নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

শুধুই আপুদের জন্যে.... ;)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩০

বিভিন্ন সময় ভালো লাগা ডিজাইন নিয়ে আজ হাজির হয়েছি। সব আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুর জন্যে। ভাইয়াদের প্রবেশ একদম নিষেধ। ;)

ভারী ভারী যদিও ভাল লাগেনা তবে এখানকার প্রায় সবই সেরকম। তাতে কি দেখতে তো ভাল লেগেছে :P

১। পয়সা পয়সা হারটা ভাল লেগেছে :P





২। তবে এটা খুব পছন্দ হয়েছে আমার :)





৩। রুপা দিয়ে বানালে ঠিক এরকম ফিনিশিং আসবে তো, যদিও এটা রুপার...





৪। মনে হচ্ছে মোটামুটি অনেক শাড়ীর সাথে জিনিসটা বেশ ভাল মানাবে





৫। আম্মার পছন্দের এটা :)





৬। দেখতে ভালই। যারা ভারী গহনা পছন্দ করেন তাদের জন্যে এটা :)





৭। আগেরটা যাদের পছন্দ না, তাদের জন্যে ;)





৮। বৈশাখে মনে হয় খারাপ লাগবেনা এটা :)





৯। আমার খুব পছন্দ....





১০। মাথা নষ্ট (আপু, আন্টি সবার জন্যেই এটা) ;)





দৃষ্টি আকর্ষন: যেসকল ভাইয়ারা বারণ সত্বেও চলে এসেছেন এখানে তাদের বলছি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের আপু, মা, গার্লফ্রেন্ড বা একমাত্র বউকে এখান থেকে একটা কিনে দেবেন। ;) :P

মন্তব্য ১২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

ফারজানা শিরিন বলেছেন: অফ টপিক প্রশ্ন > ছবি কিভাবে আপলোড দিলেন ??? এইভাবে আমি পারতেছি না কেন ??? :(

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫১

নীল-দর্পণ বলেছেন: আপনি পোষ্ট লিখবেন যে পেজে যেয়ে সে পেজের ডান পাশে দেখুন ইমোটিকন যোগ একটা বক্স আছে। তার নিচে একটা বক্সআছে ছবি যুক্ত করুন। ঐ বক্সে ক্লিক করলে ফোল্ডার থেকে ছবি ছবি সিলেক্ট করতে বলবে। তখন সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করুন। আপলোড হলে ছবিটার উপর ক্লিক করলে ইনসার্ট অপশন আসবে। পোষ্টের যেখানে ছবি দিতে চান সেখানে মাউস ক্লিক করুন। তার পর ইনসার্ট করুন ছবিটা।

বোঝাতে পারলাম কিনা জানিনা......পারলে হাতে কলমে দেখে নিয়েন কারো কাছ থেকে

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

ফারজানা শিরিন বলেছেন: ৯ নং ছবির শাড়িটা পছন্দ হইছে । কিন্তু কিনে লাভ নাই। আমি শাড়ি পড়তে পারিনা ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫২

নীল-দর্পণ বলেছেন: শাড়ীটা আমার ও খুব ভাল লেগেছে। আমিও পড়তে পারিনা

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

তুতুষার বলেছেন: একমাত্র বউকে ?? :)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫২

নীল-দর্পণ বলেছেন: জ্বী হা ;) :P

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

নীল-দর্পণ বলেছেন: B:-/

৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: শাড়ী ,হার দুটাই আমার ও খুব ভাল লেগেছে। আমিও তো পরতে পারব না :( :P :P :P

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

নীল-দর্পণ বলেছেন: পড়তে পারবেন না তাতে কি... পড়াতে তো পারবেন ;)

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৪

সাকিল ০১১৪ বলেছেন: এইগুলা খায় না মাথায় দেয়?

