নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৫


সাত বছরের শিশু রাজা রাণীর গল্প পড়ে বাবা মার কাছে গিয়ে বলল, ‘মা মা, আমিও রাজার মত পাঁচটা বিয়ে করব।’

মা অবাক হয়ে বলেন, ‘পাঁচটা বউ দিয়ে তুমি কি করবে বাবু!’

বাবু বলে, ‘এক রাণী রান্না করবে, এক রাণী বাজার করবে, এক রাণী...'

মা তখন জানতে চান, 'তাহলে রাতে কোন্ রাণীর সঙ্গে ঘুমাতে যাবি?'

‘ইস্!রাতে তো আমি তোমার সঙ্গেই ঘুমাবো!' বাবু প্রতিবাদের কন্ঠে বলে ওঠে।

আনন্দে মায়ের চোখ জলে ভরে এলো। মা কৌতুক করেন, 'আর রাণীদের সঙ্গে তাহলে কে ঘুমাবে?'

‘কেন! বাবা ঘুমাবে।' বিস্ময় আর অহঙ্কারে পরম ভালোবাসায় মাকে ছোট্ট দুহাতেজড়িয়ে ধরে বলে বাবু।

আনন্দে বাবার চোখ জলে ভরে এলো।'

সকল পুরুষদেরকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

নজসু বলেছেন:



ভাই, এই দিবস কবে না আবার আন্তর্জাতিক পুরুষ নির্যাতন দিবস হিসেবে পালিত হয়। :(

ইস্‌ রাতো তো আমি তোমার সাথে ঘুমাবো।
গল্পের এই পর্যন্ত দারুণ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২০

মুবিন খান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০০

তারেক_মাহমুদ বলেছেন: এইটা কি গল্প শোনালেন ভাই?আপনি লেট গতকালই আমি পুরুষ দিবসের পোষ্ট দিয়েছি।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২১

মুবিন খান বলেছেন: আপনি প্রথম, আমি দ্বিতীয়।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
ইস্‌ রাতো তো আমি তোমার সাথে ঘুমাবো।
গল্পের এই পর্যন্ত দারুণ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২২

মুবিন খান বলেছেন: নাই বা হল পরেরটুকু ভালো।
ধন্যবাদ আপনাকে।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৩

মুবিন খান বলেছেন: কি?

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

হাবিব বলেছেন: ভালো দিবস .


২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৪

মুবিন খান বলেছেন: নারী দিবসের বিপরীতে এই দিবস বানানো। জানি না ভালো কিনা।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

রাজীব নুর বলেছেন: বাহ!!

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৪

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

বলেছেন: বাবার সাথে এক্সচেঞ্জ। গল্পটা পড়তে মজা লাগল, কিন্তু ভালো লাগল না। মা হয়ে ছেলেকে জিজ্ঞাসা "রাতে কার সাথে ঘুমাবি" - এটা উদ্দেশ্যমূলক।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৫

মুবিন খান বলেছেন: উদ্দেশ্যমূলক ব্যাপারটা বুঝি নি ভাই।

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: মুবিন খান,




হা...হা...হা....... দারুন হিউমারের রঙিন রাজা বেলুন উড়িয়ে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানিয়ে গেলেন । :P

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৬

মুবিন খান বলেছেন: কৃতজ্ঞতা।

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: মানুষ যদি ভালো হতোতাহলে কোনো দিবসেরই দরকার ছিল না।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৬

মুবিন খান বলেছেন: হয়ত।

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

কিশোর মাইনু বলেছেন: বাবা দিবস-মা দিবস আমার জিনিসগুলো বোরিং লাগে। শো-অফ মনে হয়। প্রতিটি দিনই বাবা-মার জন্য। স্পেশাল করে বছরের একদিন কি দরকার। যদি একদিন স্পেশাল হয়েই থাকে, তাহলে সেটা তাদের জন্মদিন, বিবাহ বার্ষিকীর দিন হওয়া উচিত। যে কোন র‍্যান্ডম দিন না।

যাই হোক, গল্পটা দারুণ ছিল।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৮

মুবিন খান বলেছেন: শো-অফ তো সকল কিছুই। এই যে আমরা এখানে লিখছি, এটাও তো একরকম শো-অফ-ই, তাই না?
আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.