নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

বধু

২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৪:১৭


বধুটিকে সে বলল, ‘তুই একটা শয়তান বউ’
বধুটি খিলখিল করে হেসে উঠল
হাসতে হাসতে সায় জানালো তার কথায়।
কেননা বধু জানে তাকে ওটুকু শয়তান না হলে চলত না
ওটি বধুর ভালোবাসার স্বীকৃতি।

সে আবার বলল, ‘তুই দুনিয়ার সব চাইতে পচা বউ,
নর্দমার গন্ধ বেরোয়, তোর সঙ্গে কথা বলতে হলে
নাক চেপে ধরে কথা বলতে হয়।’
এই নির্জলা মিথ্যে বধুর অভিব্যক্তিতে কোন পরিবর্তন
আনতেই সক্ষম হয় না,বধু হাসতে হাসতে ভেঙে পড়ে।
কেননা বধু খুব ভালো করেই জানে তার বুকে মুখ ডুবিয়ে
ঘুমনো তার সবচেয়ে প্রিয় অভ্যেস।

সে আবারও বলল,’তুই একটা ঝগড়াটে বউ’
বধু এবার তার মুখের হাসি বিন্দুমাত্র মলিন না করে
বড় বড় চোখ মেলে ওর দিকে তাকিয়ে
ঘাড় নেড়ে উচ্চারণ করল,’আচ্ছা।’
কেননা বধু খুব ভালো করেই জানে
সে যখন তার মুখটা নিজের বুকে চেপে ধরে
ভালোবাসতে বাসতে আপন মনে আদুরে কথা
বলতে বলতে পাগল হয়, পাগল করে
তখন সে হয়ে ওঠে পৃথিবীর শীর্ষ সুখী মানুষ।

ওর সেই কৌতুকপ্রিয় বধুটির বড় বড় কাজল
কালো চোখের তলে কালসিটে পড়েছে
খিলখিল করা হাসিমাখা কন্ঠ কঠিন রুঢ়
অসম্ভব রূপবতী সর্বাঙ্গ মোড়া কি দারুণ অভিমান!
সে দেখে সবই, বোঝেও বা, তার বুক
ভেঙে যেতে চায় নিষ্ফল আক্রোশে।
তার নিজেরে উজার করা ভালোবাসায় বধূ হারায় না
ভেতরে গুমোট আবহাওয়া কুণ্ডলী পাকায়
তার প্রাণপ্রিয় বধুটি
সহজ কথাটি সহজে বলে সহজিয়ারূপে সাজে না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমি সাহিত্যের কিছু দেখছি না, মনগড়া এটা সেটা

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫২

মুবিন খান বলেছেন: সাহিত্যর কিছু নাই। সাহিত্য হয় বায়বীয়। অতএব দেখতে পাবার কথা নয়।
পড়েছেন এবং মন্তব্যে জানিয়েছেন বলে কৃতজ্ঞতা।

২| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৭

আহা রুবন বলেছেন: সময় নষ্ট

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৫

মুবিন খান বলেছেন: আমার অনেক সময়। ফলে এরকম অকাব্য লিখে তার থেকে কিছুটা নষ্ট করা যেতেই পারে, কি বলেন। মনে হচ্ছে আপনার সময় কম। সময়রে কাজে লাগান।

৩| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৫

ধ্রুবক আলো বলেছেন: গল্প আকারে লিখলে বেশি ভালো হতো।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৭

মুবিন খান বলেছেন: পরের বার লিখলে চেষ্টা গল্পর করব।
পড়লেন এবং মন্তব্যে প্রতিক্রিয়ায় জানালেন বলে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.