নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)
কোথাও একটা যোগ ছিল -
যোগটা হয়তো আজো আছে ।
তুমি - আমিও সরে যাইনি।
আর সব কিছুর মতই নির্বিকারত্ব তোমার পুরোটা জুড়ে নেই।
বুকের বাঁ পাশের চিলেকোঠা টা আমার জন্য বরাদ্দ, হয়তো আমার খেয়ালী চাবি হারিয়ে তালাবন্ধ পড়ে আছে।
কোন এক শিউলি ফোটা সকালে এক গাদা কাঠগোলাপের গন্ধ নিতে তোমাকে আমন্ত্রণ জানাবো।
এস,চাবিটা না হয় তুমিই খুঁজে দিও।
আমি ক্লান্ত, ম্যাজিক শহরের বিষন্নতার জালে আমি আজ তাই সকালের অপেক্ষা