নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ › বিস্তারিত পোস্টঃ

পর্দা নিয়ে বুদ্ধিবেশ্যাদের গাত্রদাহ !

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

এদেশে যখন কেউ পর্দার বিধানের কথা বলে তখন ইসলাম বিরোধী গোষ্ঠীগুলোর গাত্রদাহ শুরু হয়,মনে হয় যেন হুজুর পর্দার বিধান নিজে নিজে বানিয়ে বলছে!!! বিশেষ করে যখন স্কুল,কলেজ, ইউনিভার্সিটিতে পর্দা করার কথা বলে তখন তো রক্ষা নেই অই হুজুরের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে ছাড়বে!!! আরেহ্ ভাই কেউ একজন ইউনিভার্সিটিতে পড়ে বলে তার পর্দার দরকার নেই,বড় আজব মানুষ তো?? হুজুর তো পর্দা করার উপদেশ দিচ্ছেন তাকে তো আর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে দিতে বলছেন না আর ইসলাম শিক্ষার ব্যপারে অত্যান্ত উদার এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।তাইলে সমস্যাটা কোথায়???! আর কেউ একজন পর্দা করলেই সে ব্যাকডেটেড,সাম্প্রদায়িক,অন্ধকারের শক্তি, প্রগতি বিরোধী হয়ে যাবে এমন কথা কই পাইছো!!!

আমার এই পোস্টের উদ্দেশ্য কাউকে পর্দার দাওয়াত দেওয়া নয় আবার উটের পিঠের কুজের ন্যায় উদর, বুক উদোম রেখে মাথা ভর্তি কাপড়ের বস্তা পেঁচানো হিজাবকে পর্দা বলে না। একটা কথা পরিষ্কার বুঝতে হবে এসব প্রচলিত হিজাবের সাথে পর্দার সম্পর্ক খুবই ক্ষীণ।

পর্দার বিধান কোন মানুষের কিংবা কোন হুজুরের তৈরি বিধান নয়, বরং এটা খোদ আল্লাহ তা'আলার তৈরি বিধান যেটা সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্যবার বলা হয়েছে, হাদিসে বলা আছে। হুজুর পর্দার কথা বললে যখন তোমার পশ্চাৎদ্বেশ চুলকানি শুরু হয়, মানববন্ধন কর,মিছিল সভা সমাবেশ কর,তাহলে মহান আল্লাহ এবং আল্লাহর রাসূল(সঃ) যখন পর্দার বলছে পারলে তাদের বিরুদ্ধে কিছু কর!!!! ভন্ডামোর খোলস ছেড়ে পরিষ্কার করে বলে দাও এসব পর্দাটর্দা কিছুই আমরা আসলে ইসলাম বিদ্বেষী আমরা ইসলাম বিরোধী।

আর পর্দা কোন ছোটখাট জিনিস না এটা একটা ফরজ বিধান যেটা অবশ্যই, অবশ্যই পালন করতে হবে কোনভাবেই এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই এবার আপনি মাদ্রাসায় পড়ুন অথবা ভার্সিটিতে পড়ুন কিংবা নাসার একজন সায়েন্টিস্ট হোন !!!!! আপনার পড়াশোনা,চাকরিতে কোন বিধিনিষেধ ইসলাম আরোপ করে না। এবার আসেন হুজুরেরা কেন নিজের খেয়ে আপনাদের পর্দার বিধানের কথা বার বার বলছে কারন, এটা তাদের দায়িত্ব যদি সে এ দায়িত্বে কিঞ্চিৎ ঢিলেমো দেয় তাহলে তার জন্য পরকালে তাকে কল্পনাতীত কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এটা শুধু হুজুরদের দায়িত্ব না বরং প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হুজুরদের বলার দায়িত্ব হুজুররা বলে যাচ্ছে আপনাদের মন চাইলে মানবেন মন না চাইলে মানবেন না, কেউ পালন করার জন্য বাধ্যও করছে না। আহমদ শফি সাহেবের এটা দায়িত্ব ছিল এজন্য সে বলছে এখন আপনার মন চাইলে মানবেন না মন চাইলে একদম মানার দরকার নেই!!!! কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ প্রজ্ঞাবান আলেমের বক্তব্যর পুরোটা না প্রচার করে খন্ডিতাংশ দিয়ে অসৎ উদ্দেশ্য প্রচার করাটা বিকৃত রুচির পরিচায়ক, বুদ্ধি বেশ্যামো।