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

নীল-দর্পণ বলেছেন: কোনটা গলায় দেয় কোন টা গায়ে দেয়...আবার মাথায়ও দেয় ;) :P

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৪

রাসেল ভাই বলেছেন: আমি এখন কৈ যায় ইয়ে মানে দরজাটা কোন দিকে ? আমি ঢুকিনাই কইলাম :-0

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

নীল-দর্পণ বলেছেন: ঢুকেই যেহেতু পড়েছেন দরজা আপনার জন্যে বন্ধ থাকবে যতক্ষন না দুএকটা না নিচ্ছেন এখান থেকে B-))

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

নীল-দর্পণ বলেছেন: স্বর্ণাপু, কোনটা লাগবে শুধু বলো ;)

৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

ফারজানা শিরিন বলেছেন: কৃতজ্ঞ । :D

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

নীল-দর্পণ বলেছেন: :D :D

১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৩

মোঃমোজাম হক বলেছেন: হুম,আমাদের পয়সা খসানোর পায়তারা :)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১১

নীল-দর্পণ বলেছেন: পয়সা তো খসানোর জন্যেই B-))

১১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৫

কস্কি বলেছেন: খাইছে !!!! B:-) B:-) B:-) :-B :-P

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১১

নীল-দর্পণ বলেছেন: কেডা কি খাইলো :-*
:P

১২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

মাহবু১৫৪ বলেছেন: চরি আপা, ভুল হইয়া গেলো।

আপুদের পোস্টে এক নালায়েক যুবক ঢুকিয়া পড়িলো । /:) ;)

পোস্ট প্রথম ভাল লাগা দিতে কিন্তু ভুলি নাই আপা।

বুঝিয়া লন

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

নীল-দর্পণ বলেছেন: যুবক যেহেতু আপুদের এলাকায় ঢুকিয়াই পড়িয়াছে শাস্তি তাহাকে পাইতেই হইবে...মাফ নাই B-))

বুঝিয়া লইলাম :)

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ভারী গহনা। পরতে কষ্ট হবে। তবে শাড়ীগুলো জোস! :D

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

নীল-দর্পণ বলেছেন: ৯, ১০ শাড়ী দুটো আমার দারুন লেগেছে....এরকম একটা যদি.... :-B

১, ২নং গহনা দুটো ত খুব একটা ভারী না

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

মাক্স বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২০

নীল-দর্পণ বলেছেন: B:-/ B:-/

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

শীলা শিপা বলেছেন: গয়না- গাটি পছন্দ করি না একদম।কিন্তু সাদা শাড়িটা আমাকে দিয়ে দাও আপু :)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

নীল-দর্পণ বলেছেন: কিন্তু সাদা শাড়ীটার সাথে তো কিছু একটা লাগবে তাই আমার আপুকে শড়ীর সাথে আমি ৪নং টা দিলাম :)

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইয়াদের প্রবেশ একদম নিষেধ।

এই কথাটা পোস্টের শিরোনামে থাকা উচিত ছিল, দুঃখিত ঢুকে পড়েছি... :| :| :#> :#>

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

নীল-দর্পণ বলেছেন: ঢুকে যেহেতু পড়েছেন-ই কিছু একটা নিয়ে যান। খালি হাতে যাবেন না... প্লিজ.... ;)

১৭| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: ৬, ৭ আর ৯ আমার আমার আমার!:)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

নীল-দর্পণ বলেছেন: ওক্কে ওক্কে তাই হবে। ইনফ্যাক্ট আমি মনে মনে ভেবেছিলাম ৬, ৭ তোমাকে মানাবে ভাল :)

১৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১২

মুনসী১৬১২ বলেছেন: X(( X(( X(( X(( X((

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

নীল-দর্পণ বলেছেন: :| :|

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

জাকারিয়া মুবিন বলেছেন:
৮ আর ৯ তো ভালই, দাম কই?

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

নীল-দর্পণ বলেছেন: ৮, ৯ একই জিনিস রংটা খালি ভিন্ন।
দামটা সঠিক খেয়াল নাই। ৮০০০/৮৮০০ মনে হয়

২০| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

লাবনী আক্তার বলেছেন: ৮, ৯ ভালো লেগেছে! :) :)

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

নীল-দর্পণ বলেছেন: আমার ৯ :)

২১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মুল্য কেন দেয়া হল না ?

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

নীল-দর্পণ বলেছেন: সত্যিই কি জানতে চান? তবে একটু সময় লাগবে জানাতে....

