নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকের লিঙ্গের শক্তি শেষ হতে আর কত দেরি পান্জেরী!!!

০৯ ই মে, ২০১৭ রাত ১২:০২

আজকে একটা খবর দেখে বুকের মধ্যে সত্যিই অনেকটু শক্তি ও সাহস পেলাম,তা হচ্ছে মাগুরাতে মেয়েকে উত্যেক্ত করায় উত্যেক্তকারীকে মা কুপিয়েছে!!! সত্যি আমার কাছে মনে হচ্ছে প্রতারক পুরুষগুলোর লিংগের ক্ষমতা এই বুঝি শেষ হতে চলছে! আর বুঝি কোন ধর্ষনের বিচার না পেয়ে কোন বাবাকে ট্রেনের নিচে মাথা বিছিয়ে মরতে হবে না!! অলীক কোন স্বপ্ন দেখছি না ত!
আার বুঝি কোন নারীকে থানায় গিয়ে দ্বিতীয়বার ধর্ষনের স্বীকার হওয়া লাগবে না!
আমার মনে হয় ধর্ষকদের এভাবে কোপালে আর আাগমী ১০ বছরের মধ্যেই প্রতারক পুরুষদের লিঙ্গের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে তার থেকে উত্তরনের পথ আমাদেরকেই বের করতে হবে। ছোটবেলা থেকে জেনে আসছি আইনের চোখ অন্ধ এখন দেখি আইনের চোখ ট্যারা/বাকা!! ছোটবেলা থেকে জেনে আসছি নারীর সম্ভ্রম অমূল্য সম্পদ আর এখন দেখি ধর্ষকের লিঙ্গ অমূল্য সম্পদ!!!
যেই সমাজ ধর্ষকের শাস্তি বা পুরষ্কার ধর্ষীতার সাথে নিকাদান!!!! ঐ সমাজ থেকে এর বেশি আর কি শিখব।
১৯২৯ সালে বিয়ের সর্বনিম্ন বয়স নির্ধারন হয় মেয়েদের ক্ষেত্রে ১৮ আর পুরুষদের ক্ষেত্রে ২২ আর ২০১৭ সালে এসে বিশেষ ক্ষেত্রে ধর্ষকের সুবিধার জন্য ১৮ বছরের আগেই বিয়ে করতে পারবে!!!!!!
তাহলে আমরা দিন দিন চিন্তা ও প্রগতির দিক থেকে নিম্নমুখী হচ্ছি??

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ রাত ১২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: সমর্থন জানালাম।।

২| ০৯ ই মে, ২০১৭ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


জঘন্য শিরোনাম, লেখায় কিছুই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.