নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)
"...তোমরা নিশ্চয়ই গুলি করতে পারো আমাদের
গুলিতে আমরা মরে যাবই এমন কোনো কথা নেই
নিশ্চয়ই মরতে ভয় লাগে আমাদের
তবে সেই ভয়ে আমরা ভয় পেয়ে যাব এমন কোনো কথা নেই... " ~ আমের আজিজ।
একজন মিউজিশিয়ানের কাজ শুধু ফুল, পাখি, বিরহ্, চাঁদ, নদী, প্রেম ভালোবাসা নিয়ে গান করা নয়, সে যে জগতটায় বাস করে তার চারপাশে কি ঘটছে এসবেরও খোঁজখবর নেওয়া। ঐখানে প্রতিদিন অসংখ্য মানুষ নির্যাতিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, নাগরিকদের প্রাইভেট স্পেসে রাষ্ট্রের অবৈধ খবরদারি, ফ্যাসিস্ট রেজিম জনগনের গোয়া মারছে, অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফলে মিলিয়ন মিলিয়ন লোক গৃহহীন হচ্ছে, দুর্ভিক্ষে মারা যাচ্ছে....... এরকম অসংখ্য অপকর্মের বিরুদ্ধে বলাটাও একটা নৈতিক দায়িত্ব। শুধুমাত্র ফুল-পাখি-বিরহের গান মধ্যযুগের রাজদরবার এর একান্ত অনুগত নিম্নশ্রেণীর দাস গায়কের কন্ঠে মানায়, যার প্রধান দায়িত্ব থাকে রাজার স্তুতি গেয়ে তার মনোরঞ্জন করা কিন্তু আধুনিক যুগের একজন শিল্পীর কাছ থেকে সমাজের প্রত্যাশা আরও বেশি থাকে।
আমার গুরু রজার ওয়াটারের এই ভাবনাগুলো আমাকে ভীষণ প্রভাবিত করে। কথাগুলো বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। কোটার মতো ভয়াবহ জুলুম-নিষ্পেষন-নির্যাতন-বৈষম্যের বিরুদ্ধে যখন তরুনরা রাজপথে আন্দোলন করে যাচ্ছে তখন যেসব সেলিব্রিটি- অভিনেতা- ইনফ্লুয়েঞ্জা- নাট্যকর্মী- শিক্ষক- ন্যাতা- রাজনীতিক - পীর/মাশায়েখ/আলেম/শায়েখ/বক্তা- বেশ্যা- অধিকার কর্মী- কনটেন্ট ক্রিয়েটর মুখে তালা দিয়ে বসে আছেন তারা প্রকারন্তরে এই বৈষম্যে ও জুলুমের পক্ষেই অবস্থান নিয়েছে। জুলুমের দিনে যারা মৌনতা অবলম্বন করে তারা জুলুমেরই অংশীদার কিংবা জুলুমের পক্ষেই অবস্থান নেয়। আপনি হয় জুলুমের পক্ষে কিংবা জুলুমের বিরুদ্ধে এর মাঝখানে কোন পথ নেই। তবে আপনাদের যেকোনো অবস্থানকেই তরুন সমাজ মনে রাখবে।
আমাদের এসব কথা আরও যাদের কলমে লেখা হয়েছে তাদের মধ্যে ফয়েজ আহমেদ ফয়েজ ছিলো অগ্রগন্য,
তিনি বলেন "যেদিন নির্যাতন ও নির্মমতার পাহাড়
তুলার মতো উড়ে যাবে
আমাদের মতো শাসিতদের পদভারে
ধরিত্রীর হৃদয় ধরফর করে উঠবে"
কিংবা হাবিব জালিবের কবিতায় আমাদের কথা ওঠে আসছে, "হাজার বছর ধরে আমাদের মানসিক শান্তি চুরি করেছ তোমরা
আমাদের ওপর তোমাদের খবরদারি আর চলবে না
যন্ত্রণাকাতরদের সেবক সাজো কেন
তোমরা নাকি সেবক কেউ স্বীকার করলেও
আমি মানি না, আমি জানি না"
১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৯
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: জ্বি নিশ্চয়ই। শেষ হতেই হয়।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫৬
বিদ্রোহী পুরুষ বলেছেন: সব কিছুরই একটা শেষ আছে। অন্যায় বৈষম্য একদিন শেষ হবে।