নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।
সেদিন কলেজ থেকে ফেরার সময় বাস থেকে নেমে হেটে বাসায় ফিরছিলাম। দেখি এলাকায় CP'র দোকান দিয়েছে। ভাবলাম ভালই ত এলাকায়-ই একটা ব্র্যান্ড। পরে আরেকদিন ফেরার পথে ভাবলাম আজকে কিছু নিয়ে যাই কিন্তু দুইটা বেজে গেছে ফিরতে ফিরতে, দোকান আর খোলা পেলাম না। আমার আবার কোন কিছুর কথা মনে হলে সেটা না হওয়া পর্যন্ত শান্তি নাই আর সেটা যদি হয় খাবার, তবে তো কথাই নাই(!)
যাইহোক আরেক দিন দেখি খোলাই পেলাম। ঢুকলাম দোকানে। বললাম দুইটা চিকেন ফ্রাই আর দুইটা সসেজ দিতে। আমি এর আগে একবার-ই CP তে খেয়েছি সেটা উত্তরায়, সসেজ আর চিকেন বল। যাগগে মনের আনন্দে পেট ভরা খিদে নিয়ে বাসায় আসলাম। চিন্তা করলাম এখন রান্না করা লাগবে তার পরে খাওয়া। সসেজটা খেয়ে নেই পরে ঝটপট প্রেসারকুকারে খিচুড়ী বসাই, চিকেন ফ্রাই দিয়ে খাবো।
যেইভাবা সেই কাজ। কিন্তু সসেজ মুখে দিয়ে.....এত ঝাল এত ঝাল.... । যাক খিচুড়ী চুলায় দিয়ে ভাবলাম চিকেন খেয়ে দেখি একটু (তর সইছিলো না ) । একপিস দিয়েছে রান আরেক পিস যে কোনখানের ছিলো বুঝলাম না। প্রথমে বের করে দেখি বাসায় বানানো চিকেন ফ্রাই'র মত কালচে হয়েছে আর সাইজটা দেখে মনে মনে ভাবলাম কিরে চিকেনের বদলে চড়ুই ফ্রাই দিল নাকি ! দেখি নাহ, চড়ুই হলে তো শক্ত হতো এটাতো নরম নরম। এবার মনে হলো আয় হায় তাইলে ব্যাং ভাজা দিলো নাকি! । যা আছে কপালে, খেয়েই দেখি। এক কামড় দিলাম, নাহ ব্যাং ভাজা না, মুরগী ভাজাই দিসে।
গেলার পরে বুঝলাম, ওরে বাবারে বাবা.....এতঝাল....এত ঝাল....এত ঝাল....দাড়ান একটু পানি খেয়ে আসি। । সরাসরি বগুড়া থেকে আমদানী করা মরিচের গুড়া ব্যবহার করতে কিনা কে জানে !
আর স্বাদটাও ভাল লাগেনাই আমার কাছে। মনে হয়েছে ম্যাগী নুডুলসের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলো মুরগী ! যাগগে, তার পরে আরেকটু খেয়ে মনে হল মাংসের ভিতরে কেমন নরম নরম.....মনে হচ্ছিলো কাঁচা রয়ে গেছে। !
মাংসের ব্যাপারে আমি কাঁচা বলে বলেও খেয়ে ফেলতে পারি, একটু ঘিন্না ঘিন্না লাগে তার পরে কিভাবে যেনো খেয়ে নিই! ঐদিনও তাই করলাম। তবে CP'র চিকেন ফ্রাই আর খায়েশ নাই! আসলে কোন জায়গারটা-ই নাই তেমন!
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
নীল-দর্পণ বলেছেন: আমি দুইদিন খেলাম এই নিয়ে, আর তেমন ইচ্ছে নাই !
২| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
দি সুফি বলেছেন: CP'র চিকেন ফ্রাই আমার কাছেও ভালো লাগে নাই। এর চেয়ে লোকাল চিকেন ফ্রাইয়ের দোকানগুলোও অনেক ভালো করে ভাজে।
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
নীল-দর্পণ বলেছেন: হয়ত....
৩| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
নোবিতা রিফু বলেছেন: সিপির সসেজ ভালো লাগে না। তয় ১২০টাকার চিকেন পিসটা চ্রম লাগে, সাইজও সেইরকম... প্রায়ই খাই...
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
নীল-দর্পণ বলেছেন: চিকেন ফ্রাই খেতে গেলেই কেমন জানি মনে হয় কাঁচা রয়ে গেছে ভাজা হয়নি ভাল, সেটা যেখানের ই হোক....
