নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।
সকাল থেকেই আকাশ মেঘলা ছিলো কিন্তু এভাবে যে বৃষ্টি নেমে যাবে ভাবেনি নিনা। ভার্সিটি থেকে কাক ভেজা হয়ে সবে বাসায় ফিরলো সে। অকারনেই বৃষ্টির উপর মেজাজ খারাপ হয়ে আছে। ব্যাগে আজ ছাতা ছিলোনা আর আজই বৃষ্টি টা আসতে হলো। বাইরে থেকে এরকম কাক ভেজা হয়ে ফিরতে নিনার একদমই ভাল লাগেনা।
নিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানে দ্বিতীয় বর্ষে পড়ে। চার ভাইবোনের মধ্যে সবার ছোট, তাই স্বাভাবিক ভাবেই সবার খুব আদরের। তবে সবার এই আদরকে কখনো সে ব্যবহার করেনি আর দশটা ছেলেমেয়ে হলে যা করতো। কখনো প্রয়োজন ছাড়া অতি আবদার করেনি সে। বন্ধুসুলভ আচরনের জন্যে আত্নীয়-স্বজন এবং বন্ধু মহলে বেশ নাম রয়েছে নিনার।
ঘরে ঢুকে ভেজা কাপড় বদলে এককাপ লেবু চা হাতে নিয়ে জানালার পাশে বসে বসলো নিনা। এখনো বৃষ্টি পুরো পুরি কমেনি। সিজন কেমন বদলে গেছে। এসময় সে কখনো এরকম টিপটিপ করে বৃষ্টি পড়তে দেখেনি। হুটহাট ঝড়তুফান এসে ঝটপট সব ফকফকা হয়ে যাবে তা না টিপ টিপ করে পড়ছেই...!! এই টিপ টিপ বৃষ্টি নিনার একদমই পছন্দ না। তবে এই মুহুর্তে কেন জানি খুব একটা খারাপ লাগছেনা, লেবু চা টার মতই। খুব পছন্দ না হলেও খারাপ না।
**************************
আচ্ছা বন্ধুরা বলে এরকম পরিবেশে নাকি মানুষ রোমান্টিক নয়তো উদাশ হয়ে যায়....সে কোনটা হয়েছে এই মুহুর্তে পশ্চিম দিকে মুখ করা হাফ রেলিংয়ের বারান্দায় দাড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে ভাবছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতেপড়ুয়া আবির। সে এবার অনার্স শেষ বর্ষে। কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা। লবিং করতে পারেনা বলে রেজাল্ট শিটে ফার্স্ট পজিশনটা তার নেই তবে সবাই জানে ফার্স্ট হওয়ার যোগ্যতা সেই রাখে। আবির নিজেও তা জানে।
আচ্ছা সেকেন্ড ইয়ারের মেয়েটা....কি যেনো নাম...? নি...না...রাইট নিনা। রোজ একই বাসে আসা যাওয়া, একই স্টপেজ থেকে। কিন্তু কেন যেনো কারো সাথে কারো কোন কথা হয়েনি কখনো। হঠাৎ দু' একবার চোখাচোখি। ব্যাস ওই পর্যন্তই....! বাস থেকে নামলে বেশ কিছুটা পথ দুজনের একই থাকে তার পরে আলাদা হয়ে যায়। নিনা বাস থেকে নেমে ভিজতে ভিজতে হেটে যায়। আবির খুব অবাক হয়েছিলো। মেয়েদের কাছে সাধারনত ছাতা থাকে নিনার কাছে ছিলো না। হয়ত ছিলো...বের করেনি ভিজতে চেয়েছে বলে।
********************************
ফাঁকা রাস্তায় প্রথমে খারাপ না লাগলেও নিনা একটু পরেই বুঝতে পারে আবির তার পেছন পেছন আসছে। খুব অস্বস্তি লাগছে তার এভাবে যেতে কিন্তু কিছু করার নেই। কোমড় ছাড়িয়ে যাওয়া চুলগুলো খুলে দ্রুত বাসার দিকে হাটা দেয় সে।
পেছনে তাকালে দেখতে পেতো আবিরের বিস্ময় ভরা চাহনি। এ যেনো জীবনান্দের বনলতা সেন কেও হার মানিয়ে ফেলেছে!! মেয়েটিকে মনে মনে এতদিন ভাল লাগলেও আজ মনে হচ্ছে ভালবেসে ফেলেছে। ভালবাসা কাকে বলে জানেনা আবির। কিন্তু বার বার মনে হচ্ছে একেই চায় সে সারাজীবন হাত ধরে হাটার জন্যে।
******************************
আচ্ছা আবির ছেলেটা কেমন। আর দশটা ছেলের সাথে তুলনা করলে সবার চাইতে সে উপরেই থাকবে। সে কি তবে ছেলেটার....না না...ধ্যাত এসব কেন ভাবছে! সে না প্রেম-ভালবাসায় জড়াবে না....!!