২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১০

দূর্ভাষী বলেছেন: এক পহেলা বৈশাখে শখ করে বৌ এর জন্য জামদানী কিনে নিয়ে গেলাম সারপ্রাইজ দিতে, পেয়ে খুশীও হলো; কিন্তু পরতে গিয়েই ঝাড়ি- আমার ছোট খাট ভৌটার জন্য ও যে শাড়িটা খাটো হয়ে গেছে।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

নীল-দর্পণ বলেছেন: আমি একটা কিনেছিলাম খুব শখ করে। সেটাও ওরকম। ছোট ! :(

অট: অনেক দিন পর দেখলাম ভাইয়াকে। ভাল আছেন নিশ্চই। ভাল লাগল দেখে।

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

আমিনুর রহমান বলেছেন: শুধুই আপুদের জন্যে.... ;)

তুতুষার
লিঙ্কনহুসাইন
কামরুল ইসলাম (সুমন)
সাকিল ০১১৪
রাসেল ভাই
মোঃমোজাম হক
কস্কি
মাহবু১৫৪
মাক্স
মুহাম্মদ জহিরুল ইসলাম
মুনসী১৬১২
জাকারিয়া মুবিন
কান্ডারী অথর্ব
আমিনুর রহমান


নতুন কয়ডা আপুরে চিনলাম :P :P :P

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

নীল-দর্পণ বলেছেন: হা হা...সেই সাথে আমিনুর রহমান আপুকেও আমরা চিনলাম ;)
:P :P

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

লাবনী আক্তার বলেছেন: হাহাহাহা আমিনুর ভাই ভালই বলছেন। আমরাও নতুন কিছু আপু চিনলাম। ;) ;) ;) :D :D :D

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

নীল-দর্পণ বলেছেন: হা হা.... :D :P

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

প্রিন্স হেক্টর বলেছেন: ধুর এক্টাও ভালো না ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

নীল-দর্পণ বলেছেন: তাই নাকি ;)

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বড় বিলাই বলেছেন: শাড়ি-গহনা সবসময়ই ভালো লাগে। কিন্তু এত ভারী গহনা পরা হয় না। ডিজাইনগুলো ভালোই। আমার পছন্দ আন্টির পছন্দের সাথে মিলে গেছে। এটা কি বুড়ি হবার লক্ষণ? #:-S

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২০

নীল-দর্পণ বলেছেন: হা হা..... না না। আমার বিলাইপু বিড়ি হতে পারেনা ;)

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:০২

জাওয়াদ তাহমিদ বলেছেন:
আহ হায় আপু করসেন কি? B:-) B:-) B:-)

বিয়া করলে জীবনেও বউরে ব্লগে আইতে দেয়া যাইব না।
এই পোস্ট দেখলেই পকেট কাইট্যা ফালাইব। :((

আর বাংলাদেশে কেউ আর যাই পড়ুক,
উপরের মত গয়না পইড়া বাইরইলে
তার নিচ্চিত খপর আছে। /:) /:)

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২১

নীল-দর্পণ বলেছেন: আপনের কিসসু করতে হইবো না। বিয়ার পর ভাবীর লগে খআলি আমারে কথা কওয়াই দিবেন ;)

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৭

মামুinসামু বলেছেন: দৃষ্টি আকর্ষন: যেসকল ভাইয়ারা বারণ সত্বেও চলে এসেছেন এখানে তাদের বলছি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের আপু, মা, গার্লফ্রেন্ড বা একমাত্র বউকে এখান থেকে একটা কিনে দেবেন।
.
.
.
.
বারণ কেন করা হল তাই তো বুঝলাম না :-& :-& :-& :-& :-&

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬

নীল-দর্পণ বলেছেন: যাতে যারা ঢুকতে না চান তারাও ঢুকেন আর ধরা খান ;) :P

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

প্রিন্স হেক্টর বলেছেন: ভাবছিলাম এই পুষ্টে আইয়া সব নারী ব্লগারগেরে চিন্যা রাখুম, মাগার পুষ্টে দেখি ৯৯% কমেন্টদাতাই পুলা ব্লগার।





নাহ সামুতে লুল বড়ই বাইড়া যাইতে আছে।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

নীল-দর্পণ বলেছেন: প্রিন্স হেক্টর দ্যা গ্রেট লুল ;)

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪০

মামুinসামু বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন:নাহ সামুতে লুল বড়ই বাইড়া যাইতে আছে। :P :P :P :P :P