৪| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
হাসান মাহবুব বলেছেন: বলা যায়না ঐটা ব্যাংভাজা হৈতেও পারে। সিপি মানে কী?
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নীল-দর্পণ বলেছেন: হ! খ্রাফ কন্নাই
CP চাইনিজ একটা ব্র্যান্ড মনে হয় খাবারের। চিকেন ফ্রাই, সসেজ, চিকেন বল এইসব কমদামের জন্যে নামকরা।
৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
মনে হয়েছে ম্যাগী নুডুলসের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলো মুরগী ! - পুরাই ||
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
নীল-দর্পণ বলেছেন:
৬| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মাক্স বলেছেন: আমার মেসে মুরগি রান্না মানেই কাচা কাচা থাকেই জঘন্য
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নীল-দর্পণ বলেছেন: মেসেরটা টাও ভাল। আমার চিকেন ফ্রাই খেতে গেলেই মন হয় কাঁচা রয়ে গেছে !
৭| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
রাজ হাসান বলেছেন: হাসান মাহবুব বলেছেন: বলা যায়না ঐটা ব্যাংভাজা হৈতেও পারে। সিপি মানে কী
:!> :!> :!> CP মানে C তে ক্রীম P তে কি জানি??? :!> :!> :!>
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
নীল-দর্পণ বলেছেন: আসলেই নাকি?
৮| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রাজু মাষ্টার বলেছেন: হায়রে মুরগি ভাজা
এরচে আমার ঘর ই ভালো,আম্মা মুরগি রান্নার লেইগগা মাংস ধুইয়া রাখে আমি চামে অইখান থেইক্কা ৪ পিস সরাইয়া রাইখা দেই
পরে লুকায়া চুপচাপ নিজে নিজে ব্রোস্ট চিকেন বানায়া খাই
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
নীল-দর্পণ বলেছেন: এর পর থিকা আমারেও ভাগ দিনে নইলে কইলাম আন্টিরে
৯| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আমিভূত বলেছেন: আমার বোনের বাসার সামনে দিয়ে যাবার সময় নাক চেপে যাই পাছে সিপির খাবারের গন্ধে দোকানে না ঢুকে যাই
সসেজ ,চিকেন বল ভালা পাই
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
নীল-দর্পণ বলেছেন: হা হা হা....আমি ভেবেছিলাম গন্ধ ভাল লাগেনা বলে নাক চেপে যান....পরে দেখি
১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩০
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
সিপি মানটা প্রথম শুনলাম। ঢাকা শহরে আমি দেখি নি এই নামের কোন দোকান।
তুমি দেখি ঝাল কম খাও!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৩
নীল-দর্পণ বলেছেন: উমম....আপনিতো মেলাদিন দেশে নাই, হতে পারে দেশ ছাড়ার পড়ে চালু হয়েছে। আমার জানা মতে বসুন্ধরার ফুডকোর্টে আছে, ধানমন্ডিতে আছে, উত্তরায় আছে, আর এখন আমাদের এলাকায়
আরো আছে। দামকম মান ভালর জন্যে জনপ্রিয়
ঝাল কম কিনা জানিনা, তবে ঐ দুইটা সত্যিই অনেক ঝাল ছিল !
১১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
লিঙ্কনহুসাইন বলেছেন: এইটা চিকেন ফ্রাই নহে ব্যাঙ ফ্রাই খাইছেন !!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৫
নীল-দর্পণ বলেছেন: অ্যা......
যাগগে অভিজ্ঞতা ত হলো
১২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
~মাইনাচ~ বলেছেন: ওইটা ব্যাং ভাজা ছিল নিশ্চিত
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৫
নীল-দর্পণ বলেছেন: হুউউউ বুঝেছি আপনিই ভেজেছিলেন ওটা
১৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি যতদূর জানি CP-তে ব্যাঙ ফ্রাই করে । আপনি মিয়া বিশাল ধরা খাইছেন।
চিকেন ফ্রাই এর বদলে ব্যাঙ ফ্রাই মন্দ না।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
নীল-দর্পণ বলেছেন: যাক আমি তবে একাই খাইনাই
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
নীল-দর্পণ বলেছেন: অ্যাক্
১৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৩
সোহাগ সকাল বলেছেন: আস্ত একটা তাজা মুরগী ধরেই মাটির উনুনে ঢুকিয়ে দেবেন। তারপর খেয়ে দেখবেন। দারুন লাগবে!
