নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
'সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;'
জীবনানন্দ সুরঞ্জনাকে নিয়ে এই কবিতা লিখেছে । সুরঞ্জনার মেজাজ খুব খারাপ । জীবনানন্দ কেন তাকে ওখানে যেতে নিষেধ করবে । সুরঞ্জনা যদি কোন যুবকের সঙ্গে কথা বলেই থাকে তো জীবনানন্দের সমস্যা কি । কবিতা লিখছে কবিতা নিয়েই থাকুক না, কোন অধিকারে সুরঞ্জনার ব্যক্তিগত বিষয়ে না গলাবে ? নাহ, জীবনানন্দকে মেরে ফেলতে হবে । আর বাঁচতে দেয়া যায় না ।...
কবিতা লেখার অপরাধে একজন মানুষকে মেরে ফেলা যায় ! মানুষ হত্যা করা কি এতই সহজ !
হ্যাঁ সহজই তো । বাংলাদেশে তো এখন এটাই ঘটছে । কেউ কিছু লিখছে, সেটা কোন একজনের পছন্দ হল না। ব্যাস মেরে ফেলল । সে হিসেব করলে তো সব লেখকদেরকেই লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলা দরকার, কেননা লেখকরা যা-ই লিখছেন নিশ্চয়ই কারও না কারও অপছন্দ হচ্ছে, তাহলে কি সব লেখকদের ধরে মেরে ফেলতে হবে ? হ্যাঁ হবেই তো। সে প্রক্রিয়া তো আরম্ভ হয়েই গিয়েছে। চলছেও বেশ জোরেশোরে।
বিবিসি'র ওয়েব নিউজে দেখলাম বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতিবিদসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে । আমি এতে মোটেও বিস্মিত হইনি । আমার কাছে এটা আসলে খুব স্বাভাবিক মনে হয়েছে । ওরা যদি চিঠি না দিয়ে আচমকা মানুষগুলোকে মেরে ফেলত তাহলে কি হত ? ওরা তো এর আগে এমনটা করেছে, কিছু হয়েছে ? কিছুই হয় নি ।
এই তো সেদিন সৌদি আরবে জুমার নামাযে মসজিদে বোমা মেরে কতগুলো মানুষ মেরে ফেলল । পাকিস্তানে তো হর হামেশাই মারছে । ঠিক এভাবেই যদি করে মেরে ফেলত তাহলে কে তাদের কি করত ? বেশ কয়েকজনকে তো ইতোমধ্যে কুপিয়ে মেরে ফেলেছে । কি করতে পেরেছে ?
বরং চিঠির প্রেরক তাদের নির্বাচিত ওই দশজন মানুষের উপকার করেছে । দশজনকে মানুষকে তারা জানিয়ে দিয়েছে তাদের জন্যে বরাদ্দ এই পৃথিবীর আলো হাওয়া প্রায় ফুরিয়ে এসেছে । যতটুকু পার টেনে নাও । পাশাপাশি যদি শেষ বা অপূর্ণ কোন ইচ্ছা থাকে তো সেটা পূরণ করে নিতে পার। শুধুমাত্র এ কারণেই তো চিঠির লেখককে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ দেওয়া দরকার । তাছাড়া মৃত্যুর প্রস্তুতি কয়জন মানুষ নেওয়ার সুযোগ পায় ! এই দশজন মানুষ পাচ্ছে । হোক তাঁরা সমাজের গুরুত্বপূর্ণ বা বুদ্ধিজীবী !
'৭১ সালেও তো এরা বুদ্ধিজীবীদের ঘর থেকে ধরে নিয়ে মারতে মারতে মিরপুর এলাকার একটা গোটা জায়গাকে 'বধ্যভূমি' বানিয়ে ফেলেছিল । দরকার পড়লে আবার বানাবে । এটা ওদের গণতান্ত্রিক অধিকার ।
©somewhere in net ltd.