#Me_Too আন্দোলনে এসব বুদ্ধি বেশ্যাদের আসল চরিত্র বেড়িয়ে আসছে, এ আন্দোলনের ফলস্বরূপ বেড়িয়ে আসছে এদেশসহ সমগ্র দুনিয়ার তাবৎ তথাকথিত অসম্প্রদায়িক চরিত্রের আড়ালে ঢেকে রাখা নোংরা, ভয়ঙ্কর সব পশুসুলভ আচরণ। #Me_Too তে কিন্তু কেউ শফি হুজুরদের বিরুদ্ধে অভিযোগ করছে না বরং ঐসব পর্দা বিরোধী, ইসলাম বিরোধীদেরকেই অভিযুক্ত করছে।
কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ওয়ালস্ট্রি কিছু পদক্ষেপ নিয়েছে নারী পুরুষ একসাথে ডিনার বন্ধ, ফ্লাইটে মেইল কলিগ থেকে আলাদা বসা, ভিন্ন ফ্লোরে হোটেল এ থাকা(No more dinners with female colleagues. Don’t sit next to them on flights. Book hotel rooms on different floors. Avoid one-on-one meetings.) ইত্যাদি ইত্যাদি যেগুলো শফি হুজুর কইলে তেঁতুল হুজুর হইয়া যায়!!!!!আর সাদা চামড়ার মাইনসে কইলে বৈজ্ঞানিক নিগূঢ় তত্ত্ব হয়ে যায়। নাকি বলবেন ওনারাও এদেশ থেকে তেঁতুল খাইয়া গেছে!
ইচ্ছে হলে মানবে ইচ্ছে না হলে মানবে না কিন্তু এটা নিয়ে শুয়োর ছানার মত বাড়াবাড়ি করাটা রীতিমতো অন্যায়।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পোষ্টটি ২বার রিপিট হয়েছে তা ঠিক করে নিন,
কি বুঝাতে চাইলেন বুঝলাম না ।
..........................................................................
পর্দা বা অন্যর অধিকার বিষয়ক কথাবার্তা না বলাই ভালো
ভালো কবিতা লিখুন বা গল্প বলুন ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ধন্যবাদ আপনার উপদেশের জন্য। তবে এটা আমার নৈতিক অধিকার

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৮

এ আর ১৫ বলেছেন: দেখুন শফি হুজুর বলেছে ---- মেয়েরা উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয় !!! এবার বলুন বাংলাদেশের কোথায় মেয়েরা উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয় ? আমাদের মা বোনরা সব সময়ে মার্জিত শাড়ী বা সেলয়ার কামিজ পড়ে ঘর থেকে বের হয় । শাড়ী বা সেলয়ার কামিজ পরিহিতা নারী কি করে উলঙ্গ হয় ?
আমাদের দেশের মেয়েরা সব সময়ে মার্জিত পোষাক পড়ে কোন দিন বিকিনি সস্টস পড়ে না । সুতরাং বে পর্দা উলঙ্গ হয়ে চলাচলের অপবাদ পুরাপুরি অবান্তর ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: শফি হুজুর কোথায় বলেছেন মেয়েরা নগ্ন হয়ে বের হয়?? প্লিজ গিভ মি রেফারেন্স।
হ্যা অবশ্যই আমাদের দেশের নারীরা দেহকে যথেষ্ট ঢেকে দেয়, যথেষ্ট শালীন পোশাক পরে, এটা আবার অন্য কালচার এর সাথে তুলনা করা যাবে না ওইটা ওদের কালচারাল প্র্যাক্টিস। আপনাকে সবার আগে পর্দা এবং শালীনতার মধ্যে তফাৎ বুঝতে হবে ইন টার্মস অব ইসলামিক রুল।
ধন্যবাদ

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৩

এ আর ১৫ বলেছেন: আরেক জন ব্লগারের মন্তব্য এখানে পেস্ট কোরলাম --

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশে বর্তমান নারীদের সংখ্যা কতো? হুজুরের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে, কেউ মেয়ে বোনকে পড়ালেখা না করালে ঐ কম শিক্ষিত মেয়েকে বিয়ে করবে কে?