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭
নীল-দর্পণ বলেছেন: বুচ্ছি আপনে ঐভাবে খান :-&
১৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
দি সুফি বলেছেন: CP মানে হইল চিকেন পয়েন্ট, এটা চিকেন ফ্রাইয়ের একটা চেইন স্টোর, যদিও বিএফসি, কেএফসির মত অত বড় না।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২
নীল-দর্পণ বলেছেন: হুমম..ধন্যবাদ, জানতাম না
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দি সুফি বলেছেন: CP মানে হইল চিকেন পয়েন্ট, এটা চিকেন ফ্রাইয়ের একটা চেইন স্টোর, যদিও বিএফসি, কেএফসির মত অত বড় না।
CP তে আমি মাঝে খাই। ভালই লাগে।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩
নীল-দর্পণ বলেছেন: আমি হয়ত তাহলে মজারটা খাইনাই। যাগগে সবার-ই ভাল লাগতে হবে এমনতো কথা নাই
১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৬
আমিনুর রহমান বলেছেন:
আমার এলাকার CP এর চিকেন বল আর সসেজটা তো ভালোই। তোর এলাকায় মনে হয় বেজাল CP গেছে
আমারে একদিন খাওয়াইছতো তাইলে বুঝতাম পারমু ব্যাঙ এর নাকি চিকেনে ফ্রাই খাইছোস তুই। কবে খাওয়ামি কইয়া যাইস
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
নীল-দর্পণ বলেছেন: আমি উত্তরায় যে চিকেন বল আর সসেজ খাইছিলাম সেটা এত ঝাল ছিলনা।
যবে আপনে টেকা দিবেন তবেই খাওয়ামু
১৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:১০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: চিকেন খাইবেন বিএফসির। সিপি কেএফসি আর যাওয়া লাগবে না রিচের চিকেন ও খারাপ না
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
নীল-দর্পণ বলেছেন: মনে থাকবে আপনার পরামর্শ
১৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৫১
*কুনোব্যাঙ* বলেছেন: যাক তবুও ভালো ব্যাঙ দেয়নাই
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭
নীল-দর্পণ বলেছেন: হাহা.....কুনোব্যাঙ দিলে খরবই ছিলো
২০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১৩
মিজভী বাপ্পা বলেছেন: আমি বারিধারার সিপি তে ফ্রেন্ডের সাথে গেলে আমি ও আমার ফ্রেন্ড ফ্রি ফ্রি খাই ।তবে এখন আর যাওয়া হয় না খাওয়া ও হয় না
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
নীল-দর্পণ বলেছেন: ফ্রি ফ্রি ! ভালইত
২১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪৬
একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ ছিঃ
আমগো নিলু শেষ পর্যন্ত ব্যাং এর ঠ্যাং খাইলো?
CP'র মিট বল নিয়া আমি আর আমার বন্ধু অনেক গবেষণা করিয়া বাহির করিয়াছি যে উহাতে কোনরুপ মিট থাকে না।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
নীল-দর্পণ বলেছেন: ব্যাং এট ঠ্যাং খাইনাই ট্যাং ট্যাং কইরা খুশী হওনের কিচু নাই কুরকা ভাজাই খাইসি
২২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
সমুদ্র কন্যা বলেছেন: CPর চিকেনতো আমার খুবই ভাল লাগে। অত ঝালতো না। আর ফ্রাইটা কালো কালো ছিল...তুমি মনে হয় স্পাইসিটা নিছো। ওইটা আমি খাই নাই। ক্রিসপিটাতো অনেক টেস্টি। চিকেন বল আর সসেজও মজা। অন্য জায়গার চিকেনের চেয়ে আমার CPরটাই বেশি ভাল্লাগে এখন।
সব এলাকাতেই এখন CPর দোকান আছে। তোমার এলাকারটা মনে হয় ভুয়া। আমাদের এলাকায় আইসো (উত্তরা/মিরপুর)। আমার নাম বলে টাকা দিয়ে খেয়ে নিয়ো।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
নীল-দর্পণ বলেছেন: আমি তাহলে স্পাইসি টা নিছিলাম।
আমিতো একা একা খাবোনা, মিতিনসোনা আর তার মামনির সাথেই খাবো
২৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৪
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই আর বইলেন না, ছিপির বাচ্চা ছিপি ঢাকা থেকে এবার চট্রগ্রামে আসছে। তাদের মুরগি এই কয়দিন আগে একবারই খাইলাম। আর জীবনেও খাব না বলে প্রতিজ্ঞা করতে বাধ্য হইসি খাওয়ার পরে।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
নীল-দর্পণ বলেছেন: হা হা হা....
