুন রোজায় কি কি এক্সপেরিমেন্ট করেছিলাম তাই একটু ;)

সেমাই এর রং-চংয়ে জর্দা :)



আম্মা খেয়ে বলেছেন ঈদের দিন এটা করতে B-)



বেশ কিছুদিন যাবত মিষ্টি বানানোর প্রতি একটা ঝোঁক হয়েছে। ছোটখাটো একটা কোর্সও করার ইচ্ছে আছে । বই আর নেট ঘেটে ঘেটে যা বানালাম

বুন্দিয়া (প্রথম বানিয়েছিলাম)





প্রথম বানিয়েছিলাম চমচম, (শক্ত হয়ে গিয়েছিলো) :| মিষ্টি বানানোটা সহজ কাজ নয় :(





বালুশাই মিষ্টি (আমার খুব পছন্দের) :D



আরো বানিয়েছিলাম মজাদার নানরুটি



এটা প্রথম বানাইনি। নানরুটি আম্মার অনেক পছন্দ আর আম্মার পছন্দের খাবার বানিয়ে খাওয়াতে অনেক ভাল লাগে। অন্যরকম আনন্দ। :)

শরাব রেডী। চলবে নাকি? ;)



সবার ঈদ হোক অনেক অনেক সুন্দর। অনেক আনন্দে কাটুক প্রিয়জনের সাথে। :)

মন্তব্য ৭০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

রাহুল বলেছেন: আমরা যখন ঈদে গ্রামে যাই তখন নিজেকে মনে হয় রিফুজি। হাজার হাজার রিফুজি ঢাকা ছাড়ছে। :P সবার গন্তব্য একটাই, তা হল বাড়ী
....এই কয়টা লাইন অসাধারন।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

নীল-দর্পণ বলেছেন: সত্যিই গতবছর-ই গ্রামে যাওয়ার সময় মনে হয় এই কথাটা মনে হয়েছিলো। খুব মজা লাগে কথাটা মনে হলে...আমরা রিফুজি =p~
আসলেও তো তাই, ঢাকায়তো সাময়িক :P

২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দ লিখেছেন। মিষ্টি দেখে খেতে লোভ লাগলো ।মিশ্টি দেখলেও বোধ হয় জিভে পানি আসে। :)

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নীল-দর্পণ বলেছেন: মিষ্টি ইদানিং খেতে ভাল লাগে কিন্তু খাওয়া যে ঠিক না এটা জানি...আর খেলেও দাঁতে ব্যাথা হয় মাঝে মাঝে :(

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খিদা লাগছে.......... :-/ :-/ :-/ :-/ :-/

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নীল-দর্পণ বলেছেন: রোজার দিনে এসব বলেনা /:)

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

বটবৃক্ষ~ বলেছেন: খানাডানা খাইতে আসতেসি ইফতারীর পর!! ;)

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নীল-দর্পণ বলেছেন: তাত্তাড়ি চলে আসো আপু :)

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

টুনা বলেছেন: আমিতো মনে করেছিলাম কোন রেসিপি পাব। কিন্তু দেখি খালি জর্দা, মিস্টি আর রুটির ছবি। আমরা যারা প্রবাসে বিবাহিত ব্যচেলর তারা এই ঈদের ছুটিতে কি করতে পার? :((

আমার একটা স্বভাব নতুন কোন খাবার রেসিপি পেলে এটা এখানে ট্রাই করি। ভাল হলে দেশে গিয়ে মা-বাবা এবং বউ-বাচ্চাদের রান্না করে খাওয়াই। আমার বউ ভালই পাক করে। কিন্তু আমার লিটল এন্জেলরা বলে বাবার পাক করা খাবার বেশী স্বাদ। তাদের খুশি দেখে আমিও নতুন উদ্যোমে কাজে লেগে পড়ি।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আল্লাহ্‌ আমাদের নামাজ, রোজা এবং সাদাকাহ্‌ কবুল করুন।

