নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।
"বাস্তব প্রেমের আটটি গল্প"! নামটি শুনে মনে হতে পারে বইটি হয়ত লুতুপুতু প্রেমের গল্প নিয়ে লেখা। আমিও প্রথমে তাই ভেবেছিলাম। কিন্তু পড়ার পরে ধারনাটি বদলে গেছে। আমাদের আশেপাশেই ঘটে যাওয়া কিছু বাস্ত ঘটনা নিয়ে লেখা বইটি। আটটি ঘটনা গল্পের আদলে সাজানো হয়েছে।
প্রতি বছরই বইমেলা থেকে হয়ত প্রচুর বই কিনি আমরা কিন্তু নতুন লেখকের বই কিনতে আমরা অনেকেই নারাজ। নতুন লেখক শুনলেই একটু শংশয় হয় বইটি হয়ত ভাল হবে না, পয়সাটা জলে যাবে কিনা ইত্যাদি ইত্যাদি। আসলে আমি মনে করি নতুন লেখক বলে বই যদি নাই পড়ি তবে বুঝবো কি করে সে কেমন লিখেছে।
তাই আসুন গাদাগাদা বইয়ের সাথে আমরা নাহয় একটি নতুন লেখকের বই পড়ি। "বাস্তব প্রেমের আটটি গল্প"। বইটি আমার খারাপ লাগেনি বরং মাঝে মাঝএ অবাক হয়েছি এই ভেবে যে মানুষের জীবনে এও ঘটতে পারে! পড়ে দেখতে পারেন আপনারা বইটি।
বইটি পাবেন সাহিত্য দেশ প্রকাশনের ৪১২ নং স্টলে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
নীল-দর্পণ বলেছেন: আমার আবার উল্টা। কবিতার প্রতি তেমন আকর্ষন নাই
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সায়েম মুন বলেছেন: ইদানীং বইটই তেমন পড়াই হচ্ছে না। আসলে সময়ের স্বল্পতার জন্য ইচ্ছে থাকলেও উপায় হয় না। আপনার কাজটি অবশ্যই প্রশংসাযোগ্য। নতুন লেখককে মূল্যায়ন করার জন্য সুন্দর প্রচেষ্ঠা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
নীল-দর্পণ বলেছেন:
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
নীল-দর্পণ বলেছেন: সুন্দর কবিতা
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
এই সেই বই!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
নীল-দর্পণ বলেছেন: হমম
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
মাহবু১৫৪ বলেছেন: বইয়ের গল্প গুলো নিয়ে কিছু লিখতে পারতা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
নীল-দর্পণ বলেছেন: মোটামুটি ধারনা দিয়েছি তো....এর চেয়ে বেশী দিলে তো সবাই জেনেই গেলো.....যে জানতে চায় সে কিনবে....
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
একজন আরমান বলেছেন:
বই মেলায় যাবার মুড আসে নাই এখনও। যদিও প্রতিদিন শাহবাগ ই থাকি !
২২ তারিখ যাবার ইচ্ছা আছে।
আমার একটা কবিতার বই বের করার ইচ্ছা আছে।
কিন্তু স্পন্সর পাচ্ছি না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
নীল-দর্পণ বলেছেন: দোয়া করি স্পন্সর জোগার হয়ে যাক শিঘ্রই
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
কামরুল হাসান শািহ বলেছেন: আইচ্ছা বইটা কিনবোনে
কিন্তু কথা হইলো প্রথমে যখন ভাবছিলা বইটি হয়ত লুতুপুতু প্রেমের গল্প নিয়ে লেখা তাইলে কিনলা কেন? লুতুপুতু প্রেমের গল্প পড়তে?
পিচ্চি বদ হইয়া যাইতাছে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
নীল-দর্পণ বলেছেন: আমি এখনো বইমেলায় যাইতে পারিনাই। সৌজন্য কপি পাইসি
পিচ্চি বড় হইসে না....
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
একজন আরমান বলেছেন:
ফাল্গুনের শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
নীল-দর্পণ বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা আরমান ভাইয়া
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
নীল-দর্পণ বলেছেন: বসন্তের শুভেচ্ছা
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
ফারিয়া বলেছেন: এহ, দেশে কবে আসবো, কবে বই কিনব। কবে পড়ব!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
নীল-দর্পণ বলেছেন: সময়-সুযোগ পেলেই চলে আসবেন আপু
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো উদ্যোগ।
আমি নিজে অবশ্য কবিতার বই কিনি। গল্পের বই তেমন কেনা হয় না।