*********~~~~~~~~***********~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~******~~~~~~~~~~~~~************
ভাইয়া আপনার দাওয়াত, আসবেন কিন্তু
~~ দাওয়াত? কিসের?
আমার বিয়ের। সামনের মাসের ৪ তারিখ। আসবেন কিন্তু।
~~ ওহ! আচ্ছা। একটা কথা....
জ্বী, বলেন
~~ দাওয়াত তো মানুষ করে আপন বা কাছের.....
হাহ হাহ হা.....বুঝেছি কি বলবেন। দুটো বছর আপনি আমি একই বাসে যাতায়াত করেছি, একই এলাকায় থাকি। মনে করুন দুজনে বাসমেট ছিলাম। সেই সুবাদেই....
~~ ক্লাসমেট, ব্যাচমেট, রুমমেট, বেডমেট শুনেছি কিন্তু....
বাসমেট শোনেননি তো? তাতেকি এবার তো শুনলেন। আসবেন কিন্তু। আজ আসি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আবিরের বুকের ভেতর কোথায় যেনো চিনচিনে একটা ব্যথার অনুভুতি হচ্ছে। মানুষ কত কিই না ভাবে। কিন্তু ভাবনার মতো তো আর জীবনটা হয়না। এই যেমন ভেবেছিলো কলেজের চাকরীটা হয়ে গেলেই একটু গুছিয়ে নিনাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। চাকরীটাও হলো কিন্তু......নিজের অজান্তেই একটি দীর্ঘ শ্বাঃস বের হয়ে যায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মুখে হাসি থাকলেও ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিলো নিনার, আবিরকে কার্ডটা দেওয়ার সময়। অনেক পরে বুঝেছে ছেলেটাকে সে ভালবাসে। এবং আবিরও তাকে......কিন্তু ছেলেটা বলতে পারলো না। নাহ ওর কী দোষ। স্ট্যাবলিশ না হয়ে তো আর বিয়ে করতে পারবে না। ওর ফ্যামিলি থেকে আর একটু দেরী করে বিয়েটা দিলেই হয়তো.........মনের ভেতর একটা চাপা ক্ষোভ, অভিমান জমে আছে। আর তার জন্যেই সে আবিরকে দাওয়াতটা দিয়েছে।
দিগন্তে মিশে যাওয়া একঝাঁক পাখির দিকে তাকিয়ে আছে নিনা। এই মুহুর্তে দৃষ্টি চলে গেছে তারও ওপারে..............
থিম: মাহবুব ভাই । ধন্যবাদ দিতে হবে কি?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫
নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭
মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ
২য় ভাল লাগা
তবে আর একটু বড় করা যেত গল্পটা । হুট করেই শেষ হল যেন।
++++++
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
নীল-দর্পণ বলেছেন: আমি কারো গল্প পড়তে গেলে একটু বড় দেখলেই ভয় পেয়ে চলে আসি। আমার মনে হয় আমারটাও পড়তে আসলে অন্যদেরও নিশ্চই এরকমই হবে। তাই চেষ্টা করি যতটা সম্ভব ছোট করে লেখা যায়....
থ্যাংক্যু থ্যাংক্যু (ফরমালিটি আরকি)
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮
রাতপাখি বলেছেন: Click This Link
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
নীল-দর্পণ বলেছেন: ঘুরে আসলাম
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২
বোকামানুষ বলেছেন: ভাইয়া
আমি ভাইয়া না আমি আপুনি
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
নীল-দর্পণ বলেছেন: একবার ভেবেছিলম জিজ্ঞেস-ই করি.... ভুল করতে মিসটেক করে ফেলেছি আপু
সরি
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
একজন আরমান বলেছেন:
গল্প সম্পর্কে কি আর বলবো?