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

নীল-দর্পণ বলেছেন: আপনিও কি তাই বলেন ;) :P

৩১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

দূর্ভাষী বলেছেন: অনেকদিন পরেই বলা যায়রে আপু, শাহবাগ নিয়ে নতুন করে কিছুদিনের জন্য অনলাইনে আছি।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

নীল-দর্পণ বলেছেন: হমম...মাঝে তো একবার যে টেনশনে ফেলে দিয়েছিলেন সবাইকে।
লিখবেন মাঝে মাঝে।

৩২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: টাইটেল দেখে আর পোস্টে ঢুকবার কৌতুহল ধরে রাখতে পারলাম না। সুন্দর কালেকশন :)

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭

নীল-দর্পণ বলেছেন: হা হা.....টাইটেলটা তাহলে স্বার্থক ;) B-) B-)

ধন্যবাদ আসার জন্যে :)

৩৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
আমি ভুলে আইসা পড়ছিলাম। এখন আমার কি হপে? :| :| :|

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

নীল-দর্পণ বলেছেন: ভবিষ্যতের জইন্যে একটা কিনে রাখতে হপে... ;) :P

৩৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে পারপেল কালারের সাড়ীটা না অনেক সুন্দর। :!>
আমার উনাকে কিনে দিবো। :!> :#>

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

নীল-দর্পণ বলেছেন: ঐটা যে আমারো.... অনেক অনেক আপনার উনি...না না আমার ভাবীর জন্যেই দিয়ে দিলাম :)

৩৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪

মশামামা বলেছেন: খায়ালচে!!!!!

শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!

হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????

সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

নীল-দর্পণ বলেছেন: কাহিনী কি। মাথা খারাপ হয়ে গেছে নাকি.....

৩৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?


মশার আইপি সহ ব্যান চাচ্ছি ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

নীল-দর্পণ বলেছেন: কাহিনী তো বুঝলাম না। লোকটার মাথা ঠিক আছে তো....

৩৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

নীল ভোমরা বলেছেন:
ভাইয়াদের জন্য কিছু নাই আপু?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

নীল-দর্পণ বলেছেন: আছে তো । ভাইয়ারা এসব কিনবে.... তবে নিজেদের জন্যে না ;)

এখানে আছে, দেখেন পছন্দ হয় কিনা :)

৩৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

একজন আরমান বলেছেন:
হা হা।
মাগার কে যে আমার ইয়ে হপে ... :( :| /:)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

নীল-দর্পণ বলেছেন: আরে যে-ই হোক। হবে তো একজন :)

৩৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

একজন আরমান বলেছেন:
হুম। একজন আরমানের বউ। ;) ;) ;)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

নীল-দর্পণ বলেছেন: আমাদের একজন আরমান ভাবী ;) ;)

৪০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

মাহী ফ্লোরা বলেছেন: পয়সা পয়সা গয়নাটা আমারও খু্ব ভাল্লাগসে! :#>

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

নীল-দর্পণ বলেছেন: তাহলে ওটা তোমার জন্যে মাহীপু :)

৪১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: voyongkor post..ai post dekhey amon keo jodi kichhu pochhondo korey ar jodi seta amar kinay deya lagey .......akjoner obosyo chokkho chorokgachh ....hoyechey....

suvo kamona

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

নীল-দর্পণ বলেছেন: হাহা....এটা ভাইয়াদের জন্যে ভয়ংকর তবে আপুদের জন্যে... B-)

৪২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

শুকনোপাতা০০৭ বলেছেন: আপু,অর্নামেন্টস গুলো পছন্দ হইছে তবে পড়ার শখ এখনো হয়নি :) হিহিহি
আমার শততম পোষ্টে তোমার আমন্ত্রন রইলো :)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

নীল-দর্পণ বলেছেন: আমার ২নংটা একটু একটু পড়ার শখ হয়েছে। না হলেও সমস্যা নাই :)

৪৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ট্যাকা পয়সা নাই। বিনে পয়সায় দিলে নিতার্মু। :( :( :( |-)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

নীল-দর্পণ বলেছেন: অক্কে বিনে পয়সায়ই দিলাম। শুধু আপনের জন্যে। আর কাউরে কইয়েন্না আবার ;)