মেয়েকে বেশি পড়াবেন না, এটা কোনো যুক্তিতেই সমাধান নয়। উনি নারীদের পর্দার নিয়ম করে, স্কুল কলেজ প্রতিষ্ঠার পরামর্শ দিতে পারতেন। বা আরো উত্তম পরামর্শ দিতে পারতেন। আমলে, হুজুর'রা জ্ঞানী; নেতা। সমাজের দেশের এবং বর্তমান দুনিয়ার অবস্থা মাথায় রেখে ভালো এবং যথাযথ বক্তব্য, পরামর্শ বা সমাধানই উনাদের কাছে কাম্য।

মাথায় উকুন, চুল কেটে ফেলুন। মাথা ব্যথা, মাথা কেটে ফেলুন। - এমন সমাধান গ্রহণযোগ্য নয়; বরং বর্জনীয়। মানুষ বর্জন করবে, সমালোচনাও করবে। হাসি তামশা করবে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: কম পড়ানো এটা মোটেই গ্রহনযোগ্য নয়। ইসলাম পড়াশোনার সর্বোচ্চ যত্নশীল, সর্বোচ্চ গুরত্ব দিয়ে থাকে।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৭

নষ্টজীবন® বলেছেন: ভালোই বলেছেন পোস্টে। পর্দার পক্ষে আমিও, তবে শফি মিয়ার মতো নারীকে ঘরে বন্দী করার ব্যাপারে নারাজ একেবারেই।

মানুষ সমালোচনায় আসতেও সুকৌশলী বর্তমান জামানায়, শফী মিয়া সেই কৌশলে কামিয়াবি। বেচারা অনেকদিন মানুষের নজরেই আসতে পারে নাই, এক কথায় আবারো মানুষের সামনে!

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: নারীকে ঘরে বন্দী করার কথা কোনভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটা কাম্যও নয়।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫

রানার ব্লগ বলেছেন: শফি নামক বিগত লুচ্চার কথা শুনে এত্ত উত্তেজিত হওয়ার কি আছে বুঝলাম না। যে লোক মেয়েদের কে তেতুল এর সাথে মিলিয়ে ফেলে সে যে মেয়েদের দিব্যালোকে উলঙ্গ দেখবেনা তার কি গ্যারান্টি আছে। শফির ট্রিটমেন্ট হোল গুহ্যদ্বারে ইলেকট্রিক শক দেয়া।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আপনার মতো পার্ভাট এর উত্তর দেওয়া নিস্প্রয়োজন।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

নতুন বলেছেন: ভাই আমাদের দেশের নারীরা যথেস্ট স্বালীন পোষাক পরে বাইরে বের হয়। আর এখন দেশে চলছে শীতকাল সবাই।

আরেকটা কথা হইলো মেয়েরা কি পরিধান করবে সেটা মেয়েদের উপরেই ছেড়েদিন, সেটা নিয়ে সবার টানাটানি না করলেই ভালো।

পৃথিবি এগিয়ে যাচ্ছে....এখন মেয়েদের কম পড়াতে উপদেশ দেওয়া, মেয়েরা উলঙ্গ হয়ে বাইরে হয় এই রকমের ওয়াজ করলে তাকে বেশির ভাগ মানুষই মেনে নেবে না।

আর ৯০ বছররে শফি হজুর বত`মানে মেয়েদের কাজ সম্পকে কতটুকু জানেন? তিনি কত সময় বাইরে কাটান? তিনি সমাজ সম্পকে নিজের অভিঙ্গতা খুবই কম।

তার এখন এমন কথা বাতা` বলা ঠিক না।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: এখানে কোথাও আমি পর্দা নিয়ে কাউকে দাওয়াত দেইনি, কারো ভালোলাগলে মানবে না লাগলে মানবে না। এটা সবার একান্ত ব্যাক্তিগত ইচ্ছাধীন।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ধর্ম হলো আফিম।
ধর্ম দেশকে পিছিয়ে দেয়।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: কথাগুলো খুব লেইম হয়ে গেলনা!!!! এত সহজেই লেভেলিং করে দিলেন!!! বাহ্ চমৎকার।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

বাংলার মেলা বলেছেন: সব মেয়েরা যদি পর্দা করে, তাদের তাদের সৌন্দর্য অন্য পুরুষেরা উপভোগ করতে পারবেনা - তারা কাজে আগ্রহ হারাবে - দেশ পিছিয়ে পড়বে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: হা হা মজা পেলুম ভাই দারুন লজিক!!!!