শুধু আমার আজকের ফেবু স্ট্যাটাস টা শেয়ার করছিঃ
আমি বৃষ্টি দেখেছি,
বৃষ্টির ছবি এঁকেছি,
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে...
অনেক কেঁদেছি !
আমার আকাশ স্বপ্ন-
দেখার খেলা থামেনি।
শুধু তুমি চলে যাবে,
আমি স্বপ্নেও ভাবিনি......
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
নীল-দর্পণ বলেছেন: আমি বৃষ্টি দেখেছি,
বৃষ্টির ছবি এঁকেছি,
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে...
অনেক কেঁদেছি !
আমার আকাশ স্বপ্ন-
দেখার খেলা থামেনি।
শুধু তুমি চলে যাবে,
আমি স্বপ্নেও ভাবিনি......
সুন্দর সুন্দর....
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
আমিভূত বলেছেন: ভালো লাগলো
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ আপু
৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালো লাগলো । মাহবুব ১৫৪ কেন জানেন আপু ? ১৫৪ টা প্রেম করেছিল মাহবুব বাই তাই ১৫৪ লাগিয়েছে নামের পিছনে শুনছি ক্যানাডায় গিয়া নাকি ১৫৫ নাম্বার প্রেমটা শুরু করছে তাও নাকি চায়নিজ মেয়ের সাথে হু হু হু
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
নীল-দর্পণ বলেছেন: মাহবুব ১৫৪ কেনো সেটাতো মাহবুব ভাই-ই ভাল বলতে পারবেন।
মাহবুব ভা...ই কই আপনে। জাতির বিবেক আপনের কাছে কুচ্চেন কর্চে
আর চায়নিজের সাথে চ্যাংচুংপ্যাংপুং করার জন্যে পাট্টি চায় ঝাতি
লিঙ্কনহুসাইন ধন্যবাদ আপনাকে, কমেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ খবর ফাঁস করার জন্যে
৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
ঘুড্ডির পাইলট বলেছেন: গল্পটা ভালো লাগলো তবে অল্পতেই শেষ হয়ে গেলো । আরেকটু বগ হলে আরও ভালো লাগতো ।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬
নীল-দর্পণ বলেছেন: বড় করার ধৈর্য্য থাকেনা। পরের বার চেষ্টা করবো।
ধন্যবাদ
৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দর্পণ আপা, এইডা কী করলেন!
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬
নীল-দর্পণ বলেছেন: কি করলাম !
১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
মাহবু১৫৪ বলেছেন: নীলু, এইসব গুজবে কান দিয়ো না। আমার নামে যারা গুজব ছড়াচ্ছে তাদের তেব্র ধিক্কার
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭
নীল-দর্পণ বলেছেন: যাহা রটে তাহা কিছু বটে....আমার কথা নয় বিজ্ঞ জনের বলেন
১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১
নিশীপাখি বলেছেন: সুন্দর হয়েছে আপু
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮
নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু আপু (নাকি ভাইয়া)
১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
স্বপনবাজ বলেছেন: অল্প কথাতে দারুণ গল্প
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০
নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু থ্যাংক্যু
১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
জাকারিয়া মুবিন বলেছেন: ভাল্লাগছে।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০
নীল-দর্পণ বলেছেন: ধইন্যবাদ বেয়াই সাহেব
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
htusar বলেছেন: পিলাস।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০
নীল-দর্পণ বলেছেন:
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
একজন আরমান বলেছেন:
কইলাম দুঃখের কথা !
আর আপনে কইতাছেন সুন্দর !
