নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)
তিন চারদিন আগে টিউশন থেকে হলে ফেরার পথে চারুকলার গেটের ঠিক সামনে গাজাঁস্থানের(যেখানে রাতের বেলা ছেলে,বুড়ু,কপোত-কপোতী নির্বিশেষে সবাই নির্ভয়ে গান্জিকা সেবন করে) পাশেই দাড়িয়ে আছি ডাব খাব বলে,একটু পর চারুকলার ভিতর থেকে একজন অধ্যাপক গোছের লোককে বেড়িয়ে আসতে দেখে অনেকটা সরে দাড়ালাম যার কাঁদে গেরুয়া ব্যাগ,চোখে বুদ্ধিজীবি স্টাইলের চশমা,চুল বড় বড় বড়। বেড়িয়ে ডাবওয়ালার ভ্যানের সামনে দাড়িয়ে কাউকে খোজার ভঙ্গিতে এদিক সেদিক তাকাচ্ছে,এর মধ্যেই আমার ডাবের পানি খাওয়া শেষ এখন শুধু শ্বাস খাওয়া বাকি অর্থাৎ ইতোমধ্যে অনেকটুকু সময় পার হয়ে গেছে কিন্তু লোকটার এদিকওদিক তাকানো বন্ধ হচ্ছে না তাই লোকটাকর প্রতি আমার কিছুটা সন্দেহ তৈরি হল। তাই মনে মনে ভাবলাম শেষটা দেখেই যাই।একটু পর দেখলাম আমার বয়সী একটি ছেলেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে অনেকটা আত্মতৃপ্তিরর ভঙ্গিতে ছালাম দিল " আসসালামু আালাইকুম স্যার" স্যার, "এনেছ?" আগন্তুক ছেলটি "অনেক....... কষ্টে পাইছি,স্যার সবগুলো স্পট বন্ধ করে দিছে পুলিশ অনেক ঘুরাঘুরি করে শহীদুল্লাহ হলের ঐদিকটাতে পাইছি" স্যার, "দেখি কতটুকু এনেছ??" এতক্ষন আমি যা ভাবছি বাস্তবে তাই হল।ছেলেটি তার প্যান্টের পকেট থেকে কাগজে মোড়ানো দলা জাততীয় দুইটি বস্তু ঐ লোকটার হাতে দিল আর সাথে সাথে মোড়ানো প্যাকেট খোলা মাত্র একনজর দেখেই চিনে ফেলি..............
অতঃপর মনে মনে "বাতাসে ভেসে আসে গাজার গন্ধ" দোয়াটি আওরাতে আওরাতে হলের দিকে পা বারালাম
২| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:৩২
এম এ কাশেম বলেছেন: নারে পাগলা ভিত্তিহীন নয়। সত্য বলেই মনে হয়।
গাঁজাখোর গাঁজা খাবেই, সে ছাত্র হোক আর শিক্ষক হোক।
৩| ৩১ শে মে, ২০১৭ ভোর ৪:১৬
ruhul imran বলেছেন: ...''গাজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়''...
...''মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে''...
যে জেনারেশন এই টাইপ অব গানের ক্রেজ, তাদের থেকে ভালো আচরণবিধি নিশ্চই আশা করা যায় না। আমি বলছি না তারা খারাপ। আমি তাদের সামাজিক চরিত্র এবং আচরণ এর ব্যপারে সংশয় প্রকাশ করছি। এসব শিক্ষার্থীদের কাছে দেশ এবং দেশের মানুষ কতোটা নিরাপদ সে প্রশ্নটাই করছি।
বিশেষ করে শিল্প জগতের অনেকেরই ধারনা, গঞ্জিকার স্বাদ না পেলে মস্তিষ্ক তার ক্রিয়েটিভি প্রসব করতে পারে না।
৪| ৩১ শে মে, ২০১৭ ভোর ৪:২১
তার ছিড়া আমি বলেছেন: এ আর নতুন কি?
৫| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ভাই আমি নিজেও এখানকার স্টুডেন্ট।আর আমি ডিরেক্টলি কিছু বলছি না।
ব্যক্তিগত কোন অপরাধের দায়ভার কখনো প্রতিষ্ঠানের উপর বর্তায় না
৬| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: সত্য মিথ্যার কথা জানিনা না তবে আমি ঘটনাটা ঠিক যেভাবে দেখেছি ঠিক সেভাবেই বর্ননা করছি।
আর গাজা খাওয়া ভাল কিংবা খারাপ এটাও কিন্তু বিচার করিনি।
৭| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: "গঞ্জিকার স্বাদ না পেলে মস্তিষ্ক তার ক্রিয়েটিভি প্রসব করতে পারে না"
অনেকের এই ধারনটা ঠিক না তবে পরিমিত গাজাও খারাপ না মেন্টালি রিফ্রেশমেন্ট এর জন্য নেওয়া যেতে পারে
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৭ রাত ১২:৫৯
পাগলা বস বলেছেন: ভিত্তিহীন, অনেকটা উদ্দেশ্য প্রণোদিত মনে হল। একটা ভার্সিটির সুনাম ক্ষুন্ন করার পায়তারা মাত্র।