২৪| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
~মাইনাচ~ বলেছেন: আমি বুয়া না বুয়া খুঝতেছি
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
নীল-দর্পণ বলেছেন: বুয়া খুজে পেলে দাওয়াত করবেন কিন্তুক, কেমন বুয়া কেমন রান্না করেন দেখতে হবেনা
২৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
বটের ফল বলেছেন: ব্র্যান্ডেড খাবার ভালা পাইনা। খালি খালি টাকা নষ্ট।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬
নীল-দর্পণ বলেছেন: একদম হক কথা
২৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
মামুন রশিদ বলেছেন: ব্যাঙের রান দামি জিনিস, চিকেনের দামে এটা পাওয়া যাওয়ার কথা না ।
আপনি চিকেন ফ্রাই ই খাইছেন ।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
নীল-দর্পণ বলেছেন: যাক শান্তি পেলাম তাহলে আপনার কথাশুনে
২৭| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
টুম্পা মনি বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
নীল-দর্পণ বলেছেন:
২৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কি খাওয়াইতে গিয়া কি খাওয়াইছে মিয়া আপ্নারে
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০
নীল-দর্পণ বলেছেন: মুরগী খাওয়াইতে গিয়া কুরকা খাওয়াইছে
২৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:১২
সায়েম মুন বলেছেন: ব্যাঙের ঠ্যাঙ খেতে ইচ্ছে করছে। কবে খাওয়াচ্ছেন।
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
নীল-দর্পণ বলেছেন: যবে আপনি টাকা দিচ্ছেন মুন ভাইয়া
৩০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার তো মনে হয় ব্যাঙই খেয়েছেন
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
নীল-দর্পণ বলেছেন: আরে না না...কুরকাই খেয়েছি
৩১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমারে ছাড়া খাইতে গেছিলেন তো এই লাইগা এই অবস্থা.........
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
নীল-দর্পণ বলেছেন: আরে ছোট ভাইয়া তুমিতো তখন কলেজে ছিলা। ভাবলাম কলেজ মিস করা ঠিক হবেনা তাই....
৩২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৭
একজন আরমান বলেছেন:
কুরকা কি?
মুকরা শুনছি মাগার কুরকা কি?
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
নীল-দর্পণ বলেছেন: মুরগী
(আমাদের এলাকায় বলে, অন্য কোন কোন জেলায়ও ত বলে জানি)
৩৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১২
ইলুসন বলেছেন: জরিনা হোটেলের সামনের ঐ নতুন মুরগী ভাজার দোকানটা নাকি? তোমার বাসা কই কও, এবারের ঈদে খাইতে আসুম। মুক্তাপু, তুমি মনে হয় মুরগির মলত্যাগ করার যে নরম অংশটা আছে ঐটা ভাজি খাইছ, আমি একদিন খাইয়া বমি করছিলাম!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
নীল-দর্পণ বলেছেন: হা ঐতিহাসিক জরিনা হোটেলের সামনে। (দ্যা লিজেন্ড হোটেল)
ঈদে তো আমি সপাইরে দাওয়াত কইরা বাড়ী চইলা যাই
তাই আপনারো দাওয়াত পাড়াতো ভাই
না পঁচা অংশ দেয়নাই।
৩৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
~মাইনাচ~ বলেছেন: সামুতে "বুয়া চাই" নামে একটা পোষ্ট দিমু কিনা ভাবানায় আছি । রেসপন্স পাই কিনা মাইরা খাই সেটা নিয়েই টেনশিত
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
নীল-দর্পণ বলেছেন: মাইর খাইবেননা, তয় রেসপন্স নিয়া সন্দেহ আছে। রেসপন্স না পাইলেও বিনোদন পাইবেন
৩৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
জাতির নানি বলেছেন: চিকেন ফ্রাই একসময় অনেক খাইসিলাম নাতীন। এখন আর খাইতে পারিনা। তোমার নানায় চাবাইয়া দিলেই খাইতে পারি
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬
নীল-দর্পণ বলেছেন: আহারে নানী আমার। নানায় চাবায় দিবে কেমনে, তোমার-ই দাঁত নাই নানার তো আরে....থাউক দুঃখ কইরোনা। এখনতো সুমায় আমগোর মানে তোমার নাতী-নাতনীগোর
৩৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: তোকে শিওর ব্যাঙ খাওয়াইছে
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
নীল-দর্পণ বলেছেন: আরে না না দাদা যে কি কও! দুকান্দার লোক্টা ভাল আছিলো। তুমি হইলে অবশ্য একটু সন্দো থাকতো
৩৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
একাকী বাংলাদেশি বলেছেন: কিরে ভাই সিপি কি ব্র্যান্ড এত নাম কইরা ফেল্লো? দেশে থাকার সময় দেখছিলাম ফাইভ স্টার নামে একটা চালু হয়ছিলো, খারাপ না।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:১২
নীল-দর্পণ বলেছেন: ফাইভ স্টার কিনা জানিনা। তবে কমদামে ফ্রেশ চিকেন ফ্রাই-সসেজ-চিকেন বলের কারনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পোষ্টের কমেন্ট গুলা পরলেই কিছুটা হলেও বুঝতে পারবেন কিরকম জনপ্রিয়
৩৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার কাছে তো ভালই লাগে। আমি প্রায়ই খাই আমার অফিসের কাছেই (গুলশান-০১) সিপি শাখা আছে।
চিকেন বলও সেরম মজা
শাখা ভেদে কি স্বাদের তারতম্য হয় নাকি .. কি জানি !