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১
নীল-দর্পণ বলেছেন: দুঃখের কথাও অনেক সময় সুন্দর হয়।
কারো পৌষ মাস কারো সর্বনাশ আরকি
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার+++
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৪
নীল-দর্পণ বলেছেন: চমৎকার শব্দটি আমি ব্যবহার করি অনেক সুন্দর-ভাল কোন কিছুর সর্বোচ্চ প্রশংসায়...যার উপরে আমার আর কোন ভাষা থাকে না।
আমার মত করে করি আপনার কমেন্ট টা ভাবি তবে একটু বেশী প্রশংসা হয়ে গেলনা.... আমারটা তো এতটা ভাল নয়
যাইহোক, অনেক ধন্যবাদ
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
নাগরিক দর্পণ বলেছেন: আপনার বিরুদ্ধে আমার গুরুতর অভিযোগ আছে। আমি প্রথমে আপনার নিক চেষ্টা করছিলাম। কিন্তু দেখি আমার আগেই আপনি দখল করে রাখছেন।
তবে এই গল্পটা পড়ার পরে সিরিয়াসলি চিন্তা-ভাবনা করতেছি............................................................................................................................................... আপনারে মাফ করা যায় কিনা????
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯
নীল-দর্পণ বলেছেন: আরে কন কি! আমার নিক ছিনতাই করতে চাইছিলেন সেই অভিযোগেইতো আপনি অভিযুক্ত
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
চেয়ারম্যান০০৭ বলেছেন: + ভালৈছে মুক্টাফা
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০
নীল-দর্পণ বলেছেন: ঠেংখাও চিয়ারম্যানসাব
১৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে।
বাসমেট, হিহিহ ||
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৩
নীল-দর্পণ বলেছেন: বাসমেট
যেহেতু আপনার ভাল্লাগসে তাই যান, আপনারে ধইন্যবাদটা দিয়াই দিলাম
২০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮
বাংলার হাসান বলেছেন: শেষ হয়েও হলোনা, চমৎকার লিখেছেন।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০
নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আমি আমার লেখাতে এই জিনিসটাই রাখতে চাই। একদম সম্পূর্ণ না করে একটু আকাংখা রাখা...একটু ধোঁয়াশার মাঝে রাখা...
২১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
মুশফিক আব্দুল্লাহ বলেছেন: জাবিতে তো সমাজ বিজ্ঞান নামে কোন সাবজেক্টই নেই। সমাজ বিজ্ঞান অনুষদে নৃবিজ্ঞান, সরকার ও রাজনীতি, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং লোক প্রশাসন বিভাগ চালু আছে। আশা করি শুধরে নিবেন। অর্থনীতি বিভাগ থেকে আইবিএ অথবা নৃবিজ্ঞান এর আপুদের স্পষ্টভাবে দেখা যায়।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
নীল-দর্পণ বলেছেন: লেখার সময় ভেবেছিলাম এরকম কেউ হয়ত বলবে। সেটা আপনি বললেন। গল্প তো গল্প-ই। অসম্ভব সব কিছুই সম্ভব হয় গল্পের রাজ্যে। তাই এটা ঠিক করবো না
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
২২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
লিঙ্কনহুসাইন বলেছেন: মাহবুব ভাইয়ের কাহিনী যে ১০০% সত্য তাহা যাচাই করতে চাইলে বলেন আমি আরো ৫-৬ জন সাক্ষা হাজির করতে পারুম
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
নীল-দর্পণ বলেছেন: হাহাহা.....মাহবুব ভাই বেচারা সমানে এতগুলো লোকের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন
২৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
স্বপ্নকুটির বলেছেন: আমি সাক্ষ্য দিচ্ছি যে, মাববুব ভাই ১৫৪ খানা প্রেম করে এখন ১৫৫ খানা প্রেমের কাজে ব্যস্ত আছেন। উনার ১৫৪ খানা প্রেমের কাহিনীর পান্ডুলিপি আকারে বিদেশে যাওয়ার আগে আমার কাছে রেখে গেছেন।
তবে ১৫৪টা প্রেম করলেও জাতি উনাকে নিষ্পাপ ই জানে! তবে এই ''জাতি'' র মধ্যে সেই ১৫৪ জন মেয়ে অন্তর্ভুক্ত নয়!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