৪৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগীয় দুলাভাইদের মানিব্যাগে লাল বাত্তি জ্বালানোর অপচেষ্টার অভিযোগে পুষ্ট রিপুর্টেট

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

নীল-দর্পণ বলেছেন: ওরেএএএ তাইত্তো কই....কেটা আবার রিপুট কল্লো। পাইসি এইবার.....আপ্নের উনির ফুন্নাম্বার্টা দেনতো আমারে ;)

৪৫| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮

শোশমিতা বলেছেন: শাড়ীগুলো অনেক সুন্দর। সব গুলো আমার চাই :)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

নীল-দর্পণ বলেছেন: ওক্কে আপু ওক্কে সব গুলাই তোমার :)

৪৬| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১০

রোকসানা লেইস বলেছেন: আপুদের জন্য শাড়ি গহনা উপহার খুব ভালোলাগল পোস্ট
আমার একটাও চাই না ছবি দেখেই খুশি ।

তবে একট ফুল থাকলে ঠিক নিয়ে যেতাম :) :)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

নীল-দর্পণ বলেছেন: আপু আপনার জন্যে :)

৪৭| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১

জেমস বন্ড বলেছেন: পোস্ট প্রাসঙ্গিক কথা তখন বলিনি বলে সরি , আর উপরোক্ত গাধাটার কমেন্ট মুছে দিয়েন দয়া করে দেখলেই পুরনো কথা মনে পরে যায় ।


নাও টপিক সম্পর্কে , যেহেতু আপুদের জন্য আমি ঢুকেছি আমার ছোট বইনের জন্য কিছু জিনিস চয়েস করার জন্য :P , আবার উলটা বুইজেন না বুজলেন ।



এইটা পছন্দ হইছে কিন্তু হারটা বেশ চেপ্টা বড় দেখা যায় , একটু ছোট হইলে ভাল হইতো । বাদ বাকি গুলো দেখে মনে হইলো কয়েন/পয়সা টাইপ :-P :-P

একটা শাড়ি বরাদ্দ রাইখা গেলাম , কিন্না লইয়েন ;)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

নীল-দর্পণ বলেছেন: থাক মোছামুছির দরকার নাই।

গয়না আপনি চাইলে ছোট করে দেয়া যাবে ;)

শাড়ীটা নাহয় আপ্নেই... ;)

৪৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

হিবিজিবি বলেছেন: ব্লগে এসব দেয়ার কোন মানে হয়!! ডুকতে না চাইলেও ডুকিয়ে ছাড়বে!! :( :(

এখন বলেন অনলাইনে কেনার কোন সুযোগ আছে কিনা, আর কিনলে বাসায় পৌঁছিয়ে দিবে কিনা? অথবা দোকানের অ্যাড্রেসটা??

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

নীল-দর্পণ বলেছেন: হা আছে। এসব ফেসবুকের পেজ থেকে নিয়েছি। ওখান থেকে কেনার সুযোগ আছে :)

৪৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: একমাত্র বউকে এখান থেকে একটা কিনে দেবেন।----হো হো

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

নীল-দর্পণ বলেছেন: ;) :P :P

৫০| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

কস্কি বলেছেন: এ্যাঁ! B:-) B:-) B:-)
এতোদিন পরে এইডা কি দেখলাম? B:-) :-&

প্রথমবারের মতো লুল ট্যাগ খাইলাম :-B X( X(( । একই. সাথে আপু ও ট্যাগ. খাইলাম :!> :(( :(( :(( (মজাই তো লাগে!! B-)) )

ওই লুলের ট্রাক্টর =প্রিন্স হেক্টর. আমারে লুল কইলেন? X( X(( ;) (নাক ফুলানোর ইমো হইবে! :#) )। :-P

আর লেখকের!!! সাথে মজা করমু না, উনি আবার চবকিছু চিলিয়াসলি নেন.!!! B-)) :> (আমার কোন দোষ নাইক্কা!! সামুই আপনারে লেখক বানায়া দিছে !! :P, তারমানে সামুই বড় লুল!! )

ফুলভাই ডাবল সেনচুরীর দেখা না পাইলেও, আপনি কমেন্টর সেনচুরী পাইতে পারেন.!! (না জানি এখন. আবার কি ট্যাগ খাই!?! )