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:১১
নীল-দর্পণ বলেছেন: শাখা ভেদা তারতম্য....হতেও পারে। কারন চিকেনটা না হয় ধরলাম আমি বুঝিনি। স্পাইসিটা নিছিলাম। কিন্তু সসেজ আমি উত্তরায় সেটা খাইছি সেটা একদম ঝাল ছিল না আর আমাদের এলাকারটা....
৩৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
হিমেল-রনী বলেছেন: CP মানে হল Charoen Pokphand . এটা একটা থাইল্যান্ড এর কোম্পানি।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭
নীল-দর্পণ বলেছেন: CP তো জানতাম চাইনিজ....আপনি বলছেন থাইল্যান্ডের....
৪০| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: না সিপি থাইল্যান্ডেরই। ওদের দোকানের ব্যানারেই তো লেখা থাকে।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫৭
নীল-দর্পণ বলেছেন: আচ্ছা......
৪১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
প্রত্যাবর্তন@ বলেছেন:
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫০
নীল-দর্পণ বলেছেন:
৪২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৬
বাঘ মামা বলেছেন: একা একা খেলে মুরগি কাক হয়ে যাবে অলৌকিক ভাবে,।
সিপি মানেই হলো চিকেন পঁচা,জেনে শুনে তুমি খেতে গেলে কেন?
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৪
নীল-দর্পণ বলেছেন: ঠিকাছে এর পরে একা খাবো না, বাঘমামা আনবে তার পরে তাকে একটু দিবো আর পুরোটাই নীলু খাবে
সিপি মানে চিকেন পঁচা
৪৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫১
গুরুজী বলেছেন: আপনি স্পাইসি চিকেন ফ্রাই নিসিলেন তাই
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩
নীল-দর্পণ বলেছেন: হুঊউম ঠিক তাই
৪৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
নৈঋত বলেছেন: সিপির সসেজ আর চিকেন বলের বিশাল ফ্যান ছিলাম। কয়দিন আগে বাসায় ফেরার সময় খুব ক্ষুধা লাগে। বসুন্ধরার গেট থেকে আমি আর আপু চার পিস চিকেন ফ্রাই নিছি ২৪০ টাকা দিয়া। প্রথমে খেয়াল করিনাই। পরে প্যাকেট খুলে দেখি মুরগির পাখনা দিছে । ২৪০ টাকার মুরগির পাখনা!!!!!!!!!!!!!! ইয়াক, তাও যদিন কোন টেস্ট হইতো । এরপর থেকে আর সিপির সাম্নেও যাই না
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৫
নীল-দর্পণ বলেছেন: ৪পিস ২৪০ !! কিছু বলেননাই যেয়ে
৪৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
সাহাদাত উদরাজী বলেছেন: সিপি, সামান্য কদর পেয়ে দাম বাড়িয়ে খাবারের মান কমিয়ে দিয়েছে!
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩
নীল-দর্পণ বলেছেন: হমম
৪৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫
রাশমী বলেছেন: আমি নুডুলস দিয়ে সসেজ খাই!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
নীল-দর্পণ বলেছেন: বাহ!!
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সিপির সসেজ আর রাবার ... খেতে একই রকম মনে হয় আমার ... এক দিন এই ট্রাই করেছিলাম । ব্যাস !!