নীল-দর্পণ বলেছেন: স্বপ্নকুটির এর কুটিরে বুঝি মাহবুব ভাই তার গোপন পান্ডুলিপি রেখে গেছেন। ব্লগকিলিকসের মাধ্যমে ঝাতি তা ঝান্তেচায়
২৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ স্বপ্নকুটির সত্য প্রকাশ করার জন্য
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
নীল-দর্পণ বলেছেন: বেচারা মাহবুব ভাইয়েরে দেখি ভাল মতই ধরসে সবাই
২৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০০
অনির্বাণ রায়। বলেছেন: যাহ বলিব সত্য বলিব , সত্য বই মিথ্যা.।.।.।.।.।.।.।.।.।.।.।
আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে , আমি অনির্বাণ রায় , আসামী মাহাবু১৫৪ কে ব্যাক্তিগত ভাবে চিনি । এমন কি তাহার সাথে সান্ধকালীন আহারো করিয়াছি ।
তাহার ১৫৪ সম্পর্কিত সত্যি এই যে , তিনি ১৫৪ টা প্রেম করে ১৫৪ টাই স্যাকা খাইয়াছিলেন , সেই কষ্টে বাংলা মুল্লুক ছেড়ে এখন কানাডায় বসিয়া , চায়নিজ মেয়ের সাথে প্রেম করিতেছে ।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাহার এই রিলেশন ও ঠিক যাচ্ছে না । তাই ১৫৫ নাম্বার টা খাওয়ার সময় আসিয়া পড়িয়াছে ।
তাই সামু কর্তিপক্ষের কাছে বিনিত অনুরোধ , মাহাবুব ভাই কে অবলম্বে নিক টা ১৫৫ তে করতে দেয়ার অনুমতি প্রদান করা হউক ।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
নীল-দর্পণ বলেছেন: হা হা হা.......আমার গল্প পোষ্ট এখন বিনোদন-আদালতে পরিনত হয়েছে
২৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
সামির হোসাইন বলেছেন: হ্যা আমিও এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে মাহবুব ১৫৪ এখন আর ১৫৪ তে নাই , তিনি এখন ১৫৫ তে গিয়েছেন , তবে আমাদের সামু ব্লগের মডারেটর কেন যে ১৫৪ চেঞ্জ করে ১৫৫ দিচ্ছেনা তায় নিয়ে আমরা সবাই চিন্তিত , এইটা বিরোধী দলের কোন ষড়যন্ত্র না তো । আসলে তিনি এখন আর আমাদের দেশের জাতীয় প্রেমিক নয় তিনি এখন বিশ্ব প্রেমি হয়ে গেছেন চাইনিজ মেয়ের সাথে পিরীতি করে
২৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩২
সিয়ন খান বলেছেন: মন ছুয়ে গেল। +++
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
নীল-দর্পণ বলেছেন: আন্তরিক ধন্যবাদ
২৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
মাহবু১৫৪ বলেছেন:
উপরের ২৩ - ২৬ নম্বর কমেন্ট আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। বরং আমি তো বলতে চাই এরা নিজেদের পাপ ঢাকতে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। উল্লেখ্য এখন অবধি এই সব অভিযোগ কেউ প্রমাণ করিতে না পারায় আমার প্রতিপক্ষ গণেরা হতাশ হচ্ছেন যা আমি গোপন সুত্রে খবর পেয়েছি।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১
নীল-দর্পণ বলেছেন: তাহারা একাধিক জন স্বাক্ষী দিচ্ছেন। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের বিপরীতে যদি কিছু বলার থাকে তবে আপনিও স্বাক্ষী-উকিল নিয়োগ করুন, তাহারা যেরুপ করিয়াছে।
অন্যথায় কিন্তু প্রমানিতো হইবে... যে....
২৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
স্বঘোষিত মিসির আলী বলেছেন: আমিও এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে মাহবুব ১৫৪ এখন আর ১৫৪ তে নাই , তিনি এখন ১৫৫ তে গিয়েছেন , তবে আমাদের সামু ব্লগের মডারেটর কেন যে ১৫৪ চেঞ্জ করে ১৫৫ দিচ্ছেনা তায় নিয়ে আমরা সবাই চিন্তিত , এইটা বিরোধী দলের কোন ষড়যন্ত্র না তো । আসলে তিনি এখন আর আমাদের দেশের জাতীয় প্রেমিক নয় তিনি এখন বিশ্ব প্রেমি হয়ে গেছেন চাইনিজ মেয়ের সাথে পিরীতি করে
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২
নীল-দর্পণ বলেছেন: হা হা হা......
