নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত কবিতার প্রতিকৃতি

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:২২



আমার কেবল একটা উপন্যাস ছিল
একান্তই নিজের লালনীল কথামালার, আর কোন রঙ নয়
জীর্ণশীর্ণ মলাটে পোকায় খাওয়া একটা উপন্যাস
আর কিছু নয় কোন গল্প নয় কবিতা নয়, শুধুই একটা উপন্যাস ।
কদিন আগে হঠাৎ করেই একটা গল্পের সন্ধান পেয়ে যাই
অপরূপ চকচকে মলাট আর বাঁধাইয়ের মতই ওর পটভূমি
পরিমার্জিত শব্দভাণ্ডার থেকে বাছা বাছা শব্দে বাক্যে কাহিনী বিন্যস্ত
সে বিস্তারে বড় ব্যথা ছড়ানো, পাঠকের ঘুম কেড়ে নেয়
রক্তক্ষরণ হয়, বড় কষ্টে রাতের পর রাত কাটে নির্ঘুম
তবুও গল্পের ভাষা আর বাচন মুগ্ধ করে আমাকে
আমি মুগ্ধ হই, বারবার মুগ্ধ হই !
প্রত্যাশিত কবিতাটিও পেয়ে গেলাম অতঃপর, বড় অদ্ভুত কবিতার গঠন
গম্ভীর, আবার চাঞ্চল্যে ভরা, কারুকার্য খচিত প্রত্যেক পংক্তিতে
ছন্দের উচ্চারণে যেন শত কাঁচ ভাঙে; তখন ভয় করে, বড় ভয় করে
আবার অমন সুঠাম কবিতা আবৃত্তি না করেই বা থাকি কি করে
কবিতা তখন হুমকি দেয়, তেড়েও আসে মারবে বলে
কিন্তু আঘাত করে না, টের পাই পরম মমতা
আহা ! কি পরম মমতার আবেশ ছড়িয়ে দেয় সারা দেহে
কেবল দূরে রাখতে চায় কপটতায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.