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নীল-দর্পণ বলেছেন: আমি আবার কবে চবকিচু চিরিয়াচলি নিলাম B:-)

৫১| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :D সব গুলাই তো দারুণ ... সবই আমার চাই ... হুম ... !!! :D :D :D




আসুক আজ অফিস থেকে ... ;) B-)) B-)) B-)) B-)) :P :P :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯

নীল-দর্পণ বলেছেন: হুঊঊঊমমম....আসুক আজ অফিস থেকে। কোন ছাড় দেবেন না আপু ;) B-)) :P

৫২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫

শুঁটকি মাছ বলেছেন: গহনা অপছন্দ তবে শাড়ি গুলা ভাল্লাগছে!!!বিষেশ করে বেগুনী আর সাদা জামদানীটা।কিছুদিন আগে শাড়ি কিনতে গিয়ে একটা বেগুনী আর সাদা জামদানী ভাল লেগেছিল।কিন্তু বিক্রেতা জানালো বেগুনী রংটা নাকি ফ্যাকাশে হয়ে যায়

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০

নীল-দর্পণ বলেছেন: বেগুনী জামদানীটা আমারো অনেক পছন্দ হয়েছে :#)

৫৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
আচ্ছা ঠিকাসে, ৯ নাম্বারটা আপনার ||

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

নীল-দর্পণ বলেছেন: কবে যে ওরকম একটা.... 8-| 8-|

৫৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

জেমস বন্ড বলেছেন: আপনার খুব শখ আমি শাড়ি রেখে দিই , অখে রেখে দিলাম । কবে দিবো :P :P :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

নীল-দর্পণ বলেছেন: যখন সময় আসবে.....

৫৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: পয়সা পয়সা অর্নামেন্টস অনেক ভাল লাগছে ।আর জামদানী শেষের টা অনেক সুন্দর । :)

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

নীল-দর্পণ বলেছেন: :) :)

৫৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ আমার ফুল নিয়ে গেলাম :) :)

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

নীল-দর্পণ বলেছেন: :)

৫৭| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

চতুষ্কোণ বলেছেন: বিরক্তিকর পোষ্ট!


ইয়ে..মানে... বেগুনি শাড়িটা কৈ পাওয়া যাবে নিলু? :!>

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

নীল-দর্পণ বলেছেন: বিরক্তিকর পোষ্ট....আবার বেগুনী শাড়ীর সন্ধান করা হচ্ছে /:) ;)

পাওয়া যাবে একটু খোজটোজ করলেই। ;)

৫৮| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মৃত্যুঞ্জয় বলেছেন: আমি শুধু দেখতে এলুম ৫৯০ জনই কি আপু নাকি :( :( :( :(

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

নীল-দর্পণ বলেছেন: হা হা হা.... :P

৫৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

কস্কি বলেছেন: নতুন আফার থেইকা কি সব বর্ণ-মর্ণ শিখ্যা (আফায় নিজেই জানে কিনা সেইটা লইয়াই সন্দে আছি!!! :P B-)) ) তিনটা বর্ণ এক্টু প্র্যাকটিস করলাম, তাতেই আমি হইয়া গেলাম লুল X(( /:)

আপচুচ ...... :( :(( , সবই ভাইগ্য ........

আমিও ধরতাছি .....হু....

কয়েকদিন আগে যখন পোস্টের ছবিগুলো বেড়াইতে গেছিলো, তখন যে কি পরিমাণ ভালাপাইছিলাম!! ভাগ্যভালো যে লগইন করবার পারি নাই .......পারলে আবারও আমি বেক্কল আলী হইতাম .......... :D B-)

আমিও অভিশাপ !! দিয়া গেলাম.......এইটা
অতি শিগ্রই আপনার সাথে ঘটিবে .......হু........ B-)) B-)) B-)) :-P

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

নীল-দর্পণ বলেছেন: ঐটা বুঝি আপনের মাথা....একদম ঠিক হইসে। আপ্নের মাথায়___ করবোনা তো আমার মাথায় করবো B-))

৬০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩২

টুম্পা মনি বলেছেন: :D :D :D :D :D

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

নীল-দর্পণ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.