নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

বিলাসিতা

০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৪:২০


শেভ করতে গিয়ে আমি কখনও
আফটার শেভ ব্যবহার করি না
ওটা বিলাসিতা,আমার কোন বিলাসিতা নেই ।

রিকশা বা ট্যাক্সিতে চড়ার সামর্থ্য নেই
বলে যে কোন গন্তব্যে আমি হেঁটেই যাই
বাসের ভিড় ভালো লাগে না বলে নয়
আমি তখন পর্যটক হয়ে যাই, যেন
'হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে'
হাঁটা এখানে বিলাসিতা নয় ।

প্রায় দুপুরে আমাকে বাইরে খেতে হয়
আমি সস্তা রেঁস্তোরাগুলোকেই বেছে নিই,
ভোজনরসিক হওয়ার চাইতে কেবল
উদরপূর্তিটাই গুরুত্বপূর্ণ বলে,
বিলাসিতা আমাকে মানায় না যে !

হাজার বছর হাঁটতে হাঁটতে যখন পৃথিবীর কথা ভাবি
সে ভাবনায় কোন লাগাম পরাই না আমি
আফটার শেভ লোশনের গন্ধের চাইতে
তোমার চুল, বুক আর ঘামের গন্ধই আমার
কাছে অধিক লোভনীয় ।
দামি রেঁস্তোরার ভোজনরসিক হওয়ার চাইতে
তোমার দূরত্বটা অতিক্রম করা অনেক জরুরি ।
বস্তুত আমার সকল বিলাসিতা তোমাতেই সীমাবদ্ধ
তুমিই আমার একমাত্র বিলাসিতা ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৩

শাহরিয়ার সনেট বলেছেন: "ভোজনরসিক হওয়ার চাইতে কেবল
উদরপূর্তিটাই গুরুত্বপূর্ণ বলে"
---
অসাধারন একটা কথা.. :)

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:২১

মুবিন খান বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার সনেট ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬

সুমন কর বলেছেন: বস্তুত আমার সকল বিলাসিতা তোমাতেই সীমাবদ্ধ
তুমিই আমার একমাত্র বিলাসিতা ।


ভালো হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৫

মুবিন খান বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:১১

মাশকুর চৌধুরী বলেছেন: এতো বিলাসিতা নয় অলসতা। আর নিরুপায়ের সহনিয় বাক্য

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

মুবিন খান বলেছেন: হাহাহা...অলসতা আর নিরুপায়ের সহনীয় বাক্যই বটে । সহমত পোষণ করছি । মন্তব্যর জন্যে ধন্যবাদ মাশকুর চৌধুরী ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৭

মুবিন খান বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রামানিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.