নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।
যদিও আমি রাঁধুনী হিসেবে একেবারে যাচ্ছে তাই, কখনো কখনো নিজের রান্না নিজের গলা দিয়েই নামতে চায় না , তার পরেও পোষ্ট গুলো এমন ভাবে দেই যা দেখে সবাই ভাবেন ভাল রাঁধুনী, আর চান রেসিপি পোষ্ট। যাগগে ইদানিং ফুল টাইম রাঁধুনীর দ্বায়িত্ব পালন করছি (আম্মার প্রক্সি দিচ্ছি আরকি) । টানা কিছু দিন রান্না করলে দেখা যায় একঘেয়ে লাগে। কি রান্না করবো তা আর খুজে পাইনা।
আজ তাই রান্না করতে গিয়ে মনে হলো দেখি নতুন কিছু আবিষ্কার করা করা যায় কিনা। সেই ভাবনায়-ই আজকের রেসিপি।
ভুমিকাটা অনেক বড় হয়ে গেলো। আমি এখন রেসিপির লেকচার শুরু করবো সবার নড়েচড়ে মনযোগ দিয়ে বসুন।
হ্যা ঠিক আছে....
শুনুন, আমি কাপ-চামচ মেপে রান্না করিনা হাতের আন্দাজে দিই। আপনারা পরিমানটা একটু এদিক সেদিক করে দেখতে পারেন (সম্পূর্ণ নিজ দ্বায়িত্বে)
উপকরণ
১। মুরগী : ১কেজি (পোল্ট্রি নিয়েছি)
২। পেঁয়াজ কুচি: ১ কাপ
৩। আদা-রসুন বাটা: ১চা. চা. করে
৪। দারচিনি: দুই টুকরা
৫। এলাচি: ৪টা
৬। জায়ফল- জয়ত্রী গুড়া: এক চিমটি করে
৭। টক দই: ১/২ কাপ পরিমান (সামান্য বেশী হতে পারে)
৮। লবন, চিনি: পরিমান মত
৯। তেল: পরিমান মত (আমি তেল কম ব্যবহার করি)
১০। জর্দা রং: এক চিমটি
১১। আলু: ছোট সাইজের ৩/৪টি
১২। মটরসুটি: ১/২ কাপ
প্রণালী:
মুরগী একটু বড় টুকরো করবেন। ধুয়ে লবন, এক চিমটি হলুদ মেখে রেখে দিন কিছুক্ষন। তেল গরম হলে আলু হালকা ভেজে তুলুন এরপর মাংস গুলো ভাজুন। সেই তেলে পেঁয়াজ হালকা বাদামী করে ভাজুন। এবার তাতে লবন, চিনি, গরম মশলা, কাঁচা মরিচ,আদা-রসুন বাটা দিয়ে কষান। এই সময় টকদইটা দিয়ে দেবেন। ভাল করে কষানো হলে মাংশ, জায়ফল-জয়ত্রী গুড়া ও জর্দা রং দিয়ে মাংস কষান। ভাল কথা, কষানোর সময় আলুটাও দিয়ে দেবেন। মটরসুটি সাথে বা পরে দিতে পারেন।
মাংস কষানো হলে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। এবার মাখা মাখা ঝোল থাকতে নামিয়ে সাদাভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন........
কি পরিবেশন করবেন, নামটাই তো জানা হলোনা
আসলে কি যে হল এটা আমিও জানিনা। না রোস্ট, না ঝাল মাংসের ঝোল। তাই আমি এটার নাম দিয়েছি ঝোষ্ট!
ঝোল+রোস্ট= ঝোস্ট
স্বাদ কেমন হলো জানতে চাচ্ছেন তো আরে স্বাদ কোন ব্যাপারনা। রান্না যেমনই হোক খেতে হবে মজা করে, কষ্ট করে রান্না করেছেন না?
খাবারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, সত্যি বলছি
কিছু বাদ পড়ে গেলে মনে করাই দিয়েন। আমি আবার রান্না করার সময় এটা-সেটা দিতে ভুলে যাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
নীল-দর্পণ বলেছেন: হা হা...ছবি একটা তুলেছিলাম ভাল হয় নাই। তাই আর দিলাম না
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: বাহ, একবার ট্রাই করতে হয়
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
নীল-দর্পণ বলেছেন: দেখেন। খারাপ লাগবেনা খুব একটা
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
শিব্বির আহমেদ বলেছেন: ট্রাই করে দেখতে হবে । মাঝে মাঝে নিজে রান্না করতে ভালই লাগে ।
এই রান্নাতে সময় কেমন লাগবে ? ব্যাচেলর মানুষ , সময় যত কম লাগে ততই ভাল ।
পোস্টের জন্য প্লাস।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
নীল-দর্পণ বলেছেন: সময় একটু লাগবে তবে খুব বেশীও না। একদিন ছুটির দিনে ট্রাই করেন একটু সময় নিয়ে। হ্যাপ্পি কুকিং
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
ভোর বলেছেন: লগ আউট করেও আবার লগ ইন করলাম পোস্টটা প্রিয় তে নিব বলে। মনে হচ্ছে রান্না টা অনেক টেস্টি হবে। ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
নীল-দর্পণ বলেছেন:
টেস্ট ভালই হয়েছিলো
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
শান্তা273 বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
ছবি বাদ পড়ে গেসে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
নীল-দর্পণ বলেছেন: পঁচা ছবিটা দিলে কেউ আর রান্না করতে চাইবে না
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ক্ষুধা লেগেছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
নীল-দর্পণ বলেছেন: চলে আসো আপু। রয়েছে এখনো
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মাহবু১৫৪ বলেছেন: গুড
তবে এত কাহিনি করে রান্না করতে ইচ্ছে করে না।
পোস্টে ভাল লাগা
প্রিয়তে নিলাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
নীল-দর্পণ বলেছেন: ওক্কে, প্রিয়তে নিয়েছেন তো, ওতেই চলবে। আপনি কাহিনি না করলেও কেউ হয়ত করবে
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
সুপারনোভা ০০৭ বলেছেন: আমারও ক্ষুধা লেগেছে । সত্যি। আসব নাকি??
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
নীল-দর্পণ বলেছেন: হ্যা, নিশ্চই। চলে আসুননা
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
ভারসাম্য বলেছেন: কত আর খালাম্মার প্রক্সি দিবেন!
আমার জন্য অবশ্য রেসিপি পোষ্ট ভালই। অনেকদিন ধরে নিজের খাওয়ার (রান্নারও) চিন্তা নিজেকেই করতে হয়। গত চার মাস অবশ্য ভালই কাটছিল কিন্তু গত ১৯ তারিখ থেকে আবার একা। ভিসা বাঁচাইতে মা-বাপ আবার আম্রিকা ফুটছে। এই সময়ের মধ্যে আমার জন্য একটা রাঁধুনী জোগাড় করে দিয়ে যেতে পারলনা।
সমস্যা নাই। আমিও কানাডা যাওয়ার ট্রাই নিতেছি। কানেও ইদানীং কম শুনি একটু একটু। :#>
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
নীল-দর্পণ বলেছেন: রাঁধুনীর দরকার নাই। কানাডা গিয়েতো নিজের-ই রাঁধতে হবে....তাই না
কবে কোথায় কি বলেছিলাম তা দেখি মনে আছে। ব্রেন খুব শার্প দেখা যায়
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: ছবি না দিয়ে ভালো করেছেন। পড়েই খাইতে ইচ্ছে করছে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
নীল-দর্পণ বলেছেন: ঠিক ঠিক। এই জন্যেই দেই নাই
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
জাকারিয়া মুবিন বলেছেন: বউকে পড়ালাম, আগে থেকেই ও এই রান্না জানে
আমি খাইসি বছর পাঁচেক আগে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
নীল-দর্পণ বলেছেন: বেয়াইনকে জিজ্ঞেস করেন তো জিনিসটার নাম কি ?
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
একজন আরমান বলেছেন:
আমিও রান্না করতে পারি।
কিন্তু সমস্যা হল টক দই নিয়ে !