সবাইকে এই এই দুনিয়ায় উচ্চ স্থান এবং পরকালে জান্নাত নসীব করুন। আমীন।

আগাম "ঈদ মোবারক"।

ভাল থাকবেন নিরন্তর।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

নীল-দর্পণ বলেছেন: আমিও নতুন খাবার মনে ধরলে সেটা ট্রাই করি। ভাল হয়না যদিও সব সময় :P

আল্লাহ্‌ আমাদের নামাজ, রোজা এবং সাদাকাহ্‌ কবুল করুন। আমিন ।

আপনাকেও ঈদের শুভেচ্ছা। :)

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো গাল্টু গুল্টু দুই পুচকে বোন কে নিয়ে ঈদ আলাপন :)


রোজার এক্সপেরিমেন্টের মধ্যে 'সেমাইয়ের জর্দা' আমিও ঈদে খেতে চাই । কিন্তু সিলেটে তো জর্দা খাওয়ার অভ্যাস নাই :(

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

নীল-দর্পণ বলেছেন: অভ্যাস না থাকলে আপনি বাসায় একদম অল্প করে আমার মতন এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন । যদি ভাল লাগে দেখবেন সর্বজন গৃহীত হয়ে যাবে, যেহেতু নতুন জিনিস :)

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

মিনহাজুল হক শাওন বলেছেন: চমৎকার।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: আফা আপনাগো বাসায় ঈদের দিন আমার দাওয়াত :) মনে থাকবে তো !

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নীল-দর্পণ বলেছেন: আলবৎ মনে থাকবে :)

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আমিনুর রহমান বলেছেন:



সাদুবুড়ি আর হুমায়রা বুড়ির অন্য অনেক আদর ও ভালোবাসা।
আর খানাপিনা তুই একলাই খা :P

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

নীল-দর্পণ বলেছেন: ইটা কিমনুন কতা...আমি এক্লা খাবো কেনু :-*
সামনে যারা থাকে, মানে বাসার সবাইকে নিয়াইতো খাই :D

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

রাতুল_শাহ বলেছেন: একদিন দাওয়াত নিয়া সবাইকে নিয়ে চলে আসি। কবে আসবো?

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

নীল-দর্পণ বলেছেন: ঈদের দিন :)

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মিষ্টি দেখে বড় লোভ হচ্ছে... :#> :#>

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০১

নীল-দর্পণ বলেছেন: লোভ করা ভালু নয় ;)

১২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

এরিস বলেছেন: দাঁত ব্রাশ শেষ সোনার বাংলাদেশ। :) এবার একটু বাংলালিংক এর অ্যাড এর পোজ B-)

হা হা। সুন্দর লিখেছেন। সাদুবুড়ী বেশ পাকনা দেখা যাচ্ছে। :) ওদের জন্যে ঈদ এর অনেক শুভেচ্ছা।

নেক্সট আসুন রেসিপিতে।
সেমাই এর রং-চংয়ে জর্দা- দেখতে সুন্দর লাগছে। আমি খাইনা।
বুন্দিয়া- বানাতে পারি। মাঝে মাঝে খাই।
চমচম- বানাতে পারিনা।
বালুশাই- বানাতে পারিনা, খাই না।
নান রুটি- ক্ষেত্র বিশেষে খাই। আপনার রুটিগুলো সুন্দর হয়েছে।

সো, সব কথার শেষ কথা, আমি হালিম খাই, হালিমের রান্না করে ছবি দেবেন। ওকে?? :)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

নীল-দর্পণ বলেছেন: সাদু বুড়ি অনেক পাকনা :)

হালিম তো আমি রান্না করিনি কখনো। ওকে আম্মা আবার রান্না করলে ছবি দেবো ইনশাআল্লাহ :)

১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

ভিয়েনাস বলেছেন: এতো দিন পরে দাঁত ব্রাস করা শিখলাম B-) চলুন এবার খাওয়া শুরু করা যাক /:)