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

তেলাপোকা রোমেন বলেছেন: পোস্টের মাজেজা কি ব্রো?

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ভালো করে পড়ে থাকলে আসা করি মজেজাও বুঝতে পারছেন

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

এ আর ১৫ বলেছেন: শফি হুজুর কোথায় বলেছেন মেয়েরা নগ্ন হয়ে বের হয়?? প্লিজ গিভ মি রেফারেন্স।

তিনি অনেক জায়গায় বক্তিতাতে বলেছেন মহিলাদের উদ্দেশ্যে --- তোমরা উলঙ্গ হইয়া ঘর থেকে বের হোও না । নীচের এই লিংকে এর উদাহরন পাবেন -
Please click here

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: এটা তো উনার বক্তব্যের খন্ডিতাংশ।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


মোল্লা শফি আমাদের দেশের লোক নন, উনাকে বের করে দেয়া ঠিক হবে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: তাহলে কোন দেশের লোক?

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

প্রজ্জলিত মেশকাত বলেছেন: এই শফিদের একসময়কার স্লোগান ছিলো, " আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান।" তালেবানরা দশ বছরের উপরে মেয়েদের পড়ালেখা নিষিদ্ধ করেছিল। শফিও তাইই বলেছে। শফিকে মহিমান্বিত করার দরকার নেই। ওতো বলেছে, মেয়েরা শুধু স্বামীদের কাছে চিঠি লিখতে পারলেই হলো। এর বেশি দরকার নেই। ওর জন্যে কমপক্ষে ৬০ জন এতিম বাচ্চা নিহত হইছে। অথচ শিশুগুলোকে মৃত্যুমঞ্চে নিক্ষেপ পরে কয়েকদিন পরেই সরকারের কাছ থেকে জমি ও কয়েককোটি টাকা নিছে। ওর ৯৬ বছর বয়সেও বাচার স্বাদ কমেনা অথচ এতিম বাচ্চাদের হত্যার মুখে ঠেলে দিছে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: রেফারেন্স দিন প্লিজ

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আপনার মতো পার্ভাট এর উত্তর দেওয়া নিস্প্রয়োজন।

আপনার উপলব্ধি এর জন্য আপনাকে ধন্যবাদ। ধরে নিলাম আমি পার্ভাট কিন্তু আমি শফির মত মাথায় টুপি পরে মেয়েদের দিকে তাকিয়ে লালা ফেলি না।

আচ্ছা আপনিতো সফি সাহেব সম্পর্কে অনেক জানেন বলতে পারবেন ওনার আয়ের উৎস কি ?

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৬

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ওনার আয়ের কি উৎস আপনি খুজে পেয়েছেন আগে বলুন??? তথ্য প্রমাণ ছাড়া আরেকজনের নামে কুৎসা রটিয়ে কি লাভ/?

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

রানার ব্লগ বলেছেন: আর একটা কথা সফি কোন ধর্মিয় ব্যাক্তিত্ব নয় লোকটা ধর্ম ব্যাবসায়ি। নিজের ধর্মকে বেচে খাওয়া আর শরীর বেচে খাওয়া এর মধ্য কোন পার্থক্য নাই।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৯

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: সফি সাহেব যদি ধর্মীয় ব্যাক্তিত্ব না হয় তাহলে ধর্মীয় ব্যাক্তিত্ব কি শাহরিয়ার কবির??

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: ওনার আয়ের কি উৎস আপনি খুজে পেয়েছেন আগে বলুন??? তথ্য প্রমাণ ছাড়া আরেকজনের নামে কুৎসা রটিয়ে কি লাভ

আমি কিভাবে কুৎসা রটালাম আমি শুধু জিজ্ঞাসা করলাম ওনার আয়ের উৎস কি আপনি জানেন ? ধরে নিলাম জানেন না। এক কাজ করি ইনকাম ট্যাক্স অফিসার পাঠিয়ে দেই তার ডেরায়। নিশ্চিত থাকেন ধর্মপ্রান সফির চামচারা জীবন দিয়ে ফেলবে রাস্তায় সেই দলে আপনাকেও পাওয়া যাবে। আমার বুকের পাটা আছে আমার আয়ের উৎস জানাতে, সফির বুকের পাটা আছে কি না জিজ্ঞাসা করবেন।

২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ওকে ধন্যবাদ, ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশের পরিবেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.