৩০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
হাসি .. বলেছেন: সুন্দর হয়েছেছছছছছছছছছছছছছছছছছছছছছছ
+++++++
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ অনেক আপু
৩১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
শীলা শিপা বলেছেন: অনেক সুন্দর হইছে আপু। সবাই কি সুন্দর করে লেখে, আমি পারিনা কেন
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
নীল-দর্পণ বলেছেন: আমিও পারিনা ভাল লিখতে
ধন্যবাদ আপু
৩২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোন ঘটনাই ঘটলনা! তাও হইয়া গেলো গল্প!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
নীল-দর্পণ বলেছেন: ঠিক ঠিক
৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কই একটু রোমান্টিক ডায়লগ রাখবেন আর আমরা নাদানরা বস্তবে প্রয়োগ করবো! বাট কিচ্ছু নাই!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
নীল-দর্পণ বলেছেন: কবিরা ডায়ালগ দিয়ে কি করবে...তারাতো স্ব-রচিত কবিতা প্রয়োগ করবে
৩৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অতো কবিতা পামু কই? মাঝে মধ্যে লিখা হয়ে যায়! বাট সব সময়ই অন্যের লেখাই ধার করতে হয়
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫
নীল-দর্পণ বলেছেন: ও...ই ধার করতে করতেই একসময় হয়ে যাবে
৩৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৩
কামরুল হাসান শািহ বলেছেন: পিচকা বড় হইছে
লিখছেও ভালো
তয় প্যাচ লাগাইছে গল্পে মিল না দিয়া
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
নীল-দর্পণ বলেছেন: মাঝেসাঝে একআধটু পাচপুচ খারাপ কি. পিচ্চি বড় হইসেনা... ?
৩৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
মৃত্যুঞ্জয় বলেছেন:
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
নীল-দর্পণ বলেছেন: কান্দেন ক্যা
৩৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১১
ভিয়েনাস বলেছেন: ১৬ তম ভালো লাগা
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস
৩৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪
আরজু পনি বলেছেন:
আহারে ...দুরে করুণ সুরে গান বাজছে...
ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না আ আ আ আ...
বুকের মাঝে নিনা, আবির দু'জনের জন্যেই কষ্ট লাগছে
অনেক ভালো লাগলো... ।।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
নীল-দর্পণ বলেছেন: হা হা হা...অনেক অনেক ধন্যবাদ আপু
৩৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
সপ্নাতুর আহসান বলেছেন: অনেক দিন পর আসাধারন একটি গল্প পড়লাম। তবে শেষে এসে আবির ও নিনার জন্য মনটা খারাপ হয়ে গেল
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৪০| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
আফিফা মারজানা বলেছেন: দিদিমনি !আমিও যদি এমনি করে লিখতে পারতাম !
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
নীল-দর্পণ বলেছেন: আপনি এমন করে লিখবেন কেন এর চাইতে ভাল লেখেন আপনি !
৪১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
মৃত্যুঞ্জয় বলেছেন: এতো অল্পের মধ্যে এই রকম ট্র্যাজেডি , কান্দুম না
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
নীল-দর্পণ বলেছেন:
৪২| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫২
মুনসী১৬১২ বলেছেন: সুন্দর
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪
নীল-দর্পণ বলেছেন:
৪৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
গাধা মানব বলেছেন: +++++++++++
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
নীল-দর্পণ বলেছেন: থ্যাংকস্
৪৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর লিখেছো আপু,ভাবনা গুলো এভাবেই চুপসে পড়ে থাকে..
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০
নীল-দর্পণ বলেছেন: হমম....
থ্যাংকস্ আপু
৪৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
ফারজানা শিরিন বলেছেন: এইডা কিছু হইলো ???
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
নীল-দর্পণ বলেছেন: আমিও ত তাই কই
৪৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
ইলুসন বলেছেন: আমারও এই দশা হইব নাকি!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
নীল-দর্পণ বলেছেন: আপনেরও বাসমেট নাকি
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
বোকামানুষ বলেছেন: অল্প কথাতে দারুণ গল্প
অনেক ভাললাগা রইলো আপু
+++