শুধু খাবারের ছবি খেলাম :-*

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

নীল-দর্পণ বলেছেন: উহু এখনি খঅয়া যাবেনা তো! দাঁত ব্রাশ করা শিখেছেন, ব্রাশ করবেন তার পরে খাওয়া ;)

১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

মজা লাগলো লেখা পড়ে।

এবারের ঈদে বাহিরে ঘুরতে বের হলে দেখবা ২ ঘন্টার রাস্তা ২০ মিনিটে পৌছে যাবা। আর তাই এই সুযোগ মিস কইরো না। ;)

++++++++

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫২

নীল-দর্পণ বলেছেন: ঘুরতে বের হওয়াটাই কঠিন। সঙ্গী-সাথী কাউকে পাইনা :(

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: দুই বুড়ির জন্য শুভকামনা ও ভালবাসা -

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ।
আপনার জন্যেও শুভকামনা ও শুভেচ্ছা :)

১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মুগ্ধ হলাম +++++ ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

নীল-দর্পণ বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

ফারিয়া বলেছেন: রোজা রেখে খাবারগুলো দেখা ঠিক হয়নি, দিলে কষ্ট লাগলো! X(( :!> :(
তুমি এত্তগুলা পসা! B-))

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০

নীল-দর্পণ বলেছেন: আমাকে এত্তগুলা ভাল বলো নইলে কিন্তু এত্তগুলা কান্না করবো :(

১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৪

দুঃখিত বলেছেন:
ঈদের দিন আইতেছি, মেন্যু যেন ভালো হয় ;)

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৭

নীল-দর্পণ বলেছেন: দুঃখিত ;) :-P

১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
দাঁত ব্রাশ শেষ সোনার বাংলাদেশ। হাহাহ :D
বালুশাই আমারো খুব পছন্দের :)
ঈদ মুবারাক নীল :) ||

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮

নীল-দর্পণ বলেছেন: আমারো অনেক অনেক ভাল লাগে :)
ঈদ মোবারক :)

২০| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গপসপ মজা লাগলো।

বুন্দিয়া, বিশেষ করে দই বুন্দিয়া আমার খুব প্রিয়। আমার কলেজপড়ুয়া মেয়ে ইদানীং দই আর পুদিনা দিয়ে কীভাবে যেন দই পুন্দিনা বানায়, শিখেছে তার মায়ের কাছে। মেয়ের বানানো খাবার সবচেয়ে মধুর।

শুভ কামনা।

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

নীল-দর্পণ বলেছেন: সিদ্দিকা কবীরের বইতে দেখেছিলাম দই বুন্দিয়ার রেসিপি। ঈদের দিন করে ফেলবো কিনা ভাবছি #:-S

২১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

শীলা শিপা বলেছেন: ছবি দিয়েই শেষ?? রেসিপি কই??

পিচ্চি দুইটা অনেক কিউট। আল্লাহ ওদের তোমার হাত থেকে বাচাক ;)

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

নীল-দর্পণ বলেছেন: পিচ্চিরা নিজেরাই আমার হাত থেকে বেঁচে থাকে (আমার কাছে কোন পিচ্চি আসতে চায় না) :P তবে ছওট মামার পিচ্চিটা বেশ শান্ত। একটু কোলে নিতে পারি :)

২২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

সমুদ্র কন্যা বলেছেন: সবতো খাদ্যরসিকে যায়া দেখছিইই। নতুন কিছু দ্যাও। এইটা ভুয়া ঈদের পোস্ট হইসে /:) ;) :D

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

নীল-দর্পণ বলেছেন: পিচ্চিগুলান তো দেখো নাই ;)
নতুন খাবার বানাইনাই :P

২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

ডরোথী সুমী বলেছেন: বাচ্চারা যা করে সবকিছুই আনন্দের। আমরা ওদের ছোট ছোট এই ভালবাসার ঘোরে থাকি। আর আপনার রান্না খেতে যেমনই হোক সবার জন্য ট্রাই করেছেন এটাই বড় কথা। আশা করি এর পরে চমচম নরম হবে। শুভ কামনা।