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
নীল-দর্পণ বলেছেন: কেন কেন? আমার বাসায় চলে আসেন টক দই আছে
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
সায়েম মুন বলেছেন: এখনই আপনার রান্না করা মুরগী দিয়ে খেলাম। দুর্দান্ত স্বাদ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
নীল-দর্পণ বলেছেন: তাই নাকি তাই নাকি
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
আমিভূত বলেছেন: অনেক দিন পর রান্নার পোস্ট দিলেন তাও আবার এইখান থেকে ওইখান থেকে মেরে একটা বানাইলেন !
নতুন আইটেম পাইলাম সেইটা বড় কথা উইল ইমপ্লিমেন্ট ইট নেক্সট ডে
রেসিপিতে + দিলাম
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
নীল-দর্পণ বলেছেন: থেংক্যু থেংক্যু
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: এতো সময় কি আছে ?ডিউটি থেকে এসে পিয়াজ মরিচ আদা রসুন মুরগী সব এক সাথে মিক্স করে রান্না বসাইয়া দেই মুরগী রান্না হয়ে যায় । খাইয়া দাইয়া ঘুম যাই ঠিকাছে বিয়া করলে বউরে কমুনে এইভাবে রান্না করতে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
নীল-দর্পণ বলেছেন: অক্কে অক্কে তাই কইয়েন
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬
মোঃমোজাম হক বলেছেন: আমারও ক্ষুধা লেগেছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
নীল-দর্পণ বলেছেন: তারাতাড়ি কিছু খেয়ে রেসিপিটা নিয়ে রান্নাঘরে চলে যান
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
জেমস বন্ড বলেছেন: ডিম এর মতন রেসিপি :p.অনেক ইজি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
নীল-দর্পণ বলেছেন: তেল ছাড়া ডিম ভাজা, একদম সহজ
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
একজন আরমান বলেছেন:
টক দই ভালো লাগে না।
বাসায় দাওয়াত দিবেন !
ভালো তো, ভালো না?
টক দইয়ের পরিবর্তে আপনার অন্য রেসিপিও চেখে দেখা যাবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
নীল-দর্পণ বলেছেন: হাহাহা....ভাল বুদ্ধি বের করেছেন। নিজ দ্বায়িত্বে বাসাটা চিনে চলে আসেন। আসতে পারলে খাওয়াবো
১৯| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
বড় বিলাই বলেছেন: ঝোস্ট মজা হইছে। ছবি দিবে কেমনে, নীলু তো নিজেই লোভ সামলাইতে পারে নাই। রান্না শেষ না হইতেই গপাগপ সাবার।
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
নীল-দর্পণ বলেছেন: হা হা.... তুমিই বঝলে আপু
অনেক দিন পর দেখলাম। কেমন আছো আপু, ভাল নিশ্চই
২০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫৫
খায়ালামু বলেছেন: ছবি কই????
আমি তো আর রান্না করতে পারবোনা.।।। একটু দেখে নিতাম
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
নীল-দর্পণ বলেছেন: ছবি নাই। ছবি ছাড়াই খায়ালান
২১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:০০
নিমচাঁদ বলেছেন: সব ই তো খালি ভাজা আর ভাজা । আগে তেল ভাজুন , তারপর আলু ভাজুন , তারপর পেঁয়াজ ভাজুন , তারপর মশল্লা ভাজুন , শেষমেষ মুরগীটা ভাজুন
বিয়ের পর মেয়েরা জামাই কে ভাজার আইডিয়াটা কোথা থেকে পায় , এখন মালুম হইলো।এরা জাষ্ট ফরেন চিকেনের জায়গায় নতুন জামাইকে বসাইয়া দেয় । তারপর ভাজা রা ভাজা ।
লে হালুয়া
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
নীল-দর্পণ বলেছেন: জাষ্ট ফরেন চিকেনের জায়গায় নতুন জামাইকে বসাইয়া দেয় । তারপর ভাজা রা ভাজা ।
আপনার কমেন্ট পড়ে শুধু হাসছি আর হাসছি,,,,,,,,,,,,,,,,
২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
আমিনুর রহমান বলেছেন: খাবারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, সত্যি বলছি
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
নীল-দর্পণ বলেছেন: তাই নাকি....
২৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ফটুক কই, ফটুক দিলেন না ?
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
নীল-দর্পণ বলেছেন: ফটুক নাই। আপনি রান্না করে তার পরে দেন
২৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
স্পাইসিস্পাই001 বলেছেন: পুরাই স্পাইসি....
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
নীল-দর্পণ বলেছেন: হা হা...
২৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
দূর্ভাষী বলেছেন: আমার রেসিপি চুরি করছে আমাদের নিলুমনি
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
নীল-দর্পণ বলেছেন: প্রমান কই প্রমান কই
২৬| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৭
সাইফুর রহমান(সাইফ) বলেছেন: শুরুতেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি কারণ, আপনাকে একটা ধন্যবাদ না দিলে আমার ঝোস্ট খাওয়াটা হয়তো ঠিক মতন হজম হবে না।
-কোন একদিন মোবাইল দিয়ে ব্রাউজ করতে গিয়ে আপনার পোস্ট চোখে পড়ে। যেহেতু আমি রান্না করি না তাই রান্না বিষয়ক পোস্ট গুলো এড়িয়ে চলি তবে, কেন জানি সেদিন পোস্ট দেখে আম্মাকে রেসিপিটা দেখিয়ে বললাম এভাবে রাঁধতে(যেহেতু আম্মা রান্না করে)। আম্মা পুরোটা পড়ে বলল ঠিক আছে দেখা যাবে। আমি পোস্টটা বুকমার্ক করে রাখি। অনেক দিন পর হটাত একদিন আম্মা এই রেসিপিটা আবার দেখতে চাইলো, আমি দেখালাম এবং সেই অনুযায়ী রান্না করা হলো। আমরা সবাই খেয়েও দেখলাম, অন্যদিনের তুলনায় স্বাদ অনেকটাই ভিন্ন এবং ভালো। সবাই আপনার ঝোস্ট এর খুব প্রশংসা করলো। আর তারপর থেকে আমাদের বাড়িতে মুরগী আনলেই ঝোল বা রোস্ট কোনটাই নয়, শুধুই ঝোস্ট রান্না হয়।
১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৪
নীল-দর্পণ বলেছেন: তারপর থেকে আমাদের বাড়িতে মুরগী আনলেই ঝোল বা রোস্ট কোনটাই নয়, শুধুই ঝোস্ট রান্না হয় এটা যে কত বড় পাওয়া আমার সেটা হয়ত বোঝাতে পারবোনা....
ঝোষ্ট খাবেন, ভাল থাকবেন আর আমার জন্যে দোয়া করবেন
২৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৪
চানাচুর বলেছেন: আমার আম্মু এই সমস্ত উপকরণ দিয়ে কোরমা রাঁধে। কিন্তু জায়ফল-জয়ত্রী গুড়া ও জর্দা রং এগুলো দেয়না
আমি অবশ্য দুই ধরনের সস দিয়ে বেশ শর্টকাট পদ্ধতিতে মুরগী রাঁধি। সেইটাতে কোরমার চেয়ে ঝামেলা কম। কিন্তু খেতে খারাপ না :!> :!>
১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫০
নীল-দর্পণ বলেছেন: ওয়েএএ....তোমার রেসিপিটা দিওতো চানা। খেয়ে দেখবো নে একদিন
২৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯
চানাচুর বলেছেন: আমার রান্না খুবই সহজ। ফার্স্টে সয়া সস দিয়ে মুরগী ভিজায় রাখবা। তারপর এমনি যেভাবে মুরগী রাধে সেভাবেই রাঁধবা। পেয়াজ কুচি, আদা, রসুন বাটা বেশি দিবা। জিরা বাটা কম দিবা। হলুদ দিবা না। কাচা মরিচ দিবা শেষে। মুরগী রান্না শেষে আরেকটা সস দিয়ে ভালো মতো নাড়া চাড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিবা।
ফার্মের মুরগী নিবা।
১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৫
নীল-দর্পণ বলেছেন: থ্যাংক্যু থ্যাংক্যু
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ছবি বাদ পড়ে গেসে ||