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু। ঈদের শুভেচ্ছা :)

২৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫

সায়েম মুন বলেছেন: বাহ! বেশতো। পিচ্চি কাহিনী ভালো লাগলো। মজা পেলাম। কিছু মিছু এখন খেলাম না। ইফতারীর পর... /:) #:-S

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

নীল-দর্পণ বলেছেন: অক্কেএএ ;) :P

২৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

চতুষ্কোণ বলেছেন: পরোটা (নানরুটি) দিছিস, গরুর মাংস কৈ? X( গরুর মাংশ ভুনা কর তাড়াতাড়ি B-)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

নীল-দর্পণ বলেছেন: B-)) :P

২৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

গ্রীনলাভার বলেছেন: :( - ফুপুর কথা মনে করায়ে দিসেন। কি যে আদরটাইনা পাইছিলাম।
B-)) - এইটা খাবার-দাবারের ছবি দেখে।
:#) - এইটা দাঁত ব্রাশ করার পর।
:( - কবে যে আবার হাতে বানানো আটার রুটি খামু।

ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

নীল-দর্পণ বলেছেন: দেশর বাইরে থাকেন মনে হচ্ছে....নিজে বানাতে পারেননা? ছুটির দিনে একটু কষ্ট করে চেষ্টা করে দেখেন। :(

ঈদের শুভেচ্ছা :)

২৭| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১৭

না পারভীন বলেছেন:



ঈদের শুভেচ্ছা নীল মুক্তা :)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

নীল-দর্পণ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা আপু :)

২৮| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:




ঈদ মোবারক !

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

নীল-দর্পণ বলেছেন: ঈদ মোবারক :)

২৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: বুন্দিয়া চমৎকার লাগল...।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

নীল-দর্পণ বলেছেন: বড় রাঁধুঁনীদের কাছ থেকে প্রশংসা পাওয়া খুব কষ্টকর। দেখে তো সব ই ভাল লাগে । ;) অনেক ধন্যবাদ :)

৩০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫০

একজন আরমানের আত্মা বলেছেন:
নিলু এএএএএএএএএএএত্তোগুলা পচা :-P :-P :-P :-P

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

নীল-দর্পণ বলেছেন: নাআআআআ.... :(( নীলু এত্তোওওওওগুলা ভাল :#)

৩১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯

গরম কফি বলেছেন: দাঁত ব্রাস করা শিখলাম

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

নীল-দর্পণ বলেছেন: গুড গুড :#)

৩২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

বড় বিলাই বলেছেন: খাবারগুলো দেখে এমন খিদে পেয়ে গেল না!

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

নীল-দর্পণ বলেছেন: হা হা :P

৩৩| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন:

খাওন দাওন তো ভালাই লাগল। বাট পিচ্চটাকে তো মনে হয় কোথাও দেখছি।

সম্ভবত ময়মনসিংহের আমলাপাড়ায়!!!

কি... এ্যাম আই রাইট?

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নীল-দর্পণ বলেছেন: ইউ আর রং ;)

৩৪| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সুপান্থ সুরাহী বলেছেন:
স্যরি, অন্য একজনের কমেন্ট এইখানে পোস্ট হয়েগেছে...
ভুলে...

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নীল-দর্পণ বলেছেন: হাহা...ব্যাপার না :)

৩৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: রুটির যেই অবস্থা তা খেতে হলে নিচের সরাব খেয়ে বেহুশ হওয়ার পর যদি গিলন যায়,হুশ থাকতে এই রুটি মুখে দেওন যায় কিনা সন্দেহ তবে চমচম দেখে লোভ সামলাতে পারলামনারে ভাই :(

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬

নীল-দর্পণ বলেছেন: রুটিটা অনেক মজার হইছিলো, হুদাই ডর পাইতেসেন /:)
বরং চমচম ই মজা হয়নাই তেমন । মিষ্টি বানানো অনেক কঠিন কাজ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.